নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস

নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস ★•••হেথা সবে সম পাপী।
আপন পাপের বাটখারা
দিয়ে অন্যের পাপ মাপি!•••★

03/12/2024

হাজারো সিঙ্গেল সিনিয়রদের দুঃস্বপ্ন🤧

03/12/2024

কুয়াশা উৎসব কি হবে এবার?🥱

ভার্সিটির বাসের প্রথম ১০ টা সিট মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সেটা কয়জন মানে??বাস ছাড়ার আগেই জুনিয়র প্রথম লাইন দ...
02/12/2024

ভার্সিটির বাসের প্রথম ১০ টা সিট মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সেটা কয়জন মানে??
বাস ছাড়ার আগেই জুনিয়র প্রথম লাইন দখল করে থাকে, তারপরেও একদল বলবে ১০ টা সিট সিনিয়রদের সম্মানার্থে রাখা।
আজকে ৩:১৫ এর বাসে উঠার পর দেখলাম প্রথম সিটে ১৫ ব্যাচের LGUD (প্রীতি) বসে আছে।
যখন জিজ্ঞেস করলাম মাস্টার্সের সিটে কেন। মেয়ে দিলো লেম এক্সকিউজ। আমি তার পাশে দাড়িয়ে যাচ্ছিলাম। মাঝপথে সে নামবে, আমি তাকে বললাম সিটা টা রাখতে। সে নেমে যাওয়ার সাথে সাথে তারই ডিপ্টের বন্ধু Ismail Sirajy সেই সিটে বসে। আমি বললাম এই সিট ওই মেয়ে নামার আগেই বলে রেখেছি। এই ছেলে সিট ছাড়েনি, উল্টা লজিক দেখাইছে। এই ছেলে আবার কোচিং চালায়🙄 যার নিজের মাঝেই কোন mannerism নাই। আমার পাশে এক আপু সব কিছু দেখে উনি কিছু কথা শুনালে ওই ছেলেকে। এই ছেলের আবার গন্ডারের চামড়া। একটু পর আরেক সুপুরুষ আবার ওই সিটে বসে চিল্লায় বলে "আমি কিন্তু মাস্টার্সের" জনৈক ভাই আপনার খাবারে আয়েডিনের যথেষ্ট অভাব রয়েছে, আপনি বোধহয় আয়োডিন যুক্ত লবণ খান না।

কিছু বেয়াদব জুনিয়র মাস্টার্স না উঠেই এই সিটের সুবিধা নিবে। আর আমরা ক্যাম্পাসের মোস্ট সিনিয়র হয়েও বাসে ঝুলে ঝুলে যাব।

©Munmun Ahmed Mimu

02/12/2024

বাসে সিট রাখার কালচার বাদ দিতে হবে। মাস্টার্সের ভাইদের জন্য প্রথম ১০টি সিট খালি রাখুন। ভদ্রতা বজায় রাখুন।

 ❣️🤣
02/12/2024

❣️🤣

সিনিয়র ভাই যখন জুনিয়র মেয়ের প্রেমে পড়ে😹
02/12/2024

সিনিয়র ভাই যখন জুনিয়র মেয়ের প্রেমে পড়ে😹

01/12/2024

বঙ্গবন্ধু হলের দুপুরের খাবার খাওয়া পর বন্ধুর অবস্থা😹

Night View  ❣️
30/11/2024

Night View ❣️

30/11/2024

ছাত্রলীগ নেত্রী তৃমা মীর্জা আপুর কয়েকটা স্ক্রিনশট এসেছে। আপু একটু আমাদের নিশ্চিত করেন এটা এডিট করা নাকি সত্যি।🤐🥱

কোন বিশ্ববিদ্যালয়?
29/11/2024

কোন বিশ্ববিদ্যালয়?

ছাত্রলীগের কারখানা।
29/11/2024

ছাত্রলীগের কারখানা।

কে এই রাসেল?শুনেছি সে স্থানীয়। স্থানীয় পাওয়ারে দাপটে চলে সবসময়। রিয়েল সরকারের সময় ছাত্রলীগ করতো। পরে রুপ পাল্টিয়ে বৈষম্য...
29/11/2024

কে এই রাসেল?

শুনেছি সে স্থানীয়। স্থানীয় পাওয়ারে দাপটে চলে সবসময়। রিয়েল সরকারের সময় ছাত্রলীগ করতো। পরে রুপ পাল্টিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পর সমন্বয়ক দাবি করে। এরপর ছাত্রদলে যোগদান করতে চায়। আগে ছাত্রলীগ করায় ছাত্রদলে জায়গা পায়না। এরপর যোগ দেয় ছাত্র শিবিরে। অনিয়ম করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ারও অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জুনিয়র মেয়েদের ধর্ষণ করারও হুমকি দেওয়ার কথা শুনা গেছে। সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

27/11/2024

বাংলাদেশে বন্ধ করা হল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হল সম্প্রচার।‼️💥

ফিলোসোফি ডিপার্টমেন্টের আজকের সংঘাতের মূলহোতা পারভেজ-১৪ ব্যাচ, প্রান্ত-১৪ ব্যাচ,শান্ত-১৪ ব্যাচ।বিশ্ববিদ্যালয়ের শুরুতেই এ...
27/11/2024

ফিলোসোফি ডিপার্টমেন্টের আজকের সংঘাতের মূলহোতা পারভেজ-১৪ ব্যাচ, প্রান্ত-১৪ ব্যাচ,শান্ত-১৪ ব্যাচ।

বিশ্ববিদ্যালয়ের শুরুতেই এরা রিয়েল সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতি করে আসছে।

ছাত্রলীগের রাজনীতি করে এমন কোনো অপকর্ম নেই যা করে নাই তারা।

নিজ ডিপার্টমেন্টে এতোটাই আধিপত্য ছিলো যে শিক্ষকরাও এদের সাথে মিশে চলতে হয়েছে।

জুনিয়রদেরকে রাজনৈতিক প্রোগ্রামে যাওয়ার জন্য প্রথমে প্রেশার,এরপরই মারধর। কেউ ভয়ে মুখ খুলতো না।

রিয়েল সরকারের গুন্ডা বাহিনী যেকজন সদস্য ছিলো এর মধ্যে পারভেজ,শান্ত অন্যতম।

পারভেজের বাড়ি ফরিদপুর হওয়ার সে শেখ হাসিনা এলাকার লোক বলে ক্যাম্পাসে মাস্তানি করে বেড়ায়।

এই পারভেজই একাধিক নারী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্ক তৈরির পর প্রতারণা করে আরেক নারীর সাথে সম্পর্ক তৈরি করে। ক্যাম্পাসে এই পর্যন্ত তিন নারী শিক্ষার্থীর সাথে প্রেমের নামে প্রতারণা করেছে। তাদেরকে সামনে আনার প্রক্রিয়া চলমান।

এসবের শেল্টার দিতো রিয়েল সরকার।



নিজের ডিপার্টমেন্ট বাদেও বিভিন্ন ডিপার্টমেন্টে সুন্দরী শিক্ষার্থীদের টার্গেট করে বিভিন্ন অকথ্য আলোচনা হতো রিয়েল সরকারের চেম্বারে (অডিও রেকর্ড পোস্ট আছে)।

এই পারভেজই রিয়েল সরকারের কমিটির পর গাজা খেয়ে রাত ১২ টায় ফার্স্ট গেইটে সবার সামনে মাতলামি করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এসব অপরাধীদের চিহ্নিত করে আইনানুযায়ী শাস্তি প্রদান করার জন্য।

ক্যাম্পাসের সুশৃঙ্খল,স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ফ্যাসিস্ট হাসিনার দোষরা।

ইনবক্স থেকে প্রাপ্ত...

আমাদের ব্যাচের সকলেই বিশ্ববিদ্যালয়ের ১ম গেইটের দিকে যাওয়ার সময় আমাদের ওপর বিভাগের অন্যান্য ব্যাচের নিষিদ্ধ সংগঠন ছাত্রলী...
27/11/2024

আমাদের ব্যাচের সকলেই বিশ্ববিদ্যালয়ের ১ম গেইটের দিকে যাওয়ার সময় আমাদের ওপর বিভাগের অন্যান্য ব্যাচের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রাক্তন কর্মী ও চিহ্নিত ক্যাডাররা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ব্যাচের সকল রাসেল, রাকিব, আদিবসহ ব্যাচের অন্যান্যরা রক্তাক্ত হয়। মূলত পূর্ব ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ব্যাচের রাসেল সহ অন্যান্যরা আন্দোলনে আমাদের সম্পৃক্ত হওয়ার কারনে ছাত্রলীগে নেতাদের আক্রমণের শিকার হয়।----ভুক্তভোগী

দ্রুতই হামলাকারীদের নাম প্রকাশ করা হবে।

27/11/2024

ফিলোসোফি বিভাগের দুই গ্রু*পে*র মধ্যে মারা*মারি। উস্কানিদাতা আসলে কারা?🙄

25/11/2024

বিশ্ববিদ্যালয়ে দুই প্রেমিক-প্রেমিকার মা*রা*মা*রি। হায়রে প্রেম! প্রেম মানুষকে কোথায় নিয়ে যায়! প্রশাসন কোথায়?🥲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share