POPY APU

POPY APU আসসালামু আলাইকুম

25/12/2024

এরকম বছর যেন আমার জীবনে আর না আসে

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
25/12/2024

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে। রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে। কিন্তু চোখের পানি আর আসবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে। রাস্তায় খুঁজবে। পাবে না। সেদিন আঘাত লাগবে। সেদিন বুঝবে কি অন্যায় করেছ। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব। কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে। কিন্তু আমি আর তোমাকে মনে করবো না।❤️🌼

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই। সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই। কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই।
24/12/2024

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই। সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই। কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই।

24/12/2024

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?
গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিনকালেও থাকতে পারে না।

যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়। যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়।

প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে, সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র।

অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামী, জানো তো?

আজকাল মানুষকে সবকিছু উজার করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে? বলো...

আগ্রহ কমে গেলে, বলে দিতে হয়। মুখে না বলে আচরণে বোঝালে, মানুষ যে কষ্ট পায়! যাকে ভালো লাগে না আর, যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়।

অন্তরে অবহেলা, ঘৃণা লুকিয়ে কাউকে “ ভালোবাসি ” বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি, তাকে ভালোবাসবে কী করে? বলো...

ভালোবাসা কী আর এমনি এমনি হয়? মানুষ কী আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো, তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনোই।

মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না– সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃ ত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।

পুরনো হলে সব কিছুর'ই কদর কমে,সেটা জিনিস হোক বা মানুষ!😊💔
23/12/2024

পুরনো হলে সব কিছুর'ই কদর কমে,সেটা জিনিস হোক বা মানুষ!😊💔

23/12/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Ariyan Ababil
ধন্যবাদ ভাইয়া

_---------🍁🍂🍁🍂🥀💔ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানেন???  "মায়া " !!!! ভালোবাসা চলে গেলে মানুষ বহু বছরের সংসার ফেলেও চলে ...
23/12/2024

_---------🍁🍂🍁🍂🥀💔ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানেন??? "মায়া " !!!! ভালোবাসা চলে গেলে মানুষ বহু বছরের সংসার ফেলেও চলে যেতে পারে। আবার সেই মানুষ'ই যদি মায়া'য় আটকে যায় তাহলে মাত্র কয়েক দিনের "মায়া' য় পড়ে সারা জীবন থেকে যায়। ভালোবাসার শেষ আছে কিন্তু "মায়া চিরন্তন এর কোন শেষ নেই ! মায়া অদ্ভুত এক অনুভূতি , হৃদয়ে নয় মায়া আসলে রক্তে মিশে যায়। আর তাই ভালোবাসা ভুলে থাকা গেলেও মায়া কখনো ভুলে থাকা যায় না ।_------🍁🍂🍁💔🥀💔

"কাউকে খুশি করতে তাকে পাগলের মতো ভালোবাসার প্রয়োজন হয় না, ব্যস্ততার কাজ থেকে একটু সময় বের করে ভালোবাসার মানুষটিকে দেওয়...
22/12/2024

"কাউকে খুশি করতে তাকে পাগলের মতো ভালোবাসার প্রয়োজন হয় না, ব্যস্ততার কাজ থেকে একটু সময় বের করে ভালোবাসার মানুষটিকে দেওয়ার ।বারবার ভালোবাসি ভালোবাসি বলারও প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটু যত্ন আর দায়িত্ব নেওয়ার।
আর প্রয়োজন শুধু নিজেকে অন্য নারীদের/পুরুষদের থেকে দূরে রাখা-আর নিজের আচরণে ভালোবাসা বুঝিয়ে দেওয়া।💖🌟

22/12/2024

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এই কথাগুলো কখনো বলবেন না

22/12/2024

পুরুষ মানুষের আবার কিসের জীবন

21/12/2024

জানো তো?
ইদানীং নিজেকে বড্ড অসহায় লাগে নিজের কাছে! হতাশা, একাকিত্ব, মাইগ্রেন, হুটহাট মন খারাপ, কোনো কিছু ভালো না লাগা অনুভূতিরা ভীষণ পেয়ে বসে আমায়!

কী করবো? বলো...
হাত পেতে কারো কাছ থেকে সময় ভিক্ষা চাওয়া, কারো কাছে করুণার পাত্র হয়ে থাকা, মনে তীব্র মানসিক যন্ত্রণা নিয়েও মুখে “ ভালোবাসি ” শুনতে আর ভালো লাগে না আমার।

ভালোবাসা এমন নয়, এমন হয় না।
যে মানুষটা জীবনের সবচেয়ে বাজে সময় পার করে, সেও তার ভালোবাসার মানুষটার সঙ্গ চায়, মানুষটার সাথে কথা বলতে চায়, মানুষটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে।

অথচ তুমি?
কী নিদারুণ অবহেলায় আমায় ফেলে রাখো!
দিনের পর দিন, মাসের পর মাস, তুমি দিব্যি থাকার পরেও নিঃসঙ্গতা আর একাকিত্বে দম বন্ধ হয়ে আসে আমার! কান্না পায়, বুকের বা পাশে চিনচিন করে ব্যথা লাগে, নিজেকে নিজের কাছে অসহায় লাগে!

তুমি যেটাকে ভালোবাসা বলো, সেটা আমার কাছে যন্ত্রণা! ভালোবাসা পেলে মানুষের জীবন এমন ছন্দ হীন হয় না। প্রকৃত ভালোবাসা পেলে মানুষ প্রচন্ড হতাশা থেকেও মানুষ বেরিয়ে আসতে পারে। অথচ দেখো, আমি দিব্যি বিষাদগ্রস্ত!

যে ভালোবাসা দু'জনের কাউকে ভালো রাখতে পারে না, যেখানে দু'জন দু'জনকে ছাড়াই দিব্যি সময় কাটে, যেখানে একতরফা ভাবে ব্যাকুলতা প্রকাশ পায়, সেটা ভালোবাসা হয় কী করে? বলো তো...

পৃথিবীতে আপন বলতে শুধু জেনেছি তোমায়।
ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি! ভেবেছিলাম বোধহয় তুমিই একমাত্র অবলম্বন, যার ভালোবাসা আমায় দিতে পারে একটি স্বাভাবিক জীবন। কিন্তু তুমি তো আমার ধ্যানে নেই। তুমি আমার যন্ত্রণা দেখেও দেখো না। যে মূহুর্তে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মূহুর্তে তুমি থাকো ধরাছোঁয়ার বাইরে।

এভাবে ভালোবাসা হয় না।
ভালোবাসলে মিশে থাকতে হয়, মনের সাথে–শরীরের সাথে, বুকের সাথে। মস্তিষ্ক জুড়ে যদি শুধু এই আমি ছাড়া পৃথিবীর অন্য সবকিছুই স্থান পায়, তবে আমায় ভালোবাসলে কই?

মিছে সান্ত্বনা দিয়ে সাময়িক খুশি করাটা যে পৃথিবীর সবচেয়ে বাজে যন্ত্রণার জন্ম দেয়! আর সেই যন্ত্রণা পুষে মানুষ রোজ একটু একটু করে ফুরিয়ে যায় – তলিয়ে যায় হতাশার অতল গহ্বরে!

21/12/2024

একজন ভালো স্বামীর ভালোবাসা একটা কালো মেয়েকে সুন্দর করে তুলতে পারে

সবাই বলে পাশে থাকবে কিন্তু দিনশেষে সেই আমি একা 😔🥀
21/12/2024

সবাই বলে পাশে থাকবে কিন্তু দিনশেষে সেই আমি একা 😔🥀

21/12/2024

স্বামীর টাকা পয়সা স্ত্রীর ভাগ্যের কারণে বাড়ে

21/12/2024

তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না

আমি না কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না। আঙুল তুলে বলতে পারি না, তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও ব...
20/12/2024

আমি না কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না। আঙুল তুলে বলতে পারি না, তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না আমার সাথে ওমনভাবে কথা বলো না, যার কারণে অনিচ্ছায় আপনাআপনি চোখের জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর। কেমন যেন কাদামাটির মতো নরমই থেকে যাই। অথচ উচিত ছিল শক্ত হওয়ার, জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে। যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আনতেও কয়েকবার ভেবে নেয়। কিন্তু আফসোস পারি না! ওইযে কাদামাটি বললাম নিজেকে। যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না, ভেঙে আমাকে পড়তেই হয়।

তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া। সাথে চোখের জলের ফোয়ারা! যাদের খুব সাবধানে আড়ল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন।
যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না,
তার সামান্য একটু শব্দের উচ্চতায়
সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবতায়।

20/12/2024

আমার গোটা পৃথিবী হচ্ছে আমার স্বামী

19/12/2024

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when POPY APU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to POPY APU:

Videos

Share