একজনের উপর দিয়ে রিকশা চলে গেছে তার কোমর ভেঙে গেছে, আরেকজনকে শখ করে দোকান থেকে কিনে বাজারে ফেলে দিয়েছে, ওদের তো কোন দোষ নেই তাই না, ওদের দুজনের জন্যই ঘর খুঁজে পেয়েছি কিন্তু ভ্যাকসিন দিতে হবে, না হলে পারবো ওদের জীবনটা শেষ করে দিবে, এই সময়টা সবাই জানেন কুকুর বিড়ালের জন্য কতটা ভয়ংকর, ওদের জীবনটা একটু সহজ করতে ভালোভাবে বাঁচতে ভ্যাকসিনটা দাও অনেক দরকার কমেন্ট আমি ছবিটা দিয়ে দিচ্ছি আরেকটা বাবুর না হলে পোস্ট রিচ হয় না তাই একসাথে দেইনি, একজন কোমর ভাঙ্গা বাবু টা Asroy Foster Home আছে, আরেকজন আমার বাসায়, ওদেরকে ভিডিও কলে দেখতে পারবেন
ভ্যাকসিন 2000
Bkash / nogpd 01941296700
Ref parbo
ওদের দুজনেরই সেলটার মানুষ হয়েছে, কিন্তু এই শীতে ওরা যেন ভাইরাস অ্যাটাক হয়ে মারা যায় তাই দু'জনকে আমি পারবো ভ্যাকসিন টা দিতে চাচ্ছিলাম, যেন জীবনটা আর একটু সহজ হয়ে যায়, বাচ্চাটা সারা জীবন বরবাদ করে দিয়েছে, একটা বাচ্চার ভিডিও কমেনট দিয়ে দিচ্ছি না হলে পোস্ট রিচ হয় না, সাহায্য করুন দুইটা বাচ্চাই খুবই অসহায় একজনকে অটো রিক্সা কোমরের উপর দিয়ে মেরে দিয়েছে, তুমি কি শখের বসে কিনে এনে বাজারে ছেড়ে দিয়েছে 🙏💔
ভ্যাকসিন 2000 tk 2 ta
Bkash 01941296700
Nogod 01941296700 ( ref vaccine )
বাচ্চাটার বড় চোখ পোকায় খেয়ে ফেলেছিল, হয়তোবা কোন অমানুষের হাতে পড়েছিল, অন্য অথবা কোন গাড়ির নিচে পড়েছিল, আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে, ওর নাম লিখেছি আলো, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, ঠিক ওর মতই আরো অসুস্থ বন্ধুরা আছে ওর সাথে যাদের হাত নেই পা নেই চোখ নেই কান নেই, ইত্যাদি, এই শীতে তাদের জন্য কিছু পুরনো মোটা কাপড় চাদর কম্বল, খাবারের বাটি পানির বাটি খাবার লিটার, ইত্যাদি যারা ডোনেট করতে চান এই লোকেশনে করবেন উত্তরা আব্দুল্লাহপুর উত্তরখান কুড়িপাড়া, বাঁচার অধিকার সবার আছে, নিজের স্বার্থের কারণে কোন প্রাণীর গায়ে দেবুদা আঘাত করা মোটেও ঠিক কাজ না, সব কাজ থেকে নিজে এবং অন্য সবাইকে বিরত রাখার চেষ্টা করুন 🙏💔🤲 আমিন 🌸
মনুষ্যত্বের কাছে হেরে গেলি তুই 💔🙏😭লাভলু হত্যার বিচার চাই, আজ লাভলু যদি বিচার পায়, তাহলে এই পর্যন্ত যত বোবা প্রাণীর উপরের অত্যাচার করেছে বিচার না পেয়ে যেই বোবা প্রাণ গুলো মৃত হয়েছে তাদেরও বিচার এই লাভলুর মাধ্যমেই হবে, সবার উচিত লাভলুর হত্যার বিচার সুষ্ঠুভাবে যেন হয় তার প্রতি জোর দেওয়া 🙏
#savedogs #itskashmir #dog #sad #viralreelschallenge #reelsvideoシ #Lavlo
নরসিংদী রায়পুর থানা, লাভলুর ভিডিও আমরা সবাই কমবেশি দেখি, বাচ্চাটারে পিটাই মারা হইছে প্রতিবাদে যারা ছিল তাদেরকেও হুমকি দিছে মেরে ফেলার আমরা মানুষ চাই সবকিছু গিলে ফেলতে আর কেউ যেন কিছুই না পায় কিছুই না খায়, মানুষের স্বভাব অলওয়েজ খাই খাই, আমি আসলে লাইভ টা দেখার পর নিজেকে আর শান্ত রাখতে পারি না, আমরা ওয়েলফেয়ার এ যারা আছি যারা বিভিন্ন প্রতিবাদে যায়, আমি চাই তারা সবাই আমরা এখানে যাই বাচ্চাটার জন্য প্রতিবাদ করতে যেন প্রশাসন এটা থেকে এড়িয়ে না যায়, এই জিনিসটা এমন ভাবে ছড়িয়ে পরুক যেন হায়ার লেভেলের মানুষরাও দেখে এটা নিয়ে প্রতিবাদে নামে 🙏
বাচ্চাটাকে মেরে , পানির মধ্যে ফেলে রেখেছিল, পাকস্থলী পোকার পোড়া খেয়ে ফেলেছে, পুরা শরীর ভেজা ছিল আমি ওকে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছি, হসপিটালে নিয়ে যাব, বলতে পারতেছি না বাঁচানো সম্ভব হবে কিনা, চেষ্টা করে যাবো বাচ্চাটাকে বাঁচানোর, আপনারাও চাইলে বাচ্চাটার জন্য সাহায্য করতে পারেন , 🤲🙏
Bkash / nogod 01941296700
বাচ্চাটার উপর দিয়ে অটোরিকশা চলে গিয়েছে, ওকে ডক্টর দেখানো হয়েছে এক্সরে করা হয়েছে, বাইজিদ ভাই ওকে নিজে দেখেছেন ওর এক্সরে করা হয়েছিল , ও কখনো আর ঠিক হবে না, এই রাস্তায় ও সেফ না তাই ওকে একটা ভালো ঘরের জন্য আজকে প্রায় অনেকদিন খোঁজাখুঁজি করেও পাইনি, সবার পায়ে ধরা বাকি ছিল, কালকে ওকে নিয়ে যেতে হবে ক্যামিলি আপুর কাছে
অনেক রিকোয়েস্ট করার পরে ক্যামেলিয়া আপু বাচ্চাটাকে রাখতে রাজি হয়েছে, আপু অনেক বাচ্চা ফ্রী রাতে এখন আর ওভারলোড হয়ে গেছে তিনি আমাকে পারলে ১০০ টাকা করে বলেছে মাসে ৩০০০ টাকা করে ওর পোস্টার ফ্রি দিতে হবে, সে ক্ষেত্রে আপনাদের সবার সাহায্যের প্রয়োজন ,
দিয়াবাড়ি বাজার টু মঠবাড়ি 800
Foster fee 3000
Bkash / nogod 01941296700
বাচ্চাটাকে প্লিজ কেউ নেন, অবশ্যই ভ্যাকসিন করিয়ে নিবেন, যদি সুস্থ মস্তিষ্কে পালার ইচ্ছা থাকে তাহলে নিবেন, কারণ আমি চাইনা রাস্তায় থেকে এতদিন কষ্ট করেছে আমাদের মত কিছু অমানুষের কাছে গিয়েও কষ্ট করে, উত্তরা যে কোন জায়গায় পৌঁছে দেওয়া হবে 🙏🤲
Nambar 01941296700
বাচ্চাটাকে প্লিজ কেউ নেন, অবশ্যই ভ্যাকসিন করিয়ে নিবেন, যদি সুস্থ মস্তিষ্কে পালার ইচ্ছা থাকে তাহলে নিবেন, কারণ আমি চাইনা রাস্তায় থেকে এতদিন কষ্ট করেছে আমাদের মত কিছু অমানুষের কাছে গিয়েও কষ্ট করে, উত্তরা যে কোন জায়গায় পৌঁছে দেওয়া হবে 🙏🤲
Nambar 01941296700
বাচ্চাটার জন্য আর মাত্র ৩০০০ টাকার প্রয়োজন 🙏🤲
আপনি ঘর থেকে বের হলেন বের হওয়ার পর হুট করেই কেউ আপনার চোখে এমন ভাবে আঘাত করলো , যে আপনার চোখটা ফেটে সাথে সাথে বের হয়ে গেল যন্ত্রণা কষ্ট নিয়ে আপনি কাটাচ্ছেন তা দিন রাস্তার মধ্যে, আপনার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউই আপনাকে সাহায্য করছে না, আপনার যন্ত্রণাটা কারো চোখেই পড়ছে না, একবার ভেবে দেখুন বিষয়টা আপনার কেমন লাগতে পারে, এখানে আপনি মুখে কিছু বলতে পারবেন না আপনি পা দিয়ে হসপিটালে যেতে পারবেন না, যখন এই কমতি গুলো আপনার মধ্যে থাকবে আর মানুষের এই আচরণগুলো আপনি ফেস করবেন আপনার সাথে ঘটে যাবে ঠিক এমনই একটা ঘটনা তখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন এই বাচ্চা গুলোর কষ্ট, প্রতিনিয়ত বোবা প্রাণীদের সাথে ঘটে যাচ্ছে অহরহ অনেক ঘটনা, না ওরা যেতে পারছে হসপিটালে না ওরা কাউকে বলতে পারছে না ওদের প্রতি অন্যায়ের বিচার পাচ্ছে, আসুন আমরা অমানবিক না হয়ে মানবিক হওয়া