31/10/2024
একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ।না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।
আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী না। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেডে় দিযে় পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে...