Nur Mohammod 20

Nur Mohammod 20 আসছালামুআলাইকুম, আমার পেজ টিকে ফলো করে পাশে থাকুন। আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।
(5)

16/01/2025

দেখবেন নামাজী ব্যক্তিরাই সবচেয়ে বেশি "স্মার্ট"। কারণ তাঁরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র থাকে।

15/01/2025

দ্রব্যমূল্যের 'দাম' বাড়ে। আর বিবাহিতদের টেনশন বাড়ে।

এর সাথে Ahmed Rukon – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
15/01/2025

এর সাথে Ahmed Rukon – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rokibul Hasan Limon, Mozammel Hoque Polok...
15/01/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rokibul Hasan Limon, Mozammel Hoque Polok, রাকিবুল হাসান পরামানিক, Md Shahadat Hossain, Pronajite Paul, Md Mohid Khan, BP Officeal, MD Ibrahim, Md Shehab, আইরিন খাতুন, Sk Sbour Khan, Shafiqul Islam Shafiq, MD Abir, Azadd Azadd, Md Shakil Sarker, Bbir Terang

এর সাথে Mary Ann Monsour – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি...
14/01/2025

এর সাথে Mary Ann Monsour – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি! 🎉

13/01/2025

আমলাদের বেতন বাড়ে। জনগণের "ভ‍্যাট" বাড়ে।
কি সুন্দর বৈষম্যবিরোধী সংস্কার!!

এর সাথে Md Rafikuzzaman Shah Rimon – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়...
13/01/2025

এর সাথে Md Rafikuzzaman Shah Rimon – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি! 🎉

12/01/2025

মা-বাবা বেঁচে থাকাটা'ই একটা সন্তানের সবচেয়ে বড় শক্তি।

12/01/2025

Good Morning...

11/01/2025

আজ আপনার শক্তি এবং ক্ষমতা আছে বলে জুলুম করছেন। মনে রাখবেন একদিন এর পরিণতি ভোগ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।।

ক্রাশ ডাক্তার বউপার্ট - ৪মাহিন আর সারা অনেকক্ষন গল্প করে সারা শুধু হ্যা,না এই সবে উত্তর দিচ্ছে। মাহির একা একা কথা বলতে ব...
11/01/2025

ক্রাশ ডাক্তার বউ
পার্ট - ৪

মাহিন আর সারা অনেকক্ষন গল্প করে সারা শুধু হ্যা,না এই সবে উত্তর দিচ্ছে। মাহির একা একা কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।তা দেখে মাহির মুচকি হেসে বলে।
মাহির : #ক্রাশ_ডাক্তার_বউ আমার।( কপালে চুমু দিয়ে সারা কে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। )
পরেরদিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ও মাহির কে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিলো।
সারা : ( মনে মনে আমি তো উনাকে চিনি না।এক ঘন্টার আলাপে আমি কি করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ভাবতেই আমার ভিশন লজ্জা লাগছে। )
সারা মাহিরের ঘুমন্ত মুখটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে আসে। সারা এক এক বিরবির করছে।
সারা : কেনো যে ছোট মাম্মা শাড়ি পড়তে বলেছে। আমি তো শাড়ি পড়তে ই পারি না।এক কাজ করি শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে নামাজ পড়ে নেই না হলে নামাজ পড়ার আর সময় থাকবে না।
সারা নামাজ পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে।
সারা : কি করে যে ঠিক করে শাড়ি পড়া যায়। এভাবে তো বাইরের মানুষের সামনে যাওয়া যাবে না। তাহলে আমার জন্য এ বাড়ির সবাই অপমানিত হবে।উমমম.... মাহি র কাছে যাই।ও কোনো না কোনো ভাবে আমাকে হেল্প করতে পারবে।
সারা মাহি র রুমে গিয়ে দেখে ও বই পড়ছে।মাহি সারা কে দেখে বলে।
মাহি : ভাবী তুমি এত সকালে?
সারা : বিরক্ত করলাম না তো?
মাহি : আরে না আসলে ভাইয়ার বিয়েতে ঠিক মত পড়ার সময় পাইনি। স্কুলে কিছুদিন পরেই পরিক্ষা তাই একটু পড়া এগিয়ে রাখছিলাম।
সারা : অহহহহ...
মাহি : তুমি কিছু বলবে ভাবী?
সারা : হ্যা মানে আমি না শাড়ি পড়তে পারি না কখনো পড়িও নি। তুমি আমাকে একটু হেল্প করবে?
মাহি : আমিও তো পারি না। দাঁড়াও ইউটিউব থেকে দেখে নি।
মাহি আর সারা অনেক কষ্টে ইউটিউব থেকে শাড়ি পড়া শিখে শাড়ি ঠিক করে পরে নেয়।
সারা : থ্যাংক ইউ মাহি।
মাহি : ভাবী আমি তোমার ছোট বোনের মত। আমার সাথে অন্তত এমন বিহেভ করো না।( মুখ গোমড়া করে )
সারা : সরি পাখি। এবারের মত মাফ করে দাও।( কান ধরে )
মাহি হেসে দিয়ে সারা কে জড়িয়ে ধরে বলে।
মাহি : ভাবী তুমিও না।
সারা : তুমি এখন পড়ো আমি এখন আসি।
মাহি : আচ্ছা।
সারা নিচে এসে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি সকালের ব্রেকফাস্ট তৈরি করছে। সারা কে দেখে আর তার শাশুড়ি নিলিমা বলে।
মামনি : মামনি তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো?
সারা : আসলে আন্টি নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস নেই আমার।
মামনি : কি বললি তুই আমাকে?( রেগে )
সারা : কই কি বললাম।( ভয়ে ভয়ে )
মামনি : আমি তোর আন্টি হই? এখন থেকে মামনি বলে ডাকবি ঠিক আছে!
সারা : আচ্ছা এখন আমি তোমাকে হেল্প করবো?
মামনি : না তোকে কিছু করতে হবে না। আমাদের বাড়ির নিয়ম নতুন বউ তিন দিন আগুনের কাছে যেতে পারে না।
সারা : অহহহ.... তাহলে আমি কি করবো?( মলিন মুখে )
মামনি : এই কফি নিয়ে মাহিরের কাছে যা। ওকে কফি দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আয় সবাই একসাথে ব্রেকফাস্ট করবো।( এক কাপ কফি দিয়ে )
সারা : আচ্ছা... দেও।
সারা কফি কাপ হাতে নিয়ে মাহিরের রুমের দিকে পা বাড়ায়। সারা কফি বেড সাইডে রেখে আস্তে আস্তে মাহির কে ডাকছে। কিন্তু মাহির উঠছে না। সারা মাহিরের হাত ধরে ধাক্কা দিয়ে ডাক দিলে। মাহির ওকে একটানে বুকে জড়িয়ে ধরে। ঘটনা এতো দূর হওয়ায় সারা ভয় পেয়ে মাহিরের টি শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে।সারার মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলে।
মাহির : ও বউ তুমি আমাকে একলা ফেলে কোথায় গিয়েছিলে?
সারা বউ ডাক শুনে ওর বুকের ভিতর শীতল বাতাস বয়ে যায়। খুব ভালো লাগে বউ শব্দটা সারার।
মাহির : কি হলো বউ কথা বলছো না কেনো?
সারা : আমি তো মামনির কাছে ছিলাম।
মাহির : শোনো আমি ঘুম থেকে উঠে সবার আগে যেনো তোমার মুখ দেখতে পাই। মনে থাকবে?
সারা মাথা নেড়ে হ্যা বলে।
মাহির সারা কে শক্ত করে জড়িয়ে ধরলে সারা বলে।
সারা : উঠুন এবার মামনি আপনাকে ডাকছে ব্রেকফাস্ট টেবিলে।
মাহির : বউ তুমি চুপ করে শুয়ে থাকো। আমার ঘুম এখনো হয়নি।
সারা কিছু বলবে তার আগে মাহির ওর মাথা বুকের সাথে চেপে ধরে। সারা আর কিছু না বলে চোখ বুঝে মাহিরের বুকের ধুক ধুক শব্দ শুনতে থাকে।
বর্তমানে 🍁
মাহির আজানের শব্দে বাস্তবে ফিরে আসে। চোখ মুছে সারার বড় ছবিটার সামনে দাঁড়িয়ে সারা বুকে মাথা রেখে বলে।
মাহির : আর কত শাস্তি পেতে হবে। পাঁচ বছর তো কম সময় না। কেনো সেদিন কালনাগিনির ফাঁদে পা দিলাম। আমার সুখের সংসার টা এলোমেলো হয়ে গেছে। আমার আদরের ছোট বোনটা আজ পাঁচ বছর ধরে আমার সাথে কথা বলে না। আমার কলিজার টুকরো দুটোকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারলাম না। এমন অপদার্থ বাবা আমি।আর পারছি না সহ্য করতে। ইচ্ছে করে নিজেকে শেষ করে দেই।
মাহির কান্না করতে করতে একসময় হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে।
সারা সকালে উঠে নামাজ পড়ে নেয়।আজ সারা ওর বাচ্চাদের জন্য নিজের হাতে দেশি কিছু রান্না করে খাওয়াবে। সারা কিচনে গিয়ে তাড়াতাড়ি করে পরোটা,মাংস,পায়েশ করে নেয়। সারা সব খাবার গুছিয়ে রেখে উপরে গিয়ে বাচ্চাদের ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে, রেডী করিয়ে দেয়। সারা বাচ্চাদের কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে সবাই টেবিলে এসে গেছে। সারা কে দেখে ওর মায়ের বকা শুরু হয়ে যায়।
মা : তুই কিচেনে গেছিলি কেনো? বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়ছে যে তুই রান্না করবি!
সারা : মা তুমি শুধু শুধু বকাবকি করছো। আমি তো রোদ আর রোদ্রির জন্য রান্না করতে গেছিলাম।পরে ভাবলাম তোমাদের জন্য ও করে ফেলি।( রোদ আর রোদ্রি কে চেয়ারে বসাতে বসাতে বললো )
মা : তোকে কিছু বলা আর না বলা সমান কথা।
বাবা : ওসব কথা ছাড়ো তা মামনি আজ কোথায় ঘুরতে যাবে তোমরা?
সারা : আজ নদীর পাড়ে, শিশু পার্ক,চিড়িয়াখান এসব ঘুরে দেখাবো। কাল নয় তো দুই দিন পর সিলেট বা কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো।
বাবা : এটা খুব ভালো হবে।
সারা : হুম। মাহিন তুই বাবার সাথে অফিসে চলে যাস!
মাহিন : তুই একা ওদের দুজনকে সামলাতে পারবি? আমিও তোর সাথে যাবো। ইউকের অফিস আমি সামলাই আর এখানকার অফিস বাবা সামলাবে।প্রয়োজন হলে পরে যাবো অফিসে। কিন্তু তোকে একা ছাড়ছি না।
সারা : তোর যা মন চায় কর। হিয়া তুমি কি আমাদের সাথে যাবে ঘুরতে?
হিয়া : মেম এখানে আমার মামার বাড়ি।মামা অনেক করে যেতে বলছে।তাই আমিও চাচ্ছিলাম ওখানে কিছুদিন থাকতে।
সারা : তুমি আমাকে আগে বলতে পারতে তাহলে তোমাকে আরো আগেই যেতে দিতাম।যাওয়ার আগে তোমার মামার বাড়ির ঠিকানা ফোন নাম্বার আমাকে দিয়ে যেও।
হিয়া : থ্যাংক ইউ মেম।
রোদ : মাম্মা আমলা তোথায় যাবু?
সারা : আমারা ঘুরতে যাবো সোনা।
রোদ,রোদ্রি : ইয়য়ে.... তি মজা আমলা দুরতে যাবু।( খুব খুশি হয়ে )
সারা : তার আগে খাবার টা শেষ করতে হবে যে!
রোদ : আথা।
সারা ওদের খাইয়ে দিতে শুরু করে। রোদ আর রোদ্রি ঘুরতে গিয়ে কি কি করবে ওসব বলছে তা শুনে সবাই হাসতে হাসতে শেষ।
রোদ্রি : ডেডা আজ আমালে আতক্রিম তিনে দিবে?
মাহিন : না আজ তোদের একটা মজার খাবার খাওয়াবো!
রোদ : তি থাবার ডেডা?
মাহিন : এখন বলা যাবে না সারপ্রাইজ!( ভাব নিয়ে )
রোদ্রি : আমালেও না?
মাহিন : না তোকেও না। ( ভাব নিয়ে )
রোদ্রি : নাগবে না তুমার থারপ্রাইজ!( মুখ ভেংচি দিয়ে )
রোদ্রির কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়।

চলবে

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Raihan Munsi Rayan, Joshua Kangu, Abdul V...
11/01/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Raihan Munsi Rayan, Joshua Kangu, Abdul Vlog, Rocel Dango Secuya, Arif Hossain, Maricel Belen, আসিফ মাহমুদ, Nilima Nidhi, Gourhori Ray, Louie Villajuan Gabales, JeNie Panuncialman, Glecil Ejalon Remotigue, চিলাহাটি সাজঘর, Lynn Colanggo, Mah Fuz, Pingki Khisa, M A Salam Rubel, H.M. Nadim Ahmad, Keven Limbaro, Afifa Korim, Abdur Rahim, পাগল মন, Sufiullah Sikder, Md Sohel, Asaduzzaman Tusher, Maricel Gumabay, জাহাঙ্গীর আলম সাজু, Mahabuba Akter, Bimboy Vlog, Sadikur Rahman

08/01/2025

ভ‍্যাট বাড়ছে। গ‍্যাসে'র দাম বাড়ছে। মোবাইল কলরেট বাড়ছে। তারমানে মূল্য সংস্কার হচ্ছে।

02/01/2025

স্কুল 'জীবনে নতুন বই পাওয়ার রাতে বাবা পুরোনো ক্যালেন্ডার দিয়ে নতুন বইয়ের মলাট লাগিয়ে দিতেন। তা বসে বসে দেখতাম।

01/01/2025

টাকা থাকলে তোমার প্রতিটি দিনই একটা নববর্ষ। আর টাকা না থাকলে প্রতিটি দিনই তোমার শহিদ দিবস।

With Kelvin Mandal – I just got recognized as one of their top fans! 🎉
18/12/2024

With Kelvin Mandal – I just got recognized as one of their top fans! 🎉

Address

Rangpur
Dhaka
5470

Alerts

Be the first to know and let us send you an email when Nur Mohammod 20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Mohammod 20:

Videos

Share