09/03/2022
💢 আপনাদের ট্রাস্ট(বিশ্বাস) করবো কিভাবে?🤔
একজন নতুন কাস্টমারের থেকে এই প্রশ্নটা আমাদের প্রতিনিয়তই শুনতে হয়।তবে আপনাদের এই প্রশ্নটা করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ ফেসবুকে অধিকাংশ পেইজি টাকা নিয়ে কাস্টমারকে আদর করে ব্লক লিস্টে রেখে দেয়।আর এর ফলাফল হিসাবে আমাদের মতো ট্রাস্টেড পেইজ গুলোকে এই অসহ্যকর প্রশ্নটার মুখোমুখি হতে হয়।😌
আসুন কিভাবে যাচাই করবেন একটা ফেসবুক পেইজ ট্রাস্টেড কিনা সেটা নিয়ে দু চারটা কথা বলি।
প্রথম কথা হলো অনলাইন থেকে কিছু কিনতে হলে আপনাকে অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করে টাকা দিতে হবে।তবে টাকা দেয়ার আগে কয়েকটা বিষয় একটু খেয়াল করবেন।
👉১/ ডায়মন্ডের দামঃ সাধারণত ফেক/বাটপার পেজগুলো ডায়মন্ডের দাম অনেক কমিয়ে দেয়।লোভে পরে সেই ফাদে পা দিলেই প্রতারনার শিকার হবেন।তাই অতিরিক্ত কম দাম দেখলে তাদের এড়িয়ে চলুন।
👉২/ পোস্টের কমেন্টঃ ফেক পেইজের পোস্ট কমেন্ট থাকেনা বল্লেই চলে।হয়তো আপনিও কমেন্ট করার অপশন খুজে পাবেন নাহ।
👉৩/ কাস্টমারস রিভিউঃ একটা ট্রাস্টেড পেইজ যাচাইয়ের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।ফেক পেইজ গুলোতে হাতে গোনা কয়েকটা মাত্র পজেটিভ রিভিউ থাকে।আর তাদের রিভিউ অপশন অফ করা থাকে অর্থাৎ আপনি চাইলেই তাদের সার্ভিসের বেপারে কোনো রিভিউ দিতে পারবেন নাহ।
এরপর থেকে যাদের থেকেই ডায়মন্ড কিনবেন উপরের নিয়মে তাদের একটু যাচাই করে নিবেন।আর আমাদের থেকে যদি ভালো সার্ভিস পেয়ে থাকেন তবে অবশ্যই পেইজে একটা রিভিউ দিয়ে আসবেন।আর এই পোস্টটিতে কমেন্ট করে যানাবেন।আপনাদের জন্য পেইজ রিভিউ আর কমেন্ট করার অপশন খোলা রেখেছি।
আর হ্যা যদি আমাদেরকে ফেক বলার ইচ্ছে থাকে তাও বলতে পারেন কিন্তু অবশ্যই প্রমান দেখিয়ে তারপর ফেইক বলবেন।সেক্ষেত্রে প্রতারনার ছবি বা স্ক্রিনশট দেখিয়ে কমেন্ট করবেন।
🗣সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
💕 Happy Gaming 💕