উপদেশ । Advice

উপদেশ । Advice পেজে আপনাকে স্বাগতম। সকল প্রকার উপদেশ ও তথ্য প্রদানের ব্যাপারে সর্বদা সচেষ্ট।
(8)

I've just reached 24K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
14/01/2025

I've just reached 24K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

🔴 জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।👇’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের...
14/01/2025

🔴 জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।👇

’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।

13/01/2025

""জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।""

যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে,,,
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%

Knowledge:
K+N+O+W+L+E+D++E=
11+14+15+23+12+5+4+7+5=96%

Luck:
L+U+C+K=
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারে না, তাহলে সেটা কী যা 100% স্কোর করতে পারে???

Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%

তাহলে??

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি। হ্যা, একমাত্র Attitude ই পারে আমাদের জীবন কে 100% সফল করতে...

A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%

""সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

Collected by Mohammad Feroj Ahmed

🟥 একদিন এক কৌতূহলী ছেলে একটি নদীর ধারে বসে ছিল। সে নদীর স্রোত দেখে ভাবছিল, “জীবন কি এই স্রোতের মতো? সব সময়ই বয়ে যায়, আর ...
13/01/2025

🟥 একদিন এক কৌতূহলী ছেলে একটি নদীর ধারে বসে ছিল। সে নদীর স্রোত দেখে ভাবছিল, “জীবন কি এই স্রোতের মতো? সব সময়ই বয়ে যায়, আর থামে না?”

এমন সময় সে দেখল, নদীর ধারে একজন বৃদ্ধ বসে আছেন। ছেলেটি তার কাছে গিয়ে বলল, “আপনি কি জানেন, জীবনের আসল অর্থ কী?”

বৃদ্ধ একটু হেসে বললেন, “জীবনের অর্থ বুঝতে হলে আগে জানতে হবে, জীবন কী নিয়ে গঠিত। বলো তো, জীবন কী?”

ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল, “জীবন হলো সময়, কাজ, এবং আবেগের সংমিশ্রণ।”

বৃদ্ধ মাথা নেড়ে বললেন, “ভালো বলেছ। তবে জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে।”

ছেলেটি কৌতূহলী হয়ে বলল, “কী প্রশ্ন?”

বৃদ্ধ বললেন:
১. “তোমার জীবনে এমন কী আছে যা তোমার মনকে সত্যিই শান্তি দেয়?”
২. “তোমার এমন কী কাজ আছে যা তুমি অন্যদের জন্য করতে ভালোবাসো?”
৩. “তোমার এমন কী স্বপ্ন আছে যা তোমাকে প্রতিদিন কাজ করতে অনুপ্রাণিত করে?”

ছেলেটি প্রশ্নগুলো শুনে বিভ্রান্ত হলো। সে বলল, “কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি কীভাবে খুঁজে পাব?”

বৃদ্ধ হেসে বললেন, “নদীর দিকে তাকাও। নদী কখনো থেমে থাকে না, কারণ সে জানে তার গন্তব্য সমুদ্র। নদীর মতো তোমাকেও তোমার গন্তব্য ঠিক করতে হবে। যখন তুমি জানবে কী তোমাকে শান্তি দেয়, কী তুমি অন্যদের জন্য করতে চাও, আর কী স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রাখে—তখনই তুমি জীবনের অর্থ খুঁজে পাবে।”

ছেলেটি গভীর চিন্তায় পড়ে গেল। সে নদীর স্রোতের মতোই তার জীবনের গন্তব্য খুঁজে বের করার শপথ নিল। এরপর থেকে সে প্রতিদিন নিজের ভালো লাগার কাজ খুঁজে করত, মানুষের পাশে দাঁড়াত, এবং তার স্বপ্ন পূরণে কাজ করত।

বছর শেষে ছেলেটি আবার বৃদ্ধের কাছে ফিরে গেল। সে বলল, “আমি আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। শান্তি পাই যখন প্রকৃতির মাঝে থাকি, আনন্দ পাই যখন অন্যকে সাহায্য করি, আর স্বপ্ন দেখি এমন এক জীবনের, যেখানে আমি আর অন্যরা সুখে থাকতে পারি।”

বৃদ্ধ খুশি হয়ে বললেন, “এটাই জীবনের অর্থ। শান্তি, ভালোবাসা, এবং স্বপ্ন—এই তিনটি জিনিসই জীবনের আসল সৌন্দর্য তৈরি করে।”

সেদিন ছেলেটি উপলব্ধি করল, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং প্রতিটি মুহূর্তকে ভালোবাসা দিয়ে পূর্ণ করা।

-Shahabuddin Hridoy

13/01/2025
জেনে নিন খারাপ মানুষ চেনার উপায়।
13/01/2025

জেনে নিন খারাপ মানুষ চেনার উপায়।

♦️গর্ভবতী_মহিলাদের_আমলঃ-♦️🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন...
12/01/2025

♦️গর্ভবতী_মহিলাদের_আমলঃ-♦️
🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।
🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
🌾তৃতীয় মাসে সূরায়ে মারয়াম পড়লে সন্তান সবরকারী হবে।
🌾চতুর্থ মাসে সূরায়ে লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
🌾পঞ্চম মাসে সূরায়ে মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।
🌾ষষ্ঠ মাসে সূরায়ে ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
🌾সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইবরাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।

✓✓ ব্যাথা উঠলে সূরা-ইনশিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।

আল্লাহ তাআ‘লা সকল গর্ভবতি মহিলাদেরকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন৷ আমীন!!

((সংগৃহীত))

Pregnant_mahiladar_amal-
🌾 The first month of Surah Al-Imran's recitation of the child will be expensive.

🌾 In the second month of Sura Yusuf, children will be beautiful.

The child will be patient while reciting Surat Mary in the third month.

🌾 In the fourth month, if the surah lokman is read, the child will be haiktanta.

If the Surah Muhammad reads in the fifth month, the child will be virtuous.

The child will be wise after reading the sura yasin in the sixth month.

The first ten verses of Surah Yusuf, Muhammad, and Ibrahim will be read in the seventh, seventh, ninth and twelfth month.

✓✓ When you get hurt, you will drink the water and drink it with water.

Allaah has given the gift of women to all pregnant women.
Amin !!

((Collected))

🟥 USA Student Visa.. 🟥ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো।যুক্তরাষ্ট্রে পড়াশোনা কর...
12/01/2025

🟥 USA Student Visa.. 🟥
ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে ফুল-টাইম পড়াশোনার সুযোগ দেয়। তবে F1 ভিসা পেতে হলে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়।

ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যা আপনার পড়াশোনার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কিছু প্রশ্ন আপনার স্পনসর বা পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও হতে পারে। নিচে ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:

1. Why did you choose this particular university?
2. Have you applied to any other universities? If so, which ones?
3. Why this major?
4. Who is your sponsor?
5. What does your father/mother do?
6. Do you have any friends or relatives living in the United States?
7. Have you ever traveled outside of your home country before?
8. What do you plan to do after completing your studies?
9. What courses are you taking this semester?
10. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada or Australia?
11. Have you been awarded any scholarships or financial aid? How did you manage that?
12. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
13. What will you specialize in for your degree? What will be your major?
14. How did you find this university?
15. Have your sponsor ever been outside Bangladesh?
16. Have you researched the city and state where your university is located?
17. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
18. Do you plan to pursue additional education in the US after completing your program?
19. Are you planning to visit your home country during breaks or holidays?
20. Do you plan to live off-campus or on-campus?
21. What extracurricular activities have you been involved in?
22. How does your academic background relate to your chosen field of study?
23. What are you doing at present? What have you done last 1 year?
24. How do you plan to stay in touch with your family and friends while in the US?
25.Do you know your professors at that university? What are your professors' names?

🟥 ইন্টারভিউর সফলতার জন্য টিপস: ✅ -আত্মবিশ্বাসী থাকুন ,ইন্টারভিউতে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।
✅ -উত্তর সৎ এবং সঠিক রাখুন, ভিসা অফিসারদের প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। সুতরাং সঠিক তথ্য দিন।
✅ -তথ্য নিয়ে প্রস্তুত থাকুন, আপনার বিশ্ববিদ্যালয়, মেজর, স্পনসর, এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে ইন্টারভিউয়ে যান।
✅ -প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন, আর্থিক কাগজপত্র, অ্যাডমিশন লেটার, এবং স্কলারশিপ সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন।

F1 ভিসা ইন্টারভিউ হলো আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিন। এটি শুধু আপনার পড়াশোনা নয়, বরং আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ধন্যবাদ।

🟥 ২টি ঘটনা :  ১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল। ২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল। ✅ কী শি...
11/01/2025

🟥 ২টি ঘটনা :
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল।
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল।

✅ কী শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে।
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

✅ আরো ২ টি ঘটনা :
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

✅ কী শিখলাম :
√ এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√ দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

✅ আরো ২ টি ঘটনা :
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

✅ কী শিখলাম :
√ মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

✅ আরো ২ টি ঘটনা :
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

✅ কী শিখলাম:
√ বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√ জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

✅ ২ টি শেষ ঘটনা :
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

✅ কী শিখলাম :
√ কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√ সাফল্য হল সেরা প্রতিশোধ।

∆ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।
∆ বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

♦️ কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না। জয় নিশ্চিত।

কালেক্টেড

11/01/2025

🟥 ফৌজদারী আপীল ফাইল করার স্টেপ সমূহ:
১। ওকালতনামায় বারের সীল লাগানোর জন্য বার এসোসিয়েশন এর রিসিপশনে যেতে হবে। ওকালতনামায় সীলের জন্য জমা দিয়ে প্রয়োজনীয় টাকা পরিশোধ করলে বারের সীল লাগানো হবে।

২। সীল লাগানোর পরে স্ট্যাম্প ভেন্ডরের নিকট থেকে আপীলের মেমোতে ও জামিনের আবেদনে (যদি থাকে) কোর্ট ফি লাগাতে হবে। দন্ডাদেশের বিরুদ্ধে আপীল হলে আপীল মেমোতে কোর্ট ফি লাগে না।

৩। স্ট্যাম্প রিপোর্টার এর নিকট নিয়ে গিয়ে আপীল মেমোটি জমা দিলে স্ট্যাম্প রিপোর্টার আপীল মেমোতে প্রয়োজনীয় স্ট্যাম্প লাগানো হয়েছে কিনা পরীক্ষা করে দেখবেন।

৪। এরপর আপীল মেমো নিয়ে আপনাকে ফৌজদারি আপীল ফাইলিং সেকশনে যেতে হবে। সেখানে দায়িত্বরত ব্যক্তির নিকট আপনার ফাইলটি দিলে সেকশনের দায়িত্বরত ব্যক্তি আপীলটি এন্ট্রি করে একটি এন্ট্রি নম্বর দিবেন। এন্ট্রি নম্বর পড়ার পরে আপীল মেমোর মূল পিটিশনসহ সবকিছু হুবহু দুই সেট ফটোকপি করতে হবে।

সেকেন্ড জজের কপি সাজানো

ফটোকপি হয়ে যাওয়ার পরে পূর্বে সাদা কাগজে প্রিন্টকৃত আপীল মেমোর সাথে ফটোকপি করা এনেক্সারগুলো সংযুক্ত করে সেলাই করতে হবে।

চেম্বার কপি

চেম্বারে সংরক্ষণ এর জন্য মূল আপীল মেমো সহ সব কিছু একসেট ফটোকপি করে রাখতে হবে।
৫। এন্ট্রি নম্বর পড়ার পরে ফৌজদারি আপীল সেকশনে আপীল মেমোটি নিয়ে যেতে হবে। উক্ত সেকশনে দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারী আপীল রেজিস্ট্রারে আপীলটি নিবন্ধন করবেন এবং ফৌজদারি আপীল নম্বর দিবেন। উক্ত নম্বরটি অবশ্যই নোট করে নিতে হবে। আপীল মেমোটি এ শাখায় সংরক্ষিত থাকবে।

৬। আপীল মেমোর সাথে জামিনের আবেদন থাকলে হলফনামা কমিশনারের নিকট জামিনের আবেদনসহ হলফকারীকে সাথে নিয়ে যেতে হবে। হলফনামা কমিশনার জামিনের আবেদনের প্রত্যেক পাতা দেখবেন এবং প্রতি পাতায় ও এনেক্সারে সাইন করবেন। যদি জামিনের আবেদন না থাকে তাহলে হলফনামা কমিশনার এর নিকট যাওয়ার প্রয়োজন নেই।

৭। এভাবেই আপনার আপীলটি সেকশনে ফাইল হবে। এরপর আপনার কাজ হবে জামিনের আবেদন (যদি থাকে) এর কপি এটর্নি জেনারেল অফিসে প্রদান করে মুল, কপিতে রিসিভ করে নেয়া। অতঃপর সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ অফিসারের নিকট জামিনের আবেদনটি সকাল ১০ ঘটিকার আগে দাখিল করতে হবে।

৮। এরপর আপনার কাজ হলো আপীলের গ্রহণযোগ্যতা শুনানী করা। এজন্য যে বেঞ্চে আপীল এর গ্রহণযোগ্যতা শুনানী করতে চান আপনাকে উক্ত বেঞ্চে মেনশনের জন্য নির্ধারিত সময়ে মেনশন স্লিপ জমা দিয়ে মেনশন করতে হবে। মেনশন করে আপনার আপীলটি প্রথমে দৈনিক কার্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আপনি বলতে পারেন-

"May it please your Lordships, my Lord, I beg to mention Criminal Appeal No. 2332 of 2024. This matter may come up in the list for admission hearing of appeal"

৯। মেনশন করার পরের দিন দৈনিক কার্যতালিকায় আপনার আপীলটি অন্তর্ভুক্ত হলে এবং সিরিয়াল অনুসারে আপনার মামলা ডাকা হলে আপনাকে আপীলের গ্রহণযোগ্যতা শুনানী ও জামিনের আবেদন শুনানী করতে হবে। যদি তামাদির আবেদন থাকে তাহলে তামাদির বিষয়ে শুনানী করতে হবে। বেশিদিন তামাদি হলে তামাদির উপর রুল ইস্যু হতে পারে। উক্ত রুল শুনানী না হওয়া পর্যন্ত জামিনের আবেদন বা মামলার গ্রহণযোগ্যতা বিষয়ক শুনানী হবে না।

Collected

11/01/2025

মুসলিমদের শিখে রাখা খুব প্রয়োজন।

🚸শিক্ষামূলক পোস্ট:🚸এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে! পাশ দিয়ে ছোট্ট একটি পিপীলিকা যাচ্ছিল!মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়...
11/01/2025

🚸শিক্ষামূলক পোস্ট:🚸
এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে! পাশ দিয়ে ছোট্ট একটি পিপীলিকা যাচ্ছিল!
মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!
ভাবলো একটু মধু খেয়ে নেই!
তারপর না হয় সামনে যাবো!

এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!
আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!
তারপর সামনে চলতে লাগলো!
হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!
ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?
আবার পিছনে ফিরলো!
পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!
এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!
এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!
বসে বসে আরামছে মধু খাচ্ছে!
খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!
ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!
তখনই হঠাৎ টনক নড়লো তার!
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!
কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!
অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!
নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!
অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!

এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!
যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!
আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!
তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!
ধ্বংস অনিবার্য!
তার দুনিয়া ও আখেরাত দু'টোই শেষ!

হে আল্লাহ্ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালাবাসায় অন্ধ করে দিওনা! আমাদেরকে হালাল-হারাম বেছে চলার তাওফিক দান করুন।আমিন!!!

 #সোনালী_ব্যাংকের_স্মার্ট_সেবা।সোনালী ব্যাংকের গ্রাহক চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করতে পারব...
11/01/2025

#সোনালী_ব্যাংকের_স্মার্ট_সেবা।
সোনালী ব্যাংকের গ্রাহক চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন।

✅যে সকল সুবিধা গ্রাহক পাবেনঃ
১. কোন চেক লাগবে না
২. কোন চার্জ নেই
৩. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন
৪. ২ মিনিটেই ক্যাশ হাতে
৫. সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই

✅যা থাকা লাগবেঃ
১. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে।

✅কিভাবে টাকা উত্তোলন করবেনঃ
১. সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে।
২. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন।
৩. এখন QR code স্কান করে ক্যাশ আউট করুন।
৪. ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার।
৫. ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ গ্রহন করুন।
QR code. সব শাখাতেই এরকম কিউআর কোড দেখতে পাবেন।

Address

Sher-e-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when উপদেশ । Advice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপদেশ । Advice:

Videos

Share