Nirjhar - নির্ঝর

Nirjhar - নির্ঝর Endless love for everyone !

কারো পতনে আনন্দ প্রকাশ করো না। কেননা, ভবিষ্যৎ তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।- হয...
17/01/2025

কারো পতনে আনন্দ প্রকাশ করো না। কেননা, ভবিষ্যৎ তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।
- হযরত আলী রা.

https://youtu.be/B1Ixw5HRGyc?si=bEAGSTod1EDbaI5_
16/01/2025

https://youtu.be/B1Ixw5HRGyc?si=bEAGSTod1EDbaI5_

মায়ের কোলে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি। বিড়াল বাচ্চারা মায়ের কোলেই আহার ও নিদ্রায় রয়েছে।

মন খারাপ, ভাল লাগেনা, হতাশা বা বিষণ্নতা সম্পর্কিত কিছু কথা :বিষণ্নতা এমন একটি রোগ, যে রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেগ-অনুভ...
16/01/2025

মন খারাপ, ভাল লাগেনা, হতাশা বা বিষণ্নতা সম্পর্কিত কিছু কথা :

বিষণ্নতা এমন একটি রোগ, যে রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেগ-অনুভূতি এবং চিন্তা-চেতনার ব্যাপক পরিবর্তন হয়। সব সময় তারা পৃথিবীকে অশান্তিময় মনে করেন এবং দীর্ঘমেয়াদি মন খারাপ ভাব বিদ্যমান থাকে। বিষণ্নতা মানসিক রোগগুলোর মধ্যে অত্যন্ত সাধারণ এবং ধ্বংসাত্মক একটি রোগ। কারণ এ রোগে আক্রান্ত ব্যক্তি জীবন চলার ক্ষেত্রে পিছিয়ে পড়ে এবং কোনো কোনো রোগী অবলীলায় আত্মহত্যার মাধ্যমে মুক্তি পেতে চেষ্টা করে এবং কখনো কখনো সফল হয়। তাই আর কিছু দিনের মধ্যেই হয়তো বিষণ্নতা রোগটি পৃথিবীতে এক নম্বর ‘কিলার ডিজিজ’ হিসেবে পরিচিতি পাবে।

যে কোনো সময়ে যে কেউ বিষণ্নতা রোগে আক্রান্ত হতে পারে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে শতকরা ১০০ ভাগ রোগীই ভালো হয়ে যেতে পারে। এ রোগটির স্থায়িত্বকাল স্বল্প সময় থেকে দীর্ঘ সময় পর্যন্ত হতে পারে। মাত্রায় এর আবার রকমফের হয়, যা কম মাত্রা থেকে দীর্ঘ মাত্রায় হতে পারে।
মানুষের জীবন সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না, ভালো লাগা, মন্দ লাগা প্রভৃতি নিয়েই গঠিত। যারা সুস্থ স্বাভাবিক ব্যক্তি তারা তাদের প্রতিদিনের এই সুখ-দুঃখ, আনন্দ-বেদনা প্রভৃতি বিষয়গুলো খুব সহজেই ম্যানেজ করে চলতে পারেন। কিন্তু যারা বিষণ্নতা রোগে ভোগেন তারা এগুলো সহজে ম্যানেজ করে চলতে পারেন না। কারণ বিষণ্নতা রোগটি ব্যাপকভাবে তাদের মন এবং মস্তিষ্ককে আক্রমণ করে। ফলে তারা চিন্তা-চেতনা, আনন্দ-বেদনা, আবেগ-অনুভূতি প্রভৃতির স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে। দেখা যায়, কোনো আনন্দদায়ক কাজে এরা আনন্দ পাচ্ছে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। উল্লেখ্য, আরেকটি বিষয় হচ্ছে, এ রোগে আক্রান্ত ব্যক্তির মনোযোগ বা কাজকর্মের দক্ষতা আগের চেয়ে অনেক কমে যায়। এ রোগে আক্রান্ত ব্যক্তির জীবন ক্রমান্বয়ে দুর্বিষহ হয়ে পড়ে। বিষণ্নতা রোগে যিনি ভুগছেন তিনিই জানেন কী অবর্ণনীয় কষ্ট তার মন, মস্তিষ্ক তথা সমস্ত শরীরে হয়। এটি ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। আমাদের দেশের প্রেক্ষাপটে এসব রোগীর জীবন আরো বেশি যন্ত্রণাদায়ক হয়ে থাকে। মানসিক রোগ সম্পর্কে অজ্ঞতা, সচেতনতার অভাব, অশিক্ষা-কুশিক্ষা ও কুসংস্কার এর জন্য দায়ী। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এসব রোগীকে ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে যারা (ওঝা, ফকির, কবিরাজ, দরবেশ) চিকিৎসা করে থাকেন তাদের শরণাপন্ন হতো। এতে রোগীর কোনো কাজ তো হয়-ই না বরং সময় নষ্ট হয় এবং বিভিন্ন অপচিকিৎসায় রোগীর কষ্ট আরো অনেক বেড়ে যায়। একজন মনোচিকিৎসক বা মানসিক রোগবিশেষজ্ঞই পারেন বিষনণ্তায় আক্রান্ত রোগীকে আবার সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।

বিষণ্নতা রোগের কারণ :

অনেক কারণেই বিষণ্নতা রোগটি হতে পারে। উল্লেখযোগ্য হচ্ছে­ পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, পারিপার্শ্বিকতার চাপ, বংশগত, অত্যাধিক মানসিক চাপ, বেকারত্ব, প্রেম সংক্রান্ত জটিলতা, যৌন সমস্যা, আর্থিক সমস্যা প্রভৃতি। অনেক শারীরিক রোগের কারণেও এ রোগ হতে পারে।

বিষনণ্নতা রোগের উপসর্গ :

দীর্ঘমেয়াদি অশান্তিবোধ, দুর্বিষহ জীবন, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের অভাব, চিন্তা করতে না পারা, মনোযোগ দিতে না পারা, খিটখিটে মেজাজ, অরুচি বা রুচি বেড়ে যাওয়া, হজমের গণ্ডগোল, যৌনতা সম্পর্কে উৎসাহ কমে যাওয়া, মাথাব্যথা, আত্মবিশ্বাসের অভাব ও স্বাস্থ্যহীনতা, সব কিছু হারানোর ভয়, নিজেকে অপরাধী ভাবা, সারাদিন বিষণ্ন অনুভূতি, কাজ-কর্মের ধীরগতি, সিদ্ধান্ত নিতে না পারা, অস্থিরতা বা স্থবিরতা, মৃত্যু চিন্তা আসা, সব সময় মনে হয় এই মৃত্যু হবে, আত্মহত্যার চিন্তা করা বা আত্মহত্যার চেষ্টা চালানো প্রভৃতি।

বিষণ্নতা রোগের চিকিৎসা :

বিষণ্নতা রোগটির বর্তমানে অনেক নতুন ওষুধ আবিষ্কার হওয়ার ফলে চিকিৎসা ব্যবস্থাপনা সহজ হয়েছে ও রোগ নিরাময় দ্রুততর হয়েছে। মনোচিকিৎসকরা নিশ্চিত করেই বলেছেন, বিষনণ্নতা রোগে আক্রান্ত রোগীর শতকরা ১০০ ভাগই ভালো হয়ে যায়। মনোচিকিৎসকরা প্রথমেই বিষণ্নতা বিরোধী ওষুধ একটি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ধরে খাওয়ার পরামর্শ দেন। সাধারণত এই জাতীয় ওষুধ খাওয়ার ২১ দিনের মাথায় উন্নতি পাওয়া যায়। মনোচিকিৎসকরা রোগীর উন্নতি পর্যবেক্ষণ করে ওষুধের ডোজ ধীরে ধীরে কমিয়ে পরে তা বন্ধ করে দেন। এ ছাড়া প্রয়োজনে সাইকোথেরাপি, আলো থেরাপি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি প্রভৃতি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলেন। তাই বিষনণ্নতায় আক্রান্ত রোগীকে মনোচিকিৎসকের পরামর্শক্রমে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করতে হবে।

15/01/2025

পরিশ্রম যে ধরনেরই হোক, তার একটা মূল্য আছে।
- টমাস মিডলটন।

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মে জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই প...
14/01/2025

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মে জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।

13/01/2025

একদিন, হৃদপিণ্ডটা থেমে যাবে। সুন্দর দেহটা নিথর হয়ে পড়ে থাকবে।

শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো... "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে, তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়...
08/01/2025

শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো... "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে, তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ?" আসলে ভালবাসার কোন বয়স হয়না, আপনি যে কাউকেই ভালবাসতে পারেন।

যা হচ্ছে না, ভবিষ্যতে তারচেয়ে ভালো কিছু হতে পারে। কারণ, সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা হয়, তা সবসময়ই মঙ্গলময়। 🙂
04/01/2025

যা হচ্ছে না, ভবিষ্যতে তারচেয়ে ভালো কিছু হতে পারে। কারণ, সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা হয়, তা সবসময়ই মঙ্গলময়। 🙂

প্রেম-ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো ভাষা নাই, নির্দিষ্ট কোনো ভাব, ভঙ্গি নাই।
02/01/2025

প্রেম-ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো ভাষা নাই, নির্দিষ্ট কোনো ভাব, ভঙ্গি নাই।

https://youtu.be/ms6qqZKKrMU?si=GknTUjghs7svB1Ke
11/12/2024

https://youtu.be/ms6qqZKKrMU?si=GknTUjghs7svB1Ke

কবিতার নাম : প্রতিবাদ। কবি : মেশকাত হোসেন ঈসা। আবৃত্তি : মেশকাত হোসেন ঈসা। ১০ বছরের শিশুর লেখা কবিতা ও আবৃত্তি।

09/12/2024

এক আল্লাহ'ই আমার জন্য যথেষ্ট।

https://youtu.be/WDxiY_RRou4?si=qrFRw6ZGsnr6Ae6V
07/12/2024

https://youtu.be/WDxiY_RRou4?si=qrFRw6ZGsnr6Ae6V

১০ বছরের শিশুর লেখা কবিতা ও আবৃত্তি।কবিতা : শৈশবের স্মৃতি। কবি : মেশকাত হোসেন ঈসা।আবৃত্তি : মেশকাত হোসেন ঈসা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nirjhar - নির্ঝর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category