Health Doctor BD

Health Doctor BD সকলের সুসাস্থ্য কামনায় পরিপূর্ন সুস্থ্যতা আল্লাহ্ পাকের কোটি কোটি নেয়ামত!
আল্লাহ্ আমাদের সকলকে পরিপূর্ন সুস্থ্য থাকার তৈফিক দান করুন (আমিন)
(33)

'পতি''তা'লয়ে গিয়ে ছিলাম নিজের দৈহিক চাহিদা মেটানোর জন‍্যে। সেখানে গিয়ে দেখি মেয়েটি জানালার পাশে বসে কান্না করতেছে।'জিঙ্গ...
22/11/2024

'পতি''তা'লয়ে গিয়ে ছিলাম নিজের দৈহিক চাহিদা মেটানোর জন‍্যে। সেখানে গিয়ে দেখি মেয়েটি জানালার পাশে বসে কান্না করতেছে।

'জিঙ্গেস করলাম 'কি ব‍্যপার তুমি কান্না,
করতেছো কেনো।

'এমনি কান্না করতেছি।
আচ্ছা ওয়েট করুন আমি পোশাক খুলতেছি।

'কেনো জানি মেয়েটার প্রতি আমার একটু
মহব্বোত হলো। আবার জিঙ্গেস করলাম প্লিজজ বলুন
আপনার কি হয়েছে।

'আপনি জেনে কি করবেন।
এর থেকে না জানাই ভালো?

'প্লিজজ বলুন।

'বাড়ির কথা অনেক মনে পরতেছে।
খুব ইচ্ছে করতেছে বাড়ি যেতে।

'কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয়।
পরে আবার এসে কাজ করবে।

'সম্ভব হলে সেটাই করতাম।

'কেনো সম্ভব না কেনো?

'আসলে আমার Boyfriend আমাকে এখনে বিক্রি করে দিয়েছে আমি চাইলেও যেতে পারবো না।
এখন এটাই আমার বাড়ি ঘর।

'boyfriend বিক্রি করে দিয়েছে মানে।
কি বলো এই সব।

'হ‍্যাঁ।

'প্লিজ যদি একটু খুলে বলতে আমাকে।

'থাকনা অজানা।

'প্লিজজজজজজজজজ?

'আস থেকে ৯মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। একদিন ছেলেটি আমাকে বললো
জান চলো পালিয়ে বিয়ে করি।
তার কথাতে রাজি হয়ে গেলাম এবং পালিয়ে
আসলাম ঢাকায়।
তো ঢাকায় এসে দুইদিন এক সঙ্গে থাকার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে চলে যায়।

'এই সব কি সত্যি।

'হ‍্যাঁ।

'মেয়েটির কথা শোনার পরে বেশ কিছুক্ষন
নিশ্চুপ থাকলাম।
তখন মেয়েটি আবার বলে উঠলো।

'কি হলো কাজ করবেন না।

'তখন সোজা মেয়েটিকে বললাম।
আমি তোমাকে বিয়ে করে চাই! তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই।

'মানে।

'মানেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করবো।
তোমার সঙ্গে থাকবো।

'আপনার মাথা ঠিক আছে।
আমি একজন পতিতা।

'সমস‍্যা নেই আমি মানিয়ে নিবো।
তুমি নাহয় তোমার অতিত ভুলে গিয়ে নতুন করে বাচবে

'এটা কি সম্ভব।

'তুমি চাইলেই সম্ভব।

'আমি তো আপনাকে চিনিনা জানিনা।
এছাড়া আপনিও আমাকে চিনেন না জানেন না।

'বিয়ের পরে দুজন দুজনকে চিনবো জানবো।

'আপনার পরিবারের লোক মানবে আমাকে।

'আমার পরিবারে কেউ নেই।
আমি একাই।

'ওহ।
কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে।

'সেটা আমার চিন্তা।
তুমি কি আমাকে বিয়ে করবা।

'বুজতছি না কি বলবো।
কারন একজনকে বিশ্বাস করে ঠগেছি।

'প্লিজজ একটা সুযোগ দাও আমাকে।
আমি ঠগাবো না।

'কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেনো।
সেটা আগে বলুন।

'সত‍্যি বলতে তোমার কথা গুলা শোনার পরে তোমার প্রতি অন‍্য রকম একটা অনুভূতি কাজ করতেছে।
মনে হয় এটা ভালোবাসা।

'২মিনেটের পরিচয়ে ভালোবেসে ফেল্লেন।
মনে হচ্ছে এটা আবেগ।

'আবেগ না।
দুই মিনিটের কথায় না এক সেকেন্ডের দেখাতেও
ভালোবাসা যায়।

'হ‍্যাঁ যায়।

'শোন আমি তোমাকে এখান থেকে বের করার
ব‍্যবস্থা করতেছি।
আজকেই আমি তোমাকে বিয়ে করতে চাই।

'ঠিক আছে।

'কতো কথা বললম অথচ কেউ কারো নামেই
জানলাম না আমার নাম হাসিব তোমার।

'আমার নাম আয়েশা।

'ঠিক আছে আয়েশা আমি আসতেছি সব কিছুর
একটা ব‍্যবস্থা করে।

'এর পরে হাসিব পতিতালয়ের লোকদের সঙ্গে কথা বলে ৪লক্ষ টাকার বিনিময়ে আশেয়াকে ওখান থেকে বের করে নিয়ে আসে।

'আয়েশাকে বের করার পরে হাসিব সোজা কাজি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে।

'আজ বিয়ের ১০ বছর পরে আয়েশা একটি
সাক্ষাত কারে বলে 'জানেন আমার স্বামির সঙ্গে এই দশ বছরে তুই কথা হয়নি।
আমি রাগ বা অভিমান করলে সে আমার রাগ ভাঙ্গায় আমি ভূল করলে আমার ভুল বুজিয়ে দেয়।
সে আমাকে কখনো আমার অতিত নিয়ে খোটা দেয়নি।
জানেন এই পৃথিবীতে যদি বতর্মান কোন সুখি নারী থেকে - থাকে তাহলে সেটা হবো আমি।

'সত‍্যি পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে।
সেটা আমার স্বামী হাসিবকে দেখেই বুজেছি।

'সবাই দোয়া করবেন আমি যেনো এভাবে চিরকাল সুখে থাকতে পারি আমি স্বামীর সঙ্গে।

'সত‍্যিই কার কপালে কখন সুখ আসে বোঝা বড় দায়।
আর ভালো লাগা ভালোবাসা,
মন থেকেই হয়।

অনুগল্প: #সুখে_আছি।

19/11/2024

হৃদয়

19/10/2024
পুরুষের হাইড্রোসিল রোগ কী?
10/06/2024

পুরুষের হাইড্রোসিল রোগ কী?

হাইড্রোসিল হলো অণ্ডকোষের চারপাশে ঘিরে থাকা একটি পানিপূর্ণ থলি, যার কারণে অন্ডথলি ফুলে যায়। এই পানি অণ্ডকোষের দুই...

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘...
10/06/2024

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’
লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’
ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।
এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।
অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।

সুবাহান আল্লাহ্
28/05/2024

সুবাহান আল্লাহ্

মাইগ্রেনের ব্যথায় অনেকেই ভোগেন। তবে অভ্যেস বদলে ওষুধ ছাড়াও এই ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়
26/05/2024

মাইগ্রেনের ব্যথায় অনেকেই ভোগেন। তবে অভ্যেস বদলে ওষুধ ছাড়াও এই ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়

মাইগ্রেনের ব্যথায় অনেকেই ভোগেন। তবে অভ্যেস বদলে ওষুধ ছাড়াও এই ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায় মাসের তিন-চারটে দিন বাঁ...

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
10/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

- Collected

কদরের রাতে কি কি যিকর আযকার করতে পারি ? (রমদানের শেষ ১০ রাত বা বিজোড় রাতগুলোতে)১। আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার, যত ব...
05/04/2024

কদরের রাতে কি কি যিকর আযকার করতে পারি ? (রমদানের শেষ ১০ রাত বা বিজোড় রাতগুলোতে)

১। আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

২। বেশী বেশী দুরুদ পড়া।

اللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত

আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ

বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৪০৮, নং ৩৩৭০; মুসলিম, নং ৪০৬।

৩। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

৪। লা ইলাহা ইল্লাল্লাহ (কমপক্ষে ১০০ বার)

৫। "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

৬। আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউন তুহিব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী। (‎‏(اللهم إنك عفو تحب العفو فاعفُ عني‏ উক্ত দোয়াটি বেশি বেশি পড়বেন।

৭। দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।

৮। "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

৯। "সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার" (কমপক্ষে ১০০ বার) ।

১০। "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

১১। "সুবহানাল্লাহিল 'আযিমি ওয়াবি হামদিহ" (যত বেশি পড়া যায়)

১২। সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

১৩। সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ আল্লাহ

22/03/2024

পকেট ভর্তি অবৈধ টাকা আর পেট ভর্তি অশিক্ষা, এই কম্বিনেশন’টা খুব ভয়ঙ্কর.. 🙂
এরা মানুষকে মানুষ মনে করে না !!! 😒😒🥵🥵😎😎

08/03/2024

ও আল্লাহ তুমি আমাদের 30 টা রোজা রাখার তৌফিক দান করো (আমিন)

08/02/2024

হে আল্লাহ!
সকল মসিবত থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
আমিন

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Health Doctor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Doctor BD:

Videos

Share