মার্জিন - Margin

মার্জিন - Margin The Official page of " মার্জিন ",
a Bi-Annual Business Magazine. Bangladesh is a country with much potential for business and entrepreneurship.

আমাদের পরিচয়

বাংলাদেশ ব্যবসায় এবং উদ্যোক্তাদের জন্য একটি অপার সম্ভাবনাময় দেশ। এদেশের মানুষ পরিশ্রমী, সৃজনশীল ও দক্ষ এবং সফলতা অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

মার্জিন ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা। আমরা আমাদের সাময়িকীতে তুলে ধরি সর্বশেষ ব্যবসায় শিক্ষার জ্ঞান ও শিক্ষার্থীদের ক্যারিয়ার-বিষয়ক পরামর্শ।

ক্রমবর্ধমান বিশ্বায়নের যুগে সফলতা অর্জনের জন্য বাংলাদেশের বিজনেস লিডা

রদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চিন্তা করার সক্ষমতা অর্জন করা প্রয়োজন। তা ছাড়া অধিকাংশ শিক্ষার্থীর বড় পরিসরে বুদ্ধিবৃত্তিক চিন্তা করার সক্ষমতার অভাব রয়েছে।

মার্জিন শিক্ষার্থীদের মাঝে জ্ঞানগত শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে বৈশ্বিক নেতৃত্ব তৈরিতে উৎসাহিত করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা প্লাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা তাদের সমসাময়িক ব্যবসায় চিন্তা ও অর্থনৈতিক ধারণা তুলে ধরতে পারে। এর মাধ্যমে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বিশ্বে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে ভবিষ্যৎ নেতৃত্ব তাদের জটিল ও বুদ্ধিভিত্তিক চিন্তার উন্নতি সাধন করতে পারবে।

আমরা বিশ্বাস করি, বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। এই সম্ভাবনা উপলব্ধি করাতে আমরা আমাদের পাঠকদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। তাই আপনি যদি ব্যবসায়িক বিশ্ব সম্পর্কে প্রতিনিয়ত সর্বশেষ তথ্য ও অনুপ্রেরণা পেতে চান তাহলে মার্জিন-এ চোখ রাখুন।


‘মার্জিন’-এর পেছনের গল্প

ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীদের ভিত্তি মজবুতের প্রয়োজনীয়তাই মার্জিন সৃষ্টির কারণ। বর্তমানে সাহিত্য, বিজ্ঞান, বিনোদনসহ বিভিন্ন বিষয়ে সাময়িকী প্রকাশিত হলেও বাংলাদেশে ব্যবসায় শিক্ষা সম্পর্কিত উল্লেখযোগ্য প্রকাশনা দেখা যায় না। তাই ব্যবসায় শিক্ষায় আগ্রহী এবং এ বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও গাইডলাইন প্রদানের উদ্দেশ্যেই মার্জিন-এর আত্মপ্রকাশ।


‘মার্জিন’ টিম

অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক। তাই পরামর্শ কিংবা গাইডলাইন নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞদের কাছ থেকে নেওয়াই উত্তম। এজন্য মার্জিন-এর লেখক তালিকায় স্থান পেয়েছে চিন্তায় তরুণ, মেধাবী ও অভিজ্ঞ একদল মানুষ। যাদের মধ্যে রয়েছে বিজ্ঞ শিক্ষক, গবেষক, মেধাবী শিক্ষার্থী, দক্ষ সংগঠক ও সফল উদ্যোক্তা। যাতে শিক্ষার্থীরা মার্জিন-এর মাধ্যমে তাদের জীবনের সেরাটুকু পায়।





Who We Are? The people of Bangladesh are hardworking, creative, and resourceful. They have a strong desire to succeed. We're Bangladesh's leading publication for business studies students. We feature the latest business knowledge and give career advice. In a rapidly globalizing world, the business leaders of Bangladesh need to be able to think on a global level to be successful. However, many students lack the cognitive skills necessary to think on such a grand scale. Margin strives to develop business leadership at both the national and international levels by promoting cognitive excellence among students. We aim to provide a platform for students to share their ideas and thoughts on current affairs, business, and economics. In doing so, we hope to foster an environment of critical thinking and intellectual curiosity that will allow future leaders to thrive in an increasingly complex world. We believe that Bangladesh has the potential to become a leading economic power in the world. And we are dedicated to helping our readers realize this potential. So if you are looking for information, inspiration, or just want to stay up-to-date on what's happening in the world of Bangladeshi business, then be sure to check out Margin. The Story Behind Margin’s Creation

The necessity to strengthen the "foundation of business studies students" is the driving force behind margin creation. Periodicals are being published on a variety of subjects, such as literature, science, and entertainment, but there are no significant publications on business studies in Bangladesh. Hence, Margin is introduced to provide necessary information and guidelines to students interested in business studies. "Margin" team

Experience is the greatest teacher. So it is better to take advice or guidance from experienced people. That is why a group of young, talented, and experienced people have been included in the list of writers of Margin. Among them are , scholars teachers, researchers, talented students, skilled organizers, and successful entrepreneurs. So that students get the best of their life through Margin.

Address

৪১/১
Dhaka
1000

Telephone

+8801985302035

Alerts

Be the first to know and let us send you an email when মার্জিন - Margin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মার্জিন - Margin:

Share

Category

Nearby media companies