Motaleb Hossen

Motaleb Hossen Trying to do something different

06/09/2023

টিউশন যেহেতু নিচ্ছেন না, মজা নিন!

চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব!

"ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??
চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।

ম্যাজিস্ট্রেট: তার মানে??
চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো,"*আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে*।"
ভাবলাম আমিই বা বসে থাকি কেনো?? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: তারপর??
চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- *এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে*। সাথে সাথে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!!
চোর: ঘরে ঢুকেই শুনলাম- *ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে*। বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- *এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল*।
কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- *আজি দখিন দুয়ার খোলা*।

পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!!
ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন??
চোর: *এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও*।

ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে??
চোর: *ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে*??"

(সংগৃহিত)

Congratulations to Adamjee Cantonment College for achieving outstanding results in the HSC 2022 exam! I'm immensely prou...
08/02/2023

Congratulations to Adamjee Cantonment College for achieving outstanding results in the HSC 2022 exam! I'm immensely proud of all the students for their hard work and dedication, which have resulted in such a fantastic outcome. I appreciate the tons of hard work and commitment you have put in to achieve such amazing results. Your junior fellows will undoubtedly be inspired by your enthusiasm and achievements and I wish you all the best for your future endeavors.

👉 Appeared: 2,403
👉 Passed: 2,403 (100%)
👉 GPA 5: 2,274 (94.63%)

The UAE braces for another day of unstable weather, with residents in different parts of the emirates waking up to a rai...
27/01/2023

The UAE braces for another day of unstable weather, with residents in different parts of the emirates waking up to a rainy Friday morning.
But I'm feeling pretty good although it's unstable weather.

Last several years I've experienced a lot of failure stories, sadness, and awful situations in my life. 2022 was the mos...
31/12/2022

Last several years I've experienced a lot of failure stories, sadness, and awful situations in my life. 2022 was the most wretched of all those years.
Yet I'd like to say that, The days that have existed were the most tremendous and memorable moments in my life. Don't know how many awful circumstances and experiences have to overcome in my future life.

All of you guys, my friends and family, and my neighbors, my associates just pray for me to Almighty Allah that I can prevail from any kind of dreadful circumstances of my fate in the future.

May Allah bless all of you dudes. Wishing you all a blessed new year.

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন*...
22/09/2022

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন!❤

16/09/2022

রাস্তা ঘাটে কত মানুষ না খেয়ে মরে।কারো থাকার মতো একটুকরো জায়গা নেই।কতো মানুষ ঢাকা মেডিক্যাল এর বারান্দায় বসে মৃতপ্রায় স্বজনের চিকিৎসার জন্য কেঁদে বুক ভাসাচ্ছে।কত মানুষ প্রাইভেট হাসপাতালের বকেয়া পরিশোধ করতে পারেনা বলে স্বজনদের লাশ নিয়ে দাফন করতে পারতেছেন না।ক্ষমতার দাপটে কতো মানুষের ভিটে মাটি কেঁড়ে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা।দালালদের খপ্পরে পড়ে কতো মানুষ হারাচ্ছেন তার শেষ সম্বল টুকুনও।বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য কতো তরুণ যোদ্ধারা আত্মহত্যার মতো ঘৃণ্য পথ বেছে নিচ্ছে।
এইসব কিছু সোনার বাংলাদেশের সোনালি সাংবাদিকদের চোখে পড়ে না।তারা পরিমনি আর মাহি কিভাবে মা হচ্ছে, কেন তারা মা হচ্ছে, কবে হচ্ছে, কার জন্য হচ্ছে ইত্যাদি এইসব নিয়ে পড়ে আছে।আসলে এদের মনে হয় খেয়ে দেয়ে কাজ নাই, কোন রকমে মাসটা শেষ করে বেতন পাওয়ার জন্য।

তাই বলে যে ভালমানের কোন সাংবাদিক নাই তা বলছি না।তবে তাদের সংখ্যা নিতান্তই হতাশা জনক।

আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন।আমিন।
সবার জন্য দোয়া ও ভালবাসা রইলো

Address

North Kafrul
Dhaka
1206

Telephone

+8801915265284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motaleb Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies