Ghorersodai

Ghorersodai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ghorersodai, Digital creator, Gazipur, .

✅নবজাতক জন্মের সময় মাথা ঘোরাতে পারে না। সে একই অবস্থানে শুয়ে থাকে। এমন পরিস্থিতিতে তার মাথার আকৃতি নষ্ট হওয়ার আশঙ্কা ...
09/07/2024

✅নবজাতক জন্মের সময় মাথা ঘোরাতে পারে না। সে একই অবস্থানে শুয়ে থাকে। এমন পরিস্থিতিতে তার মাথার আকৃতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। একে আমরা সাধারণত ফ্লাট হেড সিনড্রোম বলি। এজন্যই শিশুর মাথার আকৃতি ঠিক রাখতে অনেকেই ওই সময় সরষে বালিশ ব্যবহার করে।❤️
🛑নবজাতকের জন্য অতি প্রয়োজনীয় এই বালিশটি (ঘরের সদাই) বিশেষ পদ্ধতিতে তৈরি করেছে! আমাদের সরষে বালিশে রয়েছে-
১. চেইন সিস্টেমের একটি সরিষা বালিশ যা প্লেইন সেলাই এবং ওভারলক সেলাই করা।
২. সুন্দর একটি চেইন সিস্টেমের বালিশ কভার যা প্লেইন সেলাই এবং ওভারলক সেলাই করা।
৩. একটি ক্যারিব্যাগ ও থাকবে।
🛑কেন আপনি আপনার নবজাতকের জন্য সরিষা বালিশ ব্যবহার করবেন? সরিষা বালিশ কি শুধু মাথার আকৃতি ঠিক রাখতেই কাজ করে নাকি এর আরো অনেক গুনাগুন রয়েছে? চলুন জেনে নেওয়া যাক-
✅বাচ্চাকে ঠান্ডা থেকে রক্ষা করে
সরষে গরম বলে মনে করা হয়। এমন অবস্থায় শিশুর মাথার নীচে সরষের বালিশ ব্যবহার করা হয়, তাহলে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই বালিশ তাকে স্বাভাবিক উষ্ণতা দেয় এবং ঠান্ডা থেকে রক্ষা করে। বিশেষজ্ঞদের মতে, অনেক সময় প্রসবের সময় শিশুর মাথার আকৃতি খারাপ হয়ে যায়, এমন পরিস্থিতিতে মাথার নীচে সরষের বালিশ রাখলে মাথা সঠিক আকৃতিতে ফিরে আসে।
✅মাথা এবং ঘাড় রক্ষা করে
শিশুর মাথা ও ঘাড়ের ওপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। তাই এটিকে স্থিতিশীল রাখতে হবে। এর জন্য সরষের বালিশ একটি ভাল বিকল্প। এটা সহজে নষ্ট হয় না। এই বালিশের কারণে শিশু খুব সহজেই মাথা ঘোরাতে পারে। এমন অবস্থায় সে অনেক বিশ্রাম পায় এবং তার মাথা ও ঘাড় যে কোনও ধরনের আঘাত পাওয়া থেকে রক্ষা পায়।
✅দ্রুত মস্তিষ্কের বিকাশ ঘটে
সরষের বালিশের নরম সুতি কাপড় শিশুর মাথার ত্বককে সংবেদনশীল করে তোলা থেকে রক্ষা করে। অনেকেই বিশ্বাস করেন যে এটি ব্যবহার করে শিশুর ভালো ঘুম হয়। এর ফলে শিশুর মস্তিষ্কের বিকাশ ত্বরান্বিত হয়। অতএব, আপনার সন্তানের ক্ষেত্রেও সরষের বালিশ ব্যবহার করতে ভুলবেন না।
🛑আমাদের সরিষা বালিশের সাইজ হলো ‌:
👉🏼শুধু বালিশের দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং প্রস্থ ৯ ইঞ্চি।
👉🏼কভার লাগানোর পর বালিশের দৈর্ঘ্য ১৩.৫ ইঞ্চি এবং প্রস্থ ১০.৫ ইঞ্চি।
👉🏼প্রতিটি বালিশে সরিষার পরিমাণ ১১৮০ গ্রাম - ১২০০ গ্রাম।

অর্ডার করতে আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার ( https://www.facebook.com/ghorersodai43.bd) এ স্ক্রিনশট সহকারে নক দিন l

Address

Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghorersodai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Nearby media companies