Liza vlog

Liza vlog আসসালামুয়ালাইকুম আমি একজন নিউ ব্লগার সবাই আমাকে সাপোর্ট করবেন ����

একটা সময় পরে সন্তান হলো বেঁচে থাকার মূল উৎস।পৃথিবীতে যেকোনো কিছু বিসর্জন দেওয়া যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে।। আমার জীব...
26/05/2024

একটা সময় পরে সন্তান হলো বেঁচে থাকার মূল উৎস।পৃথিবীতে যেকোনো কিছু বিসর্জন দেওয়া যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে।।
আমার জীবনে তিনটা অনেক মূল্যবান পাওয়ার মাঝে দুইটা পাওয়া হচ্ছে আমার ১ ছেলে ১ মেয়ে
আলহামদুলিল্লাহ
২০০২সালে আজকের দিনে ছেলে জন্ম হয়েছিল।১ ছেলে১ মেয়ে জন্ম হওয়ার সেই কষ্ট আমি সারা জীবনেও ভুলতে পারবো না।।
হয়তো তখন এত ফেসবুকে কষ্টের কথা লিখতে পারতাম না😞
তাই আমার একা লালন পালন করার কষ্টের কথা সবার অজানা।লিখলে হয়তো আজকে পুরোনো দিনের স্মৃতি সামনে আসতো আর সবাই কে দেখাতে পারতাম যে কত কষ্ট করে একা হাতে বড় করেছি ওদের কে আমি।।
মানুষ সুখের দিন ভুলে গেলে ও কষ্টের দিন ভোলে না।।
যায় হোক ওরাহলো আমার অনেক আদর ভালোবাসার ❤️❤️
সবাই দোয়া করবেন ওর জন্য❤️❤️
শুভ জন্মদিন বাবা😘❤️

30/04/2024
সবাই কে রমজানের  শুভেচ্ছা  আল্লাহ পাক  সবাই কে রোজা রাখার তৌফিক দান  করুন🌷আমিন
11/03/2024

সবাই কে রমজানের শুভেচ্ছা
আল্লাহ পাক সবাই কে রোজা রাখার তৌফিক দান করুন🌷আমিন

25/02/2024

আজ পবিত্র শব -ই-বরাত।।
হে আল্লাহ্ এই মহিমান্বিত রাতে আপনি আমাদের সকল নেক আশা পূর্ণ করুন আর আমাদের সকল গোনাহ হ্মমা করুন ও আমাদের ইমানী শক্তি বৃদ্ধি করুন আমীন 🤲🤲🤲🤲🤲🤲

21/02/2024

মহান একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা🌹🌹

07/02/2024

নাচে, গানে ভরপুর ছিল জঙ্গলবাড়ি রিসোর্ট

06/02/2024

আনন্দ আর আনন্দ 💓💓

:¨·.·¨: `·. কেউ ফুল না দিলে নিজেই নিজেকে ফুল দাও'♡❀ফুল ভালোবাসার বহিঃপ্রকাশ 🌹🌹©
06/02/2024

:¨·.·¨:
`·. কেউ ফুল না দিলে নিজেই নিজেকে ফুল দাও'♡❀

ফুল ভালোবাসার বহিঃপ্রকাশ 🌹🌹
©

04/02/2024

৩০০ফিট পূর্বাচল জঙ্গল বাড়ি পিকনিকের অনেক আনন্দ করা হয়েছে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি 💓💓খুবই ভাল সময় কাটলো

পৃথিবীতে প্রতিটি মানুষের ভালোলাগার কিছু অনুভূতি রয়েছে যে অনুভূতি গুলোর মাধ্যমে মানুষ নিজের ভালো লাগা বা ভালোবাসা প্রকাশ...
29/01/2024

পৃথিবীতে প্রতিটি মানুষের ভালোলাগার কিছু অনুভূতি রয়েছে যে অনুভূতি গুলোর মাধ্যমে মানুষ নিজের ভালো লাগা বা ভালোবাসা প্রকাশ করে থাকে।আর প্রতিটি মানুষের ভালোলাগার অনুভূতি গুলো অবশ্যই তাদের প্রিয় জনদের জন্যই হয়। প্রতিটি মানুষের মনের মধ্যে তাদের প্রিয় জনদের জন্য একটি টান বা মায়া তৈরি হয় যেখান থেকে তাদের প্রতি ভালো লাগা ও ভালোবাসার সৃষ্টি হয়। আর এই ভালোলাগার অনুভূতি আছে বলেই পৃথিবীতে আজও সম্পর্কগুলো এত সুন্দর ভাবে টিকে আছে।

যে সম্পর্কে কোনো অনুভূতি কাজ করে না সে সম্পর্কের কোনো মূল্য থাকে না। পৃথিবীতে অনুভূতিহীন সম্পর্ক গুলো দিন দিন মরে যাচ্ছে। ভালোলাগার অনুভূতি গুলো প্রিয়জনদের নিকট প্রকাশ করলে প্রিয়জনেরা যেমন খুশি হয় তেমনি নিজেকে অনেক হালকাও মনে হয়। ভালোলাগার এই অনুভূতি গুলো প্রকাশ করার মাধ্যমে সম্পর্ক গুলো সত্যি অনেক মিষ্টি হয়।।


ভাই ও বোন 🌹🌹

❝মানুষ হয়ে জন্মানোর সবচে বড় কষ্ট হচ্ছে মাঝেমাঝে তার সবকিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু সে যেতে পারেনা। তাকে অপ...
27/01/2024

❝মানুষ হয়ে জন্মানোর সবচে বড় কষ্ট হচ্ছে মাঝেমাঝে তার সবকিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু সে যেতে পারেনা। তাকে অপেক্ষা করতে হয়। কিসের অপেক্ষা তাও সে ভালোমতো জানেনা।❞

✒️ হুমায়ূন আহমেদ

আসসালামু আলাইকুম 🌹সবাই কে জুম্মা মোবারক 🌹
26/01/2024

আসসালামু আলাইকুম 🌹

সবাই কে জুম্মা মোবারক 🌹

আমাদের  বাস্তব  জীবনে   এইকিছু  কথা নিয়ে চলতে হয়  🌹🙂 পাশে দাঁড়িয়ে ভরসা দেবার লোক নেই,, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক ...
25/01/2024

আমাদের বাস্তব জীবনে এই
কিছু কথা নিয়ে চলতে হয় 🌹

🙂 পাশে দাঁড়িয়ে ভরসা দেবার লোক নেই,, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই,, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে,,🙂সমাজে এই সংখ্যা লোক বেশি যে য়া বলুক আপনে আপনার জন্য করবেন নিজের পথ টা নিজেই গড়ে তুলতে হবে 🌹

মানুষকে আঘাত দিয়ে কাঁদিয়ে দিতে পারাটা একটা সহজসাধ্য কাজ। সে তো আমি আপনি সবাই পারি। কিন্তু একজন মানুষের মুখে একটু হাসি ফু...
25/01/2024

মানুষকে আঘাত দিয়ে কাঁদিয়ে দিতে পারাটা একটা সহজসাধ্য কাজ। সে তো আমি আপনি সবাই পারি। কিন্তু একজন মানুষের মুখে একটু হাসি ফুটিয়ে তুলুন তো, দেখবেন ব্যাপারটা অতো সহজ নয়। কিন্তু এটুকু পারার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সার্থকতা। মানুষের মুখে হাসি এনে দেয়ার কারনেই মানুষ আপনাকে মনে রাখবে।

জীবন মানে একটা  ভূমিহীন গল্প🌹 তার প্রতিটি লাইন পড়া সহজ কিন্তু 🌼 বোঝা বড় কঠিন🌹  কিছু  সম্পর্ক ভাড়া বাড়ির মতোই তুমি যতই সা...
24/01/2024

জীবন মানে একটা ভূমিহীন গল্প🌹 তার প্রতিটি লাইন পড়া সহজ কিন্তু 🌼 বোঝা বড় কঠিন🌹 কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতোই তুমি যতই সাজাও নিজের হবে না কখনো🌹🌹

Address

Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Liza vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Liza vlog:

Videos

Share