Amdadul Haque Pirojpuri

Amdadul Haque Pirojpuri AssalamuAlaikum, I'm Amdadul Haque Pirojpuri Welcome to my Unofficial Facebook
Page . Contract: 01771409182
(1)

17/11/2024

🔴 নতুন ওয়াজ" ( বিসমিল্লাহ্ এর গুরুত্ব ) মাওলানা এমদাদুল হক পিরোজপুরী।



বিসমিল্লাহির রাহমানির রাহীম এর। ফজিলত

বিসমিল্লাহ এর ফজিলত

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাক্যবন্ধটি পবিত্র কোরআনের সুরার অংশ নাকি আলাদা আয়াত, তা নিয়ে ইসলামি বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ ফকিহ ও তাফসীরবিদ একে পবিত্র কোরআনের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন।

‘বিসমিল্লাহ’ বলে সব শুরু করা সুন্নত। কোনো কোনো ফকিহ বলেছেন, এটা মুস্তাহাব। ইসলামি শরিয়তের মূলনীতি হলো, প্রত্যেক ভালো কাজ ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা উচিত।

আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘যেসব প্রাণীর ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি, তোমরা সেগুলো ভক্ষণ করো না। কারণ তা গুনাহ।’ (সুরা আনআম, আয়াত: ১২১)

জুল-হুলাইফায় অবস্থানকালে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাফি ইবনে খাদিজ (রা.) বর্ণনা করেছেন, আমরা রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলাম, আমরা কি বাঁশের ধারালো চোকলা দিয়ে জবাই করব? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘যা রক্ত প্রবাহিত করে এবং (যা জবাই করার সময়) আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে; তা আহার করো। (বুখারি, হাদিস: ৩,০৭৫)

উল্লিখিত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে ইসলামি শরিয়তের বিধান হলো, ‘বিসমিল্লাহ’ পড়া ছাড়া কোনো প্রাণী জবাই করা হলে তা ভক্ষণ করা ‘হালাল’ নয়।

এ ছাড়া আয়েশা (রা.) বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করে, তখন সে যেন বিসমিল্লাহ বলে। আর যদি সে (খাওয়ার শুরুতে) বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে যেন বলে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। (আবু দাউদ, হাদিস: ৩,৭৬৭; মুসনাদে আহমাদ, হাদিস: ২৫,১০৬)

বিসমিল্লাহির রাহমানির রাহীম এর অর্থ

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ একটি আরবি বাক্যবন্ধ; যুগল বাক্য। এর সরল বাংলা অর্থ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। এ বাক্যে ‘শুরু করা’ ক্রিয়াটি ঊহ্য। এর উদ্দেশ্য যেকোনো ‘কাজ’ বা ‘আমল’ আল্লাহর নামে আরম্ভ করা।

পবিত্র কোরআনের সুরা তাওবা ছাড়া সব সুরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। এ ছাড়া হজরত নুহ (আ.)-কে জাহাজে আরোহণের আদেশ দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, ‘তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে। এর চলা ও থামার (নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ)।’ (সুরা হুদ, আয়াত: ৪১)।

হজরত সুলাইমান (আ.)-এর ব্যাপারে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘নিশ্চয় এটা (চিঠি বা বার্তা) সুলাইমানের পক্ষ থেকে। আর নিশ্চয় এটা পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে।’ (সুরা নামল, আয়াত: ৩০) ইমাম কুরতুবী (রহ.) লিখেছেন, ‘এই আয়াতের তিনটি নির্দেশনার অন্যতম হলো চিঠি বা বার্তায় বিসমিল্লাহ লেখা। আয়াতের ধারাবাহিকতা অনুসারে প্রেরকের নামের পরে বিসমিল্লাহ লেখার বিষয়টিকে ফকিহগণ বৈধ বলেছেন। তবে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে চিঠি, বার্তা বা বাণীর শুরুতে প্রথমে বিসমিল্লাহ লেখা উত্তম। (তাফসিরে কুরতুবী, সুরা নামলের ৩০ নম্বর আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য)

আবু হুরায়রা (রা.)-এর বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয়, তা লেজবিহীন বা অসম্পূর্ণ (বরকতশূন্য)।’ (মুসনাদে আহমাদ, ১৪/৩২৯)

চিঠিতে বা বাণীতে প্রথম বিসমিল্লাহ লিখেছেন হজরত সুলাইমান (আ.)। রাসুলুল্লাহ (সা.) প্রথম জীবনে ‘বিসমিকাল্লাহুম্মা’ লিখতেন, এরপর কিছুদিন ‘বিসমিল্লাহির রহমান’ লিখেছেন। সর্বশেষ সুরা নামলে বিসমিল্লাহর পূর্ণাঙ্গ বাক্য নাজিল হওয়ার পর থেকে তিনি সেটা লেখারই প্রচলন করেন।

রাসুলুল্লাহ (সা.) সমকালীন রাজা-বাদশাহদের কাছে বিসমিল্লাহ লেখা চিঠি পাঠিয়েছেন। হুদাইবিয়ার সন্ধিপত্রেও পুরো বিসমিল্লাহ লিখতে আদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু কাফেরদের আপত্তির কারণে পরবর্তীতে ‘বিসমিকাল্লাহুম্মা’ লেখা হয়। (তাফসিরে রূহুল মাআনি; আহকামুল কোরআন লিল জাস্‌সাস, খণ্ড ১, পৃষ্ঠা ৮) ঐতিহাসিক মদিনার সনদেও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুরাটা লেখা হয়েছিল। (আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ২, পৃষ্ঠা. ২২৩)

#এমদাদুল_হক_পিরোজপুরী #মাওঃডাঃএমদাদুলহক #এমদাদুলহকপিরোজপুরি #হাইলাইটকরুন
#01771409182
Amdadul Haque Pirojpuri







06/11/2024

খুব দামি কথা ,, ( আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম ) কেন পড়বেন,, শত্রুর খপ্পর থেকে বাঁচার উপায়। মাওঃ ডাঃ এমদাদুল হক পিরোজপুরী

আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম কখন পড়তে হয়?

আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। এর অর্থ হলো- হে আল্লাহ, আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। সাধারণত পাঁচটি জায়গায় আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়তে হয়। এখানে সেই স্থানগুলো উল্লেখ করা হলো-

এক. কোরআন তিলাওয়াতের শুরুতে

কোরআন তিলাওয়াত একটি ইবাদত। উসমান (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকি দশ গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে।’ (তিরমিজি, হাদিস : ২৯১০)

তাই কোরআন তিলাওয়াতের সময় যাতে শয়তান ধোঁকা দিতে না পারে, সেজন্য কোরআন তিলাওয়াতের পূর্বে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার নিদের্শ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘যখন তুমি কোরআন তিলাওয়াত করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে।’ (সুরা নাহল, আয়াত : ৯৮)
দুই. নামাজে শয়তান কুমন্ত্রণা দিলে

উসমান বিন আবুল আস (রা.) নবী কারিম (সা.)-কে বললেন, ‘হে আল্লাহর রাসুল! শয়তান আমার মধ্যে এবং আমার নামাজ ও কিরাতের মধ্যে অন্তরায় হয়ে আমার কিরাতে জটিলতা সৃষ্টি করে। তখন রাসুল (সা.) বললেন, ‘এ হচ্ছে শয়তান, যাকে ‘খানযাব’ বলা হয়। তুমি তার আগমন অনুভব করলে আল্লাহর নিকট তিনবার আশ্রয় প্রার্থনা করবে (অর্থাৎ আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পাঠ করবে) এবং বাম দিকে তিনবার থুথু ফেলবে।’ উসমান (রা.) বলেন, এরপর থেকে আমি এমনটি করি। ফলে আল্লাহ তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেন।” (সহিহ মুসলিম, হাদিস : ২২০৩)

তিন. রাগ ও ক্রোধে পেয়ে বসলে

রাগ শয়তানের পক্ষ থেকে আসে। তাই রাগের সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সুলায়মান ইবনে সুরাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দুইজন লোক গালাগালি করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন রাসুল (সা.) বললেন, ‘আমি এমন একটি দোয়া জানি, এই লোকটি তা পড়লে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে ‘আউজুবিল্লা-হি মিনাশ শায়তানির রাজিম’— তাহলে তার রাগ চলে যাবে।’ তখন সুলায়মান তাকে বলল, নবী (সা.) বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি?’ (বুখারি, হাদিস : ৩২৮২; ইবনে হিব্বান, হাদিস : ৫৬৯২)

চার. খারাপ স্বপ্ন দেখলে

জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে— যা সে পছন্দ করে না, তাহলে তিনবার বাম দিকে থুথু দেবে। আর তিন বার শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে (অর্থাৎ আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে।) আর যে পার্শ্বে শুয়েছিল, তা পরিবর্তন করবে।’ (অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে শুবে)। (সহিহ মুসলিম, হাদিস : ২২৬২; আবু দাউদ, হাদিস : ৫০২২; ইবনে মাজাহ, হাদিস : ৩৯০৮)

পাঁচ. মনের মধ্যে শয়তান কুমন্ত্রনা দিলে

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।’ (সুরা আরাফ, আয়াত : ২০০; সুরা ফুসসিলাত, আয়াত : ৩৬)

বিস্তারিত ভিডিওতে ,,


#এমদাদুল_হক_পিরোজপুরী
#এমদাদুলহকপিরোজপুরি
Amdadul Haque Pirojpuri
@এমদাদুল হক পিরোজপুরী
#হাইলাইটকরুন





#মাওঃডাঃএমদাদুলহক

30/10/2024

🤲 এক আল্লাহ ওয়ালা গোলামের ঘটনা,, হৃদয় জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। এমদাদুল হক পিরোজপুরী ।

#এমদাদুলহকপিরোজপুরি

29/10/2024

" 🙏 যারা ঈমান এনেছে ,, তোমরা তাকওয়া অর্জন কর ,, #এমদাদুল_হক_পিরোজপুরী

28/10/2024

যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় ,, Amdadul Haque Pirojpuri

26/10/2024

" মুমিন বান্দাদের 🔴 আল্লাহ এটটি রশি দিয়ে বেঁধেছেন " যার নাম ঈমান,, শুনুন তাহলে। Amdadul Haque Pirojpuri #এমদাদুল_হক_পিরোজপুরী

24/10/2024

🔴 চমৎকার একটি নাতে রাসুল সাঃ
বাগেরহাট কামিল মাদ্রাসা,,

23/10/2024
23/10/2024

হেদায়েত প্রাপ্ত চিহ্নিত করার জন্য ,, আমাদের ছয়টি উসুলের সাথে মিলাতে হবে ,, ১. নেক্কার দলের বিরুদ্ধে আচরণ করা । Amdadul Haque Pirojpuri #ইমদাদুল_হক_পিরোজপুরী

20/10/2024

দরিদ্রতা দূর করতে হলে ,, যা যা করণীয় ,, শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকলো

18/10/2024

শিক্ষার কোন বয়স নাই ,, বাচ্চারা কিভাবে কুরআন শরীফ মুখস্ত করেন,, অপূরণ দৃশ্য

16/10/2024

বাচ্চার কিভাবে কোরআন মুখস্ত করে দেখুন

15/10/2024

বাচ্চাদের কত সুন্দর কোরআন শরীফ পড়া দৃশ্য।

14/11/2023

#এমদাদুল_হক_পিরোজপুরী #এমদাদুলহকপিরোজপুরী

13/11/2023

মাওঃ ডাঃ এমদাদুল হক পিরোজপুরী

Address

Dhaka
8540

Alerts

Be the first to know and let us send you an email when Amdadul Haque Pirojpuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amdadul Haque Pirojpuri:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All