Jariyah جارية

Jariyah جارية আপনাদের Revival of Sunnah এখন নতুন নামে, Jariyah جارية

পেইজটি সম্পূর্ণ অলাভজনক একটি দ্বীনি প্লাটফর্ম। আমাদের উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াতি কাজ করা। আমাদের সকল কন্টেন্ট কপিরাইট ফ্রী। দাওয়াতের উদ্দেশ্যে আমাদের কনটেন্টগুলো কপি, শেয়ার, রি-আপলোড করতে পারবেন। তবে দয়া করে মূলভাব পরিবর্তন করে বিকৃতভাবে উপস্থাপন করবেন না। এরকমটা করলে তার কোনো দায়ভার আমরা নেবনা।

আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে :
https://www.facebook.com/1076

81237370672/posts/362809041857889/

আমাদের ইউটিউব চ্যানেল লিংক : https://youtube.com/channel/UCykQgqs5JJA2lCVeUzsKU7Q



নিজেদের ইসলামিক পেইজ বা হালাল প্রোডাক্ট প্রমোট অথবা আমাদের কোনো কন্টেন্টের স্পনসর হতে চাইলে মেইল করুন নিচের ঠিকানায়। যেহেতু অলাভজনক প্ল্যাটফর্ম তাই এই অর্থ শুধু পেইজ এবং দ্বীনের কল্যাণে ব্যয় করা হবে ইন শা আল্লাহ্।

[email protected]

অথবা প্রধান অ্যাডমিনের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। আইডি লিংক:
https://www.facebook.com/edulhassanofficial

সহকারী অ্যাডমিন আইডি লিংক:
https://www.facebook.com/famifuad

12/01/2025

আলেমগণ নবীদের ওয়ারিশ।তারা মানুষকে ধর্মীয় বিষয় বোঝাবেন,দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন,সেটাই তাদের দায়িত্ব।

( "হাসিনার আমলে শুধু হত্যা-গুম নয়,দেশ ছাড়া করা হয় আলেমদের", শিরোনাম।দৈনিক আমার দেশ অফিশিয়াল ইউটিউব চ্যানেল।)

12/01/2025

ভালোবাসা দিয়ে যা জয় করা যায় ,কঠোরতা দিয়ে তা পারা যায় না।

__মুহতারাম মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ
(সিলেটের এমসি কলেজ মাঠ,১১/০১/২৫।)

11/01/2025

হযরত আনাস রা: বলেন,
❝ যেদিন আল্লাহর রাসূল ﷺ মদীনায় এলেন সেদিন এর সবকিছু আলোকিত হয়ে গেল।আর যেদিন তিনি ইন্তেকাল করেন সেদিন এর সমস্তকিছু অন্ধকারে ছেয়ে গেল।❞

[মুসনাদে আহমাদ:১৩৩১২।(অল্প শাব্দিক পার্থক্যসহ।) ]

10/01/2025

ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হযরত আব্বাস রা: থেকে বর্ণনা করেন,নবিজি ﷺ বলেন:
❝ সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে,যে আল্লাহ তায়ালাকে রব, ইসলামকে ধর্ম এবং মুহাম্মদকে(ﷺ) রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে।❞
[সহিহ মুসলিম;৫৬।]

আলহামদুলিল্লাহ।

10/01/2025

মূলত নবিজি ﷺ এর প্রতি পরম ভালোবাসা পোষণের কারণেই হযরত উমর রা. এর অনেক মতামত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহির সাথে মিলে যায়।ইবনে উমর রা. থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ বলেন, উমরের মুখ ও হৃদয়কে আল্লাহ তায়ালা সত্যের (নিবাস) বানিয়ে দিয়েছেন।
(মুসনাদে আহমাদ:৯২১৩।)

তথ্যসূত্র: 📖নবিজির প্রতি ভালোবাসা;পৃষ্ঠা ৬৩।ড.নুরুদ্দিন রাহিমাহুল্লাহ।

09/01/2025

অন্তরে নবিজি ﷺ এর প্রতি ভালোবাসা পোষণ করা মানুষের জন্য মর্যাদা লাভ ও পূর্ণতা অর্জনের শ্রেষ্ঠতম পথ।এই মহামানবের প্রতি ভালোবাসা লালন করা ঈমানের অংশ বটে।আমরা এভাবে তাঁর(ﷺ) গুরুত্ব অনুধাবন করতে পারি যে,তিনি যদি না হতেন তবে আমরা ঈমানের পরিচয় লাভ করতেই সক্ষম হতাম না!

(নবিজির প্রতি ভালোবাসা,পৃষ্ঠা ১৯।শাইখ ড.নুরুদ্দিন রাহিমাহুল্লাহ।)

07/01/2025

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে আগুন জ্বালিয়েছিলেন বুয়েটের শহীদ আবরার ফাহাদ রাহিমাহুল্লাহ,সে আগুন আজ দাবানল হয়ে ভস্ম করে দিচ্ছে সব বৈষম্য,জুলুম ও অবিচার।৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিতে সৃষ্টি করেছে তারুণ্যের গণাজোয়ার।তৈরি করেছে হাজারো আবু সাঈদ,মুগ্ধ।দ্রোহে-ক্ষোভে ফেটে পড়েছেন লাখো তরুণ-তরুণী।দৃপ্ত কণ্ঠে তারা শপথ নিচ্ছেন। অন্যায়ের সাথে আপস নয়।ইনসাফ,সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা চান তারা।বিষয়টি বেশ আশাজাগানিয়া। আবরার থেকে আবু সাঈদ- ওরাই বাংলাদেশ। ওদের হাতেই নিরাপদ এ দেশের লাল সবুজের পতাকা।
_____মুহতারাম মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ
(আমার দেশ ২২/১২/২৪ ,রবিবার।পৃষ্ঠা ১৪।বিশেষ ক্রোড়পত্র:জুলাই বিপ্লব ২৪।)

07/01/2025

আল্লাহর কোনো দরকার নেই আমাকে বা আপনাকে তার ধর্মকে প্রচার করার জন্য এই পৃথিবীতে বা পশ্চিমা বিশ্বে।আমরা তো আসলে আবর্জনা,আমাদেরকে আল্লাহর দরকার নেই,আল্লাহ আমাদের একটি সুযোগ দিচ্ছেন নবিজির(ﷺ) হয়ে কাজ করে কিছু পুরস্কার পাওয়ার জন্য।
ড.জাকির নায়েক হাফিজাহুল্লাহ।

06/01/2025

কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না,কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না।কুরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কুরআনের প্রেসক্রিপশন এপ্লাই না করলে শুধু দুর্নীতি কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না।
মুহতারাম মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ
(যশোর মাহফিল,০৩/০১/২৫।)

05/01/2025

মৃত্যুর ভয় মানুষের আদিমতম আতঙ্ক। আর সেই আতঙ্ককে পুঁজি করে জালিম শাসকরা তাদের জুলুম চালিয়ে যায় যুগের পর যুগ।তবে যারা পরকালে বিশ্বাসী,আল্লাহর বিচার আর জান্নাত লাভের তামান্না যাদের হৃদয়পটে,তাদের কাছে মৃত্যু জীবনের একটা পর্যায় শুধু-আর কিছু নয়।মুসলমানরা মরতে ভয় করে না,কারণ তারা জানে তাদের জন্য অপেক্ষা করে আছে আরও একটি অনন্ত জীবন। সেই অনন্ত জীবনে বিশ্বাসী লাখো মুসলিম জুলাই দ্রোহের সময় মৃত্যুভয়কে জয় করে নেমে এসেছিলেন রাজপথে।
_____মুহতারাম মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ
(আমার দেশ ২২/১২/২৪ ,রবিবার।পৃষ্ঠা ১।বিশেষ ক্রোড়পত্র:জুলাই বিপ্লব ২৪।)

05/01/2025

খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না....এ জন্য এ দিকে মুসলিম জাতির এগিয়ে যেতে হবে।
মুফতী আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ

04/01/2025

রাষ্ট্র পরিচালনায় নারী যখন স্বৈরশাসক হয়,তখন সেখানে নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষের মর্যাদা ভূলুণ্ঠিত হয়।নারীরা সেখানে আরও বেশি মর্যাদাহীন হয়ে পড়েন।নারী নেতৃত্বে থাকা ফ্যাসিস্ট ব্যবস্থার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি বিগত ১৫ বছরে।কাজেই এ কথা বলার কোনো সুযোগ নেই যে,সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান নারী হলেই নারীর প্রতি বৈষম্য থাকবে না।
ফরিদা আখতার,গবেষক ও লেখক এবং উপদেষ্টা ,মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
(আমার দেশ ২২/১২/২৪ ,রবিবার।পৃষ্ঠা ১০।বিশেষ ক্রোড়পত্র:জুলাই বিপ্লব ২৪।)

01/01/2025

❝ পৃথিবীতে সাম্যের একমাত্র বীজ বপন করেছেন তিনি মুহাম্মদ ﷺ ❞
__ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ

29/12/2024

“ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি,যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি।"

__মুহতারাম মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ
[২৭/১২/২০২৪।]

21/12/2024

বন্য জানোয়ারের মত খানাপিনা হতে পারে না আমার জীবনের লক্ষ্য। ভুল বিশ্বাস, ভ্রান্ত লক্ষ্য,ভন্ডকর্ম ও পাপী চরিত্রের শংকা থেকে আমাকে বাঁচাতে হবে,বাঁচাতে হবে আমার সমাজ, জাতি ও ভবিষ্যতকে।ভুল পথ,কর্ম, চিন্তা ও চরিত্রের প্রতি যারা অন্ধবিশ্বাসে ঝুঁকে আছে তাদেরকে তুলে আনতে হবে সঠিক পথে।
___শাইখ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ
[সাত যুবকের গল্প;পৃষ্ঠা ১৯&২০।]

20/12/2024

কুরআন দ্বারা উপকৃত হতে হলে প্রথম শর্ত হলো ভেতরে অনুরাগ সৃষ্টি করতে হবে।যার মধ্যে কুরআনে কারীমের প্রতি কোনো টান ,আকর্ষণ ও অনুরাগ নেই,সে কুরআনের বাণীতে প্রভাবিত আলোড়িত হতে পারবে না।এটা আল্লাহ তা'আলার একটি শাশ্বত নিয়ম।যার মধ্যে অনুরাগ আছে,তাকে তিনি উপুড় করে দেন। তাঁর দরবারে অনুরাগ খুবই মূল্যবান সম্পদ।নিজের বর্তমান অবস্থার প্রতি অতৃপ্তি ,নিজেকে সংশোধনের প্রতি অস্থির সাধনা আর পথের সন্ধানে অবিরাম প্রচেষ্টা এ পথে সফলতার প্রথম সিঁড়ি।তাঁর প্রতি সমর্পন প্রথম কথা। দ্বিতীয় কথা অবস্থার পরিবর্তন।
[কুরআন অধ্যয়নের মূলনীতি,পৃষ্ঠা ১১৯।সাইয়্যেদ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ।]

15/12/2024

যখন স্বামী-স্ত্রী দুজন আল্লাহর নৈকট্যভাজন হবে,আল্লাহর কাছে বিনয়ী হবে,কাকুতিমিনতি করে দু'আ করবে,তখন তাদের দাম্পত্য জীবন দীর্ঘ হবে,একে অপরের সাথে সুখে থাকবে,আল্লাহ তাদের দু'আয় সাড়া দেবেন।
(বই- প্রেমময় দাম্পত্য জীবন.....
পৃষ্ঠা ১১৫।)

14/12/2024

তোমাদের স্বামী-স্ত্রী দুজনে আল্লাহ ও তোমাদের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করে নাও,তাহলে আল্লাহ তোমাদের সম্পর্ক সুদৃঢ় করে দেবেন।....পাপ ও গুনাহে নিমজ্জিত হয়ে কত হাজারো সুখী পরিবার ছিন্নভিন্ন হলো,তার কোনো ইয়ত্তা নেই!এমনও বহু দেখা গেছে গুনাহের কারণে সুখের জীবন তিক্ততায় পর্যবসিত হয়েছে!
ইব্রাহিম বিন আদহাম রহ: বলতেন,‘আমি যখন আল্লাহর অবাধ্য হই,তখন তার প্রভাব আমার বাহন ও আমার স্ত্রীর মাঝে দেখতে পাই।’
(বই- প্রেমময় দাম্পত্য জীবন.....
পৃষ্ঠা ১১৫।)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jariyah جارية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jariyah جارية:

Videos

Share