Yeasha's Diary

Yeasha's Diary যতো দিন বেঁচে থাকব!
আমার ভালোবাসার ব্যাখ্যা শুধু তুমি.. 🌸🖤

শুভ জন্মদিন ভাইয়া 👨‍✈️ আজ তোমার জন্মদিনে সৃষ্টি কর্তার এই দোয়া করি তোমার জীবনের সব বাঁধা অতিক্রম করে জীবনের উচ্চ শিকড়ের ...
05/05/2025

শুভ জন্মদিন ভাইয়া 👨‍✈️
আজ তোমার জন্মদিনে সৃষ্টি কর্তার এই দোয়া করি তোমার জীবনের সব বাঁধা অতিক্রম করে জীবনের উচ্চ শিকড়ের সব থেকে সম্মানীয় জায়গায় তুমি পৌছাও তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা আগামী ভবিষ্যতের জন্য 05/05/2025......🖤🌸

তুমি বরং আমার মানসিক শান্তি হও,আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।আমার পাশে থাকো যুগের পর যুগ।মান-অভিমান ভাঙ্গানোর...
05/05/2025

তুমি বরং আমার মানসিক শান্তি হও,
আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।

আমার পাশে থাকো যুগের পর যুগ।

মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও।

প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও....

আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও।

ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও।

মানুষ বলে;
খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!
゚foryoupageviralシ゚

ওপেনিং ডে গুলোতে সকালে আমি আগে গোসলে যাই, তারপর যান "উনি" মানে আমার কর্তা আজ হঠাৎ বাথরুমের দরজা দিয়ে উঁকি মেরে জিজ্ঞেস ক...
04/05/2025

ওপেনিং ডে গুলোতে সকালে আমি আগে গোসলে যাই, তারপর যান "উনি" মানে আমার কর্তা আজ হঠাৎ বাথরুমের দরজা দিয়ে উঁকি মেরে জিজ্ঞেস করলেন,
"তুমি কোনওদিন সাবান মাখো না?"
আমি অবাক হয়ে -- 'মানে?'
উনি -- না, কোনোদিন সাবানটা ভিজা থাকে না, তাই...
আমি -- ঐ সাবানটা মাখি না। ওই গোলাপী মতো বোতল'টা আছে, ওইটা মাখি।
উনি আশ্চর্যান্বিত গলায় -- "ওটা শ্যাম্পু নয়?"
আমি -- 'না, ওটা বডিওয়াশ। তুমি কি শ্যাম্পু ভেবে মেখেছো?'
উনি কিঞ্চিৎ চিন্তিত হয়ে -- "ঠিক খেয়াল পড়ছে না, সাদা বোতল'টা শ্যাম্পু আর লাল'টা?"
আমি -- 'ওটা কণ্ডিশনার।'
কৌতুহলী উনি -"আর সবুজ, জেলি জেলি মতো, ওটা??"
আমি উত্তরে বলি -- 'ওটা ফেসওয়াশ।'
উনি আরও বেশি কৌতুহলী -- "তাহলে দানা দানা, খসখসে মতোটা, ওটা কি??"
আমি বিরক্ত হয়ে -- 'ওটা ফেস স্ক্রাবার।'
আমার উনি জবাব দেন -- "স্ক্রাবার তো টিউবের মতো'টায় লেখা।"
আমি হতাশ হয়ে -- 'ওটা বডি স্ক্রাবার!'
উনি কৈফিয়ত তলব করার ভঙ্গিতে -- "আর চ্যাপ্টা মত কৌটোটায়??"
আমি -- 'ওটা হেয়ার প্যাক।'
স্বামী জেরা করার সুরে -- "তাহলে এইটা (বাথরুমের দরজা দিয়ে হাত বাইরে বের করে)??"
আমি হাঁপিয়ে ওঠা গলায় -- 'হেয়ার সিরাম!'
অবাক উনি -- "কি রাম??"
আমি চেঁচিয়ে -- 'রাম নয় রে বাবা.....সিরাম, সিরআআআআম!!'
এবার উনি ঠাণ্ডা গলায় প্রশ্ন করেন -- "আর অয়েল-ইন-ক্রিম লেখা'টা কোথায় মাখো?"
এবার ধৈর্য্যের বাঁধ ভাঙা আমি চিৎকার করে উঠি --
'আমার যেখানে খুশি মাখি, রান্না করি ঐ তেল দিয়ে, হয়েছে? লাগবে তোমার?? গাড়িতে ঢালবে?? অ্যাঁ??
সক্কাল সক্কাল বাথরুমটা লণ্ডভণ্ড করছে লোকটা....আমি এবার পাগল হয়ে যাবো.....!!'
এবারে আমাকে উনি আস্বস্ত করার ভঙ্গিতে -- "আচ্ছা, আচ্ছা, বাদ দাও, আমারও মাথা গুলিয়ে গেছে।
বলছি, তাহলে সাবান'টা দিয়ে কিছুই করো না?
মানে কিছুই করো না আর কি??"
এরপর যদি এই জলের মতো সরল, ফুলের মতো কোমল মেয়েটা রেগে যায়.....তাহলে আমায় দোষ দিও না....😏

01/05/2025

- শরীর ছোয়া'টা তখনই আনন্দের হয়, যখন স্পর্শের মানুষটি ভালোবাসার মানুষ হয়!'🖤😊

বেতন পেয়ে ভাইয়া যখন ট্রিট দেয় 💞🖤🌸
01/05/2025

বেতন পেয়ে ভাইয়া যখন ট্রিট দেয় 💞🖤🌸

situation right now:
26/04/2025

situation right now:

School life ar best moments 🌸🖤Misss u all
26/04/2025

School life ar best moments 🌸🖤
Misss u all


26/04/2025

আমি যখন দেখলাম আমার বুক ফাটা আর্ত নাথ দেখে ও তার তিল পরিমাণ কষ্ট হয়নি তখন থেকেই তাকে ঘৃণা করা শুরু করলাম❤️‍🩹❤️‍🩹🌸
゚foryoupageviralシ゚

কাল থেকে অনেকেই তাদের 'প্রেমিক প্রেমিকা' বানিয়ে দিচ্ছে। আমিও তাই ভেবেছিলাম। মূলত তারা ভাই বোন। তার বোনের যাতে আ'ঘা'ত না ...
23/04/2025

কাল থেকে অনেকেই তাদের 'প্রেমিক প্রেমিকা' বানিয়ে দিচ্ছে। আমিও তাই ভেবেছিলাম। মূলত তারা ভাই বোন। তার বোনের যাতে আ'ঘা'ত না লাগে, তাই তাকে সে এইভাবে সেইফ করতেছিলো 💕

কারো সম্পর্কে না জেনে কখনোই মন্তব্য করা টা ঠিক না।

21/04/2025

সে যদি ছুরি নিয়ে রক্তের আবদার করতো তাহলে আমি বুক পেতে দিতাম।
উক্তি টি কার সবাই কমেন্ট করো ❤️‍🩹
゚foryoupageviralシ゚

21/04/2025

কাঁঠাল কাটার মিশন 😁
゚foryoupageviralシ゚

19/04/2025

সব পুরুষদের এটা জানা দরকার
যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না, আপনার উপর রা'গ,অভিমান কিছুই করল না, কিছু একটা নিয়ে সন্দেহ করে খোঁ'চা দিয়ে কথা বললনা, বুঝতে হবে আপনি তার মন থেকে উঠে যাচ্ছেন। কারণ মেয়েরা শুধু প্রিয় মানুষের সাথেই ঝগড়া করতে পছন্দ করে।

কখনো মেয়েদের মন থেকে উঠে যাওয়ার মত কাজ করবেন না ভাই। তাদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ংকর কিছু পৃথিবীতে আর নেই। তখন আপনার জন্য কোনো ফিলিংসই কাজ করবে না তার মধ্যে।
আপনার কথায় তাকে হাসাতেও পারবেন না,কাঁদাতেও পারবেন না।আপনার থাকা না থাকায় তার কিচ্ছু যাবে আসবেনা"। আপনাকে ছেড়ে দিবে আপনার মত করে।

তাই প্রিয় মানুষটাকে খুব বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখুন, সুখে থাকতে পারবেন, কারণ সে আপনার জান্নাতের সাথী।

🖤🖤

Address

Dhaka

Telephone

+8801873332579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeasha's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yeasha's Diary:

Share