Samia Khan

Samia Khan We are making video for public viewers .And we love to make video. I hope you enjoy our video.

Mpire makes video for public viewers.We makes video that’s very informative for each and every types of people. We hope you guys stay with us and make sure to like our Page and our YouTube Channel.

06/04/2024
টাকা ইনকাম করতে পুরুষ রা ক্লান্ত হলেও টাকা খরচ করতে ক্লান্ত হচ্ছে না নারী রা!
04/04/2024

টাকা ইনকাম করতে পুরুষ রা ক্লান্ত হলেও টাকা খরচ করতে ক্লান্ত হচ্ছে না নারী রা!

ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে মাদকের জন্য অত...
04/04/2024

ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!

২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে মাদকের জন্য অতিষ্ট হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার পর বাবা নামের ওই মানুষটির কতোই-না আকুতি!

বুধবার (৩ এপ্রিল ২০২৪) ভোরে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর এলাকায় ছেলে কাউসারের মরণছোবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে বাবার পাশের রুমে গভীর ঘুমে থাকা ছেলেকে কুড়াল দিয়ে কোপাতে থাকেন। কুড়ালের আঘাতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না, আর কোপ দিওনা, আমি আর নেশার টাকা চাইমু না তোমগোর কাছে!

আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল দিয়ে কোপানী থেমে যায় মুহূর্তেই। রক্তাক্ত ছেলেকে আপন করে কোলে জড়িয়ে ধরে হাউ-মাউ করে কাঁদতে থাকেন বাবা নামের ওই মানুষটি। কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন, কলিজার টুকরো, মানিক-রতন। কিন্তু শেষরক্ষা হয়নি। ততোক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য।

আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন, আপনি পালিয়ে যান, পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার ফাঁসি হবে, কারোর কথা-ই শুনছেন না বাবা। বাবা বলছেন, আমার বাবাডারে আমি অনেক ভালোবাসি। আমার বাবাডারে ছাইড়া আমি কই যামু, আমার আর বাইচ্চা থাইক্কা লাভ নাই! ছেলের লাশের কাছে বসে বাবার এমন আকুতি আর্তনাথে আশপাশের মানুষজনরা চোখের পানি ধরে রাখতে পারেনি!

ঠিক এমন সময় পুলিশ হাজির। ছেলের মৃত্যু শোকে বাবা হাউ-মাউ করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইছি, নেশার টাকা জোগাড় কইড়া দিতে না পারায়। আমারে জেল দেন, ফাঁসি দেন। আমারে থানায় লইয়া যান!

এ সময় নিজ ইচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউ-মাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন- বাবা তোমারে আমি মারতে চাই নাই! তোমারে আমি কথা দিয়া গেলাম, সরকারের আদালতে গিয়া আমি কমু আমার বাবাডার হত্যাকান্ডের বিনিময়ে হলেও যেন দেশে মরননেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার!

বাবা আমার খুব কষ্ট লাগতাছে, বাবা আমার বুকটা ছিড়া যাইতাছে তোমার লেইগা। তোমারে কই পামু আমি বাবা। তোমারে ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকমু একলা একলা? পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমন সব কথা আর দুই চোখ ভরা কান্নায় কেঁদেছেন উপস্থিত সবাই...
Collected

নিম পাতা চিবিয়ে খাইলেও যে তিতা বাইট্টা খাইলেও একই তিতা 🙂 (২)
03/04/2024

নিম পাতা চিবিয়ে খাইলেও যে তিতা
বাইট্টা খাইলেও একই তিতা 🙂 (২)

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! এযে কতবড় আত্মত্যাগ!!অন্য কোনো দেশ হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো, জাতীয় স...
03/04/2024

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! এযে কতবড় আত্মত্যাগ!!অন্য কোনো দেশ হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো, জাতীয় সংসদে তাকে দাড়িয়ে সম্মান জানাতো।রাস্ট্র তার পরিবারকে পুরস্কৃত করত, কিন্তু এখানে কিছুই হলোনা। মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এই খবরটাকে পাশ কাটিয়েই গেলো।গোপালগঞ্জের ছোট্ট কিশোর অবৈধভাবে বিমানবন্দরের নিরাপত্তা বেস্টনী পেরিয়ে প্লেনে উঠলো এই নেগেটিভ খবর বিশাল কাভারেজ পায়। কিন্তু জুবায়ের পেলোনা।
ছবির ছেলেটির নাম জুবায়ের। গাইবান্ধা আদর্শ কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ এর সামনের রেললাইনে সে তাকিয়ে দেখে এক কিশোরী মা তার শিশু সন্তানকে কোলে চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে আছে।মুহুর্তে তার ভালোবাসায় ভরা হৃদয়ে কি এক বোধ সঞ্চারিত হলো। এদের বাঁচতে হবে,বাঁচাতে হবে।তিলবিলম্ব না করে সে চলন্ত ট্রেনের সামনে দাড়ানো মাকে সজোরে ধাক্কা দিলো। মাকে বাঁচাতে পারলোনা। কিন্তু শিশুটি ছিটকে পড়লো রেললাইন থেকে দুরে। মায়ের সাথে সাথে জুবায়েরের দেহটা লৌহদানব ট্রেনের চাকায় তিন টুকরো হয়ে গেলো। তার কলেজ ইউনিফর্মের শাদা শার্টটা রক্তে লাল হয়ে গেলো। আর মানুষের জন্য, সব সৃস্টির জন্য ভালোবাসায় ভরা তার বুকটা ছিন্নভিন্ন হয়ে পড়ে রইলো রেললাইনের উপরে। তোর এ আত্মত্যাগে আমরা গর্বিত বাবা। তুই আমাদের নস্ট দেশের নস্ট খবরে অনেক দিন পড়ে এক আকাশ ভরা সুবাাতাস। তুই ওপারেও ভালো থাকবি। তোকে জানাই লাখো সালাম 🤎🖤
আল্লাহ তুমি জুবায়ের কে জান্নাতের উচু মাক্বাম দান করিও। আমীন।

03/04/2024

বিকাশ নাম্বার দিচ্ছোনা কেন? সালামী কি কবুতরের পায়ে বেঁধে পাঠাবো?...🙂

ভুলে চা'প লেগে পোস্ট হয়ে গেছে!🙂
02/04/2024

ভুলে চা'প লেগে পোস্ট হয়ে গেছে!🙂

[এই সব খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ে না, সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা নিউজই যেন সারাদিন ঘোরপাক খায় সত্যিটা হলো এই দেশে ভালো মানু...
02/04/2024

[এই সব খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ে না, সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা নিউজই যেন সারাদিন ঘোরপাক খায় সত্যিটা হলো এই দেশে ভালো মানুষ এর দাম সবচাইতে নিম্নগামী । ভুয়া নায়ক, ভুয়া ডাক্তার, ভুয়া ইনফ্লুয়েন্সার, ভুয়া নেতা, ভুয়া ভাইরাল টক্সিক টপিক এবং ভুয়া মানুষদের মূল্য অনেক বেশি 🫵🏻]

প্রতিদিনের মতো সোমবার সকালে প্রাইভেট পড়ার জন্য মেস থেকে বের হয়েছিলেন জোবায়ের। রেললাইনের পূর্ব পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা সিজার নামে এক প্রত্যক্ষদর্শী মর্মান্তিক ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে বলেন, একটি ছেলে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে রেললাইন পার হচ্ছিল। হঠাৎ দেখতে পায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মারাগ ট্রেনটি টানা হুইসেল দিচ্ছে আদর্শ কলেজসংলগ্ন মাঝিপাড়া এলাকায় আর এক নারী কোলে থাকা শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ছেলেটি দৌড়ে তাঁদের কাছে যায়। এরই মধ্যে ট্রেনটি সেখানে পৌঁছে গেলে ছেলেটি কোলের সন্তানসহ নারীকে সরানোর জন্য টানাটানি শুরু করে। তার পরই জোবায়ের ও রাজিয়াকে ধাক্কা দেয় ট্রেনটি। তারা দুজন গুরুতর আহত হলেও শিশুটি তেমন আঘাত পায়নি।

স্থানীয়রা তিনজনকেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জোবায়ের ও রাজিয়াকে মৃত ঘোষণা করেন। আর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে দিয়ে দেন …

01/04/2024

মার্কেট করতে যাবো কিভাবে, মেয়েরা ইচ্ছে করে ধা`ক্কা মে`রে বলে sorry ভাইয়া!🙂

01/04/2024

ভুলিনি তোমায় আমি আজও ভুলিনি😅

31/03/2024

জীবনভর 'গালিব' এই ভুলটাই করে গেলো।
ধুলো ছিলো চেহারায়,
অথচ
আয়না পরিস্কার করে গেলো।

~ মির্জা গালিব

29/03/2024

ঈদের শপিং নিয়ে কোনো আগ্রহ না থাকলে বুঝে নিবেন টাকা নাই,
বড় হয়ে গেছিটেসি এগুলো আজাইরা আলাপ। 🙂

28/03/2024

পাঞ্জাবির সাইজের পোস্ট থেকে যা বুঝলাম।

দেশের অধিকাংশ ভি!ক্ষুক ৪২ সাইজের।🙂

তুমি এসে বলে দাও আমি আছি পাশে করোনা কিছুতেই ভয়।.. 💗
28/03/2024

তুমি এসে বলে দাও আমি আছি পাশে
করোনা কিছুতেই ভয়।.. 💗

28/03/2024

যেখানে ভালো থাকবেন সেখানেই চলে যান, আমাদের সমাজ শুধু জ্ঞান দেয় সজ্ঞ না।

জীবনে ভালো থাকাটাই মূল বিষয়, এর বাইরে সব আপেক্ষিক।

"Fairy" Being from the forest found in a patio in Mexico 😳😶আসলেই যদি এমন হতো 🤗😊
28/03/2024

"Fairy" Being from the forest found in a patio in Mexico 😳😶

আসলেই যদি এমন হতো 🤗😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samia Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category