সূন্নাহ ইজ দ্যা বেস্ট

সূন্নাহ ইজ দ্যা বেস্ট ইতিবাচক চিন্তারা দেয় জীবনের আশ্বাস, নেতিবাচক চিন্তাগুলি চেপে ধরে নিশ্বাস।
(4)

19/10/2023
18/10/2023
আচছাআলামু আলাইকুম
17/10/2023

আচছা
আলামু আলাইকুম

Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

10/10/2023

হিযবুত তাওহীদের নামাজ (আফ্রিকা শাখা)😁😁

10/10/2023

টাক দিবস ২০২১-২২😆😆

22/09/2023

সেলিব্রিটিদেরকে পূজা করা ও কিছু কথা... পর্ব দুই

22/09/2023

সেলিব্রিটিদেরকে পূজা করা ও কিছু কথা... পর্ব এক

15/09/2023

Allhamdulillah@

কেউ তার পেজে লাইক কমেন্ট করবেন না ,  দয়া করে সবাই রিপোর্ট মারুন।তার পেজ লিংক https://www.facebook.com/AsadNoor.V
09/08/2023

কেউ তার পেজে লাইক কমেন্ট করবেন না , দয়া করে সবাই রিপোর্ট মারুন।
তার পেজ লিংক https://www.facebook.com/AsadNoor.V

ফুটফুটে সুন্দর,,,😆😆
09/08/2023

ফুটফুটে সুন্দর,,,😆😆

আমরা কখনো বন্ধু হারাই না। আমরা শিখি সত্যিকারের বন্ধু কে ছিলো….এম.এলাহি...✍️✍️✍️
10/07/2023

আমরা কখনো বন্ধু হারাই না। আমরা শিখি সত্যিকারের বন্ধু কে ছিলো….
এম.এলাহি...✍️✍️✍️

🍀🍀দিষ্টি ভংগী বদলান, জগৎ বদলে যাবে। 🌳🌳
08/07/2023

🍀🍀দিষ্টি ভংগী বদলান,
জগৎ বদলে যাবে। 🌳🌳

তিব্র গরমে কারেন্ট যাচ্ছে বার বার, এদিকে মশাও বেড়েছে মাত্রাতিরিক্ত, এখন আলোর প্রয়োজন কয়েলেরও প্রয়োজন, আলো আবার মশা তারোন...
03/06/2023

তিব্র গরমে কারেন্ট যাচ্ছে বার বার,
এদিকে মশাও বেড়েছে মাত্রাতিরিক্ত,
এখন আলোর প্রয়োজন কয়েলেরও প্রয়োজন,
আলো আবার মশা তারোনো দুটো যদি একসাথে থাকতো কতইনা ভালো হতো,
আর চিন্তা নাই আমারা নিয়ে আসছি মশা মুক্ত মোম বাতি আলোও পাবেন সুরক্ষিত থকবেন।
যোগাযোগঃ01972372512

27/05/2023

যখন আপনি যেভাবে ভেবেছিলেন সেভাবে জীবনের ঘটনাগুলো না ঘটে তখন আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। নিশ্চয়ই আপনার ব্যাপারে তার উত্তম পরিকল্পনা আছে।

চল জাইগা সুন্নত পড়ার দরকার নাই।নামাজের পরে দোয়া আছে 👂👂👂না থাক সুন্নতটা পইরাজাই।তারপর ইতিহাস।
12/05/2023

চল জাইগা সুন্নত পড়ার দরকার নাই।
নামাজের পরে দোয়া আছে 👂👂👂
না থাক সুন্নতটা পইরাজাই।

তারপর ইতিহাস।

ভূমিকম্প এসে কাঁপুনি দিয়ে জানান দিয়ে গেল, আজ ঐতিহাসিক ৫ই মে। বাংলাদেশের ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ...
05/05/2023

ভূমিকম্প এসে কাঁপুনি দিয়ে জানান দিয়ে গেল, আজ ঐতিহাসিক ৫ই মে। বাংলাদেশের ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ৫ই মে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কেড়েও নিয়েছে। লাভ-লোকসানের হিসাব টানার এখনই সময়। অতীত থেকে যারা শিক্ষা নেয় না, তাদের ভবিষ্যতের পথচলাও নির্ভুল ও নিরাপদ হয় না।

৫ই মে। নাস্তিক ব্লগারদের মুখে এক চরম চপেটাঘাত। আল্লাহদ্রোহীদের জন্য ভয়াবহ সতর্কবার্তা। এই দিন জানিয়ে গিয়েছিল, ইসলামের স্বার্থে অভ্যন্তরীণ সব ভেদাভেদ ভুলে একই তাকবিরের ধ্বনিতে বাংলার আপামর মুসলিম জনতা জাগতে জানে। শানে রিসালাত হেফাজতের জন্য দুর্বলতম অবস্থায়ও নিজেদের সর্বস্ব উৎসর্গ করতে পারে।

অফটপিক : ৫ই মে সব ভেদাভেদ ভুলিয়ে দিয়ে বাংলার আপামর মুসলিম জনতাকে এক প্ল্যাটফর্মে আনতে পারলেও একটা সুনির্দিষ্ট ব্যধিগ্রস্ত দলকে এক প্ল্যাটফর্মে আনতে পারেনি। উল্টো মুখোশের ভেতর থেকে তাদের বিচ্ছিন্নতাবাদী উদ্ধত চেহারা গোটা জাতির সামনে খুলে গিয়েছিল। আকাবির উলামায়ে কেরামের শানে বেয়াদবি করে, চিরাচরিত স্বভাব ধরে রেখে ঐক্যের পথ রুদ্ধ করে বিচ্ছিন্নতার চাষ করে এবং সংখ্যাধিক্যের অহমিকায় ভুগে বরাবরের মতো নিজেদের তুলে ধরার অভিলাষ জাহির করে কারা সেদিন ইতিহাসকে কলঙ্কিত করেছিল, এটা ইতিহাসে সুন্দরভাবেই লেখা থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলিম কাফেলাগুলোর গায়ে তারা সর্বদা বিষফোঁড়া হয়েই দেখা দেয়। এই বিভাজন সবচে বেশি স্পষ্ট হয়েছিল ২০১৩ সালে। বলতে পারবেন, তারা কারা?

Ali Hasan Osama হাফিজাহুল্লাহ

কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন। লম্বা দম নিন। মনকে জিজ্ঞেস করুন,”এ মুহূর্তে আমা...
05/05/2023

কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন। লম্বা দম নিন। মনকে জিজ্ঞেস করুন,”এ মুহূর্তে আমার কি করণীয়?”

জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।
30/04/2023

জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।

আচ্ছালামুয়ালাইকুম
29/04/2023

আচ্ছালামুয়ালাইকুম

29/04/2023

খুবই ভালো একটা পেইজ

29/04/2023

যখন মানুষ হতাশা, ব্যর্থতা আর বিপদের মাঝে পড়ে কূলহীন হয়ে পড়ে,
যখন মানুষ একূল হারিয়ে ফেলে,
এবং যখন মানুষ ওকূলও হারিয়ে ফেলে,
তখনও মানুষের জন্য আরও একটি পথ খোলা থাকে,
আর তা হচ্ছে মহান রব আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই। বৃহস্পতিব...
27/04/2023

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই।

বৃহস্পতিবার চরমোনাই মাদরাসায় অডিটোরিয়ামে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

দেশের নিম্নোক্ত কওমি মাদরাসা সমূহের ভর্তি ও অন্যান্য তথ্য সহায়তা পেতে যোগাযোগ করুন-হাটহাজারী মাদরাসা  ০১৬৩১-১৮৭১৩৭পটিয়...
27/04/2023

দেশের নিম্নোক্ত কওমি মাদরাসা সমূহের ভর্তি ও অন্যান্য তথ্য সহায়তা পেতে যোগাযোগ করুন-

হাটহাজারী মাদরাসা
০১৬৩১-১৮৭১৩৭
পটিয়া মাদরাসা
০১৬৩২-০৯০৫২৩
জামিয়াতুস সুন্নাহ
০১৮৯২-১৫৯৫৯৯
চরমোনাই কওমিয়া
০১৭৪৮-৫৭৯৬৪৭
বগুড়া জামিল মাদরাসা
০১৭৫২৩১৮৩৪৭
দারুল মায়ারিফ, চট্টগ্রাম
০১৭৮৫-৩৩৯৩০০
দরগাহ মাদরাসা, সিলেট
০১৩১১-১৪১৯৮৯
নানুপুর মাদরাসা, চট্টগ্রাম
০১৮৬২-১৯০ ৮৪৬
জিরি মাদরাসা, চট্টগ্রাম
০১৮৮১-৯৭১২১৩
ওলামা বাজার মাদরাসা, ফেনী
০১৮৮০-৫ ২৯১৮৭
দারুল উলূম মাদরাসা, খুলনা
০১৯৭৯৯৬৩২৭৭
নিউটাউন মাদরাসা, দিনাজপুর
০১৩২৪-০৭৫২৯১
কাসিমুল উলূম মাদরাসা, কুমিল্লা
০১৭৭৭-১২৮০৫১

যাত্রাবাড়ী মাদরাসা
০১৮৬৩৯৮৭৫৫৪
ফরিদাবাদ মাদরাসা
০১৫৮১-১০০৮৮৯
বসুন্ধরা মাদরাসা
০১৮৪০-৮৭৯৩৩৯
জামিয়া সাঈদিয়া কারিমিয়া
০১৯৮৫-২১৫৩৪৫
রামপুরা কারিমিয়া মাদরাসা
০১৬৩৬-৪৩৭ ৯৪৮
আরজাবাদ মাদরাসা
০১৭৭২-১৩২৪৭৬
জামিউল উলূম মাদ্রাসা, মিরপুর
০১৯৬০-৬৩০৮৭২
আকবার কমপ্লেক্স, মিরপুর
০১৮১৭-০২৫০৯৫
মাদানীনগর মাদরাসা, নারায়ণগঞ্জ
০১৯৬১৮০৮৯৮০
দেওভোগ মাদরাসা, নারায়ণগঞ্জ
০১৮৬৯-৬২৫৮৫০
ইউনুসিয়া মাদরাসা বি-বাড়িয়া
০১৭০০-৫৭২৬৬৯
ইমদাদিয়া মাদরাসা কিশোরগঞ্জ
০১৭৫৭-৩২৮৭৭৬
গোয়ালখালী মাদরাসা, খুলনা
০১৭৯৪৭৪৫৪৩৯

এছাড়াও দেশের যে কোন প্রান্তে মাদরাসা ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন - ০১৬১২-৯৪৯১৯৬

তোমাদের স্বপ্নে
রঙিন হোক পৃথিবী
ইসলাম বিজয়ী হোক
তোমাদের জ্ঞান সাধনায় ...

ফলো টু,৷৷৷৷৷৷৷৷৷  ফলো।
26/04/2023

ফলো টু,
৷৷৷৷৷৷৷৷৷ ফলো।

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম। অসাধারণ দক্ষতা।  🙏🏻পুরোটা...
26/04/2023

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম। অসাধারণ দক্ষতা। 🙏🏻

পুরোটা পড়ে দেখুন খুব ভালো লাগবে আপনাদের।

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।
কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।
কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?

কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, _"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?_

কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, _"কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।_

সংগৃহীত

ঘুরে  দেখলাম বাগেরহাটের অন্যতম দর্শনীয় স্থান 💦৬০ গম্বুজ মসজিদ💦
23/04/2023

ঘুরে দেখলাম
বাগেরহাটের অন্যতম দর্শনীয় স্থান

💦৬০ গম্বুজ মসজিদ💦

টুপিওয়ালাদের ক্ষুদ্র আয়োজন💔🥀 ICAB Dariyal...রাঙামাটি নদীর পার কাটাদিয়া, দাড়িয়াল, বরিশাল!এম.এলাহী...✍️✍️✍️
20/04/2023

টুপিওয়ালাদের ক্ষুদ্র আয়োজন💔🥀 ICAB Dariyal...
রাঙামাটি নদীর পার কাটাদিয়া, দাড়িয়াল, বরিশাল!

এম.এলাহী...✍️✍️✍️

চাঁদ দেখা গেছে। আগামীকাল সৌদি আরবে ঈদসূত্র, সৌদি গেজেট
20/04/2023

চাঁদ দেখা গেছে। আগামীকাল সৌদি আরবে ঈদ

সূত্র, সৌদি গেজেট

মানুষ এখন শান্তির জন্য হাতপাখা খুঁজে💔🥀বিদ্যুতের যে পরিস্থিতি!!
20/04/2023

মানুষ এখন শান্তির জন্য হাতপাখা খুঁজে💔🥀
বিদ্যুতের যে পরিস্থিতি!!

http://wifaqedu.com/
15/04/2023

http://wifaqedu.com/

© , বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ, Developed By: BIG M Resources Limited

08/04/2023

ফিরে আসো
রবের দিকে,
যে রব তোমাকে
অন্ধকার থেকে আলো দেখিয়ে ছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সূন্নাহ ইজ দ্যা বেস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সূন্নাহ ইজ দ্যা বেস্ট:

Videos

Share

Category



You may also like