Nizam Uddin Majumdar

Nizam Uddin Majumdar People

06/12/2023
দক্ষতাকে মানুষ ক্রয় করে টাকা দিয়ে। আপনি টাকা ইনকাম কখন থেকে হবে তার চিন্তা না করে,আপনি আপনাকে কোন সেক্টরের যৌগ্য করে তুল...
22/05/2023

দক্ষতাকে মানুষ ক্রয় করে টাকা দিয়ে। আপনি টাকা ইনকাম কখন থেকে হবে তার চিন্তা না করে,আপনি আপনাকে কোন সেক্টরের যৌগ্য করে তুলছেন তার জন্য কতটুকু আপনি পরিশ্রম আর বিশ্বাসের সাথে লড়াই করছেন তা গুরুত্বপূর্ন।

তাই ইনকাম কখন করবেন ফ্রিলান্সিং করে
আসলে কি করা যায় ইনকাম ফ্রিলান্সিং থেকে এই সব বাজে চিন্তা ফেলে কাজ শিখেন। মার্কেটে কাজের অভাব নাই কিন্তু আপনি জানেন না কেমনে করে,তাই আপনার সময় টা দক্ষতা অর্জনের পেছনে হওয়া উচিত।

দক্ষতা ছাড়া কোন ভাল ক্যারিয়ার আপনি আশা করতে পারেন না। সময় কে শুধু নষ্ট করছেন অনলাইনে রিল আর অন্যজনের কি হয়ছে আর কি হবে তা নিয়ে অথচ সময়টা আপনার ক্যারিয়ারের গোছানোর জন্য বেশ গুরুত্বপর্ণ।

ডিজাইন করা ও একটি আর্ট আর তা শুধু মনের রং দিয়ে রুপ দিতে হয়। আর সময়ে তা লক্ষ টাকা ও বিক্রি হয়।

শুভ কামনা প্রিয় ছোট ভাই।তোমার মোবাইল দিয়ে করা অসাধারণ চিত্রের জন্য।


♥♥♥♥


Career

♦HapPY Freelancing

😍এসএসসি পরীক্ষা তো প্রায়  শেষের দিকে 😳প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন কিছু করার কথা চিন্তা করছেন>⁉️📢📢 শুধুমাত্র এস.এস.সি পরীক...
19/05/2023

😍এসএসসি পরীক্ষা তো প্রায় শেষের দিকে 😳

প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন কিছু করার কথা চিন্তা করছেন>⁉️

📢📢 শুধুমাত্র এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৫০% ডিসকাউন্ট।

⏰ সময় এসেছে--"নিজেকে পরিবর্তন করার"।
💫 "Change is not an Option only, Change is Mandatory".

আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। কিন্তু অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়--⁉️

📝 ফ্রিল্যান্সিং করে ভালো ক্যারিয়ার গড়া যায় কি ❓
📝 ফ্রিল্যান্সিং করে লংটাইম ইনকাম করতে পারব কি ❓
📝 ফ্রিল্যান্সিং করে কত % ইনকাম নিশ্চিত ❓
📝 ফ্রিল্যান্সিং করতে হলে দৈনিক কত ঘন্টা সময় দিতে হয় ❓
📝 ফ্রিল্যান্সিং এ কোন সেক্টর নিয়ে কাজ করলে তাড়াতাড়ি ইনকাম করা যায় ❓

এইসব প্রশ্নের উত্তর এবং সঠিক গাইডলাইন পেতে চাইলে চলে আসুন আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনারে।।।👍👍👉

সিট লিমিটেড- তাই এখন ই রেজিষ্ট্রেশন করুন।

✅ রেজিষ্ট্রেশন ফরম👇👇👇
https://docs.google.com/forms/d/1YWVze8AwX3VXzZPjQ65izQMsTpSV6YWRfoeLL8CVaJg/edit?usp=drivesdk

Freelancing

💥 অংশগ্রহন করুন "ডিজিটাল  মার্কেটিং" ফ্রি অনলাইন সেমিনারে। 🔷 বর্তমান সময়ে অধিক চাহিদাসম্পন্ন একটি কাজ হল ডিজিটাল মার্কেট...
18/05/2023

💥 অংশগ্রহন করুন "ডিজিটাল মার্কেটিং" ফ্রি অনলাইন সেমিনারে।

🔷 বর্তমান সময়ে অধিক চাহিদাসম্পন্ন একটি কাজ হল ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং। যেটাকে ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং ও বলা হয়। আমাদের এই সেমিনারে আলোচনা করা হবে ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি সকল বিষয়। আজই রেজিস্ট্রেশন করে সেমিনারে অংশগ্রহণ করুন ও সিট কনফার্ম করুন।

সেমিনারের টপিকসমূহঃ
--ডিজিটাল মার্কেটিং কি?
--ট্রেডিশনাল মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং কেন সেরা?
--কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন?
--ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার সফল হতে আপনাকে কোন কোন সেক্টরে দক্ষতা অর্জন করতে হবে?
--ডিজিটাল মার্কেটিং এর সুবিধা এবং লাভ
--ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং কেমন?
--ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার কাজ কী হবে?
--ডিজিটাল মার্কেটিং আয়ের প্রকারভেদ
--ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ

☎ বিস্তারিত জানতে কল করুনঃ Inbox

কনটেন্ট রাইটিং হলো একটি পদ্ধতিযার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েব কনটেন্ট লিখে থাকি। এর মধ্যে কোনো ব্লগ সাই...
15/03/2023

কনটেন্ট রাইটিং হলো একটি পদ্ধতি
যার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েব কনটেন্ট লিখে থাকি। এর মধ্যে কোনো ব্লগ সাইট এর জন্য কনটেন্ট লেখা, কোনো ভিডিও বা পডকাস্ট এর জন্য স্ক্রিপ্ট লেখা , কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট এর জন্য কনটেন্ট লেখা বা কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা।
ভিডিও হোক বা টেক্সট সবেতে কন্টেন্ট রাইটিং ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।

সুতরাং আপনি যদি ভালো কনটেন্ট রাইটার হন তা হলে আপনি মাস গেলে ভালো টাকা উপার্জন করতে পারবেন।

আপনি কোনো জায়গায় কনটেন্ট রাইটার হিসেবে চাকরি করে বা ফ্রীল্যানসিং করে আয় করতে পারবেন। এটা নিশ্চই জানেন যে বাংলা কনটেন্ট এর থেকে ইংলিশ কনটেন্ট এর চাহিদা বেশি এবং সেখানে আয় করার সুযোগ ও বেশি।

তাই প্রথম থেকে আপনি যদি নিজেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবলীল করে গড়ে তোলেন তাহলে আপনি অনেক বেশি টাকা আয় করতে পারবেন।

সেক্ষেত্রে আমার মনে হয় আপনি প্রথমেই নিজের একটি ব্লগ ওয়েবসাইট তৈরী করুন।
সেখানে নিজের পছন্দের বিষয় ভালো ভালো আর্টিকেল পাবলিশ করুন তার সাথে SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন টাও শিখুন।

এর পর যখন আপনার ব্লগ রাঙ্ক করবে , আপনার কন্টেন্ট কীওয়ার্ড যখন গুগল এ রাঙ্ক করবে তখন আপনি আপনার ব্লগকে আপনার কাজের উদাহরণ হিসেবে দেখিয়ে অন্য কাজ জোগাড় করুন।

ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি ?বর্তমান সময়ে বেশিরভাগ ফ্রিল্যান্সিং আপনাকে work-from-home এর স্বাধীনতা প্রদান করে থাকে...
01/03/2023

ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি ?

বর্তমান সময়ে বেশিরভাগ ফ্রিল্যান্সিং আপনাকে work-from-home এর স্বাধীনতা প্রদান করে থাকে। এখানে আপনি কোন কোম্পানির অধীনস্থ না হয়েও। নিজে স্বাধীনভাবে সেই কোম্পানির সাথে সংযুক্ত হয়ে। আপনার পেশা অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবেন।

তার জন্য বর্তমান সময়ে সারা বিশ্বে এমন হাজার হাজার ফ্রিল্যান্সিং চাকরি আছে। যা একজন ব্যক্তিকে টাকা ইনকামের সঠিক পথ দেখিয়ে দেয়।

তার মধ্যে, আমরা জনপ্রিয় ফ্রিল্যান্সিং পেশা নিয়ে আজ আমরা আলোচনা করব। তার জন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে। যেমন-

কপিরাইটিং এবং ফ্রিল্যান্সিং রাইটিংঃ

ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং রাইটিং এবং কপিরাইটিং এর চাহিদা অনেক বেশি। এ সকল কাজে আপনাকে বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্ট এর হয়ে, ডিজিটাল কনটেন্ট লিখতে হবে।

সেজন্য আপনি অন্য কারো হয়ে লিখে থাকলে, সেটা কে ঘোস্ট রাইটিং বলা হয়। এখানে আপনাকে অন্যের জন্য ব্লগ, আর্টিকেল, ই বুক, বই রিসার্চ, প্রেস রিলিস, মার্কেটিং এবং বিজ্ঞাপন এর কপি এছাড়া অন্যান্য লেখা লিখতে হতে পারে।
আপনি অনলাইন ইন্টারনেট ব্যবহার করে, নিজের ল্যাপটপ বা এন্ড্রয়েড মোবাইল থেকে এসকল পরিষেবা প্রদান করতে পারবেন। তার জন্য আপনার কিছু প্রয়োজনীয় দক্ষতা হিসেবে, প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে-

~ ভালো সৃজনশীল লেখার দক্ষতা থাকতে হবে।
~ সঠিক সময়ের মধ্যে লেখা শেষ করার ক্ষমতা থাকতে হবে।

কোডিং, প্রোগ্রামিং, ডেভেলপিংঃ

প্রোগ্রামিং বিশ্বের সবথেকে চাহিদাসম্পন্ন পেশা গুলোর মধ্যে একটি। যে কোন ব্যবসার ক্রিয়েটিভ প্রজেক্ট এবং প্রতিষ্ঠান অনলাইন উপস্থিতি যেমন ওয়েবসাইট মেকিং, তৈরি করার জন্য বিশেষভাবে প্রোগ্রামার এবং কোডার এর ওপর নির্ভরশীল হয়ে থাকে।

অভিজ্ঞতার ওপর নির্ভর করে, ফ্রিল্যান্সিং ডেভলপাররা বিভিন্ন ধরনের ক্ষেত্র গুলোতে বিশেষজ্ঞ হয়ে থাকে। ফ্রন্ট এন্ড ডেভলপিং এর ক্ষেত্রে, গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করতে জানতে হবে অবশ্যই।

আর আপনি যদি ব্ল্যাক এন্ড ডেভলপার থাকেন। তাহলে, আপনাকে ওয়েবসাইটের আর্কিটেকচার স্ক্রিপটিং ডাটাবেজ তৈরি করাতে এক্সপার্ট হতে হবে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।

এই কাজ করার জন্য আপনার অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে সেগুলো হচ্ছে-
চাহিদাসম্পন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ যেমন- এইচটিএমএল, রুবি, জাভা, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ব্যাপকভাবে পারদর্শী হতে হবে।

ড্রিমউইভার .net এবং জাভা জাতীয় সফটওয়্যার টুলকিট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

ওয়ার্ডপ্রেস ডেভেলপিং এর কাজ জানা থাকলে সেটি এডেড স্ক্রিল এর মধ্যে পড়ে যাবে।

গ্রাফিক ডিজানিংঃ

গ্রাফিক ডিজাইন বহু বছর ধরে বিশ্বে জনপ্রিয় এগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত হয়েছে। বিশেষ করে, ভারত এবং বাংলাদেশের মতো দেশে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনারদের অনেক চাহিদা আছে।

একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার এর নির্দিষ্ট কারুশিল্প এবং সৃজনশীলতা থাকা অত্যন্ত জরুরী। ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে আপনাকে আপনার বিশ্বস্ত এবং নিস সবার আগে নির্ধারিত করতে হবে।
একজন দক্ষ টাইপগ্রাফার, টিশার্ট জিজাইনার হতে পারেন। এছাড়া কোন ইকমার্স স্টোর এর হয়ে ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিছু জরুরী দক্ষতা থাকতে হবে যেমন-

গ্রাফিক্স ডিজাইনে প্রফেশনাল ডিগ্রী থাকতে হবে।
গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করতে হবে।
গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গুলো ব্যবহারে দক্ষ হতে হবে।

ভার্চুয়াল অ্যাসিসটিংঃ

একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রশাসনিক সহায়তা থেকে শুরু করে গ্রাহক সহায়তা দেওয়া উত্তর দেওয়া এবং নিয়োগকর্তার জন্য নির্ধারণ করা এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট এর কাজ পরিচালনা পর্যন্ত করা লাগতে পারে।

এখানে আপনাকে লেখার বাহিরে বিভিন্ন কাজ করতে হবে যেমন- চ্যাটিং সাপোর্ট দেওয়া, যোগাযোগ পরিচালনা, অনুসন্ধান করা, সময় পরিচালনা করা আরো অন্যান্য কাজ।

ফ্রীলান্সিং লেখকদের মত আপনার দ্রুত লেখার দক্ষতা থাকলে এবং অনলাইনে কাজ করার সামান্য ব্যবস্থা থাকলে। আপনি ভার্চুয়াল এসিস্টেন হিসেবে কাজ করতে পারবেন।

এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পেশায় ক্লায়েন্ট অনুযায়ী আপনার প্রজেক্ট এর ধরন পাল্টাতে পারে। তার জন্য আপনার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে যেমন-

বেসিক রাইটিংয়ের জ্ঞান থাকতে হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ধরন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
ইমেইল, মিটিং, সময়সূচী এবং এপয়েন্টমেন্ট পরিচালনা করা জানতে হবে।

মোবাইল এপস ডেভেলপমেন্টঃ

কোডিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে জাভা সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকলে আপনি ফ্রীলান্সিং মোবাইল অ্যাপ ডেভলপমেন্ট কে পেশা হিসেবে সিলেক্ট করে নিতে পারেন।

কিন্তু এখানে কোডিং সম্পর্কে আপনার যথেষ্ট অভিজ্ঞতা থাকাটা অত্যন্ত জরুরী। এছাড়া আপনি যদি এমএস উইন্ডোজ বা অ্যাপেল আইওএস প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন।

তাহলে সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এখানে মূলত আপনার ক্লায়েন্ট এর হয়ে এন্ড্রয়েড ডিজাইন করে দিতে হবে।

এই কাজ করার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে যেমন-

▪️অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে আগ্রহী হতে হবে।
▪️আগের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

এসইও প্রফেশনালঃ

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিম্বা সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে, এখনকার মার্কেটের প্রায় সব থেকে, জনপ্রিয় ফ্রিল্যান্সিং পেশা গুলোর মধ্যে একটি।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে, একটি সম্পন্ন দক্ষতা নির্ভর পেশা। এখানে মূলত আপনাকে কোন ওয়েবসাইটকে গুগল সার্চ ফলাফলের তালিকা নিয়ে যেতে হবে।

তার জন্য আপনাকে লিঙ্ক বিল্ডিং, ট্রাফিক জেনারেশন, পান্ডা এফেক্ট, গুগোল এর বিহেভিয়ার অ্যালগরিদম এবং আরো অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

আপনি যদি এই কাজটি করতে চান। তাহলে এসইও প্রফেশনালের কিছু দক্ষতা থাকতে হবে যেমন-

▫️গুগল এর অ্যালগরিদম এর এবং এসইও টুল সম্পর্কে ভালো দক্ষতা হবে।
▫️কিওয়ার্ড এবং ট্রাফিক জেনারেশনের জ্ঞান থাকতে হবে।
▫️গুগল এডসেন্স সম্পর্কে জ্ঞান রাখতে হবে।

ট্রান্সলেশনঃ

বিভিন্ন বিজ্ঞাপনে প্রতিষ্ঠান প্রকাশক এবং গ্লোবাল কর্পোরেশনগুলোর জন্য স্থানীয় কনটেন্ট প্রস্তুত করা সব থেকে কার্যকর বিক্রিীবাটার মাধ্যম গুলোর মধ্যে অন্যতম।

এসকল আঞ্চলিক কনটেন্ট প্রস্তুত করার জন্য উক্ত সকল কোম্পানির গুলো বিভিন্ন পারদর্শী ফ্রিল্যান্সিং ট্রান্সলেটরদের খোজে থাকেন।

আপনি যদি একাধিক ভাষার পারদর্শী হয়ে থাকেন। তাহলে আপনার কোন ট্রান্সলেশন এর ডিগ্রি থাকে। তাহলে উক্ত কাজ আপনার জন্য অনেক উপর্যুক্ত হবে।

তাছাড়া, ট্রান্সলেশন ফ্রিল্যান্সারদের কাছে, অনেক জনপ্রিয় একটি কাজ করার উপায়। উক্ত কাজ করার জন্য আপনার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে যেমন-

🔸বিশ্বের বিভিন্ন ভাষার বিষয়ে সম্পূর্ণ দক্ষ হতে হবে।
🔸সাহিত্য জ্ঞান থাকাটা বোনাস অ্যাডভান্টেজ।

আপনারা উপরের যে ফ্রিল্যান্সিং কাজ কত প্রকার গুলো জানতে পারলেন। এগুলো ছাড়া আরও অসংখ্য প্রকার রয়েছে। সে ফ্রিল্যান্সিং কাজের ধরন নিয়ে, আপনার ফ্রিল্যান্সিং করলে, সহজেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন, আশা করা যায়।

🔹মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায়
🔹ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো অনলাইনে?
🔹গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব?

শেষ কথাঃ

উপরের আলোচনায় এ পেশাগুলো ছাড়া আপনি আরও অসংখ্য কাজের প্রকার পেয়ে যাবেন যেমন- গেম ডেভেলপমেন্ট, লিগাল সার্ভিসেসে, অনলাইন টিউশন, মার্কেটিং স্পেশালিষ্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েব রিসার্চ, ট্রান্সক্রিপশন, সিনেমাটোগ্রাফি, স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদি।

তাই আপনার সাথে ফ্রিল্যান্সিং এ সফলতা অর্জন করতে চান। তাহলে এই কাজগুলো করার জন্য অনলাইনে অসংখ্য মার্কেটপ্লেস পেয়ে যাবেন সেখানে যুক্ত আপনারা নিজের ক্যারিয়ার করতে পারবেন।

আমাদের আজকের আলোচনাটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে, এই আর্টিকেলটি আপনার বন্ধুদের জানাতে একটি শেয়ার করে দিবেন।

ফ্রিল্যান্সিং কি? What is Freelancing?ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভ...
01/03/2023

ফ্রিল্যান্সিং কি? What is Freelancing?

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

চাঁদপুরী শাহ্  দরবার শরীফ এর বর্তমান  পীর সাহেব কেবলা ও ★★বাংলাদেশ তরীকত ফেডারেশন (বি.টি.এফ) মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদ...
19/10/2022

চাঁদপুরী শাহ্ দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কেবলা ও
★★বাংলাদেশ তরীকত ফেডারেশন (বি.টি.এফ) মহাসচিব
সৈয়দ রেজাউল হক চাঁদপুরী’র”
সংক্ষিপ্ত পরিচিতিঃ

★★নাম সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, পিতা- মাওলানা সৈয়দ গাজীউল হক চাঁদপুরী, গ্রাম- আশরাফ নগর দরবারে চাঁদপুরী শাহ, পোঃ দক্ষিণ চাঁদপুর, উপজেলা- লাকসাম, জেলা-কুমিল্লা।
১লা মার্চ ১৯৭২খ্রিঃ জন্ম গ্রহণ করেন। উনার কামিল (এম.এ) পাস করে ঢাকাস্থ World Spiritual Institute of New York থেকে রেক্টর প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ এর তত্তাবধানে,তাঁরই প্রপিতামহ, উপমহাদেশের প্রখ্যাত ওলি-আল্লাহ ও সূফী সাধক হযরত মাওলানা সৈয়দ আশ্রাফ আলী চাঁদপুরী (রাঃ) এর ত্যাগ ময় ও কর্মময় জীবন বৃত্তান্তের উপর সফল গভেষণা চালিয়ে, Doctor of Comparative Religion ডিগ্রি লাভ করেন।
★★ছাত্র জীবন থেকে তাঁর গভীর সাধনা ছিল, মহান স্রষ্টার নৈকট্য লাভ করে বিশ্বের সকল মানুষকে শান্তির পথ, সুফীবাদের দিকে ধাবিত করা।
ইতিমধ্যেই তিনি মিশর, জেরুজালেম,ইরাক,সিরিয়­া জর্ডান, উজবেকিস্তান,তাজাকিস্­তান,ইরান এবং প্রাক-ভারত উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে, সৃষ্টা কৃর্তৃক স্বীকৃত নবী-রাসুল,জগৎ বিখ্যাত,ওলি-আল্লাহ ও সূফী-সাধকদের মাজার যিয়ারতের পাশাপাশি বিভিন্ন দেশের প্রখ্যাত সূফী, সূফী মতবাদে বিশ্বাসী এবং শান্তিকামী মানুষদের সাথে সুসম্পর্ক তৈরি করে, একজন সুফীবাদের সফল ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন এবং ধর্মীয় ক্ষেত্রে সেতুবন্ধন ও যোগাযোগের অনুস্বরনীয় ব্যক্তিত্তে পরিনত হয়েছেন।উনি এ পর্যন্ত বহুবার হজ্জে বায়তুল্লাহর পাশাপাশি মদীনা শরীফ যিয়ারত করেন।
★★উনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন দরবার, দরগাহ্ এবং খানকা শরীফে যোগাযোগ করে সম্প্রীতি, ঐক্য এবং সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে যারপর নেই আপ্রাণ চেষ্টা করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একটি অরাজনৈতিক সংগঠন বিধায় মওদুদীবাদ, ওহাবীবাদ, তথা উগ্রপ্রন্থী, জঙ্গিবাদে বিশ্বাসীরা ব্যতীত বাংলাদেশের যে কোন রাজনৈতিক সংগঠনের লোকজনকে আহলে সুন্নাত ওয়াল জামাতে শরীক করার আপ্রাণ চেষ্টা চালান।
★★এক সময় বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বাংলাদের স্বাধীনতা এবংঅস্তিত্তে বিরোধী, উগ্রপন্থি, সন্ত্রাসী এবং জঙ্গীবাদীরা, বোমাবাজ কায্যক্রম চালায় সারা বাংলাদেশে। ২০০৪ সালে ১২ই মে সিলেটে, বাংলার সম্রাট খ্যাত বাংলাদেশের অলিকুল শিরমণি বাবা হযরত শাহ জালাল (রাঃ) এর মাজারে হামলা হয়। ঐ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী সহ অনেকে মারাত্মক আহত হয়। উগ্রবাদীরা ১৭ই আগস্ট ২০০৫ সালে বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায়। জেলা আদালতের কয়েকজন বিচারক এতে নিহত হন।
★★তাছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ইসলামের মুখোশধারী জামায়াতে ইসলামী, স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় এবং যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে প্রিয় মাতৃভূমির কিছু প্রাপ্ত বয়ষ্ক সরলমনা মুসলিমএবং কচিকাচা শিশুদেরকে ভুল তথ্য দিয়ে এবং ধর্মীয় উগ্রপ্রন্থী মতবাদে আকৃষ্ট করে পাকিস্তানি আদিপত্যের কাজ চালায়। জামাত ধর্মের নামে মানুষদেরকে ইসলামের অপব্যাখ্যা দিয়ে সরলমনা মুসলমানদের ঈমান ধ্বংসের কাজ করে।
★★এসব থেকে পরিত্রাণের উদ্দেশ্যেই ডঃ সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সুফীবাদী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিভিন্ন পীর মাশায়েখদের সমন্বয়ে তরিকত পন্থী জনগণের দাবীর মুখে বাংলাদেশের তরীকত ফেডারেশন গঠন করার কাজে অগ্রনী ভূমিকা রাখেন।
★★বাংলাদেশের প্রায় দেড় হাজারের অধিক দরগাহ, মাজার ও দরবার শরীফের কোটি কোটি ভক্তদেরকে একত্রিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। ২০০৯ সালে জানুয়ারীতে জাতীয় কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ডঃ সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর মহাসচিব নির্বাচিত করা হয় ।
★★ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে তৎকালীন জামাতে ইসলামের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহীদ এবং দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাতের র্শীষস্থানীয় নেতাদের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় তাদেরকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। এরই ধারাবাহিকতায় তাদের পতন ঘটে। তার মামলায় মহামান্য আদালত জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে।
★★ উনার দাদা আলী আজ্জম চাঁদপুরী শাহ একজন বড় মাপের আলেম এবং আল্লাহর মহান ওলি ছিলেন।

★★জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের ২৩ জিন্নাহ্ এভিনিউতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রথম অফিস করে, তখন উনার দাদা প্রখ্যাত ওলিয়ে কামেল,হযরত আলী আজম চাঁদপুরী (রহঃ) কে দিয়ে ঐ দলীয় কার্যালয়ে মিলাদ শরীফ ও দোয়া-মুনাজাতের মাধ্যমে অফিস শূভ-উদ্বোধন করেন।
★★উনাদের বাড়ী ঐতির্য্যবাহী চাঁদপুরী শাহ্ দরবার ছিল, যুদ্ধকালীন সময়ে লাকসাম উপজেলা সহ আশেপাশের এলাকার মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। স্বাধীনতার পূর্বে নোয়াখালী লক্ষীপুরের হাবিব উল্লাহ চেয়ারম্যানের সহায়তায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বহুবার বিভিন্ন জায়গায় সাক্ষাত করে দোয়া প্রার্থনার পাশাপাশি সূফীবাদের প্রসার এবং পূর্বপাকিস্থানে ও শোষিত-বঞ্চিত,জনমানুষ­ের মুক্তির জন্য, উনার দাদা আলী আজ্ম চাঁদপুরী শাহ,এর সাথে আলোচনা,করনীয় সম্পর্কে পরামর্শ ও দোয়া কামনা করেন।
★★উনার দাদার দেশ বিদেশে লক্ষ লক্ষ ভক্ত মুরিদান ছিল। উনি ১৩৫ বছর বেঁচে ছিলেন। সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর নানা ছিলেন মাওলানা আবদুল হক (রহঃ)। উনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও সুফীসাধক ছিলেন। ফেনী জেলার দুধমাখা গ্রামে তার আস্তানা ছিল। উনার ও ছিল দেশ বিদেশে লক্ষ লক্ষ ভক্ত মুরিদান। উনার প্রচেষ্টায় কুমিল্লা জেলার লাকসাম উপজেলার চাঁদপুরী শাহ, দোগাইয়া চাঁদপুর দরবার শরীফে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের আদলে তৈরি করেন একটি কমপ্লেক্স। এখানে গড়ে তোলেন মেহমানদের জন্য বিশ্রামখানা, এবাদতের জন্য মসজিদ, ঈদগাহ, শিক্ষার্থীদের জন্য গড়ে তোলেন একটি আলিম মাদ্রাসা, একটি এবতেদায়ী মাদ্রাসা, একটি হেফজখানা, এতিমদের জন্য লিল্লাহ বোর্ডিং এবং উনাদের ভূমিতে গড়ে ওঠে উনাদের প্রচেষ্টায় ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল করা হয়েছে ।

🌃মহানবী (সাঃ) এর সংক্ষিপ্ত জীবনী🌃 ১)পৃথিবীতে শুভ আগমনঃ সোমবার ১২ই      রবিউল আউয়াল ৮ই জুন ৫৭০ খ্রীষ্টাব্দ।২‌‌)১-৫ বছর পর...
08/10/2022

🌃মহানবী (সাঃ) এর সংক্ষিপ্ত জীবনী🌃

১)পৃথিবীতে শুভ আগমনঃ সোমবার ১২ই
রবিউল আউয়াল ৮ই জুন ৫৭০ খ্রীষ্টাব্দ।
২‌‌)১-৫ বছর পর্যন্তঃ ধাএীমা হালীমার ঘরে
অবস্থান।
৩)৬ বছরঃ মা হারা এতিম শিশু মুহাম্মদ(দঃ)
৪)৬-৭ বছরঃ দাদা আবদুল মুত্তলিবের
নিকট।
৫)৮-২৫ বছরঃ চাচা আবু তালেবের নিকট।
৬)২৫ বছরঃ বিবি খাদিজার সাথে বিবাহ
বন্ধন।
৭)নবুয়ত প্রকাশঃ ১৭ই রমজান,১লা
ফেব্রুয়ারী ৬১০ খ্রীস্টাব্দ ৪০বছর বয়সে।
৮)মক্কায় ইসলাম প্রচারঃ নবুয়ত লাভের পর
১৩ বছর এক আল্লাহ ও সৎ জীবনযাপনে
জন্য আহ্বান।
৯)নবুয়তের ৫ম বর্ষঃ ১৫জনের আবিসিনিয়া
হিজরত ৬১৪ খ্রীস্টাব্দ।
১০)নবুয়তের ৭ম বর্ষঃ ৩বছরের জন্য
সমাজচ্যুত(৬১৬ - ৬১৯) খ্রীস্টাব্দ।
১১)নবুয়তের ১০ম বর্ষঃ তায়েফের পথে
নির্যাতিত নবী নামাজ প্রবর্তিত(৬১৯)
খ্রীস্টাব্দ।
১২)মেরাজ শরীফ গমনঃ ৫১বৎসর ৫ মাস
১৫ দিন বয়সে
১৩)নবুয়তের ১৩শ বর্ষঃ ৬২২ খ্রীস্টাব্দ
মহানবীর মদিনায় হিজরত এবং হযরত
আবু আইয়ুব আনসারী (রাঃ) এর গৃহে
প্রথম অবস্থান। (ইলমে গায়েব প্রকাশ)
১৪)হিজরী ১ম বর্ষঃ মদিনায় মসজিদে নববী
স্থাপন। উসতুনে হান্নানার জীবন লাভ ও
নবী বিচ্ছেদে ক্রন্দন।
১৫)হিজরী ২য় বর্ষঃ আজান প্রবর্তন,বদরের
যুদ্ধ,যাকাত ও রোযা ফরজ।
১৬)হিজরী ৩য় বর্ষঃ ওহুদের যুদ্ধ।
১৭)হিজরী ৬ষ্ঠ বর্ষঃ পর্দা প্রবর্তিত,হজ্জ
নির্দেশিত। খন্দকের যুদ্ধ, হুদায়বিয়ার
সন্ধি।
১৭)হিজরী ৭ম বর্ষঃ খাইবার জয়,মদ নিষিদ্ধ
৬২৯ খ্রীস্টাব্দ।
১৮)হিজরী ৮ম বর্ষঃ মক্কা বিজয় ৬৩০খ্রীষ্টাব্দ
১৯)হিজরী ৯ম বর্ষঃ তাবুক অভিযান।
২০)হিজরী ১০ম বর্ষঃ ১লক্ষ ১৪ হাজর
সাহাবী সহ মহানবীর বিদায় হজ্জ।
২১)হিজরী ১১শ বর্ষঃ ৬৩ বছর বয়সে
সোমবার ১২ই রবিউল আউয়াল ৮ই
জুন ৬৩২ খ্রীস্টাব্দ দুনিয়া থেকে পর্দা
করেন।
সমগ্র জীবনকালঃ ২২,৩৩০ দিন ৬ ঘন্টার মতো।

নিজে জানুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

✍নিজাম উদ্দিন মজুমদার।

11/09/2022

জলবায়ু পরিবর্তনের ধাক্কা লেগেছে বিশ্বজুড়ে। আবহাওয়া উষ্ণায়নের পৃথিবীতে কমে কমে যেতে শুরু করেছে পানি। তার ছোঁয়া লেগেছে ভারতের বিহার রাজ্যেও। শুকিয়ে আসতে শুরু করেছে ১৯৭৯ সালে নির্মিত একটি বাঁধে আটকে রাখা পানি। আর এতে দেখা মিলেছে ১২০ বছরের পুরোনো ছোট্ট একটি মসজিদের। ৩০ বছরের বেশি সময় ধরে পানির নিচে থাকলেও তাতে মসজিদের কোনো ক্ষতি হয়নি। খবর এক্সপ্রেস ট্রিবিউন।সার্ভিসের এক খবরে বলা হয়, ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার চিরাইলা গ্রামে ফুলওয়ারিয়া বাঁধের পানি খরার প্রভাবে সম্প্রতি শুকিয়ে যেতে শুরু করে। এর আগে যখন পানির স্তর কমে যেত, তখন মসজিদের গম্বুজের একটা অংশ দেখা যেত। ফলে কৌতুহল জাগলেও এটি ঠিক কী জিনিস তা অনেকেই বুঝতে পারেনি। এবার পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া সম্পূর্ণ মসজিদটির দেখা মেলে।

স্থানীয় প্রবীণরা জানান, মসজিদটি বিংশ শতকের প্রথমদিকে নির্মিত হয়। মুঘল রীতিতে নির্মিত মসজিদটির বয়স এখন প্রায় ১২০ বছর। স্থানীয়রা এ মসজিদের নাম দিয়েছিল নূরী মসজিদ। মাটি থেকে গম্বুজ পর্যন্ত মসজিদর উচ্চতা প্রায় ৩০ ফুট।১৯৭৯ সালে এখানে ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ শুরু হয়। সে সময় এ এলাকায় প্রচুর মুসলমান বসবাস করত। এ মসজিদে তারা নিয়মিত নামাজ আদায় করতেন। কিন্তু সরকার বাঁধ নির্মাণ শুরু করলে মুসলমানদেরকে এই জায়গা ছেড়ে উঠে যেতে হয়। সরকার পুরো জায়গাটি অধিগ্রহণ করে গ্রামবাসীকে অন্য একটি গ্রামে স্থানান্তর করে। বাঁধ নির্মাণের সময় প্রয়োজন না হওয়ায় কর্তৃপক্ষ মসজিদটির কোনো ক্ষতি করেনি।

বাঁধের পানি শুকিয়ে গেলেও পুরো এলাকা কাদাময় হয়ে আছে। কিন্তু এরমধ্যে কৌতুহলী মুসলমানরা কাঁদা মাড়িয়ে মসজিদে প্রবেশ করে। তারা দেখতে পান মসজিদটি পুরোপুরি অক্ষত রয়েছে। কয়েক দশক ধরে ডুবে থাকলেও কাঠামোর সামান্যতম ক্ষতি হয়নি।

সূত্র : এক্সপ্রেস নিউজ

11/09/2022

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।
একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই এক শ্রোতা বলে উঠলেন,
আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের
উত্তর দিন।
মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন।
বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি,
আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন??
এবং ওয়াজ করার জন্য এখানে এলেন??
মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন।
তারপর বললেন,ঠিক বলেছেন।আমিই সেই ব্যক্তি।
শুনুন তাহলে আমার কাহিনী :
এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল
দোকানীকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে এই শর্তে।
বাসায় ঢুকলাম।ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ
পড়ছে।আমি আমার ঘরে চলে গেলাম।এবং
বোতলটা টেবিলে রাখলাম।আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো,টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল।
অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল।
ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম।
সে রাতে আর মদ খাওয়া হলোনা।
পরের বছর আবার লাইলাতুল কদর এলো।
আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম।বোতলটা টেবিলে রাখলাম।হঠাৎ বোতলটার দিকে
তাকাতেই কান্নায় বুক ফেটে গেল।
তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল।
বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম।
স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে।এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি।
আমি ভয়ে দৌড়াচ্ছি।এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম।বৃদ্ধ বলল,
আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে
আমি পারবনা।তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও।
পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে।আর পিছনে এগিয়ে আসছে সাপ।
বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম।দেখলাম সুন্দর
একটা বাগান।বাচ্চারা খেলছে।
গেইটে দারোয়ান।দারোয়ান বলল :
বাচ্চারা দেখতো এই লোকটিকে??
একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে।দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো।
তার মাঝে আমার মেয়েটাও আছে।
মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো।
অমনেই সাপ চলে গেল।আমি অবাক হয়ে বললাম : মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়??
মেয়ে বলল : আমি জান্নাতি মেয়ে।জাহান্নামের সাপ আমায় ভয় পায়।বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো??
আমি বললাম : না মা।
আমার মেয়ে বলল : বাবা! এতো তোমার নফস।
নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে
আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে।
সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তারিয়ে নিয়ে এসেছে।মেয়েকে বললাম :
পথে এক দূর্বল বৃদ্ধ তোমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে??
মেয়ে বলল :তাকেও চিননি?? সে তোমার রুহ।
তাকে তো কোন দিনও খেতে দাওনি।সে না খেয়ে এতোই দূর্বল হয়ে পরেছে যে,কোন রকম বেচে আছে।আমার ঘুম ভেঙ্গে গেল।
সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি।চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুপটি দেখতে পাই আর দেখি রুহকে।আহা! কতো
দূর্বল হাটতে পারেনা।ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার।
তাই আসুন, নিজের নফসকে হেফাজত করি।
নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক।
আমিন

08/09/2022

সুপ্রিয় স্নেহের ভালবাসার শিক্ষার্থীবৃন্দ ( প্রাক্তন ও বর্তমান এবং...) একটু কষ্ট করে পড়বে কি???

তুমি একজন শিক্ষকের কাছে শুধু স্নেহের নও, সম্মানেরও পাত্র, তা খেয়াল করেছো কখনো?

খেয়াল করে দেখো,
তুমি যখন ক্লাসে পরিপাটি হয়ে বসে আছো তখন তোমার শিক্ষক দাঁড়িয়ে তোমাকে শেখাচ্ছেন, কথা বলছেন।

পুরো ক্লাসের সময় তুমি বসে থাকলে আর শিক্ষক দাঁড়িয়ে থাকলো,
এতে কি তোমাকে একটুও সম্মান দেখানো হলো না?

তোমার বাড়িতে কোনো অতিথি গেলে, কী করো?

চটজলদি একটা চেয়ার দাও আর তুমি পাশে বা সামনে দাঁড়িয়ে থাকো, তাঁর সেবায় নিয়োজিত থাকো।

আচ্ছা,
দেখোতো, ক্লাসে ঢুকেই একজন শিক্ষক দাঁড়িয়ে থাকার পরেও তোমাকে বসতে বলেন, তোমার সমস্যা হলে তোমার নিকট গিয়ে শুনে আসেন আর সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন।

তাহলে কি তুমি শিক্ষকের কাছে একজন মেহমানও নও?

একজন শিক্ষক তোমাকে মেহমান বা অতিথি ভেবে সেবা করে যান;

এক বছর কিংবা দু'বছর নয়, দীর্ঘ সময়।

তুমি আজ বড় হয়েছো,

ভার্সিটির লাইফ শেষ করে, বড় চাকরি করে,
গাড়ি বাড়ি করে নিজেকে প্রতিষ্ঠিত ভাবছো।

আর দেখোছো যে একজন শিক্ষক আজও সেই ক্লাসে,

সেই কালো বোর্ডের পাশে দাঁড়িয়ে আছে,
স্যারের কোনো উন্নতি নেই।

অথচ,
একবারও ভাবোনি যে তুমি
যে জীবনের জন্য আজ অহমবোধ করছো
সেই আলোকিত জীবনের প্রতিবিম্ব তোমাকে ঐ কালো বোর্ডে সাদা চকেই দেখানো হয়েছিল।

স্যারের হাতের চক ছিল না ওটা,
ওটা ছিল তোমার জীবনগাড়ির হেডলাইট;

সেই আলোতেই তুমি আজ পথ খুঁজে পেয়েছো।

কিন্তু দুর্ভাগ্য হলো এই যে তুমি সেইদিনগুলো অস্বীকার করছো অথবা তোমার ক্যারিয়ারের আলোতে স্যারকেই ঢেকে ফেলেছো।

বড় হও, তবে বেড়ো না।

বাড়তি কোনো কিছুই ইতিহাস কখনো গ্রহণ করেনি।

সেই বোর্ড,
সেই ক্লাস,
সেই চক সকল সভ্যতার চাবিকাঠি।

এই চাবিকাঠি ছাড়া কোনো সভ্যতা আজও আলো দেখেনি।

08/09/2022

ব্যাতিক্রমী একটি নাতে রাসূল (সাঃ)

Address

Uttar Khan

Telephone

+8801764194376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nizam Uddin Majumdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nizam Uddin Majumdar:

Videos

Share