পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া

পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া ❤দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম সম্পর্ক আর কিছুই নেই❤
ইবনে মাজাহ ১৮৪৭ আপনাদের সেবাই আমাদের লক্ষ।

29/11/2025
একটা ভালো লাইফ পার্টনার পাওয়া যেকোনো মেয়ের জন্য   জীবনের শ্রেষ্ঠ  একটা লটারি জেতার মত।
18/11/2025

একটা ভালো লাইফ পার্টনার পাওয়া যেকোনো মেয়ের জন্য জীবনের শ্রেষ্ঠ একটা লটারি জেতার মত।

Ďr.
08/10/2025

Ďr.

একজন পাইলট পাত্রের জন্য  আর্জেন্ট  পাত্রী চাই!Contuct: Inbox e. নাম: Sharhan Razib বয়স:37উচ্চতা :6 fitবৈবাহিক অবস্থা : U...
19/09/2025

একজন পাইলট পাত্রের জন্য আর্জেন্ট পাত্রী চাই!
Contuct: Inbox e.

নাম: Sharhan Razib
বয়স:37
উচ্চতা :6 fit
বৈবাহিক অবস্থা : Unmarried
গায়ের রং:Forsha
শিক্ষা : MBA
পেশা:Pilot , Biman Bangladesh Airlines
পরিবারের সদস্য : Se akai akhon , ma mara jabar por baba abar biye er por theke se akai
বাবার পেশা: businessman
ঠিকানা:London
মোবাইল নং নিজ:+88017113....
মোবাইল নং অভিভাবককের:+8801715......
ছবি ৩ কপি: inbox e.
যেমন জীবনসঙ্গী চাই : valo moner odhikari hote hobe.

Address : Boshundha b block R/A house 307

এই পোস্ট টা ব্যাপক ভাবে শেয়ার হচ্ছে। বাবার কর্মের অদৃশ্য ছায়া পড়তে পারে মেয়ের জীবনেও! মেয়ে সন্তান শুধু তার বাবার নামই ধা...
07/08/2025

এই পোস্ট টা ব্যাপক ভাবে শেয়ার হচ্ছে।
বাবার কর্মের অদৃশ্য ছায়া পড়তে পারে মেয়ের জীবনেও!

মেয়ে সন্তান শুধু তার বাবার নামই ধারণ করে না—অনেক সময় বাবার কর্ম, নৈতিকতা ও অভ্যাসের ছায়াও বয়ে বেড়ায় অদৃশ্যভাবে। বাবার প্রেম, ভালোবাসা, সততা, কিংবা দায়িত্ববোধ ও নৈতিক পথচলা—সবকিছুই অদৃশ্যভাবে মেয়ের জীবনে ছাপ ফেলে।

বাবার জীবনের পথ চলায় যদি কোনো প্রতিশ্রুতি ভাঙার অতীত থাকে, তার প্রতিধ্বনি মেয়ের চোখের জল হয়ে ফুটে উঠতে পারে। যদি কোনো লোভকে প্রশ্রয় দেওয়া হয়, তার প্রতিফলন মেয়ের জীবনের নিরাপত্তাহীনতায় দেখা দিতে পারে।

এটা কিন্তু কোন শাস্তি নয়, এটা এক চক্র—যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যায়, বয়ে আনে অস্থিরতা, দুঃখ আর অপরাধবোধ। তাই প্রতিটি বাবার ‘হিলিং’ জরুরি অর্থাৎ নিজের অন্তরাত্মার শুদ্ধিকরণ প্রচেষ্টা। যা তাকে নিজের জীবন সততার সঙ্গে পরিচালনা করার পাথেয় হয়ে থাকে—কারণ বাবার প্রতিটি পদক্ষেপ মেয়ের হৃদয়েও প্রতিফলিত হয়।

তাই বলি, তুমি একজন এমন মানুষ হও, যেমন মানুষ তুমি চাও তোমার মেয়ের জীবনে আসুক। চক্রটা ভেঙে দাও তার আগেই, যাতে তোমার ভুলের ভার তোমার মেয়েকে আর বইতে না হয়।
অতঃপর -:

"মেয়ে চাইবে না তারপরও প্রাকৃতিক নিয়মে সেটা মেয়ের লাইফে প্রতিপালিত হবে"।

 #আর্জেন্ট পাত্রী চাই।।আমার জেলা  #শেরপুর  #ময়মনসিংহ বিভাগ। শেরপুর জেলা শহরের মেয়ে হলে ভালো হয় । অন্য যায়গার হলেও চলবে...
25/07/2025

#আর্জেন্ট পাত্রী চাই।।
আমার জেলা #শেরপুর #ময়মনসিংহ বিভাগ।
শেরপুর জেলা শহরের মেয়ে হলে ভালো হয় । অন্য যায়গার হলেও চলবে। ফর্সা/শ্যামলা হলেও চলবে।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া:

Share