True News Point - TNP

True News Point - TNP সত্যের সন্ধানে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর| Strong Voice Against Injustice We always produce true and uncompromising news.
(1)

অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজ। আমাদের প্রচারিত ভিডিও গুলো দেশীয় এবং বিদেশী বিভিন্ন অনলাইন পোর্টাল এবং খবর ভিত্তিক বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকা থেকে নেওয়া। তাই আমাদের প্রচারিত খবর গুলোর সাথে আমাদের নিজেদের সরাসরি কোনো সম্পর্ক নেই তবে ১০০% যাচাই বাছাই পূর্বক রেফারেন্স সহ নির্ভুল , তথ্যভিত্তিক ভিডিও বানিয়ে থাকি । আমরা সব সময় সত্য এবং আপোষহীন সংবাদ তৈরি করে থাকি।

================================

=============

Strong Voice Against Injustice. Our broadcasted videos are taken from domestic and foreign online portals and various news-based TV channels and magazines. So we have no direct relation with the news we broadcast but we make accurate, informative videos with references after 100% verification.

12/04/2023

শেখ হাসিনার নয়া কৌশল! আমেরিকার পতন ঘন্টা বেজে গেলো।

21/03/2023

ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলে ও আফগানিস্তানের ফয়জাবাদের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬

17/03/2023

লাইভে এসে পুলিশ ও গ্রেফতার নিয়ে যা বললেন মাহিয়া মাহি দেশে আসলেই গ্রেফতার।

#মাহিয়া_মাহি #মাহি

16/03/2023

ঘর বাড়ি আঙ্গিনাকে মশামুক্ত রাখতে খরচ করুন মাত্র ২০ টাকা। নেই স্বাস্থ্য ঝূকি ও নেই কোনো মারাত্মক কোনো প্রভাব। সাইড ইফেক্ট নেই অর্থাৎ শরীরের কোন ক্ষতি করে না। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ঘরোয়া ভাবে বানানো মশা তাড়ানোর চমকপ্রদ জৈবিক প্রক্রিয়াটি । সাধারণত আমরা মশা মারার জন্য যে সমস্ত কয়েল বা ইলেকট্রিক কয়েল ব্যবহার করি সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।

বিস্তারিত দেখুন ট্রু নিউজ পয়েন্টের এই প্রতিবেদনেঃ

#মশা #ডেঙ্গু

পবিত্র মাহে রমজান ২০২৩ এর অফিস সময়সূচি.. সকলের অবগতির জন্য।
15/03/2023

পবিত্র মাহে রমজান ২০২৩ এর অফিস সময়সূচি..
সকলের অবগতির জন্য।

15/03/2023

বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে চাঁদাবাজি ও হোটেল ব্যবসা। সমাজে এখন বিয়ে মানেই হলো বাণিজ্যকেন্দ্র। প্রায় প্রতিটি বিয়ের অনুষ্ঠানে টেবিল বসিয়ে চাঁদাবাজি ও রমরমা ব্যবসা করা হয়।

বিস্তারিত দেখুন টিএনপি ডেক্স এর প্রতিবেদনে।

#বিয়ে

অভিনন্দন টাইগার ♥
14/03/2023

অভিনন্দন টাইগার ♥

১। কর্মীকে দিয়ে পোষ্টার লাগান!২। কর্মীকে দিয়ে ব্যানার লাগান!৩। কর্মীকে দিয়ে রাজপথে মিছিল করান!৪। কর্মীকে দিয়ে হরতাল করান...
12/03/2023

১। কর্মীকে দিয়ে পোষ্টার লাগান!
২। কর্মীকে দিয়ে ব্যানার লাগান!
৩। কর্মীকে দিয়ে রাজপথে মিছিল করান!
৪। কর্মীকে দিয়ে হরতাল করান!
৫। কর্মীকে দিয়ে বিরোধিদলের নেতা দমান!
৬। কর্মীকে দিয়ে লিফলেট বিতরণ করান!
৭। কর্মীকে দিয়ে নির্বাচনে নির্ঘুম প্রচরণার হুকুম দেন!
৮। কর্মীকে সেন্টার পাহাড়ার দায়িত্ব দেন!
৯ ৷ কর্মীকে দিয়ে নেতা হবেন!
১০। কর্মীকে দিয়েই খুন/জখম করান!
১১। কর্মীকে দিয়ে নিজে ক্ষমতার চেয়ারে বসেন!

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি এসব কাজ করলে
কর্মীরা ১০০% ভালো।
কিন্তুু-------
১।কর্মীকে দিয়ে শীত বস্ত্র বিতরণ করাতে লজ্জা লাগে ?
২।কর্মীকে দিয়ে চাউল বিতরণ করতে বিবেকে বাধা দেয় ?
৩।কর্মীকে দিয়ে ব্যবসা করাতে সংকোচ লাগে ?
৪।কর্মীকে দিয়ে ভালো কোনো কাজ করালে নিজের সম্মান কমবে সেটা অনুভব করেন ?
৫।কর্মীকে দাওয়াত দিতে ঘৃণা লাগে কারণ আধুনিক পোষাক নেই বলে ?
৬।কর্মীকে ২ লাখ টাকা হাওলাদ দিতে পিছুটান কারণ কর্মীতো সৎ,সে সৎকাজ করে এতটাকা দিতে পারবেনা ,তাই না ?
৭।কর্মীদের গায়ে থেকে দুর্গন্ধ আসে কারন রাজপথের ঘাম লেগে থাকে।
৮।কর্মীরা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাড়িয়ে থাকে নেতাদের কাছে কোনো সুপারিশের জন্য কিন্তু চাটুকারেরা আগে।
৯।কর্মীরা নিজের মা-বাবা কে ঠিকমত চালাতে পারেনা কিন্তু নেতারা শুধু নিজে না শ্বশুর বাড়ি, পড়শি ,আত্নীয় স্বজনদের ও আরামে চালিয়ে নিয়ে যায়।
১০।কর্মীরা সরে গেলে/ স্বার্থের কারণে সরিয়ে দিলে/ মরে গেলেও লাশ নিয়ে হয় রাজনীতি নেতারা বলে চিনিনা,আমার লোক না,খারাপ লোক ছিল,ইত্যাদি ইত্যাদি ।

★তবে কর্মীরা সবসময় নেতাদের সম্মান করে যার যোগ্য সব নেতা নয়!
★বড় বড় রাষ্ট্রপ্রধান বড় বড় নেতারা লাঞ্চিত হয়েছে জনসম্মুকে ইতিহাস সাক্ষী কিন্তু কর্মীরা হয়'না!
★কর্মীদের বুক ফাটে কিন্তু মুখ ফোটেনা!
★কর্মীরা বেঈমান নয় বেঈমান নেতারা!
★কর্মীরা সারাদিন রাজনীতি করে বাড়িতে ফিরে মা বাবার বকুনি খায় কিন্তু নেতারা খায় পোলাও কোর্মা!
★কর্মীরা নেতার জন্য ঝুকি নেয় নেতারা সেটা দুর্বল মনে করে!
★কর্মীরা একটা ভুল করলে অনুতপ্ত হয় নেতাদের হাজার ভুল পদদলিত!
★কর্মীরা শুধু নেতা নয়,দলকে বাঁচিয়ে রাখে!
অতএব...
যেমন কর্ম তেমন ফল,
মান্দার গাছে আঙ্গুর ধরেনা,
জামাত কখনো আ.লীগ হয়'না!
রাজাকার কখনো মুক্তিযোদ্ধা হয়'না!
সুতরাং...
পানি ছাড়া মাছ বাঁচেনা
শিকড় ছাড়া গাছ বাঁচেনা!
কর্মী ছাড়া দল বাঁচেনা,
দল ছাড়া নেতা বাঁচবেনা!
তাহলে সবশেষে বুঝা যায় কর্মী'ই বড়!

11/03/2023

বাংলাদেশের জন্য বিরাট সুখবর। মাটি খুড়লেই মূল্যবান ধাতু কয়লা বের হওয়া নিয়ে এলাকায় প্রচুর চাঞ্চলকর অবস্হার সৃষ্টি হয়েছে।

টিএনপি ডেক্সঃ

মূল্যবান ধাতু কয়লা নিয়ে আর নয় দুশ্চিন্তা। দেশে কয়লার ঘাটতির প্রয়োজন হবেনা যদি খুব ভালোভাবে বিশেষজ্ঞ টিম দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তদারকি করা হয়। পার্বত্য অঞ্চলের জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে স্হানীয় যন্ত্রপাতি দা,খন্তা, কোদাল দিয়ে মাটি খুড়লেই বের হচ্ছে মূল্যবান কয়লা।
সূত্র জানায়,বিগত ছয় মাস যাবত এভাবে মাটি খুঁড়ে কয়লা বের করে টুকরা টুকরা করে, রোদে শুকিয়ে ঘরের রান্না- বান্নার কাজে ও বিভিন্ন চায়ের দোকানে ব্যবহার করা হচ্ছে। এছাড়া মাটি খুড়লে কয়লা বের হওয়া নিয়ে এলাকায় প্রচুর চাঞ্চলকর অবস্হার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে এই কয়লা বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় সময় টিভি চ্যানেলে প্রচারিতো এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
খবরের সূত্র থেকে জানা যায়, স্থানীয়রা গত ৬ মাস যাবত এই কয়লা ব্যবহার করে তাদের জ্বালানির কাছে ব্যবহার করছে । ধারণা করা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে উন্নত মানের মূল্যবান কয়লা পাওয়া যাবে।
যা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ধাতু হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণের জন্য বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই কয়লা ব্যবহার করা যেতে পারে। এই নিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। বিশেষজ্ঞ টিম পরীক্ষা নিরীক্ষা করে, এখানে কতটুকু কয়লার পরিমাণ মজুদ রয়েছে বা আজও এখানে কয়লার কোন খনি রয়েছে কিনা, কতটুকু পরিমান কয়লা মজুদ থাকতে পারে এই সম্পর্কে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্হানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগন । যেখানে পাহাড়ের সামান্য গর্ত খুড়লেই ছোট ছোট পাথরের টুকরার মত কয়লা বের হচ্ছে, আর এই কয়লা চুলার মধ্যে দিয়ে সামান্য আগুনের তাপে রাখলে ব ফু দিলে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে, এই আগুনের তাপমাত্রা সাধারণ আগুনের তাপমাত্রা চেয়ে কয়েক গুণ বেশি। সময় টিভির সাক্ষাৎকার থেকে জানাযায়, স্থানীয়রা এনিয়ে বেশ উৎফুল্ল এবং তারা অনুমান করছে এই পাহাড়ের তলদেশে বা পাহাড়ের মধ্যে আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ ধাতু ও কয়লা পাওয়া যাবে। যদি এমন কিছু হয় তাহলে, যেমনটা বাংলাদেশের জন্য লাভবান হবে, ঠিক তেমনি ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে অনস্বী ভূমিকা পালন করবে বলে আশাবাদী সহানীয়রা, এছাড়া স্থানীয়দের ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। এই নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

সূত্র সময় টিভি, বাংলাদেশ ও টিএসপি ডেক্স।

Music by ComaStudio from Pixabay
Voice: Aman Nur
News & Video: Somoy Tv

#কয়লা #খনি

07/03/2023

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গুরুতর আহত অবস্থায় অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। বর্তমানে ফায়ারের ১১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন নারী।

07/03/2023

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা।

ঐতিহাসিক ৭ মার্চ
06/03/2023

ঐতিহাসিক ৭ মার্চ

03/03/2023

মৃত্যু অপরিহার্য, সবাইকে মৃত্যুর সাধ গ্রহন করতে হবে।

01/03/2023

মাঝে মাঝেই গার্মেন্টসে আগুনের পেছনের রহস্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী

27/02/2023
26/02/2023

পাসপোর্ট অফিসে দালাল কে গলায় চেপে ধরলেন এক নারী।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when True News Point - TNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True News Point - TNP:

Videos

Share