Yeahia Chowdhury

Yeahia Chowdhury প্রকৃত শিক্ষায় মূল শিক্ষা
(1)

এই লিস্ট Asif Mahmud    ভাই নিজে দিয়েছে ওনি কি বাজার না ঘুরে দিয়েছে বিশ্বাস না হলে তার আইডিতে দেখেন।
19/10/2024

এই লিস্ট Asif Mahmud ভাই নিজে দিয়েছে ওনি কি বাজার না ঘুরে দিয়েছে বিশ্বাস না হলে তার আইডিতে দেখেন।

যে বিষয় তোমার সন্দেহের উদ্রেক ঘটায়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। নিশ্চই, সত্য হলো শান্তি ও স্...
18/10/2024

যে বিষয় তোমার সন্দেহের উদ্রেক ঘটায়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। নিশ্চই, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ। [সুনান আত তিরমিজী : ২৫১৮]

আপনার পোষা প্রাণিকে  সময়মত টিকা ও কৃমিনাশক ঔষধ খাওয়ান।
18/10/2024

আপনার পোষা প্রাণিকে সময়মত টিকা ও কৃমিনাশক ঔষধ খাওয়ান।

11/10/2024

বিয়ে বাড়ির আয়োজন || Wedding house arrangement |

#বিয়ে #বিয়ের #বিয়ে_বাড়ির_প্রেম

05/10/2024

05 October 2024 আজকের রসুলপুর বাজার পেঁয়াজ বাজার দর? Onion market price today Faridpur Bangladesh

♥️♥️
05/10/2024

♥️♥️

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐁𝐞𝐬𝐭 𝐗𝐢 𝐀𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐈𝐧𝐝𝐢𝐚:1.𝐓𝐚𝐧𝐣𝐢𝐝 𝐇𝐚𝐬𝐚𝐧 𝐓𝐚𝐦𝐢𝐦(𝐁𝐚𝐭)2.𝐏𝐚𝐫𝐯𝐞𝐬 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 𝐄𝐦𝐨𝐧(𝐁𝐚𝐭)3.𝐋𝐢𝐭𝐭𝐨𝐧 𝐊𝐮𝐦𝐚𝐫 𝐃𝐚𝐬(𝐁𝐚𝐭/𝐖𝐤)4.𝐓𝐨𝐰𝐡𝐢𝐝 𝐇...
05/10/2024

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐁𝐞𝐬𝐭 𝐗𝐢 𝐀𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐈𝐧𝐝𝐢𝐚:
1.𝐓𝐚𝐧𝐣𝐢𝐝 𝐇𝐚𝐬𝐚𝐧 𝐓𝐚𝐦𝐢𝐦(𝐁𝐚𝐭)
2.𝐏𝐚𝐫𝐯𝐞𝐬 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 𝐄𝐦𝐨𝐧(𝐁𝐚𝐭)
3.𝐋𝐢𝐭𝐭𝐨𝐧 𝐊𝐮𝐦𝐚𝐫 𝐃𝐚𝐬(𝐁𝐚𝐭/𝐖𝐤)
4.𝐓𝐨𝐰𝐡𝐢𝐝 𝐇𝐫𝐢𝐝𝐨𝐲(𝐁𝐚𝐭)
5.𝐌𝐞𝐡𝐞𝐝𝐲 𝐇𝐚𝐬𝐚𝐧 𝐌𝐢𝐫𝐚𝐳(𝐁𝐚𝐭/𝐒𝐩𝐢𝐧)
6.𝐌𝐚𝐡𝐦𝐮𝐝𝐮𝐥𝐥𝐚𝐡 𝐑𝐢𝐲𝐚𝐝(𝐁𝐚𝐭)
7.𝐉𝐚𝐤𝐞𝐫 𝐀𝐥𝐢 𝐀𝐧𝐢𝐤(𝐁𝐚𝐭)
8.𝐑𝐢𝐬𝐡𝐚𝐝 𝐇𝐨𝐬𝐬𝐞𝐧(𝐒𝐩𝐢𝐧/𝐁𝐚𝐭)
9.𝐓𝐚𝐬𝐤𝐢𝐧 𝐀𝐡𝐦𝐞𝐝(𝐏𝐚𝐜𝐞𝐫)
10.𝐒𝐡𝐨𝐫𝐢𝐟𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦(𝐏𝐚𝐜𝐞𝐫)
11.𝐌𝐮𝐬𝐭𝐚𝐟𝐢𝐳𝐚𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧(𝐏𝐚𝐜𝐞𝐫)

প্রকৃতির কোন সীমানা নেই❤️একই ফ্রেমে তিনটি দেশ 🖼
05/10/2024

প্রকৃতির কোন সীমানা নেই❤️

একই ফ্রেমে তিনটি দেশ 🖼

এই কোচকে বাংলাদেশ দলে আবারও প্রয়োজন। ওনার কারনেই বাংলাদেশের বোলিং অনেক উন্নত হয়েছে।
05/10/2024

এই কোচকে বাংলাদেশ দলে আবারও প্রয়োজন। ওনার কারনেই বাংলাদেশের বোলিং অনেক উন্নত হয়েছে।

03/10/2024

দেশ স্বাধীন হওয়ার পরে ২য় ব্লগ
#স্বাধীন

পাকিস্তানের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো ২-০ তে টেস্ট সিরিজ জয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে পুরো সিরিজজূ...
04/09/2024

পাকিস্তানের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো ২-০ তে টেস্ট সিরিজ জয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে পুরো সিরিজজূড়ে অবদান রাখতে পেরে আমি অনেক বেশি আনন্দিত ও গর্বিত।

এই অবদান উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ভাই-বোন ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি। আমার আজ 'ম্যান অব দ্যা সিরিজ' পুরুষ্কারের প্রাপ্ত অর্থ তুলে দিতে চাই আন্দোলনে শহীদ হওয়া এক রিকশাচালক ভাইয়ের পরিবারের হাতে।

দীর্ঘদিন ধরে দুঃসময় পার করে আসা বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।

দেশ আমাদের একটাই, আমরাই বাংলাদেশ 🇧🇩

বিক্রি হবে ১১০০৳
27/08/2024

বিক্রি হবে ১১০০৳

He, represents Bangladesh better than Shakib Al Hasan. ❤️
27/08/2024

He, represents Bangladesh better than Shakib Al Hasan. ❤️

ড. ইউনুস স্যার কত সুন্দর করে বলেছেন "আমাদের কাজে বাধা দিবেন না; আমাদেরকে ঘেরাও করবেন না। আমাদেরকে কাজ করতে দিন, কাজ করার...
27/08/2024

ড. ইউনুস স্যার কত সুন্দর করে বলেছেন "আমাদের কাজে বাধা দিবেন না; আমাদেরকে ঘেরাও করবেন না। আমাদেরকে কাজ করতে দিন, কাজ করার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। আপনাদের যা দাবি আছে আপনারা লিখিতভাবে দিন; আমরা সব পূরণ করার অবশ্যই চেষ্টা করব। আমরা আপনাদের বিরুদ্ধ দল নই।"

অনেকেই আমাদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেন। তর্কের খাতিরে আমি ভিউ ব্যবসায়ী কথাটা মেনে নিলাম। আমার যদি টাকা না থাকত তাহলে ইচ...
27/08/2024

অনেকেই আমাদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেন। তর্কের খাতিরে আমি ভিউ ব্যবসায়ী কথাটা মেনে নিলাম। আমার যদি টাকা না থাকত তাহলে ইচ্ছা থাকলেও আমি মানুষ কে সাহায্য করতে পারতাম না। এখন প্রশ্ন ভিডিও কি শুধু আমি একা করি? বন্যার ভিডিও কি আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেন না। টিভি চ্যানেলে কি উল্টাপাল্টা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করে না? আর তাতে কি পরিমান ভিউজ হয় সেই হিসাব কি রাখেন? যেখানে পাড়া মহল্লা থেকে মানুষ চাদা তুলে সাহায্য করতে যাচ্ছে সেখানে বড় বড় গ্রুপ অফ কোম্পানি আর টিভি চ্যানেল থেকে কয়জন মানুষকে এই বন্যায় হেল্প করছে আমার সঠিক জানা নাই। টিভি চ্যানেল ভিডিও করলে তা নিউজ আর আমরা করলে ভিউ ব্যবসায়ী বলে গালি দেন? এক হুজুর ২০ কোটি টাকার দান সংগ্রহ করল ভিডিও করে লাইভ করে মানুষ কে দেখিয়ে ত্রান দিল। তাহলে কি সেও ভিউ ব্যবসায়ী। উনি ভিডিও না বানালে অনলাইনে উনার কার্যক্রম প্রচার না করলে আপনি জানতেও পারতেন না আর উনি এতো মানুষ কে হেল্প ও করতে পারত না। ছাত্র সমাজ টিএসসি তে টাকা তুলছে সেটাও কিন্তু আপনি এই ভিডিও দেখে জানতে পেরে সেখানে দান করতে গেছেন? আসলে যারা ডিজিটাল প্রজুক্তিকে সঠিক ভাবে বুজতে বা ব্যবহার করতে পারে না তারাই তাদের অক্ষমতা কে ঢাকতে আমাদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেয়। ছাত্র জনতা এই ফেসবুক ইউটিউব ব্যবহার করে দেশ টাই পরিবর্তন করে দিয়েছে সেখানে আপনি পলক হতে চাচ্ছেন। আল্লহা আপনার ব্রেন কে আরও ভালো চিন্তা করার ক্ষমতা দিক আমিন।
Doyel Agro

রিকশা নিয়ে যে মামা দাঁড়িয়ে আছে দেয়ালে আঁকা ছবিটার দিকে৷ ওই স্যালুটটা ওনার৷ অবাক সব স্বপ্ন যখন পূরন হয়ে যায়৷
27/08/2024

রিকশা নিয়ে যে মামা দাঁড়িয়ে আছে দেয়ালে আঁকা ছবিটার দিকে৷ ওই স্যালুটটা ওনার৷

অবাক সব স্বপ্ন যখন পূরন হয়ে যায়৷

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে ১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস...
27/08/2024

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনার কাহিনী ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।

27/08/2024

৫ মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বললো " বাবুকে নিয়ে আপনে আগে যান।আমি সাঁতরে পাড়ে চলে যাবো "

" না।একসাথে যাবো চলো "

" আপনে বুঝতেছেন না।যেটা বলি শুনেন,আপনে বাবুটারে নিয়ে আগে যান "

স্পিডবোটে থাকা একজন বললো " ভাই আর একজনের যায়গা আছে।দ্রুত উঠেন,আরো হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে "

বললাম " ভাই আপনারা যান।পরেরবার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথে যাবো "

স্ত্রী আমার হাত তার মাথায় ধরে বললো " আমার দিব্যি,আপনে এখনি যাবেন "

" এটা কি ধরনের পাগলামি? তোমায় একা রেখে আমি কিছুতেই যাবো না "

" বাবুর কথা ভেবে আমার কথাটা রাখেন, আপনার পায়ে পরি,অন্য বোট আসলে আমি সেটায় করে চলে যাবো।নইলে সাঁতার দিয়ে যাবো "

" চারদিকে জলে থৈথৈ, তুমি সাঁতার দিয়ে আসবে কি করে "

" গ্রামের মেয়ে আমি,সাঁতার দিয়েই বড় হইছি "

স্ত্রী একপ্রকার জো*র করেই বোটে তুলে দিলো।উঁচু স্থানে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কে"টে গেলো।স্ত্রীর দেখা নেই।বোটে করে শতশত মানুষ আসলো,তাকে নজরে পরলো না।

উদ্ধার কর্মীদের জিগ্যেস করলাম " ভাইই চৌগ্রামে বোট পাঠাচ্ছেন না? "

তিনি বললেন " চৌগ্রামে বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই।যতজনকে সম্ভব নিয়ে এসছি "

" ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে! "

" দু একজনের জন্য তো যাওয়া সম্ভব না "

এতটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে।সেচ্ছাসেবীর কাছ থেকে অনেক কষ্ট করে রিকুয়েষ্ট করে এলটা ফোনের জোগাড় করলাম।শ্বশুরবাড়িতে কল করে সব জানালাম।স্ত্রীর বড়ভাইই বললো

" তুমি ওকে একা রেখে আসলে কিভাবে? "

" দাদা আমি নিরুপায় ছিলাম।ও আমায় বাধ্য করেছে।আর ও বলেছিলো সাঁতরে পাড়ে আসবে "

" আরে ও তো সাঁতার"ই পারেনা! "

Address

Faridpur
Dhaka
7841

Alerts

Be the first to know and let us send you an email when Yeahia Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All