Voice of Emotions

Voice of Emotions আমি আর তোমাকে লিখি ✍️ না………!

02/12/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

28/11/2025

আজ দ্রুতজান ট্রেনে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলাম ।
মানুষকে আমি বহু বছর ধরে দেখি, তবু মাঝে মাঝে তারা আমাকে চমকে দেয়।
আজও দিল।
ট্রেনে একজন চোর ধরা পড়েছে। ছোটখাটো লোক। চোখ দুটো ভয়ার্ত, যেন ভুলটা সে করলেও ভয়টা তার নিজের না—অন্য কারো।
চুরি করা অপরাধ। শাস্তি লাগবে—এটা ঠিক।
কিন্তু আশ্চর্য হলাম মানুষের প্রতিক্রিয়ায়।
এক ভদ্রলোক বললেন,
— “তার আঙুল ভেঙে দাও।”
আরেকজন বললেন,
— “হাতটাই কেটে দিলে সব শেখা হয়ে যাবে।”
এক মহিলা তো ঘোষণা করলেন,
— “বেঁধে ট্রেন থেকে ফেলে দাও।”
আমি চোরটাকে দেখলাম। এরপর মানুষগুলোকে।
চোরটার চোখে ভয় ছিল,
মানুষগুলোর চোখে আনন্দ।
এই আনন্দটাই আমাকে ভয় পাইয়ে দিল।
মানুষ কীভাবে এত সহজে নিষ্ঠুর হয়ে যায়?
মনে হলো—আমরা সুযোগ পেলেই ভেতরের হিংস্রতাটাকে ছাড়তে চাই।
চোর শাস্তি পাবে—আইনের কাছে।
কিন্তু শাস্তির নামে কারও চোখে ঝিলিক উঠলে, সেই ঝিলিকই সবচেয়ে বড় অন্ধকার।
এই দৃশ্য দেখে আরেক নারীর গল্প মনে পড়ল।
তিনি বলেছিলেন,
“আমার সঙ্গে যে কেউ যা খুশি করতে পারে।”
তারপর মানুষ তাই-ই করেছে—শুধু করেছে নয়, করেছে উত্তেজনা নিয়ে।
কারো ভুলের চেয়ে বড় ভুল ছিল—অন্যদের নিষ্ঠুর উৎসাহ।
আমরা আসলে কেমন মানুষ?
ভুল করলে রাগ হয়, ঠিক আছে।
কিন্তু শাস্তির নামে মানুষকে পশু দেখা—এটা কি আমাদের স্বভাব?
চোরের ভুল ছিল।
কিন্তু ভুলের থেকেও বড় ভুল হলো—
দর্শকদের চোখে নিষ্ঠুরতার রোমাঞ্চ।
আজ ট্রেনে আমি চুরি দেখিনি।
দেখেছি মানুষের ভিতরে লুকিয়ে থাকা অমানবিকতা,
যেটা সুযোগ পেলেই মাথা তোলে।
আমি জানি না সে চোরটা কী শিখবে,
কিন্তু আজ আমি শিখলাম—
মানুষের সবচেয়ে বড় পরীক্ষা ভুল না করা নয়,
মানুষ থাকা।

সত্যের মৃত্যু নেই, তবু কেন নীরব কণ্ঠে কাঁদি,বিচার হবে — এই স্বপ্নেই কাটে ভক্তের রাত্রি।দেনমোহরের মতো ভালোবাসা রেখেছো উপহ...
26/10/2025

সত্যের মৃত্যু নেই,
তবু কেন নীরব কণ্ঠে কাঁদি,
বিচার হবে —
এই স্বপ্নেই কাটে ভক্তের রাত্রি।
দেনমোহরের মতো ভালোবাসা রেখেছো উপহার,
স্বপ্নের ঠিকানায় আজও জ্বলে তোমার সংসার।
কেয়ামত থেকে কেয়ামত অবধি তুমি অমর,
স্মৃতির শহরে তোমার নাম অক্ষর অমর।

04/10/2025
We are proud of you Mr Shahidul Alam !Free Free Palestine !
03/10/2025

We are proud of you Mr Shahidul Alam !
Free Free Palestine !

চলো আমরা একসাথে কণ্ঠ তুলি—আর রক্ত নয়, আর মৃত্যু নয়।গাজায় মানুষ হত্যা অবিলম্বে বন্ধ করো।আমরা চাই শান্তি, আমরা চাই মানবতা,...
03/10/2025

চলো আমরা একসাথে কণ্ঠ তুলি—
আর রক্ত নয়, আর মৃত্যু নয়।
গাজায় মানুষ হত্যা অবিলম্বে বন্ধ করো।
আমরা চাই শান্তি, আমরা চাই মানবতা, আমরা চাই শিশুর হাসি ফিরে আসুক।
আমরা সবাই একসাথে বলি—
মানবতা জিতবে, হত্যার অন্ধকার হার মানবে।

আজ যদি আমরা নীরব থাকি, তবে আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
কারণ নীরবতা মানেই হত্যার সঙ্গী হওয়া।

Free Free Palestine !!


আলোর পথ ইসলামের আলো fans

  a see See
02/10/2025

a see
See

কিছু সম্পর্কের শেষ নেই…শুধু দূরত্ব বাড়ে…আর নীরবতা কথার জায়গা নিয়ে নেয়। ゚
23/09/2025

কিছু সম্পর্কের শেষ নেই…
শুধু দূরত্ব বাড়ে…
আর নীরবতা কথার জায়গা নিয়ে নেয়।

সবচেয়ে বড় ভুল কী জানো?ভুল মানুষকে ঠিক জায়গা দেওয়া। ゚
23/09/2025

সবচেয়ে বড় ভুল কী জানো?
ভুল মানুষকে ঠিক জায়গা দেওয়া।

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Emotions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share