sweety'& Simple lifestyle

sweety'& Simple lifestyle Hi, I'm Sweety..plz support my page

আজ আমি আপনাদের সাথে খুবই উপকারী একটি রেসিপি শেয়ার করব।প্রোটিনের খুব ভালো উৎস বাদাম। শিশু ৮ মাস হবার পর থেকে আমরা মায়ের...
28/03/2024

আজ আমি আপনাদের সাথে খুবই উপকারী একটি রেসিপি শেয়ার করব।
প্রোটিনের খুব ভালো উৎস বাদাম। শিশু ৮ মাস হবার পর থেকে আমরা মায়েরা বাচ্চার বিভিন্ন খাবারে বাদাম গুঁড়া মিক্স করি। কিন্তু অনেকে জানে না এই বাদাম গুড়া কিভাবে তৈরি করতে হয়। বা অনেকে তৈরি করতে গিয়ে সঠিক উপায়ে না করতে পেরে বাদাম থেকে তেল বেরিয়ে যায় এবং দলা হয়ে যায় ঝরঝরে হয় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক উপায়ে কিভাবে পারফেক্ট বাদামগুড়া তৈরি করতে পারেন তার রেসিপি। আশা করি বরাবরের মতো আজকে রেসিপি থেকেও আপনারা একটু হলেও উপকৃত হবেন।

উপকরণ
*********
চিনা বাদাম - ১/২ কাপ
কাজুবাদাম - ১/২ কাপ
কাঠ বাদাম - ১/৪ কাপ
আমি এই তিন ধরনের বাদাম ব্যবহার করেছি চাইলে আপনারা আখরোট বাদাম ব্যবহার করতে পারেন।

প্রস্তুত প্রণালী
************
বাজারে খাসা ছাড়ানো কাচা চিনা বাদাম পাওয়া
যায় । সেই বাদাম ব্যবহার করবেন।
প্রথমে চুলা একটি প্যান বএমনভাবে ভাজতে হবে যেন চিনা বাদামটা ৬০% ভাজা হয় সিয়ে তার মধ্যে দিয়ে দিন চিনা বাদাম , চুলার হিট টা মিডিয়াম রেখে চিনা বাদাম ভাজতে হবে। এখানে একটি টিপস হল কড়া করে চিনা বাদাম ভাজা যাবেনা।এমনভাবে চিনা বাদাম ভাজতে হবে যেন ৭০% ভাজা হয়। তারপর চিনা বাদাম চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পুনরায় চুলায় কাঠবাদাম ও কাজুবাদাম লো হিট দিয়ে ভালোভাবে ভেজে নিতে
হবে। চাইলে আপনারা চীনা বাদাম দিয়ে এই বাদাম গুড়া তৈরি করতে পারেন। এখন সব ধরনের বাদাম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন ব্লেন্ড করে নিতে হবে তার জন্য ব্লেন্ডারের সবচেয়ে যে ছোট জার আছে। সেটার মধ্যে পরিমাণ মতো বাদাম নিয়ে নিয়ে, ব্লেন্ড করতে হবে। মিডিয়াম স্পিডে ব্লেন্ড করতে
হবে। আর বেশি সময় কিন্তু ব্লেন্ড করা যাবে না। তাহলে বাদাম থেকে তেল সেরে যাবে। ১০ সেকেন্ড ব্লেন্ড করে দেখবেন কি অবস্থা। যাদের ব্লেন্ডার পাওয়ারফুল তাদের ব্লেন্ডারে কিন্তু ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে বাদাম গুড়ো হয়ে যাবে। যখনই বুঝবেন যে মিহি হয়ে গিয়েছে তখন আর ব্লেন্ড করবেন না, কারণ আবারও বলছি বেশি ব্লেন্ড করলে বাদাম থেকে তেল সেরে যাবে বেস্ট রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর বাদাম গুড়ো।
আপনারা বাইরে রেখে এই বাদামগুড়া শিশুকে ১৫ দিন খাওয়াতে পারবেন। আর ফ্রিজের নরমালে রেখে দুই মাস খাওয়াতে পারবেন
আশা করি আমার টিপস দুটি ফলো করে যদি বাদামগুড়া তৈরি করেন তাহলে ইনশাল্লাহ পারফেক্ট বাদামগুড়া হবে
আর যারা আমার এই রেসিপি পড়ছেন কিন্তু এখনো আমার আইডিকে ফলো করেননি। তারা দ্রুত আইডিতে ফলো দিয়ে যান, কারণ আমার আইডিতে ফলো দিয়ে রাখলে আমি যে রেসিপিগুলো শেয়ার করব তা আপনারা আপনাদের টাইমলাইনে পেয়ে যাবেন।
sweety'& Simple lifestyle



‼️শিশুর বয়স 6-12 মাস: কর্মরত মা, নতুন মা, একাকী মা বা মানসিক চাপে থাকা মায়ের জন্য কিছু সহজ (ফাকিবাজি) রেসিপি!!!‼️😄 1. ...
28/03/2024

‼️শিশুর বয়স 6-12 মাস:
কর্মরত মা, নতুন মা, একাকী মা বা মানসিক চাপে থাকা মায়ের জন্য কিছু সহজ (ফাকিবাজি) রেসিপি!!!‼️😄

1. খিচুড়ি-
১/২ কাপ চাল
1 টেবিল চামচ ডাল (মগ/মুসুর)
যেকোনো ১/২ টা সবজি
1/2 চা চামচ জিরা
১টি(এলাচ),
১টি ছোট দারুচিনি।
পদ্ধতি:
১ ঘন্টা চাল ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর ১ চা চামচ ঘী / তেল গরম করে। এর সাথে পেঁয়াজ ও রসুন ভেজে নিবেন৷ এরপরে ধুয়ে রাখা চাল, ডাল এলাচি,দারুচিনি যোগ করতে হবে। 1.5 কাপ পানি যোগ করুন. শাকসবজি যোগ করুন (একই দিনে গাজর এবং কুমড়া দেবেন না)। একটু হলুদ গুঁড়ো দিয়ে। খিচুড়ি সবগুলো উপকরণ রান্নার শেষ হয়ে আসলে। বাসায় থাকা ঘুটনি দিয়ে ঘুটে নিভেন আর জিরা গুরা দিবেন

অনেক সুন্দর একটি ঘ্রান আসবে। ৭ মাস বয়স থেকে দিতে পারেন। সপ্তাহে ২/৩ বার।

2. পিউরি:
নাশপাতি, আপেল, বিটরুট, কুমড়া, গাজর,কলা, ব্রকলি, মটরশুটি, মিষ্টি আলু, আলু। যেকোনো ১ ধরনের ফল বা সবজি নিতে হবে। বাষ্প বা সিদ্ধ করে। একটা ম্যাশ বা ঘুটনি দিয়ে ঘুটে দিলেই হবে।

3. সিরিয়াল:
যে কোনো রোলড ওটস, বার্লি, সুজি বাসায় গুরা করা এক মাসের তাজা থাকে। যেহেতু ঝটপট ওটস গরম পানি যোগ করলেই নরম হয়ে যাবে।এর সাথে দুধ ও ফর্মুলা মিল্ক দিতে পারেন।

4. পায়েশ:
১ ঘণ্টা পানিতে চল ভিজিয়ে রাখতে হবে। তারপর চল তা গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। খেজুর পেস্ট, বুকের দুধ / ফর্মুলা মিল্ক খাওয়ার আগে এড করে, দিতে হবে।

5. পুডিং:
কারমেল না কোরে পুডিং খাওয়ানো ভালো এয়েই বয়স ক।
1 ডিম, 1 কাপ দুধ, 1/2 চা চামচ চিনি, 1 চিমটি দারুচিনি গুঁড়া (স্বাদের জন্য)
সব মিক্স করে ছাঁকনি দিয়ে একটু স্ট্রেন করে কাপে ঢেলে ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। পুডিং এর বাটি থাকলে আর ভাল হয়। পাতিল এ পানি গরম এ ফুটে উঠলে একদম কম তাপে ১০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে।

6. ভাত, ডাল, মুরগি, মাছ:
যে সব বাচ্চা খিচুড়ির মত করে খায় না...তারা ঘরের খাবর এ খাবে। কিন্তু মুরগি, মাছের মরিচ দেওয়া যাবে না। আর লবন কম দিতে হবে ১ বছরের কম হলে ( না দিলে আরও ভালো বাচ্চার কিডনির জন্য) । রান্নার নিয়ম একই। ভাত জাউ ভাতের মতো বা খাবারটি নরম করলেই ভাল হবে।

7. আঙ্গুলের খাবার:
ফ্রেঞ্চ ফ্রাই, সিদ্ধ সবজি লম্বা কোরে কেটে দিলে নিজের হাতে খাওয়া শিখবে। বাবুকে চেষ্টা করবেন। বাবুর নাস্তাটা যেনও নিজ হাতে খেতে পারে।

****"লবণ, চিনি ১ বছর সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় না খাওয়ানো ভালো। যদি লবন দিতেই হবে ১ চিমটির বেশি না। বিস্কুট দিতে চাইলে বেবি বিস্কুট দেওয়া উচিত, বাসায় নিজ হাতে তৈরি করা। চিপস, চকলেট, কেক, মিস্টি দেওয়া যাবেনা।

**** যে সব শিশুদের খাওয়ার অগ্রহো কম তাদের আঙুল খাবার দিয়ে খাওয়া শিখতে হবে। যতোই ময়লা করুক না ....তবুও হাতে এ খাবার ধরিয়ে দিবেন😄
এতে বাচ্চার খাবার চিনতে ও খাওয়া শিখতে আগ্রহ করে।পরিবারের সাথে ৩ বেলা বসিয়ে খাবার দিবেন।
sweety'& Simple lifestyle

12/03/2024

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’ দোয়াটা পড়ে আমিন লিখে দিবেন অনুরোধ রইল। আল্লাহ যেন আমার মনের নেক আশা পূরন করে দেয়,, মাবুদ যেন আমার দোয়া কবুল করেন. আমিন

যার এমন একটা কেয়ারিং হাসব্যান্ড আছে, সেই ত ভাগ্যবান ❤️❤️
10/02/2024

যার এমন একটা কেয়ারিং হাসব্যান্ড আছে, সেই ত ভাগ্যবান ❤️❤️

স্বামী-স্ত্রী দুজনে একটু এ্যাডজাস্ট করলেই কিন্তু সংসার সুখের হয়!🤎এই যেমন ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল। আবার স্ত্রীর পছ...
09/02/2024

স্বামী-স্ত্রী দুজনে একটু এ্যাডজাস্ট করলেই কিন্তু সংসার সুখের হয়!🤎

এই যেমন ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল।
আবার স্ত্রীর পছন্দ স্কুটি।
দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন।
একটা স্কুটি নাহয় কিনলেন দুজনে মিলে!

স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র।
দুজনেই নাহয় একটু এ্যাডজাস্ট করলেন।
সমুদ্রই নাহয় দেখতে গেলেন দুজনে মিলে!

স্বামীর ইচ্ছা সাজেকে যাওয়ার। স্ত্রীর ইচ্ছা সেন্ট মার্টিনে।
দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন।
সেন্ট মার্টিনেই নাহয় গেলেন দুজন!

স্বামীর পছন্দ ফুচকা। স্ত্রীর পছন্দ চটপটি।
দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন।
চটপটিই নাহয় খেলেন দুজন মিলে!

এরকম একটু একটু এডজাস্ট করলেই কিন্তু
অনেক সুখে থাকা যায়!😌

🙂🙂🙂

মেয়েদের জীবন
06/02/2024

মেয়েদের জীবন

👉শিশুর খাবার ব্লেন্ডার বা মিহি করা থেকে বিরত থাকুন!!অনেকে শিশুর খাবার তৈরি করেন ব্লেন্ডারে পেস্ট করে। অথচ কোনো খাবারই ব্...
03/02/2024

👉শিশুর খাবার ব্লেন্ডার বা মিহি করা থেকে বিরত থাকুন!!

অনেকে শিশুর খাবার তৈরি করেন ব্লেন্ডারে পেস্ট করে। অথচ কোনো খাবারই ব্লেন্ডারে মিহি করা উচিত নয়। কেননা ব্লেন্ডারে তৈরি করা খাবার খেলে শিশুর স্বাদগ্রন্থির বিকাশ বাধা পায়। শিশুর স্বাদগ্রন্থি ও রুচি তৈরির জন্য আধা শক্ত ও দানাদার খাবার প্রয়োজন।

আমার ছেলে ও এমন করে🫣একটু চালাক না হলে হয় না😂কালেক্টেট।
03/02/2024

আমার ছেলে ও এমন করে🫣
একটু চালাক না হলে হয় না😂
কালেক্টেট।

এক টুকরো মিস্টি কুমড়া দিয়ে স্টেজ-১ সিরিয়াল। সাথে অল্প ঘি।রান্না করতে সময় লাগে সর্বোচ্চ ৫ মিনিট।শিশুর জন্য পুষ্টিকর খাবার...
03/02/2024

এক টুকরো মিস্টি কুমড়া দিয়ে স্টেজ-১ সিরিয়াল। সাথে অল্প ঘি।

রান্না করতে সময় লাগে সর্বোচ্চ ৫ মিনিট।শিশুর জন্য পুষ্টিকর খাবার,সহজেই।ঘরে তৈরি, কেমিকেল ফ্রি খাবার।

কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন,মিনারেলসের সমন্বয়ে সুষম এই খাবারটিতে রোলড ওটস,সাগুদানা ব্যবহার করা হয়,ফলে বেবীর কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে।
৬ মাস ২০ দিন বয়স থেকে খাওয়ানো যাবে। ভারী খাবার হিসেবে পারফেক্ট। আমার ছেলেকে এই খাবার টি বেশিরভাগই সময়ই দিয়ে থাকি।

sweety'& Simple lifestyle

Amazing photo
01/02/2024

Amazing photo

ভাবলেও খারাপ লাগে, মানুষের মাঝে কোনো মানবতা নাই
19/01/2024

ভাবলেও খারাপ লাগে, মানুষের মাঝে কোনো মানবতা নাই

নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে, একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো! sweety'& Simple  lifestyle
17/01/2024

নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে, একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো!

sweety'& Simple lifestyle

❤️❤️❤️১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।...
15/01/2024

❤️❤️❤️১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।

২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।

৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।

৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।

৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।

৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।

৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।

৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর! তাই না?আবার দেখুন,কবিদের নিজেরি প্রেয়সী থাকে না❤️❤️❤️

30/12/2023

দিনে একবার হলেও দোয়াটি পাঠ করুন

29/12/2023

পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছিল

28/12/2023

ভালবাসা অবিরাম

নতুন রূপে আমার ছোট বাবা টা 🥰
01/09/2023

নতুন রূপে আমার ছোট বাবা টা 🥰

Address

Dhaka

Telephone

+8801842400688

Website

Alerts

Be the first to know and let us send you an email when sweety'& Simple lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sweety'& Simple lifestyle:

Videos

Share

Category