Bpsc Study school

Bpsc Study school Vai

21/01/2024
19/01/2024

রবীন্দ্রনাথ ঠাকুর মোট তেরোটি উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হল: বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) ও চার অধ্যায় (১৯৩৪)।

 #2023 #
12/10/2023

#2023 #

07/10/2023

~~ কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়?.
ক ।.... বি
খ ।.... সি
গ ।.... ডি
ঘ ।.... ই

07/10/2023

‘ছেলেটি চালাক’- এ বাক্যে 'চালাক' কোন জাতীয় বিশেষণ?

ক. অবস্থা বাচক
খ. উপাদান বাচক
গ. ভাববাচক
ঘ. গুণবাচক

07/10/2023

পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?

ক. রয়টার্স
খ. বিবিসি
গ. সানা
ঘ. তাস

07/10/2023

🥀প্রনালী🥀
১। ভারত-শ্রীলংকা কে পৃথক করেছে====পক প্রণালী।
২। এশিয়া–আমেরিকা কে পৃথক করেছে======বেরিং প্রণালী।
৩। এশিয়া-ইউরােপ কে পৃথক করেছে=====-বসফরাস প্রণালী।
৪। এশিয়া-আফ্রিকা কে পৃথক করেছে=====বাব এল মানদেব প্রণালী।
৫। আফ্রিকা কে ইউরােপ থেকে পৃথক করেছে=====জিব্রাল্টার প্রণালী।

04/10/2023

এক ব্যক্তি মাজারের দরজা চুরি করে নিয়ে যায়। লোকেরা তাকে খুঁজে বের করে ধরল আর বলল, ওহে নরাধম! তুই বাবার মাজারের দরজাটা চুরি করলি কেন? আর কিছু চুরি করার পেলি না বুঝি! লোকটা বলল, কই আমি চুরি করলাম! বাবাই তো আমাকে দরজাটা দান করেছেন। মাজারপূজারীরা চেঁচিয়ে ওঠল, ওরে পিচাশ! বাবা তোকে কীভাবে দান করবেন? বাবা তো ভেতরে মৃত, তিনি কথা বললেন কী করে আর তুই তার কথা শুনলিই কী করে! লোকটা বলল, কেন! বাবা তোমাদেরকে সন্তান দিতে পারলে, চাকরি দিতে পারলে, রিজিক দিতে পারলে, আমাকে কেন বাবা তার মাজারের দরজাটা দান করতে পারবেন না! সবাই নিশ্চুপ।
আসলে কোন বাবা, পীর, ওলী, গাউস, কুতুব কবর থেকে কিছুই করতে পারেন না। তাঁরা তো নিজেরাই নিজেদের নিয়ে ইয়া নাফসী ইয়া নাফসী! তাঁরা কাউকে সন্তান দিতে পারেন না, অন্ন দিতে পারেন না, অর্থ দিতে পারেন না। তাঁরা যে এসব পারেন না এর সবচেয়ে বড় প্রমাণ মাজারের ভিক্ষুকগুলো। একটা ভিক্ষুকও ভালো করে জানে বাবা কিছুই করতে পারে না, তাই সে কিন্তু হাত বাবার কাছে পাতে না, পাতে দর্শনার্থীর কাছে। অথচ মাজারে তো ২৪ ঘণ্টা থাকে সে। তার চেয়ে মাজারের বড় আবিদ কে? আমাদের বুঝ কি একটা ভিক্ষুক থেকেও কম হয়ে গেল!
সংগৃহীত

22/09/2023

হায় রে সময় 😥কারো পৌষ মাস করো সর্বনাশ😥

 #গভীর_রাতে☺️৫৭ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (dncc) এ নিয়োগ বিজ্ঞপ্তিঃ Deadline: 15 Oct 2023🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রত...
11/09/2023

#গভীর_রাতে☺️
৫৭ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (dncc) এ নিয়োগ বিজ্ঞপ্তিঃ
Deadline: 15 Oct 2023

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (dncc)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৫৭টি
👉 আবেদন ফীঃ ৬৬৯/- ও ৫৫৮/- টাকা
👉 আবেদন শুরুঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩
👉 আবেদনের লিংকঃ http://dncc.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ১৫ অক্টোবর ২০২৩

04/09/2023

★ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে
ক. ২ সেপ্টেম্বর, ২০২৩
খ. ১৬ সেপ্টেম্বর, ২০২৩
গ. ২০ অক্টোবর, ২০২৩
ঘ. ২৮ অক্টোবর, ২০২৩
সঠিক উওরটা পেইজ দেওয়া আছে

DwasaSAE-28 postDepartment-CT,MT,ETFees-558/-Last Date- 27 September,2023.
04/09/2023

Dwasa
SAE-28 post
Department-CT,MT,ET
Fees-558/-
Last Date- 27 September,2023.

28/08/2023

বাংলাদেশ চালু হওয়া প্রথম ব্রাউজার -

ক. তর্জনী
খ. পিপীলিকা
গ. বিজয়-৫২
ঘ. বঙ্গবন্ধু

28/08/2023

👉দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে একটি-
ক. পোস্টার
খ. ভাস্কর্য
গ. চিত্র কর্ম
ঘ. ম্যূরাল

27/08/2023

প্রশ্ন: মেট্রোরেল উদ্ধোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকার স্মারক নোট চালু করে?

a. 200 টাকা
b. 100 টাকা
c. 50 টাকা
d. 20 টাকা

27/08/2023

EU-এর বর্তমান সদস্য কত
২৭
২৮
২৯
৩০

BRICS_Update⬛⬛ বর্তমান সদস্য– ৫টি।→ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।🟩🟩 নতুন সদস্য– ৬টি।→ আর্জেন্টিনা, মিশর, ...
25/08/2023

BRICS_Update

⬛⬛ বর্তমান সদস্য– ৫টি।
→ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

🟩🟩 নতুন সদস্য– ৬টি।
→ আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরান।

টেকনিকঃ ''Argentine MESSI''।
১) Argentinar = আর্জেন্টিনা (দ: আমেরিকার),
২) M = মিশর (আফ্রিকা),
৩) E = ইথিওপিয়া (আফ্রিকা),
৪) S = সৌদি আরব (এশিয়া),
৫) S = সংযুক্ত আরব আমিরাত (এশিয়া),
৬) I = ইরান (এশিয়া)।

22/08/2023

**কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে !**

▪ সুইডেন
▪ নরওয়ে
▪ ফিনল্যান্ড
▪ রাশিয়া

21/08/2023

সহজে মনে রাখুন "শেষ" নামযুক্ত কতিপয় সাহিত্যকর্ম
# শেষের কবিতা - উপন্যাস = রবীন্দ্রনাথ ঠাকুর
# শেষ লেখা - কাব্য গ্রন্থ = রবীন্দ্রনাথ ঠাকুর
# শেষ সপ্তক - কাব্য গ্রন্থ =রবীন্দ্রনাথ ঠাকুর
# শেষ কথা -ছোটগল্প =রবীন্দ্রনাথ ঠাকুর
# শেষের রাত্রি - ছোটগল্প = রবীন্দ্রনাথ ঠাকুর
# শেষ রক্ষা - প্রহসন = রবীন্দ্রনাথ ঠাকুর
# শেষ প্রশ্ন - উপন্যাস =শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
# শেষের পরিচয় - উপন্যাস =শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
# শেষ পান্ডুলিপি - উপন্যাস = বুদ্ধদেব বসু
# শেষ লগ্ন - উপন্যাস = বন্দরে আলী মিয়া
# শেষ রজনীর চাঁদ - উপন্যাস = আবদুল গাফ্ফার চৌধুরী
# শেষ রাত্রির তারা - গল্প গ্রন্থ = আবু জাফর শামসুদ্দীন

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭 দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসি তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন।
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭
দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসি
তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন।

20/07/2023

খুশি থাকার অপেক্ষা করতে করতে...,,, হয়তো কোন একদিন,,, মৃত্যু এসে লাইফটাকে,,,, থমকে দিবে।।

17/06/2023

বিভিন্ন দপ্তরের সদর দপ্তর :-
১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
?২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
?৩। CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া
?৪। OIC এর সদর দফতর= জেদ্দা
?৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
?৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
?৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
?৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
?৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
?১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
?১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
?১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
?১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
?১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
?১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
?১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
?১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
?১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল
?১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
?২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
?২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
?২২। FAO এর সদর দপ্তর=রোম আউটসাইড নলেজ
?২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
?২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
?২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
?২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
?২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
?২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
?২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ আউটসাইড নলেজ
?৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
?৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
?৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
?৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
?৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
?৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
?৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
?৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও আউটসাইড নলেজ
?৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
?৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
?৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
?৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
?৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
?৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
?৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
?৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
?৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
?৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
?৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
?৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
?৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)

একজন পড়ুয়া স্টুডেন্ট দেখাও যে সারাদিনই পড়ে 😎
15/06/2023

একজন পড়ুয়া স্টুডেন্ট দেখাও
যে সারাদিনই পড়ে 😎

15/06/2023

"মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" উক্তিটি করেছেন-

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মীর মশাররফ হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

29/09/2021

(সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর)

০১. বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি (TIFA) স্বাক্ষরিত হয় কবে?
ক. ১০ সেপ্টেম্বর ২০২১
খ. ১১ সেপ্টেম্বর ২০২১
গ. ১৫ সেপ্টেম্বর ২০২১★★
ঘ. ১৭ সেপ্টেম্বর ২০২১

২. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
ক. যুক্তরাষ্ট্র★★
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. স্পেন

৩. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে
সর্বাধিক রেমিট্যান্স আসে?
ক. সৌদি আরব★★
খ. যুক্তরাষ্ট্র
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. যুক্তরাজ্য

৪. ২০২১ সালে কোন বাংলাদেশি র‍্যামন ম্যাগসেসে
পুরস্কার লাভ করেন?
ক. সনজীদা খাতুন
খ. শেখ হাসিনা
গ. রেহমান সোবহান
ঘ. ড. ফেরদৌসী কাদরী★★

৫. শেখ রাসেল দিবস কবে?
ক. ১৮ অক্টোবর★★
খ. ৫ আগস্ট
গ. ২৮ সেপ্টেম্বর
ঘ. ২৮ এপ্রিল

৬. ‘বঙ্গবন্ধু ধান-১০০’ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
ক. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)★★
খ. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA)
গ. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
ঘ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)

৭. বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া
বীরাঙ্গনার সংখ্যা কত?
ক. ৪৩০ জন
খ. ৪৪৪ জন
গ. ৪৩৮ জন★★
ঘ. ৪৫৬ জন

৮. দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর ওপর?
ক. ব্ৰহ্মপুত্ৰ★★
খ. পদ্মা
গ. যমুনা
ঘ. আড়িয়াল খাঁ

৯. নিম্নের কোন আমটি "নাবি" জাতের?
ক. গৌড়মতি
খ. মেহেদী-২
গ. ইলামতি
ঘ. ওপরের সবগুলো★★

১০. বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
ক. ১০৫টি
খ. ১০৭টি
গ. ১০৬টি
ঘ. ১০৮টি★★

১১. দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ক. শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ★★
খ. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ঢাকা
গ. আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট
ঘ. বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম

১২. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী মোট জনসংখ্যা কত?
ক. ১৬.২৫ কোটি
খ. ১৬.৬৫ কোটি
গ. ১৬.৪৫ কোটি
ঘ. ১৬.৮২ কোটি★★

১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.১৭%
খ. ১.৩৭%★★
গ. ১.২৭%
ঘ. ১.১১%

১৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ১,১৩৫ জন
খ. ১,১৪৫ জন
গ. ১,১৪০ জন★★
ঘ. ১,১৫৫ জন

১৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
ক. ৭২.৮ বছর★★
খ. ৭৪.২ বছর
গ. ৭৩.৩ বছর
ঘ. ৭২.৬ বছর

১৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
দারিদ্র্যের হার কত?
ক. ২০.৫%★★
খ. ২১.৫%
গ. ২২.৫%
ঘ. ১০.৫%

১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
চরম দারিদ্র্যের হার কত?
ক. ৮.৫%
খ. ৯.৫%
গ. ১০.৫%★★
ঘ. ১১.৫%

১৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
মাথাপিছু আয় কত?
ক. ২, ১৪৪ মার্কিন ডলার
খ. ২,২৫৪ মার্কিন ডলার
গ. ২,২২৭ মার্কিন ডলার★★
ঘ. ২,০৬৪ মার্কিন ডলার

১৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী মাথাপিছু GDP কত?
ক. ২,০৬৪ মার্কিন ডলার
খ. ২,২২৭ মার্কিন ডলার
গ. ১,৯৪০ মার্কিন ডলার
ঘ. ২,০৯৭ মার্কিন ডলার★★

২০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী
সাক্ষরতার (৭+) হার কত?
ক. ৭৩.৪%
খ. ৭৫.২%★★
গ. ৭৫.৫%
ঘ. ৭৪.৯%

Address

Sirajganj
Dhaka

Telephone

+8801643788643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bpsc Study school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bpsc Study school:

Share


Other Digital creator in Dhaka

Show All