কবিরুল সাগর - Kabirul Sagor

কবিরুল সাগর - Kabirul Sagor অসহায় মানুষের সেবা করতে ভালো লাগে🤲
(10)

19/02/2025

দুই হাত নেই তবুও ভিক্ষা করে নাই। জীবন সংগ্রামী জুয়েল পেলো WAB-এর পক্ষ থেকে উপহার! 🎁❤️

19/02/2025

কন্সটেবল নিয়োগ পরীক্ষার মাঠে ক্ষণিক সময়ে ওদের সাথে পরিচয়, দেখেন তো চিনেন কিনা! ওদের সাথে আর কখনো হয়তো দেখা হবেনা। স্মৃতি হিসেবে রেখে দিলাম।

18/02/2025

পাগলী সাথীর মরমী কন্ঠে ওগো মা💔😪
এই মেয়েটা মা-বাবার মত যত্ন পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসতো। পোস্টটা শেয়ার করুন।।

18/02/2025

খুবই গুরুত্বপূর্ণ বিষয়!

"🆘 ১০ বছর ধরে নি!খোঁ!জ! আপনার একটা শেয়ারে ফিরে পেতে পারে তার প্রিয়জন 💔"আসসালামু আলাইকুম, আব্দুল জলিল নামের এই মানুষটি গত...
17/02/2025

"🆘 ১০ বছর ধরে নি!খোঁ!জ! আপনার একটা শেয়ারে ফিরে পেতে পারে তার প্রিয়জন 💔"

আসসালামু আলাইকুম, আব্দুল জলিল নামের এই মানুষটি গত ১০ বছর ধরে নিখোঁজ। তিনি ছিলেন একজন কোরআনে হাফেজ ও অত্যন্ত ধার্মিক ব্যক্তি। কিন্তু একদিন হঠাৎ হারিয়ে যান, দশ বছর হয়ে গেলেও আর ফিরে আসেননি😢

একজন অভিভাবক হারিয়ে গেলে পরিবার কতটা বিপর্যস্ত হয়, তা শুধু তার স্ত্রী ও তিনটি ছোট মেয়ে জানে 💔। তারা দিনের পর দিন পথে চেয়ে আছে, একটুখানি সুখবরের আশায়... কিন্তু শত খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। তিনি এখন কোথায় কেমন আছেন শুধুমাত্র আল্লাহ জানেন!

আপনার একটি শেয়ারই হয়তো তার পরিবারকে অন্ধকার থেকে আলোতে আনতে পারে! যদি কোনোভাবে তার সন্ধান পান, দয়া করে জানান! 🙏

📞 যোগাযোগ: লোকমান ফারুক – 01818379831
📍 ঠিকানা: বদরখালী, চকরিয়া, কক্সবাজার

একটি শেয়ার করুন, হয়তো হারিয়ে যাওয়া বাবাকে তার সন্তানদের কাছে ফিরিয়ে আনতে পারবেন...! 💔😭

17/02/2025

হৃদয়বিদারক ঘটনা😪

আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফোঁটাতে পারে!
17/02/2025

আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফোঁটাতে পারে!

⛔⛔পোস্টটি দেখমাত্র শেয়ার করুন👏 বি পজেটিভ রক্তযোদ্ধারা এগিয়ে আসুন👏একজন গর্ভবতী মায়ের অবস্থা খুবই শোচনীয়,পেটের মধ্যে বাচ্চ...
16/02/2025

⛔⛔পোস্টটি দেখমাত্র শেয়ার করুন👏 বি পজেটিভ রক্তযোদ্ধারা এগিয়ে আসুন👏

একজন গর্ভবতী মায়ের অবস্থা খুবই শোচনীয়,পেটের মধ্যে বাচ্চা মারা গেছে😪 । জরুরি ভিত্তিতে দুই (০২) ব্যাগ বি পজেটি় ব্লাড লাগবে আজ রাতের মধ্যেই প্রয়োজন। রক্ত ব্যতীত ডেলিভারি করানো সম্ভব হচ্ছে না।

লোকেশনঃ ঢাকা মেডিক্যাল কলেজ।

যোগাযোগ -
ওসমান
01722008269
01942458750

র'ক্তের অভাবে সেই মায়ের অপারেশন হয়নি আজ😪।পোস্টটা দেখামাত্র শেয়ার করুন👏। আগামীকাল রক্ত পেলে অপারেশন হবে ইনশাআল্লাহ 😪। একজ...
16/02/2025

র'ক্তের অভাবে সেই মায়ের অপারেশন হয়নি আজ😪।পোস্টটা দেখামাত্র শেয়ার করুন👏। আগামীকাল রক্ত পেলে অপারেশন হবে ইনশাআল্লাহ 😪।

একজন মায়ের জন্য জরুরি ২ ব্যাগ বি পজেটিভ B(+) র*ক্তের প্রয়োজন। খুলনার এক ভাই তার মা'কে ঢাকায় চিকিৎসা করাতে এনে অসহায় হয়ে পড়েছে র*ক্তের জন্য।
২ জন ডোনার জোগাড় হলে ক্রসম্যাচিং শেষে একজনের র*ক্তের গ্রুপ মিলেনি, আরেকজনের র*ক্তে কোন এক ইনফে*কশনের কারনে নেয়া সম্ভব হয়নি।
১৭/০২/২০২৫ সোমবার খুব সকালেই র*ক্ত লাগবে।

লোকেশন- আগারগাঁও নিউরো সাইন্সে ভর্তি আছে।
প্রয়োজন - ০২ ব্যাগ বি (পজেটিভ)
দয়া করে আশেপাশের র*ক্তযো*দ্ধারা তাকে সাহায্য করুন।

যোগাযোগঃ 01911130066 (রোগীর ছেলে)

ভালো কাজের স্বীকৃতি আরও ভালো কাজের অনুপ্রেরণা। ❣️ শক্তি নয়, বুদ্ধিমত্তা ও কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দৃষ্টান্ত স্থাপন...
16/02/2025

ভালো কাজের স্বীকৃতি আরও ভালো কাজের অনুপ্রেরণা। ❣️ শক্তি নয়, বুদ্ধিমত্তা ও কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দৃষ্টান্ত স্থাপন করা সেই পুলিশ সদস্য পাচ্ছেন পুলিশের বিশেষ পুরস্কার! 🎖️👏"

16/02/2025

পাগলী মেয়েটার প্রতিভা থাকলেও সৎ মায়ের অত্যাচারে রাস্তার পাগল হয়ে ঘুরে বেড়ায়😭, একটা মেয়ের জন্য মানুষ কত হাহাকার করে কিন্তু ওর সুন্দর প্রতিভা নির্মম বাস্তবতায় হারিয়ে গেছে 💔।
৯৯৯ এর কলে রাস্তা থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছিলো, পরে সমাজ সেবা অফিসে দেয়া হয়েছিলো, এর পরের খবর জানিনা😪💔

15/02/2025

লোকটি বোবা বলে কেউ ভালো রিকশা ভাড়ায়ও চালাতে দিতো না, কিন্তু WAB এর পক্ষ থেকে তাকে উপহার দেয়া হবে নতুন স্বপ্নের রিকশা!"

15/02/2025

ভালোবাসা উড়িয়ে দিলাম !

14/02/2025

স্যালুট🫡! কারো গায়ে আ'ঘাত না করেও দারুনভাবে জনতাকে কন্ট্রোল করে নেটিজেনদের প্রশংশাস ভাসছেন এই পুলিশ সদস্য ভাইটা❣️👌🫡। উনি কি ডিপার্টমেন্ট থেকে একটা পুরস্কার প্রাপ্য নয়?

14/02/2025

মানুষ সুস্থ্য থাকলেও কাজ করতে অযুহাত দেখায় কিন্তু এই অন্ধ ভাইটা কত সুন্দরভাবে দোকান পরিচালনা করে। আল্লাহ ভাইটার ব্যবসায়ে বরকত দান করুন।।

প্রতিদিনই হোক ভালোবাসা দিবস, ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিক্ষণ❣️
14/02/2025

প্রতিদিনই হোক ভালোবাসা দিবস, ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিক্ষণ❣️

আলহামদুলিল্লাহ, বাচ্চাদের তার পরিবারের কাছে পৌছে দিয়েছে পুলিশ।পোস্টটি শেয়ার করুন🤲সায়মা (৮) ও ইশফা (৫), উভয় পিতা - মামুন,...
12/02/2025

আলহামদুলিল্লাহ, বাচ্চাদের তার পরিবারের কাছে পৌছে দিয়েছে পুলিশ।
পোস্টটি শেয়ার করুন🤲
সায়মা (৮) ও ইশফা (৫), উভয় পিতা - মামুন, মাতা- সাজেদা বেগম, বাড়ি চকরিয়া, বর্তমানে -বহদ্দারহাট, হাজী কলোনী, চট্টগ্রাম (ঠিকানা সায়মা'র ভাষ্য মতে)। তাদের বাবা বাস চালায়। তাদেরকে বাকলিয়া এক্সেস রোডে পাওয়া যায়। বর্তমানে দুই বোন #বাকলিয়া থানায় আছে। পরিবারের সন্ধান চাই। পোস্টটি শেয়ার করার অনুরোধ করছি।

ক্যাপশন কমেন্টে লিখুন..
12/02/2025

ক্যাপশন কমেন্টে লিখুন..

Address

Gulshan 2
Dhaka
1213

Telephone

+8801612118769

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিরুল সাগর - Kabirul Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিরুল সাগর - Kabirul Sagor:

Videos

Share