Md Robiul Islam

Md Robiul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Robiul Islam, Digital creator, Gulshan, Dhaka.

ভাগ্যিস এ অর্জনটা সাকিব করেনি।করলে কি হতো????
31/08/2024

ভাগ্যিস এ অর্জনটা সাকিব করেনি।
করলে কি হতো????

তার দাড়ি রাখা নিয়ে যাদের কৌতুহল তাদেরকে বলতে চাই -সুযোগ থাকলে সে বিশেষ অঙ্গে গরুর চামড়া লাগাইয়া সংখ্যালঘু সাজতো।কারন জীব...
24/08/2024

তার দাড়ি রাখা নিয়ে যাদের কৌতুহল তাদেরকে বলতে চাই -সুযোগ থাকলে সে বিশেষ অঙ্গে গরুর চামড়া লাগাইয়া সংখ্যালঘু সাজতো।

কারন জীবন বাঁচানো ফরজ😀🤭

ভারত থেকে বানের পানিতে ভেসে আসা ভারতীয় কালিবাউশ মাছ 😀😀🤭
24/08/2024

ভারত থেকে বানের পানিতে ভেসে আসা ভারতীয় কালিবাউশ মাছ 😀😀🤭

22/08/2024

এই দেশে ওদের কিছু এজেন্ট আছে। তারা এখন পানি ছাড়ার এই ক্রিমিনাল অ্যাক্টের সাফাই গাচ্ছে। "ওঁদের দেশেও অনেক বন্যা, ওঁদের তো কোন উপায় ছিল না" এইসব আলাপ দিয়ে নুন হালাল করে যাচ্ছে। এইসব দালালের বাচ্চাকে জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক নদীতে ওদের পেয়ারের সন্ত্রাসী রাষ্ট্র বাঁধ দিয়ে আমাদের নদীর সর্বনাশ করলো কেন?
এসব দালালদের বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে ছেঁড়া জুতা দিয়ে মুখে পিটানো ফরজ।

এই বন্যা কোন প্রাকৃতিক দুর্যোগ না।
এই বন্যা প্রতিহিংসার।
এই বন্যা রাজনৈতিক।

আমাদের হাসু আফা হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আন্দোলনের আগুন নিভিয়ে ছিল।এখন মন্দিরের আগুন নেভাচ্ছে বাঁধ খুলে দিয়ে😡এ দেখে উল্...
21/08/2024

আমাদের হাসু আফা হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আন্দোলনের আগুন নিভিয়ে ছিল।এখন মন্দিরের আগুন নেভাচ্ছে বাঁধ খুলে দিয়ে😡
এ দেখে উল্লাসে ফেটে পড়েছে আমাগো বন্ধু রাস্ট্রের মিডিয়া

11/07/2024
আল্লাহর রাস্তায় কাজ করতে জান্নাত থেকে পালিয়ে আসছে মনে হয়।এতো সামান্য মুরিদ! এর শায়েখ, পীর, আকাবীর তাদের কী অবস্থা??? তাদ...
09/07/2024

আল্লাহর রাস্তায় কাজ করতে জান্নাত থেকে পালিয়ে আসছে মনে হয়।
এতো সামান্য মুরিদ! এর শায়েখ, পীর, আকাবীর তাদের কী অবস্থা???
তাদের বিষয়ে কেউ কিছু বলবেন নাকি এরে পাঠার বলি বানিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে???

Buy One! Get One free offer.
08/07/2024

Buy One! Get One free offer.

সবাই তার নিজ নিজ পেশাকে এভাবে সম্মানের সাথে নিলেই কেবল উন্নতি সম্ভব 😋🤭🤭🤭🤭
07/07/2024

সবাই তার নিজ নিজ পেশাকে এভাবে সম্মানের সাথে নিলেই কেবল উন্নতি সম্ভব 😋🤭🤭🤭🤭

আর্জেন্টিনার ফ্যানদের চরিত্র এত্তো খারাপ???রুচি এত্তো নিম্নমানের??? 😀😀😋😋🤭🤭🤭🤭🤭🤭
06/07/2024

আর্জেন্টিনার ফ্যানদের চরিত্র এত্তো খারাপ???
রুচি এত্তো নিম্নমানের???
😀😀😋😋🤭🤭🤭🤭🤭🤭

04/07/2024

★ছাত্ররা কোটায়!

★শিক্ষকরা পেনশনে!
আর
★শিক্ষা ব্যবস্থা শ্মশানে!

★জাতি আছে টেনশনে!

02/07/2024

এলার্জির কারনেই সবার চুলকায় এটা সত্য নয়।
পরের ভালো দেখলেও অনেকের চুলকাই

02/07/2024

জেনে রাখা ভালো📣
▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের উদ্ভাবক ৫৪ বছর বয়সে মারা গেছেন।
▪︎জিমন্যাস্টিকসের উদ্ভাবক ৫৭ বছর বয়সে।
▪︎ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়ন ৪১ বছর বয়সে মারা গেছেন।
▪︎বিশ্বের সেরা ফুটবলার ম্যারাডোনা ৬০ বছর বয়সে মারা গেলেন।
▪︎বিশ্বসেরা ক্রিকেটার(স্পিনার) শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন।

এখন ------

▪︎কেএফসি আবিষ্কারক মারা গেলেন ৯৪ এ।
▪︎নিউটেলার বিনিয়োগকারী ৮৮ বছর বয়সে মারা যান।
▪︎তুর্কি শুরমেহ এবং স্টেকের আবিষ্কারক ১০৪ বছর বয়সে মারা যান।
▪︎সিগারেট উদ্ভাবক এবং প্রস্তুতকারী উইনস্টন ১০২ বছর বয়সে মারা গেছেন।
▪︎আফিমের আবিষ্কারক এক ভূমিকম্পে ১১৬ বছর বয়সে মারা যান।
▪︎হেনেসি হুইস্কি আবিষ্কারক ৯৮ বছর বয়সে মারা যান।
▪︎আফগানি খাবারের উদ্ভাবকরা (কাবেলি, মান্টো এবং চাপলি কাবাব) এখনও বেঁচে আছেন।

এখন চিকিৎসকরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ব্যায়াম জীবনকে দীর্ঘায়িত করে ? 😄

খরগোশ সর্বদা প্রাণবন্ত এবং ২ বছর বাঁচে, আর কচ্ছপ যে জায়গা থেকে নড়ে না সে বাঁচে ৪০০ বছর।

সুতরাং, জীবনের শেষ অবধি বিশ্রাম, খাওয়া এবং আনন্দ উপভোগ করুন !!! মৃত্যু কখন হবে তার কোন নিশ্চয়তা নাই। খেলেও মরবেন আবার না খেলেও মরবেন। তাই মিছেমিছি আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ?
😋🤭🤭

আমি মোবাইল চুরির শহরে বাস করি।😀😀😀😀😀🤭
29/06/2024

আমি মোবাইল চুরির শহরে বাস করি।
😀😀😀😀😀🤭

27/06/2024

আপনার বেতন যদি ৫০,০০০/- এর আশেপাশে হয়, তাহলে আপনাকে একটা মজার জিনিস দেখাই।
২০১১ সালে ডলারের দাম ছিল ৭৭ টাকার আশেপাশে।
২০২১ সালে সেটা হলো ৮৫ টাকা।

তার মানে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি ২০১১ সালে বেতন পেতেন ৬৪৯ ডলার (ভগ্নাংশ বাদ দিচ্ছি সব জায়গাতেই)।
পরবর্তী ১০ বছরে আপনার বেতন যদি ইনক্রিমেন্টে ৫০০ টাকা করেও বাড়ে, তাহলে আপনার বেতন ২০২১-এ ৫৫,০০০ টাকা। মানে ডলারে ৬৪৭ ডলার (২০২১-এ ১ ডলার = ৮৫ টাকা ধরে)।

অর্থাৎ, বৈশ্বিক ইনফ্ল্যাশনের সাথে তালমিল রাখতেই আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এবং সেটা আপনার বেতনকে মোটামুটি সাম্যাবস্থায়ই রেখেছে। যদিও এটা ঠিক প্রসেস না, কারণ এই ১০ বছরে আপনার কাজের মান বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, বাসায় মানুষ বেড়েছে, খরচ বেড়েছে, তাই আপনার বেতনও বাড়া উচিত ছিল। কিন্তু তারপরও তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই সাম্যাবস্থাটাই অনেক বড় পাওয়া।
এবার আসুন গত তিন বছরের হিসেবে। ২০২১-এ ৫০,০০০/- বেতনের চাকরী করা একজন মানুষ ২০২৪-এ সর্বোচ্চ ৫১,৫০০/- বেতন পাচ্ছেন। বা একটু বাড়িয়ে ধরলাম ৫২,০০০/-

২০২১-এ আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বেতন পেতেন ৫৮৮ ডলার।
২০২৪-এ এসে আপনি বেতন কতো পান জানেন?

৫২,০০০ ÷ ১২৫ = ৪১৬ ডলার!!
এই যে আপনার তিন বছরে চাকরীর অভিজ্ঞতা বাড়লো, কাজের মান বৃদ্ধি পেলো, ঘরে খরচ বাড়লো, তাহলে আপনার বেতন কমলো কেন? কেউ জানলো না আপনার বেতন যে কমে গেছে, কারণ, ব্যাংক একাউন্টেতো আগের চেয়ে দেড়-দুই হাজার টাকা বেশি ঢুকছে। কিন্তু বাস্তবে আপনার বেতন কতো?
----
যেই বেচারা ৫০,০০০/- বেতনের চাকরী করে তার থেকে ১০-১৫ হাজার টাকা জমানোর চিন্তা করতে পারতো ভবিষ্যতের কথা ভেবে, সেই বেচারা এখন জমানোর চিন্তা বা নিজের শখ পূরণের চিন্তা তো দূরের কথা, নিজের পরিবারের বেসিক নীডস পূরণ করতেও হিমশিম খাচ্ছে!
---
দোষ কাকে দিব জানি না। কেউই জানে না। অথবা জানলেও বলে না। কেউ ১৫ লাখ টাকা দামের ছাগল কিনে ইনস্টাগ্রামে রীলস বানায়। আর কেউ ভাগে কুরবানি দিতে গেলেও ১৫ হাজার টাকা দিতে হিমশিম খাচ্ছে।
যে সৎভাবে বাঁচতে চায় সে প্রতি রাতে মরতেছে মানসিক প্রেশারে, আর যে অসৎভাবে চলতেছে সে রাজার হালে বেহেশতি সুখ নিচ্ছে! l

জীবন চলে যাচ্ছে। কেউ হিমশিম খেয়ে পার করে দিচ্ছে। কেউ সাদিক এগ্রোর কোটি টাকার গরু খেয়ে পার করে দিচ্ছে। কেউ পুরো দেশ খেয়ে রিসোর্ট-হোটেল বানায়ে বিদেশে বসে পার করে দিচ্ছে। মাঝে আমরা হয়ে যাচ্ছি খাদ্যদ্রব্য! ওনারা আমাদেরকেই খেয়ে দিচ্ছে! ওই ১৫ লাখ টাকা দামের ছাগলটা আসলে একটা আয়না। ছাগলটা আমরাই!

~ লেখা সংগৃহীত

27/06/2024
25/06/2024

যেই দেশে ৬ মারলে টিনের চালে পড়লে আউট।
পুকুরে বল পড়লে নিজেই লেংটা হয়ে বল আনা লাগে।

সেই দেশে বিগ হিটার কেমনে জন্মাবে?😁
কেমনে তারা ১১ ওভারে ম্যাচ জিতবে???
🤭🤭🤭🤭

09/06/2024

৯০ রান করেই ব্যাট উচিয়ে সেঞ্চুরি উদযাপন করছে ব্যাটার।
বোলার ফিল্ডার সবাই অবাক, ব্যাপারটা কী?
বোলার ও প্রতিপক্ষ দলের ক‍্যাপটেন গিয়ে আম্পায়ারকে প্রশ্ন করে, স্যার স্কোরবোর্ডে কি ভুল দেখাচ্ছে?
আম্পায়ারের উত্তর- না না, ও আগে ঢাকায় লিচু বেচতো।ওর তো নব্বই একশ🤭

যাই হোক, লিচু যেখানেই কিনেন না কেনো
একটা একটা করে গুনে নিবেন

16/12/2023

শুভ জন্মদিন হে মাতৃভূমি

সত্য কথার কোন দামই নাই এ যুগে।সত্যি বলাটাই যেন অন্যায়, অপরাধ 😋🤭😄🫣
14/12/2023

সত্য কথার কোন দামই নাই এ যুগে।সত্যি বলাটাই যেন অন্যায়, অপরাধ 😋🤭😄🫣

Address

Gulshan
Dhaka
1212

Telephone

+8801782123234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Robiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Robiul Islam:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like