পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া

পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া ❤দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম সম্পর্ক আর কিছুই নেই❤
ইবনে মাজাহ ১৮৪৭ আপনাদের সেবাই আমাদের লক্ষ।

আপনারা সবাই কেমন আছেন?ব্যক্তিগত ব্যস্ততার  কারণে ... নতুন পাত্র/পাত্রীর আপডেট দিতে পারছিনা জন্য আন্তরিকভাবে  দুঃখিত। খুব...
19/01/2025

আপনারা সবাই কেমন আছেন?
ব্যক্তিগত ব্যস্ততার কারণে ...
নতুন পাত্র/পাত্রীর আপডেট দিতে পারছিনা জন্য আন্তরিকভাবে দুঃখিত। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারো কাজে জয়েন করবো ইনশাল্লাহ।

বাচ্চা টা কেউ দত্তক নিতে চাইলে যোগাযোগ করুন।ছেলে বাবুএই বোনটি কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তার মা ক্যান্সারে আক্রান্ত। তার...
27/12/2024

বাচ্চা টা কেউ দত্তক নিতে চাইলে যোগাযোগ করুন।ছেলে বাবু
এই বোনটি কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তার মা ক্যান্সারে আক্রান্ত। তার পক্ষে লালনপালন করা সম্ভব নয়।

অর্থের অভাবে ডেলিভারি হচ্ছিল না।মহান আল্লাহর মেহেরবানী তে আমরা "খুলনা ব্লাড ব্যাংক সব ব্যাবস্থা করেছি।

বিনাশর্তে আপনি বাচ্চাটা নিতে পারেন। তবে আমাদের অনুরোধ এই বিধবা বোন টাকে আপনি একটা কর্মসংস্থান করে দিতে পারেন কিনা বিবেচনা করতে পারেন।

নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, তবে অনুগ্রহ করে ইনবক্সে মেসেজ দিবেন না। 🙏

01969-793876
Khulna blood Bank

© Connect Insight

মায়ের জোড়াজুড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা না, মেয়েই বটে। বয়স বেশি না, আমার চেয়ে এক দু বছরের ছোট হবে, তবে বা...
18/12/2024

মায়ের জোড়াজুড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে।
মহিলা না, মেয়েই বটে। বয়স বেশি না, আমার চেয়ে এক দু বছরের ছোট হবে,
তবে বাচ্চা মেয়ে আছে একটা। আমার একদম ইচ্ছা ছিলনা বিয়েতে
যেচে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন ন'ষ্ট করার মানে নেই
কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করেই বিয়ের পিড়িতে বসতে হলো।
আজ আমার বাসর রাত। মনে একপ্রকার ঘৃ'ণা নিয়েই ঘরে ঢুকলাম
সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছা'নায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে
মেয়ে মাশাল্লাহ খুব সুন্দরী। কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে
আমি ভেতরে গিয়ে মাথার পাগড়ি ছু'ড়ে মা*রলাম বিছানায়। চমকে উঠল মেয়েটা,
" দেখুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবনা
মায়ের ইচ্ছাতে বিয়েটা করেছি। ব্যস, এ পর্যন্তই। আমার কাছে আর ঘেষতে আসবেন না
আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন
স্ত্রীর অধিকার আমার উপর ফ'লাবেন না, প্লিজ। "
ধরাম করে দরজা সজোরে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে
মেয়েট ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগল৷ আমি ছাদে গিয়ে দাঁড়ালাম
আকাশে এতো মধুর রূপোর থালার মত চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভাল লাগছেনা। আমার জীবনটাই যে ব'রবাদ হয়ে গেল
শেষে কিনা এক বিধবার সাথেই বিয়ে করতে হলো
মায়ের উপর খুব রাগ হচ্ছে
কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে, আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম।
পরদিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের
মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মত বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে থাকি
তার এক বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে, আর মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়
বাড়িতে শুধু আমরা তিনজনই থাকি। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি,
তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে
আমার দিকে তার মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার তাকে দেখলে
আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ আমায় খাবার
দিয়ে যায়,
একটা বারও মাথা উঁচু করে তাকায় না
আমিও কিছু না বলে চুপচাপ
খেয়ে নেই
আর নিজের কাজ নিজে করে যাই। ওরা আলাদা রুমে ঘুমায়
আর আমি আলাদা রুমে ঘুমাই।
একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি সব লন্ড ভন্ড হয়ে আছে
নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এইরকম। আমি চটে গেলাম
আমার মাথায় র*ক্ত উঠে গেল। আমি রাগে ফোসাতে ফোসাতে
চিৎকার দিয়ে উঠলাম,
" আয়েশা....."
আমার বিধবা বউটা দৌড়াতে দৌড়াতে আসল রুমে
মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করল,
" জি…জি, কি হয়েছে? "
" এই কি হাল হয়েছে আমার রুমের। কে করেছে এমন
নিশ্চয়ই আপনার মেয়েটা। কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন৷ একটা কথা একবার বললে কানে যায়না? "
আয়েশা কাঁদতে কাঁদতে আমার পা'য়ে প'ড়ে গেল,
" এই…এই কি করছেন? "
" প্লিজ…প্লিজ ওকে ক্ষমা করে দিন
অনেক বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিন হবেনা। প্লিজ। "
আয়েশার অশ্রুজল টপ টপ করে আমার পায়ে পড়ছে। যতসব আদিখ্যেতা
আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। আবার ফিরে
এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে
রুমে ঢুকেই আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটি ভাবে গোছানো ঘর
এমনকি আগের চেয়েও সুন্দর ভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভাল হলো
ক্লান্ত শ'রীরটা এ'লিয়ে দিলাম বি'ছানায়। লাইট, ফ্যান অফ করে শুয়ে পড়লাম
খুব ঠান্ডা পড়েছে। পিনপতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসল করুণ ফোঁপানির আওয়াজ
বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম।

চলবে..?

গল্প : #বিধবা
পর্ব- ০১

আমার বড় বোনের মেয়ে আজ সকাল ৯ টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরিক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে হয়ত যেকোনভাবে অপ...
13/12/2024

আমার বড় বোনের মেয়ে আজ সকাল ৯ টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরিক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে হয়ত যেকোনভাবে অপহরণের শিকার হয়েছে! এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি! সকলে খোজে পেতে সহযোগিতা করুন।
নাম - সাইজিদা ইসলাম
শ্রেণি _ ৮ম
ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়
গত এক সপ্তাহ ধরে বলতেছিলো - তাকে তিনজন চাকমা ছেলে বিরক্ত করার চেষ্টা করে!
যোগাযোগ +8801814143403
Copy Post.

বাংলাদেশে এই প্রথম  মাএ  ৭০ হাজার টাকায় গরিবের মাইক্রো 😅😅
10/10/2024

বাংলাদেশে এই প্রথম মাএ ৭০ হাজার টাকায় গরিবের মাইক্রো 😅😅

বাসর রাইতে বৌ বললো, অ্যাই জানো?  আমি না খাইতে অনেক পছন্দ করি, তুমি আমারে ডায়েট করতে বলবা না তো? আমি হাসি। মাথায় হাত রা...
06/09/2024

বাসর রাইতে বৌ বললো, অ্যাই জানো? আমি না খাইতে অনেক পছন্দ করি, তুমি আমারে ডায়েট করতে বলবা না তো?

আমি হাসি। মাথায় হাত রাখি। গুলুগুলু গাল দুটো টেনে আদর করে দিই। পাগলি মেয়ে। ডায়েট করতে বলবো কেন? যত ইচ্ছা খাও, আমার কি আর টাকা পয়সার অভাব আছে?

মিলি আমার কথা বিশ্বাস করে না।বলে, সব ছেলেই বিয়ের রাইতে অমন কথা বলেই। পরে তো ঠিকই মোটকু বলবা। জানি না?

আমি ওকে অভয় দিই। বলি, মেয়ে মানুষ মোটাই আমার পছন্দ। হাড্ডি-গুড্ডির বস্তা একদমই পছন্দ না। বৌ হবে তুলার মতো নরম। আমি তোমারে খাইতে নিষেধ করবো না কখনও। তবে একটা শর্ত আছে।

মিলি ভয় ভয় চোখে তাকায়। বলে কিসের শর্ত?

আমি বলি, আমারেও কখনও খাইতে নিষেধ করা যাবে না। বলেই চোখ টিপ মারি।

মিলি এবার লজ্জা পায়। বলে, আপনি তো ভালো দুষ্টু আছেন।

আমি নজরুলের কাছে থেকে লাইন চুরি করি। তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? এতো সুন্দর বৌ যার, তার কি দুষ্ট না হলে মানায়?

২.
পৃথিবীর সব মানুষেরই পছন্দের একটা খাবার থাকে। আমার বৌ, মানে মিলির পছন্দের কোন খাবার নাই। কারণ পৃথিবীর সব খাবারই তার পছন্দ।

এই মেয়ে বার্গার, পিজ্জা থেকে শুরু করে পান্তাভাত, সবকিছু পাগলের মতো খাইতে পারে। ওর খাওয়া দেখে বাড়ির সবাই ক্লান্ত হয়, ক্লান্ত হয় না শুধু মিলি।

আম্মু সবাইকে খাওয়াতে এতো পছন্দ করে, অথচ সেই আম্মুও বৌয়ের খাওয়া দেখে অবাক। একদিন আমাকে ডেকে চাপা গলায় বলে, বৌমারে ডাক্তার দেখা। এতো খাইলে তো অসুস্থ হয়ে যাবে।

আমি আম্মুর উপর রাগ হই। এখন কি আর আগের যুগ আছে? বাড়ির বৌ কম খাবে? কম কথা বলবে? এখন নারী ক্ষমতায়নের যুগ। এই যুগে আপনি আপনার বৌ রে খাইতে দিবেন না?

আমার হম্বিতম্বি শুনে আম্মু কিছু চুপ করে যায়। আর কিছু বলার সাহস করে না। চোখে মুখে ভয় আর অপরাধবোধ নিয়া তাকাইয়া থাকে।

৩.
সবার বিয়ের হানিমুন পিরিয়ড শেষ হয় এক বছরে।

আমাদের বিয়ের হানিমুন পিরিয়ড শেষ হয় না দুই বছরেও।

এই দুই বছরে পদ্মায় জল গড়িয়েছে ৫ কেজি। আর মিলির ওজন বাড়সে ২৫ কেজি। বিয়ের শুরুতে আমি ওরে কোলে নিতে পারতাম। আর এখন ওই আমারে কোলে নিতে পারে।

পাশাপাশি দেখলে আমাদের মনে হয় বড় বোন আর ছোট ভাই। পাড়ার লোকজন কত কথাই তো বলে!! আমি কানে দিই না। শুনেও না শোনার ভান করি। ভালোবেসে মজনু নিজের প্রাণ দিতে পেরেছে আর আমি বৌয়ের ছোট ভাই হতে পারবো না?

রাতে মিলি ওর বান্ধবীদের সাথে ফোনে কথা বলে। বান্ধবীদের কারো জামাই মদ খায়, কারো জামাই ঘুষ খায়, কারো জামাই চিকন হতে বলে। কারো জামাই আবার মোটা বলে গালি দেয়।

এসব শুনে মিলি আমার প্রতি আরো উইক হয়। বলে সাদিক, তুমি এত্তো সাপোর্টিভ? আমার সাত জনমের ভাগ্য আমি তোমারে পাইসি। আমার জামাই আমারে মোটা বলার মতো হলে তখন আমার কী হতো?

আমি হাসি। কিছু বলি টলি না। আমি বাটার মোড়ের জিলাপির প্যাকেটটা ব্যাগ থেকে বের করি। জিলাপি দেখে মিলির চোখ চকচক করে। আর ওর চোখ চকচক করা দেখে আবার আমার আনন্দ লাগে। দাম্পত্যের চে বড় সুখ আর কী আছে পৃথিবীতে?

৪.

মিলি মারা গেল পরের বছর।

ডাক্তার বহুবারই নিষেধ করেছিলো। মিলি শুনেনি। বলা চলে, আমিই শুনতে দিই নিই। ডাক্তাররা তো কত কথাই বলে, শোনার দরকার কী?

শেষবার ডাক্তার মিলিকে বলেছিলো, গরুর মাংস আপনার জন্য এখন বিষের মতো। এক এক পিস খাবেন, আর আয়ু এক এক মাস কমবে।

সেদিন রাতের বেলা মিলি সিদ্ধান্ত নিলো সে খাওয়া ছেড়ে দিয়ে ডায়েট শুরু করবে।

আমি ওকে অভয় দিই। আরে বাদ দাও তো। ডাক্তারের কথা শুনে খাওয়ার আনন্দ বাদ দিবা কেন? তুমি খাও। আমার গুলুগুলু বৌ পছন্দ। হাড্ডি-গুড্ডি পছন্দ না।

পরেরদিন বাজার থেকে ৫ কেজি গরুর মাংস আনি। মিলি সেই মাংস দিয়ে তেহারি রান্না করে। চর্বিওয়ালা নরম মাংস। দাঁতে দেওয়ার সাথে সাথে গলে যায়। মিলি একেকটা টুকরা মুখে দ্যায় আর ওর চোখ দুটো আরামে বন্ধ হয়ে আসে। মানুষ মুগ্ধ চোখে প্রেমিকার ফুচকা খাওয়ার দৃশ্য দ্যাখে। আর আমি দেখি মিলির মাংস খাওয়ার দৃশ্য।

ভালো লাগে। আমার বড় ভালো লাগে।

এই খাওয়াই ছিলো মিলির শেষ খাওয়া।

সন্ধ্যায় ওর স্ট্রোক হয়। তিনদিন আইসিউতে থাকার পর মিলি মারা যায়।

৫.
বৌ হারিয়ে আমি পাগলের মতো হয়ে যাই।

আম্মু আফসোস করে। আহারে!! মেয়েটা কত সুন্দর করেই না খাইতো!!

পাড়ার লোকজন আফসোস করে!! আহারে!! এতো কম বয়সেই বৌটা মরে গেল!! আহারে!!

আমি অফিসে যাওয়া বন্ধ করে দিই। খাওয়া দাওয়া বন্ধ করে দিই। সারাদিন মিলির ছবি সামনে নিয়ে পড়ে থাকি।

বন্ধুরা আমাকে সান্ত্বনা দ্যায়। কলিগরা সান্ত্বনা দ্যায়। মসজিদের ইমাম চাচা মাথায় হাত দিয়ে বলেন, বাবারে, আল্লাহ পাক বলেছেন, কুল্লি নাফসিন জাঈকাতুল মাউত। সকল প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে। তুমি মিলাদের ব্যবস্থা করো। আমাদের মিলি মায়ের জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ।

আমি বড় করে মিলাদ দিই। বাটার মোড়ের জিলাপি। আম্মু ডুকরে কেঁদে উঠেন, আহারে!! বৌটা আমার জিলাপি কত পছন্দ করতো!!

৬.
জীবন থেমে থাকে না।আমারও থেমে থাকেনি।

অফিস। বাজার। বাড়ি।

আবারও সেই রুটিনাইজ জীবন শুরু হয়। মিলিকে ভুলতে আমাদের সময় লাগলো ছয় মাস।

আমার বিয়ের কথা প্রথম তুললো ছোট খালা। পুরুষ মানুষ। কতদিন আর একা থাকবে?

আমি প্রথম দিন শুনেই ধমক দিয়ে উঠি। খবরদার।বিয়ের কথা আমার সামনে উচ্চারণ করবা না। মিলি ছাড়া আর কাউরে আমি বিয়ে করতে পারবো না।

দ্বিতীয় মাসে আমার ধমকের জোর কমে। তৃতীয় মাসে ধমক পরিণত হয় মৃদু আপত্তিতে। চতুর্থ মাসে আমি নতুন বিয়ের সম্মতি দিয়ে ফেলি।

তুফান ঘটককে মেয়ের চাহিদাপত্র দেওয়া হয়। মেয়ের বংশ বনেদি হতে হবে। উঁচু, লম্বা হতে হবে। যেকোন রিজিওন হতে পারবে, তবে বরিশাল আর নোয়াখালী বাদ।

যাওয়ার সময় আমি তুফান ঘটককে পাশে ডেকে নিয়ে বলি, বংশ, বরিশাল আর নোয়াখালী সব বাদ দেন। মেয়ে হতে হবে সুন্দরী। আর অবশ্যই মেয়ে যেন প্রচুর খাইতে পছন্দ করে। অল্প খাওয়া মেয়ে আমার পছন্দ না।

এক মাস পর তুফান ঘটক জানালেন, মেয়ে পাওয়া গেসে। আম্মু বলে, শুকুর আলহামদুলিল্লাহ। আমি বলি, মেয়ে খাইতে পছন্দ করে তো? আমার কিন্তু হাড্ডি-গুড্ডি পছন্দ না।

আমাদের বিয়ে হয়ে যায়। তুফান ঘটক আমাকে আশ্বস্ত করে। মেয়ে প্রচুর খাইতে পারে, টেনশন নিয়েন না।

৭.

বাসর রাইতে বৌ বললো, জানো, আমি না খাইতে অনেক পছন্দ করি, তুমি আমারে ডায়েট করতে বলবা না তো?

আমি হাসি। মাথায় হাত রাখি। গুলুগুলু গাল দুটো টেনে আদর করে দিই। পাগলি মেয়ে। ডায়েট করতে বলবো কেন? যত ইচ্ছা খাও, আমার কি আর টাকা পয়সার অভাব আছে?

নিলা আমার কথা বিশ্বাস করে না। বলে, সব ছেলেই বিয়ের রাইতে অমন কথা বলেই। পরে তো ঠিকই মোটকু বলবা। জানি না?

আমি ওকে অভয় দিই। বলি, মেয়ে মানুষ মোটাই আমার পছন্দ। হাড্ডি-গুড্ডির বস্তা একদমই পছন্দ না। বৌ হবে তুলার মতো নরম। আমি তোমারে খাইতে নিষেধ করবো না কখনও। তবে একটা শর্ত আছে।

নিলা ভয় ভয় চোখে তাকায়। বলে কিসের শর্ত?

আমি বলি, আমারেও কখনও খাইতে নিষেধ করা যাবে না। বলেই চোখ টিপ মারি।

নিলা এবার লজ্জা পায়। বলে, আপনি তো ভালো দুষ্টু আছেন।

আমি রবীন্দ্রনাথের কাছে থেকে লাইন চুরি করি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। এতো সুন্দর বৌ যার, তার কি দুষ্ট না হলে মানায়?

রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত.......।

Collected best story

ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই অবলা মেয়েটি আমি নিজেই 😀 অনেকেই বলে ভাগ্যবতী, লক্ষ্মী আবার অনেকেই বলেন গর্ভাবস্থায় মা...
03/09/2024

ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই অবলা মেয়েটি আমি নিজেই 😀

অনেকেই বলে ভাগ্যবতী, লক্ষ্মী আবার অনেকেই বলেন গর্ভাবস্থায় মায়ের কিছু ত্রুটির কারনে আমি দেখতে এমনটা হয়েছি ইত্যাদি ইত্যাদি....
'মাঝে মাঝে মনে হয় প্লাস্টিক সার্জারি করে মুখ থেকে দাগটি চিরতরে দূর করে দিই। আমার নিজের পরিবার ও স্বামী এ জন্মদাগটিকে খুব সহজভাবে মেনে নিয়েছেন। তাই মন খারাপ হলেও আবার সাহস পাই সামনে চলার জন্য’।

এসব নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই “সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিই সুন্দর”! 🖤

~ Shanjida Lima

05/08/2024

কোটি প্রানের দাবি আজ পূরণ হয়েছে।
আলহামদুলিল্লাহ্!!

 #মুসলিম  #পাত্রচাই।মেয়ের বয়স :৪৬ বছর। অবিবাহিতা।জব: এসিসটেন্ট একাউন্টস অফিসার। মিনিস্ট্রিতে জব করে পাত্রী। ঠিকানা : ঢাক...
05/07/2024

#মুসলিম #পাত্রচাই।
মেয়ের বয়স :৪৬ বছর। অবিবাহিতা।
জব: এসিসটেন্ট একাউন্টস অফিসার।
মিনিস্ট্রিতে জব করে পাত্রী।
ঠিকানা : ঢাকা।

যেমন পাত্রচাই:
বয়স ৩৮ এর উপরে এবং ৫৫এর মধ‍্যে হতে হবে।
অবিবাহিত অথবা স্ত্রী মারা গেছে এমন পাত্রচাই।
ডিভোর্স করেছেন এমন পাত্র চাচ্ছিনা। তবে যোক্তিক কারণ থাকলে লিখে জানাবেন ভেবে দেখা হবে।
পাত্রকে জব করতেই হবে এমন টা নয়। তবে পাত্র কিছু একটা করে এমন হলেই চলবে।
যোগাযোগ : পেজের ইনবক্সে
অথবা 01642-572957 whats app

দয়াকর ইনবক্সে ফুলবায়োডাটা না পাঠিয়ে যোগাযোগ করবেন না।
ধন্যবাদ

আর্জেন্ট পাত্র চাই ★পাত্রী তথ্য : নাম  বিবি মরিয়ম...বৈবাহিক অবস্থা : বিধবা...উচ্চতা : ৫,৪গাঁয়ের রং : ফর্সা, বয়স : ৩৫পেশা...
29/06/2024

আর্জেন্ট পাত্র চাই ★
পাত্রী তথ্য : নাম বিবি মরিয়ম...
বৈবাহিক অবস্থা : বিধবা...
উচ্চতা : ৫,৪
গাঁয়ের রং : ফর্সা,
বয়স : ৩৫
পেশা : শিক্ষিকা, পরিচালক, মহিলা মাদ্রাসা, জুরাইন, ঢাকা।
পড়াশোনা : হাফেজা, আলেমা, ইন্টার পাশ।
সন্তান : ১ মেয়ে ৯ বছর বয়স।
পিতা : কারী আব্দুল মোতালেব,মৃত্যু।
মাতা : হাফেজা খাদিজা খাতুন,মৃত্যু।
ভাইবোন : নেই।
জন্ম এস্থান : Near Konapara Bus Station (কোনাপাড়া বাস স্ট্যান্ড), Dhaka - Demra Hwy, Dhaka,
বর্তমান ও স্থায়ী ঠিকানা : MCJQ+CP4, DN Road, Dhaka।

যেমন পাত্র চায় : ভালো শত দায়িত্ব বান, ভালো মন মানুষিকতা, নামাজী হতে হবে, আলেম হলে ভালো হয়। জেনারেল পড়ুয়া হলে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
পাত্র চাইলে পাত্রী বাড়িতে পারমানেন্ট থাকতে পারবে।
যে কোন জেলার হোক আপত্তি নেই,
বয়স কম হোক বা বেশি তাতে সমস্যা নেই, পাত্রীর মার্কেটে দোকান আছে, মাদ্রাসা আছে, বাড়ি ভারা পায়, তা সঠিক ভাবে পরিচালনা করতে হবে,
পাত্র কে কোন টাকা পয়শা দিতে হবে না ভরনপোষণ যাবতীয় খরচ বাবদ,
পাত্র কে আর্থিক সহয়তা করা হবে, দায়িত্ব বান
পাত্রগন পেজের ইনবক্সে যোগাযোগ করুন।
শর্ত প্রযোজ‍্য*
নতুন নতুন আরো আপডেট পেতে পেজটি লাইক/ ফলো দিয়ে রাখুন।
ধন্যবাদ

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৪ লিটার     =       ৮০০/-৩...
28/06/2024

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৫,০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬।মুরগী = ৩,০০০/-
৭। গ্যাস সিলিন্ডার = ১,৫০০/-
৮। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৯। মুদি বাজার = ২,০০০/-
১০। বিদ্যুৎ বিল = ৭০০/-
১১।মোবাইল খরচ। = ৫০০/-
১২।বাবা মায়ের হাতে নিম্নে৫০০০/-
-------------------------------------------------
সর্বমোট = ৩০,০০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।

কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-
যাদের বেতন ২০,০০০/-

কি করবে তারা ???

হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲

দাবি আমাদের একটাই,

""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।(রাজনৈতিক গন্ধ খুজবেন না কেউ)
এদেশের শতকরা ৯০ জন মানুষ এই চিপায় পড়ছে।

 #মুসলিম পাত্রচাই।ঠিকানা : কুমিল্লা।মেয়ের উচ্চতা :৫ফিট ৪.৫ ইঞ্চি।সরকারি জব হোল্ডার পাত্রচাই। যে কোনো জেলার পাত্র চলবে। য...
26/06/2024

#মুসলিম পাত্রচাই।
ঠিকানা : কুমিল্লা।
মেয়ের উচ্চতা :৫ফিট ৪.৫ ইঞ্চি।
সরকারি জব হোল্ডার পাত্রচাই। যে কোনো জেলার পাত্র চলবে।
যোগাযোগ 01642-572957 Imo/Whats app
অথবা পেজের ইনবক্সে।

অনেক কষ্টকরে আপনাদের জন‍্য নতুন নতুন পাত্র/পাত্রীর আপডেট দেই। আপনাদের থেকে লাইক ও ভালো কিছু কমেন্ট আশাকরি। মেনশন দিয়ে যোগ‍্য পাত্র পেতে সহায়তা করতে পারেন। ধন্যবাদ

একজন দ্বীনদার পাত্র চাই।পাত্রীর বয়স-- ২৬উচ্চতা-- ৫"৫গাত্রবর্ণ-- শ্যামলাবৈবাহিক অবস্থা - অবিবাহিত শিক্ষা-- মাস্টার্সজেলা-...
25/06/2024

একজন দ্বীনদার পাত্র চাই।
পাত্রীর বয়স-- ২৬
উচ্চতা-- ৫"৫
গাত্রবর্ণ-- শ্যামলা
বৈবাহিক অবস্থা - অবিবাহিত
শিক্ষা-- মাস্টার্স
জেলা-- বরিশাল সদর।
পিতার পেশা -- ব্যবসা( মৃত)
পারিবারিক অবস্থা -- মধ্যবিত্ত।
মাতার পেশা - রব্বাতুল বাইত।
বিস্তারিত পরে আরও জানানো হবে ইনশাআল্লাহ।

যেমন পাত্র প্রয়োজন :
বয়স -- ৩০-৩৬
উচ্চতা - মানানসই
গাত্রবর্ণ-- যেকোনো।
বৈবাহিক অবস্থা - অবিবাহিত।
পারিবারিক অবস্থা-- ম্যাটার না তবে দ্বীনদার পরিবার হতে হবে।
শিক্ষা -- যেকোনো শিক্ষা ব্যাকগ্রাউন্ডের, জেনারেল হলেও যেনো প্রকৃত দ্বীনদার একজন মানুষ।
পেশা -- ব্যবসা, শিক্ষকতা,চাকরি বা কুফু মিলে এমন অন্যান্য হালাল পেশা।
জেলা-- যেকোনো জেলা তবে বরিশাল,ঢাকা বা দেশের বাহিরের হলে ভালো হয়।

যোগাযোগ -- বায়োডাটা পছন্দ হলে বিয়ের জন্য যারা সিরিয়াস একমাত্র তারাই ই-মেইলে নিজেদের বায়োডাটা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন।ধন‍্যবাদ।

E-mail: [email protected]
অথবা, 01642-572957 Whats app

এক নজরে ৮০জন পাত্র /পাত্রীর সংক্ষিপ্ত  তথ‍্য দিলাম। ইনবক্সে বিস্তারিত জানাবো।যোগাযোগ পেজের ইনবক্সে।01642-572957 What's a...
21/06/2024

এক নজরে ৮০জন পাত্র /পাত্রীর সংক্ষিপ্ত তথ‍্য দিলাম।
ইনবক্সে বিস্তারিত জানাবো।
যোগাযোগ পেজের ইনবক্সে।
01642-572957 What's app/ imo
বিস্তারিত জানতে চার্জ ও শর্ত প্রযোজ‍্য*
ধন্যবাদ

 #মুসলিম, সিটিজেন পাত্রচাই।নাম: সানজিদা বয়স: ২৪ বছর।উচ্চতা : ৫.৩"ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা।বিস্তারিত : পেজের ইনবক্সে।যোগায...
20/06/2024

#মুসলিম, সিটিজেন পাত্রচাই।
নাম: সানজিদা
বয়স: ২৪ বছর।
উচ্চতা : ৫.৩"
ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা।
বিস্তারিত : পেজের ইনবক্সে।
যোগাযোগ : +88 01642-572957 What's app

আর্জেন্ট পাত্রচাই।সরকারি অথবা বেসরকারি চাকুরিজীবী পাত্রচাই।যেকোনো জেলার পাত্র হলেই চলবে।বিস্তারিত জানতে আপনার সিভি ইনবক্...
20/06/2024

আর্জেন্ট পাত্রচাই।
সরকারি অথবা বেসরকারি চাকুরিজীবী পাত্রচাই।
যেকোনো জেলার পাত্র হলেই চলবে।

বিস্তারিত জানতে আপনার সিভি ইনবক্সে পাঠান ও নিয়মাবলী অনুসরণ করুন। ধন্যবাদ।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া:

Videos

Share