
28/12/2024
একটু সময় নিয়ে পড়ে যাবেন👇👇👇👇
একটা ওয়াজ মাহফিলে একজন ইমামকে প্রশ্ন করা হলো, আচ্ছা হুজুর বর্তমানে আধুনিক যুগে মানুষের প্রধান যোগাযোগ আর বিনোদনের মাধ্যম হলো অন লাইন।
যেমনঃ- ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বাইবার,ইমু, মেসেঞ্জার হুয়াটসএ্যপ ইত্যাদি আরো অনেক আছে।
আর বেশিরভাগ ছেলে মেয়েরা অন লাইনে নিজের বা পরিবারের ছবি পোস্ট করেন। এদের সম্পর্কে কি কিছু জানা আছে আপনার যদি কিছু জানা থাকে তাহলে মেহেরবানী করে বলে যাবেন???
হুজুরের উত্তর শোনে মাহফিলের সবাই ভূমিকম্পের মতো কেপে উঠলেন🥲🥲
কি ভয়ংকর কথা এভাবে হয়তো কেউ ভেবে দেখেন নি। যাইহুক আমি হুজুরের বলা মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি।
অন লাইনে ছবি বা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই সাস্তি বা পাপের কথা বলা হয়েছে। যদি সেগুলো অশ্লীল বা খারাপ ছবি বা ভিডিও হয়। তবে মেয়েদের ক্ষেত্রে বেশী ভয়ংকর 🥲।
একটা মেয়ে যদি অন লাইন তথা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম,এককথায় যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো পাবলিক প্লেসে প্রকাশিত হয়।
কোনো ছবি বা ভিডিও পোস্ট করেন আর সেই ছবি বা ভিডিওর যেকোনো অংশ দেখে যদি কোনো ছেলের মনে সামান্য পরিমান কামনা,বাসনা সেক্সুয়ালি কোনো কিছু অনুভব হয়।
মিজানুর রহমান আজহারী হুজুরের একটা উয়াজে শুনেছিলাম,উনি বলেন
👉একটা মেয়ের সাধারণ একটা হাতের আঙুল,বা শুধু চোখ দেখেও একটা ছেলের কামনা বাসনা আসতে পারে। এমন কি প্রেমেও পড়ে যেতে পারে🥲
তাহলে সে দুনিয়ার জীবনে যতদিন বেচে থাকবেন ততদিন তার আমল নামায় পাপ লিখতে থাকবেন। আর তার মৃতুর পরে কবর বা ভার্যাখের জীবনেও পাপ লিখতে থাকবেন।
যতদিন পর্যন্ত অন লাইন থেকে সেই ছবি বা ভিডিও ডিলিট না করা হবে 🥲 হতে পারে সেটা কেয়ামতের আগ পর্যন্ত ডিলিট হলোনা তাহলে কেয়ামতের আগ পর্যন্তই সেই পাপ লিখতে থাকবেন 🥲🥲🥲
কথাগুলো যখন বলছিলেন হুজুরের চোখ দিয়ে টগবগ করে পানি গড়িয়ে পড়ছিলো। মুহূর্তের মধ্যে সমস্ত মাঠ স্তব্ধ মনে হলো সত্যি শান্তি খুঁজে পেয়েছে হাজারো মানুষ 🥰
কিন্তু হয়তোবা এখানেই শেষ হয়ে যাবে ওয়াজ ছেড়ে বাহিরে চলে গেলেই।।
আমরা সবাই ভুলে যাবো সেই হুজুরের অমুল্য সেই কথাগুলো। আবার নিয়মিত হয়ে যবো দুনিয়ার জীবনের তথাকথিত অন লাইন,ফেসবুক, ইউ টিউব, ইনস্ট্রাগ্রাম বা অন্যান্য এপ্সে। 🥲
আবার হয়তোবা এখান থেকেই দুই একজন হেদায়ত প্রাপ্তিও হতে পারে যদি আল্লাহর রহমত থাকে। 🥰
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমরা পাপী আর আপনি অসীম দয়ালু খোদা মেহেরবান🥰🥰 আমিন