
26/05/2024
একটা সময় পরে সন্তান হলো বেঁচে থাকার মূল উৎস।পৃথিবীতে যেকোনো কিছু বিসর্জন দেওয়া যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে।।
আমার জীবনে তিনটা অনেক মূল্যবান পাওয়ার মাঝে দুইটা পাওয়া হচ্ছে আমার ১ ছেলে ১ মেয়ে
আলহামদুলিল্লাহ
২০০২সালে আজকের দিনে ছেলে জন্ম হয়েছিল।১ ছেলে১ মেয়ে জন্ম হওয়ার সেই কষ্ট আমি সারা জীবনেও ভুলতে পারবো না।।
হয়তো তখন এত ফেসবুকে কষ্টের কথা লিখতে পারতাম না😞
তাই আমার একা লালন পালন করার কষ্টের কথা সবার অজানা।লিখলে হয়তো আজকে পুরোনো দিনের স্মৃতি সামনে আসতো আর সবাই কে দেখাতে পারতাম যে কত কষ্ট করে একা হাতে বড় করেছি ওদের কে আমি।।
মানুষ সুখের দিন ভুলে গেলে ও কষ্টের দিন ভোলে না।।
যায় হোক ওরাহলো আমার অনেক আদর ভালোবাসার ❤️❤️
সবাই দোয়া করবেন ওর জন্য❤️❤️
শুভ জন্মদিন বাবা😘❤️