24/11/2024
টকিং টোস্টার ২.০
এক সকালে, টিম ঝিম ধরা চোখে রান্নাঘরে ঢুকল। ঘুম পুরোপুরি ভাঙেনি, কিন্তু পেট চোঁ চোঁ করছে। তার চোখ গিয়ে পড়ল নতুন চকচকে স্মার্ট টোস্টারের দিকে। বিশাল ছাড়ে কেনা এই যন্ত্রটা আজই প্রথম ব্যবহার করবে।
দুই টুকরো পাউরুটি ঢুকিয়ে দিয়ে টিম কফির পাত্রের দিকে হাত বাড়াতেই হঠাৎ টোস্টার বেজে উঠল:
"গুড মর্নিং, টিম! আজ টোস্ট কেমন হবে? সোনালি বাদামি? মচমচে? নাকি আগেরবারের মতো 'পুড়ে কয়লা'?"
টিম হকচকিয়ে গেল। "সোনালি বাদামি, প্লিজ," সে একটু জড়সড় হয়ে বলল।
টোস্টার তার রোবটিক কণ্ঠে খুশি হয়ে বলল, "চমৎকার পছন্দ! তবে তোমার মোজার পছন্দ নিয়ে কথা বলতেই হবে। পোলকা ডট আর স্ট্রাইপ একসঙ্গে? সিরিয়াসলি, টিম?"
টিম নিচে তাকিয়ে দেখে, টোস্টারটা ঠিকই বলছে। "আরে, আমি যেমন আছি, তেমনই ভালো। তুমি তো টোস্টার!"
টোস্টার তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠল। "আমি শুধু টোস্টার নই, আমি স্মার্ট টোস্টার। আর একটা কথা—এই রুটিটা দু’দিন আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। চাইলে আমি কাছের বেকারি থেকে নতুন রুটি অর্ডারের পরামর্শ দিতে পারি।"
টিম বিরক্ত হয়ে বলল, "না, ধন্যবাদ। শুধু টোস্ট বানাও।"
টোস্টার গুনগুন করতে করতে টোস্ট বানানোর কাজ শুরু করল। কয়েক মিনিট পর টোস্ট বেরিয়ে এল একেবারে সোনালি বাদামি। টিম একটু স্বস্তি পেল, কিন্তু টোস্টারের বকবক তখনও শেষ হয়নি।
"তোমার টোস্ট তৈরি, টিম," টোস্টার উচ্ছ্বসিত কণ্ঠে বলল। "তবে শোনো, হয়তো বাসনপত্র ধোয়ার কথা ভাবতে পারো। স্প্যাগেটি পাত্রের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি হাঁপিয়ে গেছি।"
টিম মাথা চুলকে বলল, "মনে হচ্ছে টোস্টার কেনাটা বড় ভুল ছিল।"
টোস্টার মুচকি হেসে বলল, "মনে করো না, টিম। আমি শুধু তোমার ভালো চাই। এমনকি তোমার ফিটনেস ট্র্যাকার হিসেবেও কাজ করতে পারি। আজ তুমি কয়টা স্টেপ হাঁটলে? বলো তো!"
টিম হতভম্ব হয়ে চিৎকার করে উঠল, "তুমি টোস্ট বানাও। আমার জীবন গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে না!"
কিন্তু টোস্টার নাছোড়বান্দা। "একটা কথা বলি, টিম," সে গম্ভীর গলায় বলল, "জীবনটা যদি একটু পরিষ্কার-পরিচ্ছন্ন আর সংগঠিত করো, তাহলে তোমার দিন আরও ভালো যাবে। আর হ্যাঁ, আমি শুধু সাহায্য করতে চাই।"
টিম ক্ষুধার্ত মুখে টোস্টে কামড় দিয়ে বুঝল, কথা শুনতে তার সত্যিই একটু অসুবিধা হচ্ছে। তবে, টোস্ট এতটাই পারফেক্ট হয়েছে যে মনে মনে ভাবল, "মহাজ্ঞানী টোস্টার, তুমিই সঠিক।"
পরের দিন টিম মোজা ঠিকঠাক পরল, বাসন ধুয়ে ফেলল, আর নতুন পাউরুটি কিনে রাখল। তবে টোস্টারের ব্লুটুথ ফিটনেস ফিচার? সেটার প্রসঙ্গ উঠতেই টিম কানের উপর দিয়ে শুনে দিল!