নোয়াখাইল্লা বোইন

নোয়াখাইল্লা বোইন Be Happy With Your Happiness
(46)

আসসালামু আলাইকুম  কেমন আছেন সবাই....?
02/02/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই....?

আমি শুধু চেয়েছিলাম জোসনা ভরা একটি রাত......সে আমার জীবনটাকে জোসনার আলোয় ভরিয়ে দিল...♥️
25/01/2025

আমি শুধু চেয়েছিলাম জোসনা ভরা একটি রাত......
সে আমার জীবনটাকে জোসনার আলোয় ভরিয়ে দিল...♥️

24/01/2025

হঠাৎ করে এত পরিবর্তন আসবে নিজেও জানতাম না।

23/01/2025

জামাইয়ের আবদারে বিয়ের পর প্রথমবার এই কাজটি করলাম।

আসসালামু আলাইকুম  কেমন আছেন সবাই ?
18/01/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ?

Congratulations Tahsanজিতছি কিন্তু আমি🤭😁
04/01/2025

Congratulations Tahsan
জিতছি কিন্তু আমি🤭😁

শীতের সকালে আর কি লাগে...
31/12/2024

শীতের সকালে আর কি লাগে...

২০১২ সাল থেকে একটা মানুষ আমাকে ভালোবাসে, যদিও তখন আমরা কেউ ই ভালোবাসা বা প্রেম কাকে বলে তা জানিনা... তাই আমাদের শুধু বন্...
30/12/2024

২০১২ সাল থেকে একটা মানুষ আমাকে ভালোবাসে, যদিও তখন আমরা কেউ ই ভালোবাসা বা প্রেম কাকে বলে তা জানিনা... তাই আমাদের শুধু বন্ধুত্ব টাই ছিল,
সময় পেরিয়ে যেতে যেতে আসলে ভালোলাগা অনেকটাই ভালবাসায় পরিনত হয়... আর যেখানে ভালোবাসা আছে সেখানে সমস্যা থাকবেনা তা কি করে সম্ভব... শুরু হয়ে গেলো পারিবারিক, সামাজিক সব ধরনের সমস্যা।
কত ঝড়, ঝাপটা পাড়ি দিতে হয়েছে এই এক জীবনে তা আমরা দুইজন ছাড়া খুব কম মানুষই জানে... জীবনটা আসলেই সিনেমার মত, ১২ বছর প্রতিটা সময় ই আসলে অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা আসলেই কি এক হতে পারবো কিনা.... এই এক যুগের মধ্যে কতই না স্মৃতি দাঁড়িয়ে আছে, যার সবকিছুই অপূর্ণ তাকে ছাড়া...
সুখ একটি মানবিক অনুভূতি, যা ভালোবাসা , তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।
আর তাকে পাওয়া টাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ...
আমার পূর্ণতার অপার আনন্দ বিকশিত করার ভাষা ও জ্ঞান সবটাই আসলে এই মুহূর্তে অবিচল...

তোমাতেই আমি ধন্য আজ,
তোমাতেই হয়েছি পূর্ণ ।
তোমাকে দিলাম মোর জীবন খানা,
করিওনা আমায় ত্যাগ ।
এক যোগ পেরিয়ে হয়েছি আমরা দুজন এক।
দোয়ার স্মরণে রাখিবেন মোদের
হই যেনো মোরা সুখী
কখনো যেন আর না হই জগত জননী দুঃখী....

তবে তোমার বুকে'তে সপে দিলাম আমার যত সত একাকিত্বতা 🖤
07/12/2024

তবে তোমার বুকে'তে সপে দিলাম আমার যত সত একাকিত্বতা 🖤

06/12/2024

জীবনে প্রথমবার এমন উদ্ভট রেসিপি রান্না করতে গিয়ে যে ঘটনা ঘটলো।

নীরবতার মাঝেও লুকিয়ে থাকে কঠিন সত্যের আনাগোনা ‌। যার আলো ছায়ার মায়ার ভেলকিতে উড়ে যায় সকল ছলনা।
05/12/2024

নীরবতার মাঝেও লুকিয়ে থাকে কঠিন সত্যের আনাগোনা ‌। যার আলো ছায়ার মায়ার ভেলকিতে উড়ে যায় সকল ছলনা।

পরিস্থিতি মানুষের ইচ্ছা শক্তি কেও হার মানাই মাঝে মাঝে।
04/12/2024

পরিস্থিতি মানুষের ইচ্ছা শক্তি কেও হার মানাই মাঝে মাঝে।

03/12/2024

কিছু সাধারণ জিনিস কেউ এইভাবে অসাধারণ করে তোলা যায়।

02/12/2024

শীতের দিনে আমার মতো এই কাজটা কে কে করেন…

শীত কালে মানুষের হয় বিয়ে 🥰আর আমার হয় জ্বর, সর্দি,কাশি 🙄
02/12/2024

শীত কালে মানুষের হয় বিয়ে 🥰
আর আমার হয় জ্বর, সর্দি,কাশি 🙄

যেদিন থেকে খারাপ লাগা, ভালো লাগা প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। সেই দিন থেকে বুঝে গিয়েছি আমার ভিতরের আমির অস্তিত্বটা আর ...
28/11/2024

যেদিন থেকে খারাপ লাগা, ভালো লাগা প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। সেই দিন থেকে বুঝে গিয়েছি আমার ভিতরের আমির অস্তিত্বটা আর নেই। সবার সামনে হাসিখুশি থাকা মেয়েটাও ভিতর থেকে ভেঙেচুরে চুরমার হয়ে গেছে, এই খবর আর কয়জন রাখে।

27/11/2024

শীতকালে আমার পছন্দের এই পিঠা না খেলে আমার চলে না।

26/11/2024

এই কারণেই সবাই বলে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু নেই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখাইল্লা বোইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নোয়াখাইল্লা বোইন:

Videos

Share