Hasan Music

Hasan Music আল্লাহ সর্ব শক্তিমান Allah is all powerful
Asian music,folk son

একটু সময় নিয়ে পড়ে যাবেন👇👇👇👇একটা ওয়াজ মাহফিলে একজন ইমামকে প্রশ্ন করা হলো, আচ্ছা হুজুর বর্তমানে আধুনিক যুগে মানুষের প্রধান...
28/12/2024

একটু সময় নিয়ে পড়ে যাবেন👇👇👇👇

একটা ওয়াজ মাহফিলে একজন ইমামকে প্রশ্ন করা হলো, আচ্ছা হুজুর বর্তমানে আধুনিক যুগে মানুষের প্রধান যোগাযোগ আর বিনোদনের মাধ্যম হলো অন লাইন।

যেমনঃ- ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বাইবার,ইমু, মেসেঞ্জার হুয়াটসএ্যপ ইত্যাদি আরো অনেক আছে।

আর বেশিরভাগ ছেলে মেয়েরা অন লাইনে নিজের বা পরিবারের ছবি পোস্ট করেন। এদের সম্পর্কে কি কিছু জানা আছে আপনার যদি কিছু জানা থাকে তাহলে মেহেরবানী করে বলে যাবেন???

হুজুরের উত্তর শোনে মাহফিলের সবাই ভূমিকম্পের মতো কেপে উঠলেন🥲🥲

কি ভয়ংকর কথা এভাবে হয়তো কেউ ভেবে দেখেন নি। যাইহুক আমি হুজুরের বলা মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি।

অন লাইনে ছবি বা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই সাস্তি বা পাপের কথা বলা হয়েছে। যদি সেগুলো অশ্লীল বা খারাপ ছবি বা ভিডিও হয়। তবে মেয়েদের ক্ষেত্রে বেশী ভয়ংকর 🥲।

একটা মেয়ে যদি অন লাইন তথা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম,এককথায় যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো পাবলিক প্লেসে প্রকাশিত হয়।

কোনো ছবি বা ভিডিও পোস্ট করেন আর সেই ছবি বা ভিডিওর যেকোনো অংশ দেখে যদি কোনো ছেলের মনে সামান্য পরিমান কামনা,বাসনা সেক্সুয়ালি কোনো কিছু অনুভব হয়।

মিজানুর রহমান আজহারী হুজুরের একটা উয়াজে শুনেছিলাম,উনি বলেন
👉একটা মেয়ের সাধারণ একটা হাতের আঙুল,বা শুধু চোখ দেখেও একটা ছেলের কামনা বাসনা আসতে পারে। এমন কি প্রেমেও পড়ে যেতে পারে🥲

তাহলে সে দুনিয়ার জীবনে যতদিন বেচে থাকবেন ততদিন তার আমল নামায় পাপ লিখতে থাকবেন। আর তার মৃতুর পরে কবর বা ভার্যাখের জীবনেও পাপ লিখতে থাকবেন।

যতদিন পর্যন্ত অন লাইন থেকে সেই ছবি বা ভিডিও ডিলিট না করা হবে 🥲 হতে পারে সেটা কেয়ামতের আগ পর্যন্ত ডিলিট হলোনা তাহলে কেয়ামতের আগ পর্যন্তই সেই পাপ লিখতে থাকবেন 🥲🥲🥲

কথাগুলো যখন বলছিলেন হুজুরের চোখ দিয়ে টগবগ করে পানি গড়িয়ে পড়ছিলো। মুহূর্তের মধ্যে সমস্ত মাঠ স্তব্ধ মনে হলো সত্যি শান্তি খুঁজে পেয়েছে হাজারো মানুষ 🥰
কিন্তু হয়তোবা এখানেই শেষ হয়ে যাবে ওয়াজ ছেড়ে বাহিরে চলে গেলেই।।

আমরা সবাই ভুলে যাবো সেই হুজুরের অমুল্য সেই কথাগুলো। আবার নিয়মিত হয়ে যবো দুনিয়ার জীবনের তথাকথিত অন লাইন,ফেসবুক, ইউ টিউব, ইনস্ট্রাগ্রাম বা অন্যান্য এপ্সে। 🥲

আবার হয়তোবা এখান থেকেই দুই একজন হেদায়ত প্রাপ্তিও হতে পারে যদি আল্লাহর রহমত থাকে। 🥰

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমরা পাপী আর আপনি অসীম দয়ালু খোদা মেহেরবান🥰🥰 আমিন

Shout out to my newest followers! Excited to have you onboard! Akash Yadav, Mohammad Nizam Uddin, محمد حسن حمر
28/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Akash Yadav, Mohammad Nizam Uddin, محمد حسن حمر

Big shout out to my newest top fans! 💎 Mahi Akther, Ahmed Rifat thanks
20/12/2024

Big shout out to my newest top fans! 💎 Mahi Akther, Ahmed Rifat thanks

নারী তার অবহেলার কারণেই নিজের শখের পুরুষকে হারায়। 🥲কিন্তু জিজ্ঞেস করে দেখেন সে তা কখনো স্বীকার করবেনা।
12/12/2024

নারী তার অবহেলার কারণেই নিজের শখের পুরুষকে হারায়। 🥲
কিন্তু জিজ্ঞেস করে দেখেন সে তা কখনো স্বীকার করবেনা।

05/10/2024

চট করে বাংলাদেশে ঢুকে পড়া আর হলোনা শেখ হাসিনার।
এবার ভারতকেও ছাড়তে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রের চাপে ভারত সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে আর ভারত রাখবেনা।

মধ্যপ্রাচ্যের কোনো এক দেশের উদ্দেশ্যে ভারত ছাড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Big shout out to my newest top fans! 💎 Mahi Akther
27/09/2024

Big shout out to my newest top fans! 💎 Mahi Akther

15/09/2024

আগামীকাল ১২ ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন।
আলহামদুলিল্লাহ
ইংরেজি ১৬ ই সেপ্টেম্বর ১৯২৪ সাল

Shout out to my newest followers! Excited to have you onboard! Alamin Akundo, Kutub Ali, মোঃ মাহিবুল হাছান
05/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Alamin Akundo, Kutub Ali, মোঃ মাহিবুল হাছান

02/09/2024

বন্ধ হতে যাচ্ছে বিদ্যুতের মিটারের অযৌক্তিক সকল
চার্জ
এমনটাই চেয়েছিলাম আমরা,স্বাধীন বাংলাদেশে।
"আলহামদুলিল্লাহ"

01/09/2024

সকল সিন্ডিকেট উপেক্ষা করে অবশেষে উমরাহ হজ্জ্ব
ও বড় হজ্জ্বের মূল্য কমেছে আলহামদুওলিল্লাহ🖤

এক মিনিট সময় নিয়ে পড়ে দেখুন বাস্তব সত্য কথাগুলো।। নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত...
31/08/2024

এক মিনিট সময় নিয়ে পড়ে দেখুন বাস্তব সত্য কথাগুলো।।
নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে নয়,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমে যাব।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।ইদানীং
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা
বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট
কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন
বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ।।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।।
ব্যস !

20/08/2024

বোনের বাসায় লুকিয়ে ছিলেন দিপু মনি,
ভাগ্নে'কে ধমক দিয়ে "মোবাইল টিপা বাদ দিয়ে পড়তে
বসো" বলায় রেগে ৯৯৯ নাম্বারে কল দিয়ে ধরিয়ে দিলো 😑

15/08/2024

প্রায় দশ কোটি নারীকে কাঁদিয়ে বিদায় নিতে যাচ্ছে স্টার জলসা ও জি বাংলা।

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম। পুরোটা পড়্র দেখুন খুব ভাল...
12/08/2024

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম।

পুরোটা পড়্র দেখুন খুব ভালো লাগবে আপনাদের।
ালো_লাগলে_শেয়ার_করে_দিয়েন।

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।
কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।
কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?

কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, -"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?_

কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, -"কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।

#ভালো_লাগলে_শেয়ার_করে_দিয়েন

 #প্রবাসীরদের_৯_দফা_দাবি_মেনে_নিলে_প্রবাসীরা_কৃতজ্ঞ_থাকবে। #আশা_করি_মেনে_নিয়ে_দেশ_গড়ার_কারিগরদের_পাশে  #থেকে_রেমিট্যান্স...
09/08/2024

#প্রবাসীরদের_৯_দফা_দাবি_মেনে_নিলে_প্রবাসীরা_কৃতজ্ঞ_থাকবে।
#আশা_করি_মেনে_নিয়ে_দেশ_গড়ার_কারিগরদের_পাশে #থেকে_রেমিট্যান্স_যুদ্ধাদের_মুখে_হাসি_ফুটাবেন_ইনশাআল্লাহ।

👉১. একজন প্রবাসী যদি কোনো অনাকাঙ্ক্ষিত
কারণে মৃ*তু বরণ করে তাহলে তার লা*শ ফ্রিতে
দেশে নেয়ার সকল প্রকার সুব্যবস্থা ১০০%
নিশ্চিত করতে হবে।

👉২. এয়ারপোর্টে সম্মান জনক ব্যাবস্থা হিসেবে VIP
সম্মান দেয়ার ১০০% সুব্যবস্থা নিশ্চিত করতে
হবে।
👉৩. বিমান টিকিটের ক্রয়মূল্য কমিয়ে সাধারণ
মানুষের হাতের নাগালে আনার সুব্যবস্থা ১০০%
নিশ্চিত করতে হবে।

👉৪. প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তার ১০০%
সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

👉5. কমপক্ষে ১২ বছর প্রবাসে কাটিয়ে অবশর বা
ভিসা ক্যান্সেল করে দেশে চলে গেলে তাদের
চলার মতো একটা মাসিক অবসর ভাতার
সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

👉৬. সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ডের সুব্যবস্থা
করে দিতে হবে এবং সেই কার্ড দেখালে যেনো
যেকোনো অফিস আদালতে মর্যাদার সহিত
সবার আগে কাজ সম্পন্নকরণের সুবিধা পাওয়া
যায় সেই ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।

কারণ, প্রবাসীরা কয়েক বছর পর দেশে যায় মাত্র
দুইমাস অথবা তিন মাসের জন্য তাই তাদের জন্য
সময়টা একটু বেশিই মূল্যবান হয়।

👉৭. প্রবাসীসহ প্রবাসীদের পরিবারের জন্য উন্নত
চিকিৎসা সেবার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

👉৮. সকল প্রকার সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম
কমিয়ে আনতে হবে।

কারণ আমি দেখেছি একই
কোম্পানিতে একই ভিসায় অন্যান্য রাষ্ট্রের লোক
যদি 1 লক্ষ্য টাকায় আসে সেখানে বাংলাদেশের
ছেলেমেয়েদের লাগে 5 লক্ষ্য থেকে 6 লক্ষ্য টাকা
যা শুনে কোনো প্রবাসী মেনে নিতে পারেন না ।

👉৯. শর্তহীন ভাবে কোনো জামানত ছাড়াই প্রবাসী
কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দেয়ার
সুব্যবস্থা নিশ্চিত করতে হবে ।

প্রভাসীসহ দেশের সকল ছাত্রছাত্রী ভাইবোনসহ সকল প্রকার জনগনের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল বিষয়টা প্রধানমন্ত্রীসহ সকলের নজরে আনার জন্য শেয়ার করে সর্বোচ্চ সহায়তা করবেন প্লিজ 🙏🙏🙏

আমরা প্রবাসীরাও হয়তো কারো বাবা,কারো ভাই, কারো বোন কিংবা কারো সহোদর আত্নীয় তাই সবার কাছে একটা করে শেয়ার সাহায্য চাইছি 🙏🙏🙏।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Music:

Videos

Share

Category