কবিরুল সাগর - Kabirul Sagor

কবিরুল সাগর - Kabirul Sagor মানুষ হতে চাই🤲
(9)

14/01/2025

নরসিংদী মডেল থানার অভিযানে ০৬ কেজি গাঁ/জা সহ গ্রেফ/তার ০১ জন🫣

14/01/2025

পাখির চোখে আমি দেখতে যেন👀😜





অনেকেই পরামর্শ দেয়, "ভাই/স্যার আপনার পেজ বুস্টিং করেন"। তাদের বলি, ডলার খরচ করে পেজ বুস্টিং করার করার চেয়ে প্রয়োজনে আমার...
14/01/2025

অনেকেই পরামর্শ দেয়, "ভাই/স্যার আপনার পেজ বুস্টিং করেন"। তাদের বলি, ডলার খরচ করে পেজ বুস্টিং করার করার চেয়ে প্রয়োজনে আমার প্রিয় বোন ব্রাদারকে সেই টাকার গিফট কিনে দিবো, ওরাই পেজে লাইক, কমেন্ট, মেম্বার ইনভাইট, শেয়ার করে বুস্টিং করে দিবে। আগামি ০১ তারিখে কিন্তু টপ কন্ট্রিবিউটরের জন্য হাই কোয়ালিটির টিশার্ট পাঠিয়ে দিবো। যারা লিজেন্ড খুব সহজেই বুঝে ফেলেছো❣️😜

আলহামদুলিল্লাহ। ডেডিকেটঃ সব একটিভ বোন-ব্রাদার❤️🎉 Facebook recognized me as a top rising creator this week!
13/01/2025

আলহামদুলিল্লাহ। ডেডিকেটঃ সব একটিভ বোন-ব্রাদার❤️
🎉 Facebook recognized me as a top rising creator this week!

ডেডিকেটেড ফ্যানদের দেখতে চাই! ভালোবাসা অরিবাম❣️বন্ধু মুস্তাফিজ ছবিটা তুলেছিলো, ভীষন মিস করি দিনগুলো।
13/01/2025

ডেডিকেটেড ফ্যানদের দেখতে চাই! ভালোবাসা অরিবাম❣️
বন্ধু মুস্তাফিজ ছবিটা তুলেছিলো, ভীষন মিস করি দিনগুলো।

12/01/2025

আলহামদুলিল্লাহ! বন্ধ হয়ে যাওয়া এতিম/হাফেজখানার বিল্ডিংটি পুনরায় নির্মাণ কাজ শুরু করতে পেরেছি। এই অবদান সব আপনাদের, আমি উছিলা মাত্র। এটি পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা প্রয়োজন। আসুন এই মহৎ কাজে অংশ নিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আপনি অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলেও পোস্টটি #লাইক #কমেন্ট #শেয়ার করে মহৎ কাজে অংশগ্রহন করুন।

বিকাশ/নগদ পার্সোনাল
01712118769

12/01/2025

গভীর রাতে উচ্চস্বরে সাউন্ড বক্স গান বাজনা বাজায়, এদের কি বলা যায়!
পোস্টটি #শেয়ার করে সচতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন।

শান্তিতে থাকার জন্য কতটুকু প্রয়োজন!চারপাশে হলুদ সরিষা ক্ষেত, তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক গ্রামীণ বাড়ি। দূর থেকে বাড়িটিকে ...
12/01/2025

শান্তিতে থাকার জন্য কতটুকু প্রয়োজন!
চারপাশে হলুদ সরিষা ক্ষেত, তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক গ্রামীণ বাড়ি। দূর থেকে বাড়িটিকে দেখে মনে হয় যেন এক রহস্যময় ভূতুড়ে পরিবেশ, কিন্তু কাছাকাছি গেলে দেখা যায় দু'জন লোকের আনাগোনা। সরিষার ক্ষেতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা বাড়িটি দেখে হৃদয়টা একবারে হারিয়ে যায়। মনে হলো, একটু কাছে গিয়ে ঘুরে আসি।

বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে শান্ত মেঘনা নদী। মাঝে মাঝে ইঞ্জিনচালিত নৌকাগুলো তার বুক চিরে চলে যায়, আর ছোট ছোট ডিঙি নৌকায় জেলেরা গভীর মনোযোগে মাছ ধরছে। শীতের অতিথি পাখিরা যেন এই পরিবেশের সৌন্দর্যে আরও প্রাণ যোগ করেছে। তাদের কিচিরমিচির, উড়াউড়ি, আর গানের মতো মিষ্টি কণ্ঠে চারপাশ মুখর হয়ে আছে। সরিষা ক্ষেত, অতিথি পাখি আর নদীর কলকল ধ্বনিতে প্রকৃতি যেন এক জীবন্ত ছবি হয়ে উঠেছে।

বাড়িটির দিকে পা বাড়ালাম। গিয়ে দেখি তিন-চারজন মানুষ কাজ করছে সেখানে। বাড়িটির গায়ে লতানো লতা-পাতা, এক পাশে পেয়ারা গাছ ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ একজন চাচী আমাকে দেখে বললেন,
"কে বাবা তুমি?"
আমি বিনয়ের সাথে বললাম,
"অতিথি, চাচী। অনেক দূর থেকে এসেছি। এই বাড়িটা আর পরিবেশটা দেখতে খুব ইচ্ছে হলো।"

চাচা আমাকে দারুণ আন্তরিকতায় বললেন,
"বাবা, বসো। চেয়ার এনে দেই। কিছু খাবার দিই?"
চাচীও বলেন, "ঘরে তেমন কিছু নেই, তবে একটু মুড়ি এনে দেই খাও?"

আমি হাসিমুখে উত্তর দিলাম, "না চাচী, আমি যদি জানতাম এখানে কেউ আছে আমি সাথে কিছু নিয়ে আসতাম। আমার কোন খাবার লাগবে না। আমি শুধু পরিবেশটা অনুভব করতে এসেছি।"

তাদের ঘরে খাবার তেমন কিছুই নেই, তবু তাদের মুখে এমন শান্তি, এমন আন্তরিকতা! মনে হলো, এটাই প্রকৃত সুখ। এক টুকরো শান্তি যেখানে টাকা, ও বিলাসবহুল জীবনের চেয়েও বেশি মূল্যবান।

মনে মনে ভাবলাম, এমন কয়েকটা বাড়ি যদি আমার থাকত!
যেখানে সরিষা ক্ষেতের মাঝখানে থাকবে ছোট্ট একটা ছাউনিঘর, কখনো শুভ্র কাঁশফুলের সমুদ্রে ছোট্ট একটা কুঁড়েঘর, কখনো সবুজ ধানক্ষেতের মাঝখানে থাকবে একটা টং কিংবা ছলাৎ ছলাৎ শব্দে শান্ত নদীর তীরে থাকবে এক গরীবের শান্তির কুঁড়েঘর।

আপনি কি কখনো এমন গরীবের কুঁড়েঘরে আসতে চান যেখানে ভরপুর খাবার না থাকলেও শান্তি থাকবে এবং প্রকৃতি তার সাজসজ্জায় মন ভুলিয়ে দেবে...

শুভকামনা, আপনারা সবাই সেরাদের তালিকায় আছে। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। এভাবে আরো বেশি বেশি সাপোর্ট করতে হবে। সেরাদের স...
11/01/2025

শুভকামনা, আপনারা সবাই সেরাদের তালিকায় আছে। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। এভাবে আরো বেশি বেশি সাপোর্ট করতে হবে। সেরাদের সেরাকে এই টিশার্ট #গিফট করে দিবো ইনশাআল্লাহ। Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 স্বাধীন মিয়া, গোপালগঞ্জের মেয়ে বরিশালের বউ, ডায়েরির শেষ গল্প, Md Arfan, ইশরাত জাহান, Abdur Rahman Sumon, Aleya Alo, Habibur Rahman Habib HR, Tarekur Rahman, Sheikh Mamun, MD Asraful Alom Ashraf, মোঃ ওমর আলী মোল্লা, Md Shakil Ahammed, Robiul Islam Tushar, Abid Hasan, Ondhokarer Rajkumar, Himer Himu, Rajon Ahmmed Rajonahmmed, Jannat Ahmed, Md Jahid Hasan, MD Shanto, Nurul Alam, Md Hanif, Md Suhel Yt, M H Sohan, Kalam Azad, Joy Sutradhar, জিবন সাথী, Mukta Aktar, Yousof Hasan, M Rohomotullah, Habibur Rahaman, Abdur Rahman Rahat, Mi R Az, Md Moniruzzaman Monir, Kuasha Khan, ইমাম হোসেন সৈকত, আহাদ আহমদ রাফি, MD Ratan Ali, Ahosan Habib, বারেক বিন ইউসুফ, Md Salim, H M Mahir, Molina Khan, MD Mostak Ahmed, Mɗ Aʀɩʆʋɭ Isɭʌɱ, Rubel Pathan Kafi, Md Anamul Haque, Mohammad Nazmul, Alamin Mondol

আমার গায়ে এই টি-শার্টটা দেখতে এক্সক্লুসিভ লাগছে, তাই না🫢? এই টিশার্ট পড়া ছবি পোস্ট করার পর অন্তত ২০ জন মেসেজ দিয়েছেন, টি...
11/01/2025

আমার গায়ে এই টি-শার্টটা দেখতে এক্সক্লুসিভ লাগছে, তাই না🫢? এই টিশার্ট পড়া ছবি পোস্ট করার পর অন্তত ২০ জন মেসেজ দিয়েছেন, টিশার্ট উপহার চেয়েছেন। কাউকে উপহার দিতে আমার সবসময়ই ভালো লাগে। তবে এই মুহূর্তে সবার মন রক্ষা করা সম্ভব নয়।

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী মাসের ১ তারিখে পেজের সেরা একটিভ সদস্যকেএই সেম টিশার্টটি উপহার দেবো ইনশাআল্লাহ। আমাদের পেজকে ভালোবাসা, সময় এবং সক্রিয়তার মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য এটাই আমাদের কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ।

👉 কীভাবে এই বিশেষ উপহার জিতবেন?
আমাদের প্রতিটি পোস্টে #লাইক, #কমেন্ট, #মেম্বার ইনভাইট, ও #শেয়ার করে পেজটি আরও বেশি গ্রহণযোগ্য মানুষের মাঝে ছড়িয়ে দিন।

#ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় – এটাই বাস্তব আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। 💖

11/01/2025

ছাত্রদের জন্য পার্টটাইম কাজের সুযোগ😳।
একটা বিজনেস প্রতিষ্ঠানের দুইজন লোক দরকার। কলেজের স্টুডেন্ট হলে বেটার হবে, পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ থাকবে।
কাজের ধরনঃ বিজনেজ পেজ এ টু জেড ম্যানেজমেন্ট করা, প্রোডাক্টের ভিডিও করা, এডিট ও থাম্বনেইল করে সুন্দর ক্যাপশন লিখে পোস্ট করতে হবে। এছাড়া পেজের মালিকের সাথে সাথে ঘোরাফেরা করার সুযোগ থাকবে। যেহেতু প্রতিষ্ঠানটি নরসিংদী সদরে অবস্থিত এবং কাজটা অনলাইন ও অফলাইনে করতে হবে সুতারাং #নরসিংদী সদরের স্টুডেন্টদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে🫰

অনরিয়ামঃ কাজের কোয়ালিটি ও ডেডিকেশন দেখে নির্ধারন হবে।

ওয়াব ও আমার পেজের ডেডিকেটেড যোদ্ধাদের জন্য অগ্রাধিকার থাকবে। বিস্তারিত জানতে কবিরুল সাগর - Kabirul Sagor পেজে ফোন নাম্বার দিন। ধন্যবাদ সবাইকে।

প্রিয় শুভাকাঙ্ক্ষী ও ফ্যানদের প্রতি মনের কথা🌹জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় অসহায় মানুষের চোখের জল, ন্যায়বঞ্চিতের নী...
11/01/2025

প্রিয় শুভাকাঙ্ক্ষী ও ফ্যানদের প্রতি মনের কথা🌹
জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় অসহায় মানুষের চোখের জল, ন্যায়বঞ্চিতের নীরব কান্না, কিংবা সচেতনতার অভাবে বিপদে পড়া মানুষের করুণ দৃশ্য দেখি। আমাদের এই পেজের মাধ্যমে চেষ্টা করি সেই চোখের জল মুছে দিতে, তাদের পাশে দাঁড়াতে।

আপনারা আছেন বলেই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে হাসি ফোঁটাতে পারছি, অসহায়দের পাশে দাঁড়াতে পারছি, আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে পারছি।

আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যতদিন বেঁচে থাকব, ততদিন আমাদের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আমরা একসঙ্গে কটি মানবিক এবং সচেতন সমাজ গড়ব।
পেজটা বড় করার দায়িত্ব আমাদের সবার। পেজটা বড় হলে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। টপফ্যান ব্যাচ একটু পেজে একটিভ থাকতে হবে। একটিভ থাকবেন তো? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় আমাদের সঙ্গেই থাকুন।

💎 Dawot Sheikh, আলী আজগর, Naim Ahmed Raj, Roni Kumar Roy, Jayed Ahmed Ripon, Shanto Khan, Sarfan Shamim, Md Almas, Tariqul Islam, MD Farhaduzzaman, Md. Taijul Islam, Nahid Adnan, Jasim Miaze, Kamrun Nahar Suma, Tahsif Islam, Md. Zahidul Kazi, Ramjan Ali, এইচ এম সাঈদুর রহমান, Ali Karamulla, Atik Hasan, Harunor Rosid, Hasan, Rabi Islam Rabby, বন্ধুর এক নাম ভালোবাসা, SoHel RaNa, Altafur Rahman Talukder, Md Anwar Hossen, Mim Aktar, Sheikh Sohag, MD Joynal AB, Abdullah Al Mahmud, Md. Likhon Islam, Mohsin Year Chowdhury, Tariqul Islam Labib, Md. Mosaraf Hossain, Joy Sutradhar, Md Habibur, Sakib Ahmed, Md Kazol Vai, পুতুল নাছরিন আক্তার, Md Amirulkhan, Ridoy Sheikh, Naim Fitter, Md. Sojib, Nabila Noor Ashfi, মোঃ নজরুল ইসলাম কাজল, Toma Tabassum, Abdul Awal, MD Hasanuzzaman Hasan, Mohammad Sheikh Shanto

10/01/2025

বাদ দেন, বেডি মানুষ👏। মানবিক চাচাীর উদ্যেশ্যে কিছু বলে যান🤣

নি/খোঁজ বিজ্ঞপ্তি, পোস্টটা শেয়ার করুন🤲গত ইং ০৯/০১/২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকার পর নরসিংদী জেলার বাসাইল পশ্চিমপাড়া, বাগ...
10/01/2025

নি/খোঁজ বিজ্ঞপ্তি, পোস্টটা শেয়ার করুন🤲
গত ইং ০৯/০১/২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকার পর নরসিংদী জেলার বাসাইল পশ্চিমপাড়া, বাগে জান্নাত মসজিদের পাশের বাসিন্দা আমরুল হোসেন (১৭), পিতা- ইসমাইল তার বাসা থেকে অটোভ্যানটি চালিয়ে রোজগারের উদ্যেশ্যে বের হোন। এরপর থেকে আমিরুল অটো সহ আর বাড়িতে ফিরে আসেনি।

আমিরুল হোসেনের সন্ধান পাওয়ার জন্য নরসিংদী থানা পুলিশ কর্তৃপক্ষ ইতিমধ্যেই উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যদি কেউ নিখোঁজ হওয়া আমিরুলের খোঁজ পান অনুগ্রহ করে নিচের নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করুন:
📞 এসআই বাবুল হোসেন
+ 880 1727-413441 ]
পোস্টটি শেয়ারের কারনে নি//খোঁজ আমিরুল কে খুঁজে পাওয়া যেতে পারে। ধন্যবাদ।

এই ছেলেটা অসহায়, দরিদ্র, প্রতি/বন্ধী একটা ছেলে। সে নিজে নিজে চলাফেরা করতে পারে না। সে ভি/ক্ষা না করে ছোট একটা দোকান দিয়ে...
09/01/2025

এই ছেলেটা অসহায়, দরিদ্র, প্রতি/বন্ধী একটা ছেলে। সে নিজে নিজে চলাফেরা করতে পারে না। সে ভি/ক্ষা না করে ছোট একটা দোকান দিয়েছে এবং বিকাশ নগদ রকেট এ লেনদেন করে। কিন্তু গত মাসে সে টাকা পাঠাতে গিয়ে একটি ডিজিট ভুল করে অনেকগুলো টাকা পাঠিয়ে দেয় কিন্তু পরবর্তী তে নাম্বারে যোগাযোগ করা হলে সেই নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ওকে সাধারন ডায়েরি করতে বলেছি। প্রতিবন্ধী ছেলেটা এখন খুবই মানবেতর জীবনযাপন করছে। টাকাগুলো হারিয়ে প্রায় দোকান বন্ধ হওয়ার মত অবস্থা। এই ছেলেটার টাকা উদ্ধার করে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দোয়া করবেন।

Address

Gulshan 2
Dhaka
1213

Telephone

+8801612118769

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিরুল সাগর - Kabirul Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিরুল সাগর - Kabirul Sagor:

Videos

Share