Simple LifeStyle

Simple LifeStyle নারী আল্লাহর সবচেয়ে নিকটতম তখন হয়, যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।❤️
(1)

মৃত্যু আসবেই, আর কবরে শুরু হবে আসল পরীক্ষা।সেই অন্ধকার গর্তে কে থাকবে সাথে?"আমল নাকি আজাব"?আজই ফিরে এসো রবের দিকে, তওবা...
03/02/2025

মৃত্যু আসবেই, আর কবরে শুরু হবে আসল পরীক্ষা।
সেই অন্ধকার গর্তে কে থাকবে সাথে?
"আমল নাকি আজাব"?

আজই ফিরে এসো রবের দিকে, তওবা করার দরজা এখনো খোলা!❤️‍🩹✨

03/02/2025

-তুমি পর্দা করো?
-জ্বি করি!
-তাহলে আজ একজনের মোবাইলে তোমার ছবি দেখলাম যে?
-কই নাতো! আমি কাউকে ছবি দিইনি!
-না দিলে ওরা পাবে কোত্থেকে? ওরা যেভাবে গোল হয়ে দাঁড়িয়ে ছবিটা দেখছিল,যে কারোরই খারাপ লাগবে!
-ও আচ্ছা! আমার ফেসবুক আইডি থেকে নিয়েছে তাহলে।

-এ কেমন পর্দা! তুমি বোরখা গায়ে বাইরে যাবে কিন্তু ফেসবুক-ওয়াটসআপ-ইনস্ট্রাগ্রামে তোমার ছবি হাতে হাতে ঘুরবে! তোমাকে আম্মাজান আয়েশা (রাঃ) এর ঘটনা বলেছি না?

-কোনটা?

-ভুলে গেছো। ঠিক আছে আবার বলছি! আম্মাজান বলেছেন:- “আমি মাঝেমধ্যে আমার ঘরে প্রবেশ করতাম। যেখানে নবীজি (সা.) শুয়ে আছেন। আমার আব্বাজান শুয়ে আছেন। কোনো পর্দা ছাড়াই! কিন্তু যখন উমারকে সেখানে দাফন করা হলো,আমি নিজেকে পুরোপুরি কাপড়ে মুড়িয়ে সে ঘরে যেতাম। উমরকে লজ্জা লাগতো যে!”

দেখো মা! তিনি একজন কবরবাসী মৃত মানুষের সামনেও পর্দাহীন যেতে লজ্জাবোধ করেছেন! আর তোমরা অফলাইনে পর্দা করলেও অনলাইনে অন্যরকম! আফসোস!

> বই: যাররাতিন খাইরান

`লেখক: শাইখ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ`

*এমন যদি মনে হয় আপনি তো সফল কারণ আপনার সব কষ্ট বুঝেন মহান রব! আপনি তাকেই সব বলুন*
03/02/2025

*এমন যদি মনে হয় আপনি তো সফল কারণ আপনার সব কষ্ট বুঝেন মহান রব! আপনি তাকেই সব বলুন*

03/02/2025

*ডিপ্রেশন বা হতাশা কাটানোর ৬ টি কার্যকর আমলঃ-*

১. একটানা ১০-১৫ মিনিট কোরআন তিলাওয়াত করা, শর্ত হলো তিলাওয়াত বিশুদ্ধ হতে হবে।
2. ইস্তেগফার বা দোয়া ইউনুস একনাগাড়ে পড়ে যাওয়া।
3. রাসুল (সাঃ) এর উপর মনোযোগ সহকারে অধিক পরিমাণে দরুদপাঠ করা,,(যত মনযোগ দেওয়া হবে আমল তত কাজে দিবে)
4. অত্যাধিক পরিমাণে *❝লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ❞* পড়া।
5. প্রতিদিন মনোযোগ সহকারে আল্লাহর কাছে লম্বা সময় দোয়া করা, এবং দোয়ার পূর্বে অল্প বা বেশি সদাকা করে দোয়া শুরু করা।
6. অত্যাধিক পরিমাণে আল্লাহর জিকির করা।

> কথা: সংগৃহীত

*রজব, শা"বান মাসের বরকতময় দুআ, বেশি বেশি পড়ুন।* *اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَا...
02/02/2025

*রজব, শা"বান মাসের বরকতময় দুআ, বেশি বেশি পড়ুন।*

*اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ*

অর্থ : হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন।

ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ

যিকির হলো রূহের খাবার। আপনি যখনই আল্লাহর স্মরন থেকে বিস্মৃত হন, তখনই হৃদয়ে শূন্যতা অনুভব করেন। তাই সব সময় আল্লাহর স্মরনে...
02/02/2025

যিকির হলো রূহের খাবার। আপনি যখনই আল্লাহর স্মরন থেকে বিস্মৃত হন, তখনই হৃদয়ে শূন্যতা অনুভব করেন। তাই সব সময় আল্লাহর স্মরনে থাকুন, ইস্তিগফার করুন এবং কুরআনের সাথে বেশি সময় দিন, বুঝে বুঝে পড়ুন। ইন শা আল্লাহ, হৃদয়ের খোরাক পেয়ে যাবেন। কারণ,
❝নিশ্চয় আল্লাহর স্মরনেই হৃদয় প্রশান্ত হয়।❞
(সূরা রাদ:২৮)

*সারা'রাত নিজের করা পাপ নিয়ে অনুপ্ত হয়।**রবের দরবারে ফিরে যাবো বলে ওয়াদা করি।*🤲🏻❤️‍🩹*কিন্তু দিন'শেষে নিজের নফসের কাছে হে...
02/02/2025

*সারা'রাত নিজের করা পাপ নিয়ে অনুপ্ত হয়।*
*রবের দরবারে ফিরে যাবো বলে ওয়াদা করি।*🤲🏻❤️‍🩹
*কিন্তু দিন'শেষে নিজের নফসের কাছে হেরে যাই💔কীভাবে আমার নিজের নসফের সাথে লড়াই করবো,?*💔💔💔
*আল্লাহুম্মাগফিরলী*💔
©️

*আল্লাহ আমাদের আপনি রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখুন আমিন*
01/02/2025

*আল্লাহ আমাদের আপনি রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখুন আমিন*

31/01/2025

আয়াত টা খুবই শক্তিশালী

কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না। বরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়ে...
31/01/2025

কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না। বরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়েও তা ছেড়ে দেয়।

— ইমাম ইবনু রজব (রহ.)
[সূত্র : রাসায়েলু ইবন রজব, ১/১৬৩]

31/01/2025

❝ *আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা* *মুহাম্মাদ(ﷺ)* 💚🌸

__*সল্লাল্লাহু আলাইহি* *ওয়াসাল্লাম।*

❝ *আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)* 💚🌸

__*সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।*

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💚🌸

__সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

*অনবরত দরূদ পাঠ করতে* *থাকেন উখতিগন* 🫀🫀🫀

30/01/2025

30/01/2025

দরুদ পড়েছেন তো⁉️

‎দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
‎(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

‎অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

‎— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

30/01/2025

হৃদয় এর গভীর থেকে ভালোবাসা আমার প্রাণের নবীর( সাঃ) জন্য
কাল কেয়ামতের দ্বীন যেন নবী সাঃ এর সাফায়াত পাই
যতটুকু জীবন আছে
তিনি (সাঃ) যেমন ভাবে আল্লাহর ভালোবাসায় সব কিছু উৎসর্গ করেছিলেন
আমি পীপি যেন ১% হলেও নবী মুহাম্মদ সাঃ এর দেখানো পথে নিজের জীবন কে আলোকিত করতে পারি 😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲আমিন 🤲❤️

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد💚
‘আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মোহাম্মাদ’(ﷺ)❤️❤️❤️

30/01/2025

আল্লাহ তা’আলার বাণীঃ “কোন পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে ; কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর, আর সকল নবী-রসূলদের উপর, এবং অর্থ দান করলে আল্লাহর মহব্বতে আত্মীয়-স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাস মুক্তির জন্য, সালাত কায়িম করলে, যাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে, রোগে-শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্যধারণ করলে। এরাই হল প্রকৃত সত্যপরায়ণ, আর এরাই মুত্তাকী”- (আল-বাক্বারাহ ২/১৭৭)। “অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ”-(সূরা মুমিনূন ২৩/১)।

30/01/2025

আবু হুরায়রা রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন -

তোমরা কুরআন শেখো। অতঃপর তা পড় এবং পড়াও। কেননা যে ব্যক্তি কুরআন শিখল এরপর তা পড়ল এবং রাতে (তাহাজ্জুদের) নামাযে তা তিলাওয়াত করল, সে ব্যক্তি এমন পাত্রের মতো, যা মেশক আম্বর দিয়ে পূর্ণ, যা সর্বত্র সুগন্ধি ছড়ায়। আর যে ব্যক্তি কুরআন শিখে শুয়ে থাকল এ ব্যক্তি এমন পাত্রের ন্যায়, যা মেশক ভরে সেলাই করে দেওয়া হয়েছে। (ফলে তা থেকে আর সুগন্ধি বিকরিত হয় না।)
জামে তিরমিযী, হাদীস ২৮৭৬

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
30/01/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

30/01/2025

জীবনের প্রতিটি ধাপে সঠিক বন্ধুর গুরুত্ব অপরিসীম। বন্ধুরা আমাদের চরিত্র ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন:"মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে। সুতরাং সে যেন লক্ষ্য রাখে, কার সাথে বন্ধুত্ব করছে।" (তিরমিজি, ২৩৭৮)তাই এমন বন্ধু বেছে নিন যারা:সত্য ও সৎ কাজের পথে আপনাকে অনুপ্রাণিত করবে।পাপ থেকে বিরত থাকতে সাহায্য করবে।যখন আপনি বিপদে পড়বেন, তখন আপনার পাশে থাকবে।সত্যিকারের বন্ধু সে-ই, যে আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণের দিকে নিয়ে যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করুন এবং এই বন্ধুত্বকে ইবাদতের অংশ করে তুলুন।©️

Address

Bashundhara R/A
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Simple LifeStyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simple LifeStyle:

Videos

Share