![মানজারে হাসীন মুরাদ পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র...](https://img5.medioq.com/275/861/591024112758615.jpg)
20/07/2022
মানজারে হাসীন মুরাদ পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র...
Our discussion commences from the gamut of documentary cinema.
Dhaka
Be the first to know and let us send you an email when প্রামাণ্যচিত্র-ভাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
চলচ্ছবি স্বভাবগতভাবেই বাস্তবজাত। তাহলে তার অনিবার্য যাত্রা তো সত্য অন্বেষণে। অথচ সে তো কল্পকাহিনি আর স্বপ্নময়তার আধারও বটে। আবার কেউ, কেউ সনদ পায় প্রামাণ্যকরণেরÑপ্রামাণচিত্র তার নাম। সেই প্রামাণ্যচিত্র থেকেই এই আলাপচারিতার শুরু তবে। মানজারেহাসীন মুরাদ, চলচ্চিত্রশিক্ষক এবং প্রামাণ্যচিত্রজন, এক গভীর অন্বেষার ভেতর দিয়ে নিয়ে যাবেন আমাদের। এই খোঁজ শুরু হবে প্রামাণ্যচিত্রের ম্যানডেটটি বোঝার চেষ্টার ভেতর দিয়ে। তারপর আমরা ক্রমশ চলব তার ইতিহাস আর প্রকরণের ভেতর দিয়ে। তার নন্দনতত্ত্ব, রাজনীতি আর নতুন প্রযুক্তির দিনে তার সম্ভাবনাকে জানব, চিনব এই উত্তেজনাকর অভিযানে।
আশা করছি, সাপ্তাহিকভিত্তিতে পাঁচ-ছটি অধিবেশনে মানজারেহাসীন মুরাদ আমাদের এই পরিভ্রমণে নেতৃত্ব দেবেন। শুনব তার কথা প্রাসঙ্গিক বিষয়ে; তার বিশ্বাস, যুক্তি, আস্থা এবং অনাস্থার উচ্চারণ। প্রতিটি অধিবেশনের শেষাংশে আমরা সকলে যুক্ত হতে পারব এই আলাপচারিতায় আমাদের জিজ্ঞাসা, সংশয় এবং কৌতূহল নিয়ে।
সকলকে আমন্ত্রণ প্রামাণ্যচিত্রবিষয়ক এই ভিন্ন মাত্রার যাত্রায়। আসুন, এই চর্চার ভেতর দিয়ে চলচ্চিত্র বিষয়ে নতুন করে এক বুদ্ধিবৃত্তিক অন্বেষণে যুক্ত হই।
Moving image is realistic by birth. Naturally it undertakes the journey towards the truth. At the same time, it is the container of the fictitious and the dream-world too. Again some of the moving images attain the quality of creative documentation and hence become documentary films. Our discussion commences from the gamut of documentary cinema. Film teacher and documentarian ManzareHasin Murad will take us through a process of deep investigation. This will begin with the effort to understand the mandate of the documentary film. Then we shall journey through its history and classification. In this exciting tour we shall learn about the aesthetics, politics and possibilities of documentary cinema during this time of paradigm shift in visual technology.