Minisu

Minisu কেমন আছেন সবাই
(9)

04/01/2025

ওদের দুজনেরই সেলটার মানুষ হয়েছে, কিন্তু এই শীতে ওরা যেন ভাইরাস অ্যাটাক হয়ে মারা যায় তাই দু'জনকে আমি পারবো ভ্যাকসিন টা দিতে চাচ্ছিলাম, যেন জীবনটা আর একটু সহজ হয়ে যায়, বাচ্চাটা সারা জীবন বরবাদ করে দিয়েছে, একটা বাচ্চার ভিডিও কমেনট দিয়ে দিচ্ছি না হলে পোস্ট রিচ হয় না, সাহায্য করুন দুইটা বাচ্চাই খুবই অসহায় একজনকে অটো রিক্সা কোমরের উপর দিয়ে মেরে দিয়েছে, তুমি কি শখের বসে কিনে এনে বাজারে ছেড়ে দিয়েছে 🙏💔
ভ্যাকসিন 2000 tk 2 ta
Bkash 01941296700
Nogod 01941296700 ( ref vaccine )

বাচ্চাটার বড় চোখ পোকায় খেয়ে ফেলেছিল,  হয়তোবা কোন অমানুষের হাতে পড়েছিল,  অন্য অথবা কোন গাড়ির নিচে পড়েছিল,  আলহামদু...
04/01/2025

বাচ্চাটার বড় চোখ পোকায় খেয়ে ফেলেছিল, হয়তোবা কোন অমানুষের হাতে পড়েছিল, অন্য অথবা কোন গাড়ির নিচে পড়েছিল, আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে, ওর নাম লিখেছি আলো, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, ঠিক ওর মতই আরো অসুস্থ বন্ধুরা আছে ওর সাথে যাদের হাত নেই পা নেই চোখ নেই কান নেই, ইত্যাদি, এই শীতে তাদের জন্য কিছু পুরনো মোটা কাপড় চাদর কম্বল, খাবারের বাটি পানির বাটি খাবার লিটার, ইত্যাদি যারা ডোনেট করতে চান এই লোকেশনে করবেন উত্তরা আব্দুল্লাহপুর উত্তরখান কুড়িপাড়া, বাঁচার অধিকার সবার আছে, নিজের স্বার্থের কারণে কোন প্রাণীর গায়ে দেবুদা আঘাত করা মোটেও ঠিক কাজ না, সব কাজ থেকে নিজে এবং অন্য সবাইকে বিরত রাখার চেষ্টা করুন 🙏💔🤲 আমিন 🌸

এই হচ্ছে সফলতা,  শুরুতেই বলে দিচ্ছি সবাই,  মাশাল্লাহ বলবেন ,  নজর জিনিসটা খুবই খারাপ,  ওর পুরো শরীর গরম পানি দিয়ে ঝলসে ...
03/01/2025

এই হচ্ছে সফলতা, শুরুতেই বলে দিচ্ছি সবাই, মাশাল্লাহ বলবেন , নজর জিনিসটা খুবই খারাপ, ওর পুরো শরীর গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছিল গালের পুরা একটা সাইট নাই হয়ে গিয়েছিল, মনে করেছিলাম ও বেশি দিন বাঁচবে না, আজকে আমার বাচ্চাটা অনেক সুস্থ হয়তোবা তার গায়ে মানুষের গাওয়া চিহ্ন গুলো রয়ে যাবে, কিন্তু মা ভালবাসা দিয়ে সেগুলো ভুলিয়ে দিব তোমায়, ওদের জন্য কেউ যদি শীতের কম্বল চাদর, মোটা পুরনো কাপড় ডোনেট করতে চান প্লিজ ডোনেট করবেন এই শীতের মধ্যে ত্রিশটা বাচ্চার, খুব কষ্ট হয়ে যাচ্ছে, 🙏🙏💔💔

জাপান গার্ডেন সিটির মতো আমরা লাভলু কেউ ভুলে যাব, হারিয়ে যাবে কোন পোষ্টের ভাঁজে ,  কাল থেকে আর ভিডিও বা ছবি দেখতে পারবো ...
31/12/2024

জাপান গার্ডেন সিটির মতো আমরা লাভলু কেউ ভুলে যাব, হারিয়ে যাবে কোন পোষ্টের ভাঁজে , কাল থেকে আর ভিডিও বা ছবি দেখতে পারবো না লাভলুর , মিস করবো বাবা তোমাকে 💔💔💔

কেউ আমাকে হ্যাপি নিউ ইয়ার বলে মেসেজ করবেন না,  বিকট শব্দে আমার এলাকার সকল কুকুর কোথায় চলে গেছে তা আমি বলতে পারতেছি না,...
31/12/2024

কেউ আমাকে হ্যাপি নিউ ইয়ার বলে মেসেজ করবেন না, বিকট শব্দে আমার এলাকার সকল কুকুর কোথায় চলে গেছে তা আমি বলতে পারতেছি না, মা কুকুর তার বাচ্চা গুলো রেখে পালিয়ে গেছে আমার পাখি শব্দে মারা গেছে, আমি ঘৃণা করি এই দিনটাকে আজ আমার জন্মদিন হল , আমি পছন্দ করি নাই দিনটাকে আপনাদের বিলাসিতা ফালতু আবেগ নিয়ে থাকেন 🙏

নরসিংদী রায়পুর থানা,  লাভলুর ভিডিও আমরা সবাই কমবেশি দেখি,  বাচ্চাটারে পিটাই মারা হইছে প্রতিবাদে যারা ছিল তাদেরকেও হুমকি...
31/12/2024

নরসিংদী রায়পুর থানা, লাভলুর ভিডিও আমরা সবাই কমবেশি দেখি, বাচ্চাটারে পিটাই মারা হইছে প্রতিবাদে যারা ছিল তাদেরকেও হুমকি দিছে মেরে ফেলার আমরা মানুষ চাই সবকিছু গিলে ফেলতে আর কেউ যেন কিছুই না পায় কিছুই না খায়, মানুষের স্বভাব অলওয়েজ খাই খাই, আমি আসলে লাইভ টা দেখার পর নিজেকে আর শান্ত রাখতে পারি না, আমরা ওয়েলফেয়ার এ যারা আছি যারা বিভিন্ন প্রতিবাদে যায়, আমি চাই তারা সবাই আমরা এখানে যাই বাচ্চাটার জন্য প্রতিবাদ করতে যেন প্রশাসন এটা থেকে এড়িয়ে না যায়, এই জিনিসটা এমন ভাবে ছড়িয়ে পরুক যেন হায়ার লেভেলের মানুষরাও দেখে এটা নিয়ে প্রতিবাদে নামে 🙏

বাচ্চাটার উপর দিয়ে   অটোরিকশা  চলে গিয়েছে,  ওকে ডক্টর দেখানো হয়েছে এক্সরে করা হয়েছে, বাইজিদ ভাই  ওকে নিজে দেখেছেন ওর...
30/12/2024

বাচ্চাটার উপর দিয়ে অটোরিকশা চলে গিয়েছে, ওকে ডক্টর দেখানো হয়েছে এক্সরে করা হয়েছে, বাইজিদ ভাই ওকে নিজে দেখেছেন ওর এক্সরে করা হয়েছিল , ও কখনো আর ঠিক হবে না, এই রাস্তায় ও সেফ না তাই ওকে একটা ভালো ঘরের জন্য আজকে প্রায় অনেকদিন খোঁজাখুঁজি করেও পাইনি, সবার পায়ে ধরা বাকি ছিল, কালকে ওকে নিয়ে যেতে হবে ক্যামিলি আপুর কাছে
অনেক রিকোয়েস্ট করার পরে ক্যামেলিয়া আপু বাচ্চাটাকে রাখতে রাজি হয়েছে, আপু অনেক বাচ্চা ফ্রী রাতে এখন আর ওভারলোড হয়ে গেছে তিনি আমাকে পারলে ১০০ টাকা করে বলেছে মাসে ৩০০০ টাকা করে ওর পোস্টার ফ্রি দিতে হবে, সে ক্ষেত্রে আপনাদের সবার সাহায্যের প্রয়োজন ,
দিয়াবাড়ি বাজার টু মঠবাড়ি 800
Foster fee 3000
Bkash / nogod 01941296700

-ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নবগ্রাম। এভাবেই মেছোবিড়াল হ-ত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে গ্রামবাসী।এগুলোর জন্য কি ...
29/12/2024

-ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নবগ্রাম। এভাবেই মেছোবিড়াল হ-ত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে গ্রামবাসী।এগুলোর জন্য কি আমরা কিছু করতে পারি না এভাবে আর কত পোস্ট দেখব ফেসবুকে আমরা, আল্লাহ কোন দিন আর রক্ষা হবে, এক এক করে সব বন্যপ্রাণী মেরে ফেলতেছে, ওরা এত মূর্খ ওরা বুঝে না ,

পিছনে শাহ সিমেন্টের ব্যাগ  ! বাংলাদেশেইতো মনে হচ্ছে কিন্তু কোথায় ?  যারা এই ছবি /ভিডিওগুলো প্রথমেই দেখেন বিভিন্নগ্রুপে প...
29/12/2024

পিছনে শাহ সিমেন্টের ব্যাগ !
বাংলাদেশেইতো মনে হচ্ছে কিন্তু কোথায় ?
যারা এই ছবি /ভিডিওগুলো প্রথমেই দেখেন বিভিন্নগ্রুপে পোস্ট করেন ,
বেশিরভাগ ক্ষেত্রে লোকেশন , মূল পোস্টকারীর নাম না বলে কেনো কেবল ছবি/ভিডিও দিয়ে তারা পোস্ট করেন ?

এতে লাইক , ভিউ পাওয়া যায় ঠিক আছে কিন্তু তথ্য না থাকলে শাস্তি , বিচার এগুলোতো অধরাই থেকে যায় !

এই ছবির মূল লোকেশন কি কেও জানেন?
collected

বনের শক্তিশালী পশুটি-ও আজ মানুষের কাছে নিরুপায়। এবং নির্মম তার পরিহাস 🙂লেকেশন: খুলনা বানিজ্য মেলা।
28/12/2024

বনের শক্তিশালী পশুটি-ও আজ মানুষের কাছে নিরুপায়।
এবং নির্মম তার পরিহাস 🙂

লেকেশন: খুলনা বানিজ্য মেলা।

কি মায়া ভরা মুখ 💔🤲🙏 কেমনে পারে মানুষ  ওদের সাথে এমন করতে
28/12/2024

কি মায়া ভরা মুখ 💔🤲🙏 কেমনে পারে মানুষ ওদের সাথে এমন করতে

আপনি ঘর থেকে বের হলেন বের হওয়ার পর হুট করেই কেউ আপনার চোখে এমন ভাবে আঘাত করলো ,  যে আপনার চোখটা ফেটে সাথে সাথে বের হয়ে...
28/12/2024

আপনি ঘর থেকে বের হলেন বের হওয়ার পর হুট করেই কেউ আপনার চোখে এমন ভাবে আঘাত করলো , যে আপনার চোখটা ফেটে সাথে সাথে বের হয়ে গেল যন্ত্রণা কষ্ট নিয়ে আপনি কাটাচ্ছেন তা দিন রাস্তার মধ্যে, আপনার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউই আপনাকে সাহায্য করছে না, আপনার যন্ত্রণাটা কারো চোখেই পড়ছে না, একবার ভেবে দেখুন বিষয়টা আপনার কেমন লাগতে পারে, এখানে আপনি মুখে কিছু বলতে পারবেন না আপনি পা দিয়ে হসপিটালে যেতে পারবেন না, যখন এই কমতি গুলো আপনার মধ্যে থাকবে আর মানুষের এই আচরণগুলো আপনি ফেস করবেন আপনার সাথে ঘটে যাবে ঠিক এমনই একটা ঘটনা তখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন এই বাচ্চা গুলোর কষ্ট, প্রতিনিয়ত বোবা প্রাণীদের সাথে ঘটে যাচ্ছে অহরহ অনেক ঘটনা, না ওরা যেতে পারছে হসপিটালে না ওরা কাউকে বলতে পারছে না ওদের প্রতি অন্যায়ের বিচার পাচ্ছে, আসুন আমরা অমানবিক না হয়ে মানবিক হওয়ার চেষ্টা করি, ওর নাম কি দেওয়া যায় ও একটা ছেলে বিড়াল অবশ্যই সবাই নাম সাজেস্ট করবেন খুব সুন্দর দেখে এক চোখ নেই বলে ওকে কেউ অবহেলা করবেন না 🤲🤲🤲🤲🤲
Bkash / nogod 01941296700

আমরা মানুষ কতটা জানোয়ার তার প্রমাণই হচ্ছে ওরা 💔🙏 ওর সার্জারিতে সাহায্যের প্রয়োজন কেউ কি করবেন  🙏💔surgery  4000 ভৈরব টু...
27/12/2024

আমরা মানুষ কতটা জানোয়ার তার প্রমাণই হচ্ছে ওরা 💔🙏 ওর সার্জারিতে সাহায্যের প্রয়োজন কেউ কি করবেন 🙏💔
surgery 4000
ভৈরব টু ঢাকা ২০০০
medicine ??
Vat fee 300
Bkash / nogod / 01941-296700

27/12/2024
27/12/2024

0075
এই চোখ দেখেও আপনাদের মায়া হয় না, কি দোষ ছিল বাচ্চাটার ও মনে হয় মরেই যাবে কারণ টাকা না হলে ওকে তো আমি সার্জারি করাতে পারবো না , আর সার্জারি না হলে ম্যাগড কুরে কুরে খাবে ওকে, কতটা অমানুষ হলে এই কাজটা করতে পারে ছোটবেলায় সবাই কমবেশি গুলাল দেখেছেন, যেগুলো দিয়ে পাখি শিকার করা হয়, ছোটবেলা থেকে পাখিকে নির্মমভাবে হত্যা করতে করতে ওদের কাছে বিড়াল মারাটা কোন ব্যাপারই না, আর বাপ মারাও এগুলোকে খুব সহজেই আস্কারা দিয়ে যাচ্ছে, বাচ্চাটাকে কালকে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আনা হবে তারপর ওকে হসপিটালে সার্জারির জন্য নিয়ে যাওয়া হবে , সে ক্ষেত্রে আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন, একবার পোস্ট করে মাত্র ১০০ টাকা এসেছে যা দিয়ে ওর কখনোই ট্রিটমেন্ট করা পসিবল না
surgery 4000
medicine ?? Vat fee 300
transport 2000.
Bkash / nogod / 01941296700

কতটা অমানুষ হলে এই কাজটা করতে পারে ছোটবেলায় সবাই কমবেশি গুলাল দেখেছেন, যেগুলো দিয়ে পাখি শিকার করা হয়, ছোটবেলা থেকে পা...
26/12/2024

কতটা অমানুষ হলে এই কাজটা করতে পারে ছোটবেলায় সবাই কমবেশি গুলাল দেখেছেন, যেগুলো দিয়ে পাখি শিকার করা হয়, ছোটবেলা থেকে পাখিকে নির্মমভাবে হত্যা করতে করতে ওদের কাছে বিড়াল মারাটা কোন ব্যাপারই না, আর বাপ মারাও এগুলোকে খুব সহজেই আস্কারা দিয়ে যাচ্ছে, বাচ্চাটাকে কালকে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আনা হবে তারপর ওকে হসপিটালে সার্জারির জন্য নিয়ে যাওয়া হবে , সে ক্ষেত্রে আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন, একবার পোস্ট করে মাত্র ১০০ টাকা এসেছে যা দিয়ে ওর কখনোই ট্রিটমেন্ট করা পসিবল না
surgery 4000
medicine ?? Vat fee 300
transport 2000.
Bkash / nogod / 01941296700

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minisu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minisu:

Videos

Share