আবেগ

আবেগ !বাস্তব কিছু আবেগ! ! বাস্তব কিছু আবেগ!

অবহেলার মায়াজালে শেষমেষ কপালের চুমুও বিলীন হবে ভাবিনি, মনে করে দেখো বলেছিলাম আমি এখানেই আটকে থাকি!তো এবার যাবার পালা.......
08/10/2024

অবহেলার মায়াজালে শেষমেষ কপালের চুমুও বিলীন হবে ভাবিনি,
মনে করে দেখো বলেছিলাম আমি এখানেই আটকে থাকি!

তো এবার যাবার পালা....

# কথারু

05/01/2024

ভর্তি হয়েছো কোথায়?
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে।
ওহ, আচ্ছা। ওখানে তো জিপিএ-টিপিএ লাগে না, তাই না? সবাই ভর্তি হতে পারে! ঢাবিতে চান্স পাইলা না। ঢাবিতে চান্স পেলে লাইফে আর কিছু লাগতো না!

শুনলাম ঢাবিতে চান্স পেয়েছো। কোন সাবজেক্ট?
সয়েল সাইন্স।
সেটা আবার কী?
মৃত্তিকা বিজ্ঞান।
এসব মৃত্তিকা-টিত্তিকা পড়ে চাকুরী বাকুরী কিছু হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি পেলে কিছু একটা হতো!

এপ্লাইড কেমিস্ট্রিতে ভর্তি হয়েছো জেনে খুবই খুশী হয়েছি। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওগুলোতে ট্রাই করো নাই?
জী করেছিলাম।
মেডিকেলে চান্স পেলে পেছনে ফিরে তাকাতে হতো না। পাও নাই, কি আর করার! দেখো পড়াশোনা শেষে একটা সরকারি চাকুরী পাওয়া যায় কি না!

তোমার বাবার কাছে শুনলাম রংপুর মেডিকেলে চান্স পেয়েছো। আমার এক ভাতিজা পড়তো খুলনা মেডিকেলে। এখন একটা ক্লিনিকে জব করে। মেডিকেলে পড়ে বিসিএস না হলে লাভ নাই। বুয়েট অথবা অন্ততপক্ষে ইঞ্জিনিয়ারিং পড়লে কাজের অনেক সুযোগ। দেশে বিদেশে প্রচুর ডিমান্ড আছে।
একটা অসুস্থ সময় পার করছে দেশ! অসুস্থ প্রতিযোগিতা চারদিকে। পরিত্রাণের কোনো উপায় নেই। একমাত্র উপায় মৃত্যু! সে পথেই এগুচ্ছে অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন সুমন। সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ৪৪ তম বিসিএস পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। লক্ষ লক্ষ চাকুরী প্রার্থীদের ভীড় ঠেলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় স্ট্রোক করেছে। সেখান থেকে আগারগাঁও নিউরোসাইন্স হস্পিটাল। আইসিইউ। টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে হেরে গেছেন তিনি। জিতে গেছে বিসিএস। জিতে গেছে সমাজ। জিতে গেছে সিস্টেম।

বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক মেহেদী হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা এ শিক্ষার্থী আটটি সরকারি চাকুরীর সুযোগ পেয়েছিলেন। তারপরও গত তিনমাস রাতে একটুও ঘুমাতে পারেনি। অপ্রাপ্তি, দুঃশ্চিন্তা, হতাশা জেঁকে বসেছিলো মেহেদীর। সুইসাইড নোটে লিখেছেন, 'নিদ্রাহীনতা আর পারছি না'। মেহেদী মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি বলেই কি কেউ দায়ী নয়?

মেহেদীর সুইসাইড, ইমনের স্ট্রোক, অকালমৃত্যু। এসবের জন্য দায়ী এই দেশ, এই সিস্টেম। আমি আইনের লোক হলে এসব মৃত্যুর জন্য আসামি হিসেবে পুরো দেশের নাম লিখতাম। কারণ হিসেবে লিখতাম এক অসুস্থ প্রতিযোগিতার, এক অসুস্থ সময়ের।

#লেখনীতে_সুমন_নূর

27/08/2023
আমি সত্যি উপলব্ধি করি তুমি কতটা আবেগ দিয়ে আমাকে জড়িয়ে আছো।🍂কি অদ্ভুত ভাবে তোমার আমার "মায়ার" সম্পর্কটার বয়স বেড়েই চলেছে ...
07/08/2023

আমি সত্যি উপলব্ধি করি তুমি কতটা আবেগ দিয়ে আমাকে জড়িয়ে আছো।🍂
কি অদ্ভুত ভাবে তোমার আমার "মায়ার" সম্পর্কটার বয়স বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ 🌼
টুকটাক করে পেরিয়েই যাচ্ছে বছর আর আমি আবিষ্কার করছি এক অকল্পনীয় পুরুষ এর সৌন্দর্যকে মাশাল্লাহ 🖤
তোমার আমার এই মায়ার সম্পর্ক দীর্ঘায়ু হউক 🍁
আমার তোমার বাস্তবিত কল্পনার সংসার একসাথে বৃদ্ধ হউক⏳

আমরা একাক্ষরিত হই তীব্র ভালোবাসায়💌


07/08/2019💍💍💍

أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাতিন।’অর্থ : ‘আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের মাধ্যমে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিষধর প্রাণীর ও বদনজরকারীর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।’ (বুখারি)

মেয়ে মানেই ছিচকাঁদুরে 🥺 মেয়েরা অল্পতেই কাঁদে অভিমান করে আবার ক্ষানিক বাদেই তাদের রাগ অভিমান যেন তুলোর মতো হারিয়ে যায়!ব্য...
13/05/2023

মেয়ে মানেই ছিচকাঁদুরে 🥺
মেয়েরা অল্পতেই কাঁদে অভিমান করে
আবার ক্ষানিক বাদেই তাদের রাগ অভিমান যেন তুলোর মতো হারিয়ে যায়!
ব্যাপার টা কিন্তু তা নয়।
মেয়েরা নিজেদের কে মানিয়ে নিয়ে রাগ অভিমান তুলোর মতো ভাসিয়ে দেয় যাতে তাদের সাথে আষ্টেপৃষ্টে থাকা মানুষগুলো কষ্ট না পায়।তাদের মেহনত যেন করতে না হয়, তাদের দুঃশ্চিন্তা যেন না বেড়ে যায়
হোক সে বাবা- মা , ভাই-বোন, স্বামী-সন্তান কিংবা অন্যকেউ.
নারীরা ছিচকাঁদুরে হয়না! ওরা গলা আটকে যাবার মতো কাঁদে, নিঃশব্দে কাঁদে
তবে দেখায় যে ওদের অভিমান ক্ষীণ! নারীরা বয়স্ক বাবার কথা ভেবে আতকে উঠে তবু ভাবে সে ঘাবরে গেলে পাশের মানুষদের কি হবে তাই নারীরা অল্পে মেনে যায়।নারীরা ভবিষ্যতের ভাবনায় নির্ঘুম সময় কাটায় কেউ টের পেলে আরমোরা খায় ঘুমের, নারীরা ভয় পেলেও আতকে উঠার আগে ভাবে কেউ চেহারার বলিরেখা যেন না পড়তে পারে!
নারীরা আবেগাপ্লুত হয় তাদের ঘিরে এত বাস্তবতা যার ঘোরে টিকে থাকতে নিজেকে মিথ্যাশ্বাস দিতে। নারী ছিচকাঁদুরে হয়। অশ্রুদেরও নিজের মধ্যে দিতে ঠাই!নারী দুর্বল, তাইতো নারী আটকে ধরে পরিবারের মায়াজাল।
নারীর শখ বেশি।
শখের বেশে কিছুনা কিছু লুকাতে অচিরে!
নারী উটকো ঝামেলা
কি আর করার?
নারী
জীবদ্দশায় সত্যি কতকি পেড়িয়ে যায়!
তবু নারী ভাবতে থাকে এ সময়টি সেরা 🌼
নারী ছিচকাঁদুরে 🌼🌼🌼

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবেগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category