27/06/2024
আপনার বেতন যদি ৫০,০০০/- এর আশেপাশে হয়, তাহলে আপনাকে একটা মজার জিনিস দেখাই।
২০১১ সালে ডলারের দাম ছিল ৭৭ টাকার আশেপাশে।
২০২১ সালে সেটা হলো ৮৫ টাকা।
তার মানে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি ২০১১ সালে বেতন পেতেন ৬৪৯ ডলার (ভগ্নাংশ বাদ দিচ্ছি সব জায়গাতেই)।
পরবর্তী ১০ বছরে আপনার বেতন যদি ইনক্রিমেন্টে ৫০০ টাকা করেও বাড়ে, তাহলে আপনার বেতন ২০২১-এ ৫৫,০০০ টাকা। মানে ডলারে ৬৪৭ ডলার (২০২১-এ ১ ডলার = ৮৫ টাকা ধরে)।
অর্থাৎ, বৈশ্বিক ইনফ্ল্যাশনের সাথে তালমিল রাখতেই আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এবং সেটা আপনার বেতনকে মোটামুটি সাম্যাবস্থায়ই রেখেছে। যদিও এটা ঠিক প্রসেস না, কারণ এই ১০ বছরে আপনার কাজের মান বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, বাসায় মানুষ বেড়েছে, খরচ বেড়েছে, তাই আপনার বেতনও বাড়া উচিত ছিল। কিন্তু তারপরও তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই সাম্যাবস্থাটাই অনেক বড় পাওয়া।
এবার আসুন গত তিন বছরের হিসেবে। ২০২১-এ ৫০,০০০/- বেতনের চাকরী করা একজন মানুষ ২০২৪-এ সর্বোচ্চ ৫১,৫০০/- বেতন পাচ্ছেন। বা একটু বাড়িয়ে ধরলাম ৫২,০০০/-
২০২১-এ আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বেতন পেতেন ৫৮৮ ডলার।
২০২৪-এ এসে আপনি বেতন কতো পান জানেন?
৫২,০০০ ÷ ১২৫ = ৪১৬ ডলার!!
এই যে আপনার তিন বছরে চাকরীর অভিজ্ঞতা বাড়লো, কাজের মান বৃদ্ধি পেলো, ঘরে খরচ বাড়লো, তাহলে আপনার বেতন কমলো কেন? কেউ জানলো না আপনার বেতন যে কমে গেছে, কারণ, ব্যাংক একাউন্টেতো আগের চেয়ে দেড়-দুই হাজার টাকা বেশি ঢুকছে। কিন্তু বাস্তবে আপনার বেতন কতো?
----
যেই বেচারা ৫০,০০০/- বেতনের চাকরী করে তার থেকে ১০-১৫ হাজার টাকা জমানোর চিন্তা করতে পারতো ভবিষ্যতের কথা ভেবে, সেই বেচারা এখন জমানোর চিন্তা বা নিজের শখ পূরণের চিন্তা তো দূরের কথা, নিজের পরিবারের বেসিক নীডস পূরণ করতেও হিমশিম খাচ্ছে!
---
দোষ কাকে দিব জানি না। কেউই জানে না। অথবা জানলেও বলে না। কেউ ১৫ লাখ টাকা দামের ছাগল কিনে ইনস্টাগ্রামে রীলস বানায়। আর কেউ ভাগে কুরবানি দিতে গেলেও ১৫ হাজার টাকা দিতে হিমশিম খাচ্ছে।
যে সৎভাবে বাঁচতে চায় সে প্রতি রাতে মরতেছে মানসিক প্রেশারে, আর যে অসৎভাবে চলতেছে সে রাজার হালে বেহেশতি সুখ নিচ্ছে! l
জীবন চলে যাচ্ছে। কেউ হিমশিম খেয়ে পার করে দিচ্ছে। কেউ সাদিক এগ্রোর কোটি টাকার গরু খেয়ে পার করে দিচ্ছে। কেউ পুরো দেশ খেয়ে রিসোর্ট-হোটেল বানায়ে বিদেশে বসে পার করে দিচ্ছে। মাঝে আমরা হয়ে যাচ্ছি খাদ্যদ্রব্য! ওনারা আমাদেরকেই খেয়ে দিচ্ছে! ওই ১৫ লাখ টাকা দামের ছাগলটা আসলে একটা আয়না। ছাগলটা আমরাই!
~ লেখা সংগৃহীত