31/12/2024
আজ অনেকেই রাফ এন্ড টাফ সেক্স করার জন্য ভায়াগ্রা খাবেন। এতে কিছু সমস্যা হতে পারে।
✅প্রথমত চোখে ঝাপসা দেখা অথবা দৃষ্টি শক্তি কমে যাওয়া
✅দ্বিতীয়ত প্রচন্ড মাথা ব্যথা
✅তৃতীয়ত স্ট্রোক এর ঝুকি। সাময়িক আনন্দ পেতে অনেকেই ভায়াগ্রা বা ওয়ান টাইম ঔষধগুলো ফার্মেসী থেকে নিয়ে খাবেন। তবে যারা গ্রহণ করবেন আমার ধারণা এসব মামুলি লেখায় উনাদের মতামত চেঞ্জ করবেন না !
আজকে যারা ভায়গ্রা খাবেন তারা বুঝে শুনে খাবেন। কিছুদিন আগেই একজনকে পেয়েছিলাম যিনি চশমা পরে আমার কাছে এসেছিলেন।
✅এছাড়া অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকুন। প্যানক্রিয়াটাইটিস জনিত পেট ব্যথায় ভুগতে না চাইলে কিংবা অকাল মৃত্যু না চাইলে এসব খাওয়া থেকে বিরত থাকুন।প্যানক্রিয়াটাইটিস এর জটিলতা অনেক এবং এখান থেকে মৃত্যু হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।