3rd class

3rd class Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 3rd class, Video Creator, kallyanpur busstand, dhaka, Dhaka.

04/10/2024

পিলিচ কেও পেমের পস্তাব দিয়েন না"
বয়সটা টাকা কামানোর ফাইচলামির না!

কেন উত্তরবঙ্গ বন্যায় ডুবে গেলে অন্ধ হয়ে যাও বাংলাদেশ??
29/09/2024

কেন উত্তরবঙ্গ বন্যায় ডুবে গেলে অন্ধ হয়ে যাও বাংলাদেশ??

31/08/2024

"September" মাসে যাদের জন্ম তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও আনন্দে কাটুক আপনার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত! এটাই আমাদের প্রত্যাশা! ❤️

আজকে যারা এই মানুষগুলো নিয়ে আজে বাজে কথা বলেন তাদের বলি,  যারা এই রিকশা চালিয়ে সংসার,  পরিবার,  ছেলে-মেয়েদের পড়ালেখার খর...
26/08/2024

আজকে যারা এই মানুষগুলো নিয়ে আজে বাজে কথা বলেন তাদের বলি, যারা এই রিকশা চালিয়ে সংসার, পরিবার, ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ চালায় তারা সবাই কারো না কারো বাবা, আর এই দুই পা দিয়ে রিকশা টানার যে কত কষ্ট যে চালায় সেই বুজে। দিনে ৩০০ টাকা ইনকাম করে ২০০টাকা মালিককে দিলে সেই হতভাগ্য রিকশাচালক খাবে কি, বাসায় দিবে কি, সেভিংস করবে কি, যেখানে এই শহরে একবেলা ভাতের হোটেলে ভর্তা ভাত খেলেও ৫০টাকা বিল আসে, সেখানে এক মানুষ ভর্তা ভাত খেয়ে কতদিন পা দিয়ে রিকশা টানবে, শহরের অলিতে গলিতে বের হয়ে দেখতে পারবে কত বয়স্ক লোক রিকশা নিয়ে বের হয়ে বসে আছে চারটা ভাত কিনবো, পরিবারকে খাওয়াবে বলে। পরিশেষে একটা কথাই বলার এরা যেই কাজই করুক , তারা কেউ কারো না কারো বাবা, so be respect your father 🙏🙏

বোট আছে কিন্তু ৩০ হাজার টাকা ভাড়া চাচ্ছে। এরচেয়ে কমে বোট দিচ্ছে না। সো জিগাইতে আইসেন না কেন এই জাতির কপালে এত দূর্ভোগ! 😅
24/08/2024

বোট আছে কিন্তু ৩০ হাজার টাকা ভাড়া চাচ্ছে। এরচেয়ে কমে বোট দিচ্ছে না। সো জিগাইতে আইসেন না কেন এই জাতির কপালে এত দূর্ভোগ! 😅

23/08/2024

উত্তরবঙ্গ কি সব সময়ই অবহেলিত 🙏🙏 প্রশ্ন থাকলো আপনাদের কাছে,?? উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের মানুষ কি দেশের মানুষের কোন উপকারে আসে না.???

23/08/2024

আহ! দম বন্ধ হয়ে মৃ-ত্যু বরণ কতটা কষ্টের।
আল্লাহ আপনি মেহেরবান আপনি দয়ালু।

My mood on Friday.কাজী অফিস এদিকে!
16/08/2024

My mood on Friday.
কাজী অফিস এদিকে!

15/07/2024

একদিকে দুষ্ট কোকিলের জ্বালা অন্যদিকে ঢাকায় কক্সবাজারের ফিল পাওয়া যাচ্ছে 😒🐸💃

এক বুড়ি বরিশালের বাসে উঠেছে !বাসে উঠেই সে হেল্পারকে বলল, ফরিদপুর আইলে আমারে কইয়েন !🙄হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আ...
29/06/2024

এক বুড়ি বরিশালের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ফরিদপুর আইলে আমারে কইয়েন !🙄
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ফরিদপুর আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।🫢
এদিকে বাস চলতে চলতে ফরিদপুর ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।🙄
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ফরিদপুরের কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।😳
তো বাস আবার ঘুরিয়ে ফরিদপুর এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ফরিদপুর আইছে
আপনে নামেন !🥴
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু ক্যা !
মুই যামু বরিশাল ডাক্তার মোরে ডাহাত্তন (ঢাকা) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ফরিদপুর গিয়া আরেকটা খাইতে !মুই এখন ট‍্যাবলেট খামু! পানি দে !
মজার মজার সব গল্প পেতে page টি ফলো দিয়ে রাখুন --

ইচ্ছে করে হারিয়ে যাই আবার ছেলেবেলাতেআবার গিয়ে মেতে উঠি ছোট্টবেলার খেলাতে।ইচ্ছে করে আবার আমি গাঙ্গে গিয়ে নৌকাবাইহারিয়...
28/06/2024

ইচ্ছে করে হারিয়ে যাই আবার ছেলেবেলাতে
আবার গিয়ে মেতে উঠি ছোট্টবেলার খেলাতে।

ইচ্ছে করে আবার আমি গাঙ্গে গিয়ে নৌকাবাই
হারিয়ে যাওয়া পুতুলটারে আবার এনে বউ সাজাই।

সাত সকালে সবাই মিলে আবার গিয়ে ফুল তুলি
ফাঁদ পাতিয়া ধরি বনের ময়না টিয়া বুলবুলি।

ইচ্ছে করে আবার গিয়ে ঘুড়ির সুতায় ধার লাগাই
ইচ্ছে করে আবার গিয়ে বৃষ্টি ভিজে আম কুড়াই।

ইচ্ছে করে আবার গিয়ে সবাই মিলে স্কুল পালাই
আবার গিয়ে কঞ্চি দিয়ে লাঙ্গল জোয়ান মই বানাই।

ইচ্ছে করে গাড়ি বানাই তাল সুপারির ডাল দিয়ে
পুতুল খেলার ঘর বাঁধি সেই কলাপাতার চাল দিয়ে।

ইচ্ছে করে আবার গিয়ে শাপলা তুলি দল বেঁধে
সবাই মিলে নাচি পায়ে শাপলা ডাটার মল বেঁধে।

ইচ্ছে করে গাঙ্গে আবার বড়শি ফেলি জালটানি
ইচ্ছে করে মায়ের মধুর সেই বকা সেই গাল শুনি।

আজকে আমি হারিয়ে যাব সেই সে মধুর শৈশবে
আর কে যাবি আমার সাথে আয় রে তোরা আয় সবে।

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা। আজ সন্ধ্যায় রাজধানীর আরামবাগ থেকে পারমানবিক রিক্স...
20/06/2024

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা। আজ সন্ধ্যায় রাজধানীর আরামবাগ থেকে পারমানবিক রিক্সায় করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

তাদের এই মহাকাশ যাত্রাটি স্পনসর করেছে সিঙ্গাপুর পরিবহন লিঃ 😎

19/06/2024

বিশ্বে সবচেয়ে ধনীদেশের তালিকার মধ্যে আমেরিকার পরেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পাশের দেশ বরিশাল!😍

দেশের নাম: ইউনাইটেড স্টেট অফ বরিশাল (USB)😱
রাজধানী:বাকেরগন্জ😳
জাতীয় পর্যটন কেন্দ্র: কুয়াকাটা সমুদ্র সৈকত🥰
বানিজ্যিক রাজধানী: পটুয়াখালী 🙂
আয়তন: ২৭৯০.৫১বর্গ কি.মি.
ভাষা: বরিশাইল্লা😁
জনসংখ্যা:‌ ৩,২৮,২৭৮ জন🙄
মুদ্রার নাম: টাহা 🥴
জাতীয় সংগীত: ন্যাভাই, বরিশাল, বরিশাল,
মোগো বরিশাল।
মোগো দেশে বইয়া গেছে
একছের নদী-খাল।☺️
জাতীয় যানবাহন: লঞ্চ ⛴️
জাতীয় পাখি: হালিক (শালিক)🐦
জাতীয় পশু: গরু, ছাগল🐂🐐
জাতীয় খেলা: বিপরীত লিঙ্গের মন নিয়ে খেলা 😶
জাতীয় মাছ: পুডি, টাহি, টেংরা, নদীর পাঙ্গাশ🐟
জাতীয় ফুল: হাপলা, শিমুল,🌷
জাতীয় ফল: আমড়া, গইয়া🥭
জাতীয় খাবার: বিস্কি (এক ধরনের মিষ্টান্ন)🫘
জাতীয় ডায়লগ: এ মনু ডাইলে লবণ দেছো না দেবা 🍚
জাতীয় উপাধি: বরিশাইল্লা😁

বিঃদ্রঃ 👉👉একটা share করে অন্যকে দেখার সুযোগ করে দিন ।

গণিতবিদ আল খাওয়ারিজমিকে নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল! তিনি জবাবে বলেছিলেনঃ· নারী যখন দ্বীনদার তখন তার মান ১!· এর সাথ...
16/06/2024

গণিতবিদ আল খাওয়ারিজমিকে নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল!
তিনি জবাবে বলেছিলেনঃ

· নারী যখন দ্বীনদার তখন তার মান ১!
· এর সাথে যখন সৌন্দর্য যোগ হয়, তখন এক এর সাথে একটা শূন্য যুক্ত হয়! ফলে মান হয় ১০!
· এরপর যখন সম্পদ যোগ হয়, তখন এর সাথে আরেকটা শূন্য যুক্ত হয়ে মান হয় ১০০!
· সর্বশেষ, যখন উপর্যুক্ত তিনটির থেকে তার বংশমর্যাদা যোগ হয়, তখন এক সাথে আরও একটি শূন্য যুক্ত হয়ে তার মান দাঁড়ায় ১০০০!

কিন্তু যখন থেকে এক নাম্বারটা (দ্বীনদারী) চলে যায়, তখন তার মান শূন্য ছাড়া আর কিছুই বাকী থাকে না!

যে নিজেকে কন্ট্রোল করতে পারে না,,  সে কখনো মানুষ হতে পারে না 🙂 তাকে পশুর সাথে তুলনা করতেও বাদবে না আমার,  পশুও জানে
12/06/2024

যে নিজেকে কন্ট্রোল করতে পারে না,, সে কখনো মানুষ হতে পারে না 🙂 তাকে পশুর সাথে তুলনা করতেও বাদবে না আমার, পশুও জানে

11/06/2024

জিন্স প্যান্টের সাথে হিজাব পরা যে কথা আর বিসমিল্লাহ বলে গাজা খাওয়া একই কথা,

সময় থাকতে সাবধান

Address

Kallyanpur Busstand, Dhaka
Dhaka

Telephone

+8801319154695

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3rd class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 3rd class:

Videos

Share

Category

Nearby media companies