Ruqyah Bangladesh

Ruqyah Bangladesh সঠিক রুকইয়া প্রচার প্রসার ও সাধারণ মানুষকে
ঈমান বিধ্বংসী কুফরি কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করাই আমাদের প্রধান উদ্দেশ্য।

প্যারানরমাল সমস্যা ও প্যারানরমাল সমস্যাকে কেন্দ্র করে শারীরিক মানসিক বিভিন্ন সমস্যার একমাত্র সমাধান হিসাবে রুকইয়া চিকিৎসার
সঠিক প্রচার প্রসার ও কুফরি চিকিৎসা, তান্ত্রিক জাদুকরদের ব্যাপারে সতর্ক করাই আমাদের
ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা আমাদের
তথ্য পরামর্শ ও সমর্থনের মাধ্যমে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ

16/01/2025

খুব ঘন ঘন মুড সুইং কখন হয় জানেন??

যখন কোন ব্যক্তির চিন্তা চেতনার মাঝে কিছু অংশে জিনের নিয়ন্ত্রণ আর কিছু অংশে থাকে ব্যক্তির নিয়ন্ত্রণ তখন
মুড সুইং এর মত সমস্যার তৈরি হয়।

বিষয়টিকে অনেকেই গুরুত্ব না দিয়ে অবহেলা করেন আবার অনেকে গুরুত্ব দেওয়ার পরেও সমাধান খুঁজে পায় না তাদের জন্যই মূলত বিষয়টি উপস্থাপন করা।

এই সমস্যাগুলো একজন মানুষের জন্য খুবই কষ্ট ও বিরক্তির কারণ। এমন ব্যক্তিদের আশেপাশে থাকা মানুষগুলো তার উপরে বিরক্ত হয়ে যায়। তাই আপনার যদি এমন সমস্যা থাকে তাহলে নিশ্চিত থাকুন আপনার উপর জিনের প্রভাব রয়েছে। সমাধানের জন্য ইসলামিক চিকিৎসা রুকইয়া গ্রহণ করুন।

12/01/2025

খাবার-দাবারের রুচি হারিয়ে ফেলা ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না তাহলে মনে করবেন আপনার পেটে
নজর হাসাদ হয়েছে।

11/01/2025

মানুষ আপনাকে গালি দিবে এটাই সত্য তবে আপনি তাকে গালি দিবেন না। মানুষ আপনার পিছনে হাজারো মন্তব্য করবে এটাই সত্য তবুও আপনি কারো পিছনে কোন
ধরনের মন্তব্য করবেন না।

কারন অন্য কাউকে গালি দেয়া বা পিছনে মন্তব্য করার জন্য আমাদের রব আমাদের এই পৃথিবীতে পাঠান নি।
সেই মহান রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত ও আনুগত্য করার জন্য।

আসমান ও জমিনের অধিপতি মহান রব বলেন।

وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।

সুতরাং আমাদের উচিত আল্লাহ ইবাদত ও আনুগত্য হলো আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য। এবং আল্লাহর ইবাদত ও আনুগত্যের বাহিরে যত কিছু রয়েছে সবই হল
শাইতনের পথ। যা অবলম্বন করার কারণে আপনার দুনিয়াতে আগমনের উদ্দেশ্য হারিয়ে ফেলবেন।

সুতরাং বোঝা গেল নিজেকে সংশোধন করাই হলো বুদ্ধিমানের কাজ আর অন্যের পিছনে পড়ে থাকা নির্বোধের কাজ। এখন আপনি আপনার পরিস্থিতির বিবেচনায় আপনি চিন্তা করুন আপনি বুদ্ধিমান নাকি নির্বোধ?

দুনিয়াতে আপনার আগমনের উদ্দেশ্য কি ঠিক আছে নাকি
ভুল পথে পরিচালিত হচ্ছে?

এই ধরনের তাবিজ ব্যবহার করা সুস্পষ্ট হারাম।এ ব্যাপারে সকল ইমামই একমত।
10/01/2025

এই ধরনের তাবিজ ব্যবহার করা সুস্পষ্ট হারাম।
এ ব্যাপারে সকল ইমামই একমত।

09/01/2025

মৃত্যুর পরে আপনার কোন কিছুই আপনাকে সঙ্গে যাবে না শুধু এমন আমল ব্যতীত যা আপনি রবের সন্তুষ্টি অর্জনের জন্য করেছেন।

সিদ্ধান্তহীনতা......
09/01/2025

সিদ্ধান্তহীনতা......

09/01/2025

ولَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتٰى
আর যাদুকর যেখানেই আসুক না কেন, সে সফল হবে না’।
{সূরা ত্ব হা ৬৯}

08/01/2025

আজকে রাত জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে আর জীবন একটি রাত হারিয়ে অগ্রসর হবে মৃত্যুর দিকে।
বুদ্ধিমান সে যে তার মৃত্যুর
জন্য প্রস্তুত।

07/01/2025

রাতে ঘুমের মাঝে যদি তৃপ্তি বা প্রশান্তি অনুভব করতে না পারেন তাহলে নিশ্চিত ধরে নিবেন আপনি জাদুগ্রস্থ।

06/01/2025

একজন মুমিনের কষ্টগুলো তাহাজ্জুদের জায়নামাজেই প্রকাশ পায়। ফলে মুমিন কখনো হতাশ হয় না কিন্তু আপনার কষ্টগুলো যখন মানুষের দ্বারে দ্বারে প্রকাশ পাবে তখন আপনার হতাশা ও কষ্টের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাবে।

আপনার কষ্ট প্রকাশের উত্তম স্থান কোনটি আপনি নিজেই সেটা নির্ধারণ করে নিন।

আপনি ভালো কোন স্থানে আছেন এটাই আপনার আশেপাশের মানুষের হিংসার মূল কারণ। আপনি কেন ভালো কিছু করবেন এটাই তাদের হিংসা।একটি কথ...
06/01/2025

আপনি ভালো কোন স্থানে আছেন এটাই আপনার আশেপাশের মানুষের হিংসার মূল কারণ। আপনি কেন ভালো কিছু করবেন এটাই তাদের হিংসা।

একটি কথা মনে রাখবেন আপনি শত চেষ্টা করেও কারো ক্ষতি সাধন করতে পারবেন না। যদি আল্লাহ তার ক্ষতি না করেন। হতে পারে আপনি কারো ক্ষতি করার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ তা'আলা কৌশলে তাকে বড় বানিয়ে দিতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেন নি।

যেভাবে ঘটেছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে। তার ভাইয়েরা তাকে কুপে নিক্ষেপ করেছিল মেরে ফেলার জন্য কিন্তু আল্লাহ তাকে কৌশলে বাঁচিয়ে নিলেন এবং মিশরের বাদশাহী দান করলেন। অবশেষে একটি সময় সেই ভাইয়েরাই খাদ্যের সংকটের কারনে তার কাছে আসে।

তাই আপনাকে বলব, হে আমার শত্রু...........

আপনি যত ইচ্ছা ষড়যন্ত্র করে যান। কারন আমি দুনিয়ার কোন জিনিস নিয়ে চিন্তিত নই। আমি জানি আজ আমার কাছে যা আছে আগামীকাল সেটা থাকবে না। শুধুমাত্র সময়ের ব্যবধান। এটাই দুনিয়ার বাস্তবতা।

আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে মারার মত ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই আর আল্লাহ যাকে মেরে ফেলেন তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই।

আপনার শত্রুতার কারণে সামান্য সময়ের জন্য দুঃখ পেলেও একটা দিক থেকে ভালো লাগছে। আর সেটা হলো,
আপনার শত্রুতা না থাকলে কখনোই আল্লাহ প্রদত্ত নিজের অবস্থান ও অনুগ্রহ হয়তো বুঝতে পারতাম না।
সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।

তবে এটা নিশ্চিত থাকেন যাই হোক না কেনো আমি কিন্তু একদমই চিন্তিত না। আলহামদুলিল্লাহ.............।

অভিভাবক হিসেবে আল্লাহ তা'আলাই যথেষ্ট। অন্য কারো প্রয়োজন নেই। কারন আমি তার বান্দা এবং তার কাছেই সাহায্য চাই। আর তিনি যা করেন সে ব্যাপারে সন্তুষ্ট থাকি।
সেটা আমার দৃষ্টিকোণ থেকে ক্ষতি হলেও আমার জন্য তাই উত্তম ছিল যা আমার রব করেছেন, আলহামদুলিল্লাহ।

06/01/2025

মেডিকেল সাইন্সের কাছে যেই রোগের ব্যাখ্যা নাই
সেটাই হলো জটিল রোগ যদিও অন্য কোন চিকিৎসার মাধ্যমে সেটা খুব সহজেই সমাধান করা যায়। পক্ষান্তরে এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো মেডিকেল সাইন্সের কাছে তেমন কোন সমস্যাই নয় বিশেষ করে প্যারানরমাল
সমস্যাগুলোর প্রাথমিক দিকের উদাহরণ।

05/01/2025

ঘুমের মাঝে লাফিয়ে ওঠা স্বপ্নের মাঝে জ্বীনের মাধ্যমে আক্রমণ বা জাদুগ্রস্থ হওয়ার লক্ষণ।

05/01/2025

কাজকর্ম শুরু করলেই অলসতা বেড়ে যাওয়া। কাজের প্রতি অনীহা চলে আসে।
রিজিকে বাধাগ্রস্থ করার জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ।

04/01/2025

যারা বাহিরে থাকে তারা অধিকাংশ ক্ষেত্রেই অসুস্থতা ও কাজে-কর্মে বাধাগ্রস্থ করার যাদুতে আক্রান্ত হয় এবং এই জিনিসগুলো পরিবার কেন্দ্রিক হয়ে থাকে কারণ আমাদের সমাজের অনেক মানুষ পরিবারের অন্য কারো ভালো দেখতে পারে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।

04/01/2025

যারা যাদু করে অন্যের ক্ষতি করে তারা সুস্পষ্ট কুফরীতে লিপ্ত। এই ব্যাপারে কোন মতপার্থক্য নেই সুতরাং যারা যাদু করে তারা কাফির।

04/01/2025

জিন জাদুতে আক্রান্ত হওয়ার পরে সকাল সন্ধ্যার আমল ও ঘুমানোর পূর্বে আমল করা বাধ্যতামূলক এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রুকইয়া চিকিৎসা করতে হবে।

অন্যথায় আপনার জন্য সুস্থতার পথে অগ্রসর হওয়াটা অত্যন্ত কঠিন। সুতরাং নিজের ব্যাপারে মনোযোগী হন এবং অধিক পরিমাণে আমল ও প্রয়োজন অনুযায়ী রুকইয়া করুন।

Ruqyah Bangladesh

03/01/2025

যারা রাতে অনাকাঙ্ক্ষিত ভাবে জিনকেন্দ্রিক সমস্যা অনুভব করেন এবং পরিত্রাণ পেতে চান তারা সুরা সাফ্ফাতের
প্রথম দশ আয়াত বেশি করে পাঠ করতে পারেন অথবা দশ আয়াতের রেকর্ড শুনতে পারেন। সম্ভব হলে সুরা সাফ্ফাত
পুরোটাই শোনার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন।

Address

Dhaka
1230

Telephone

+8801917644677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruqyah Bangladesh:

Videos

Share