Akhirat - أخرت

Akhirat - أخرت ছিড়ে ফেলুন অতীতের করা সকল পাপের অধ্যায়! ফিরে আসুন রবের ভালোবাসায়।❤️🌸

12/01/2025

এতো চিন্তা কিসের!
আল্লাহ তো নিজেই বলেছেন; ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ, তোমার অতীতের চেয়ে সুন্দর হবে।

- সূরা আদ দুহা: ০৪

12/01/2025

তুমি যত ভালো হও না কেন কখনোই সবার কাছে প্রিয় হতে পারবে না।

মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না। মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই। দরকার নেই, সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষাও।

বিশ্বাস করেন, আল্লাহর কাছে আর নিজের কাছে নিজে সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি তা পৃথিবীর আর কোথাও নেই।

12/01/2025

"আকাশ পরিমাণ অনিশ্চয়তার মধ্যে আল্লাহ ভরসা আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন! এই দুইটা কথা আমাকে অনেক বেশি স্বস্তি দেয়! ইনশাআল্লাহ সবকিছু ভালো হবে!🤍

12/01/2025

দুঃখ হলো বিরাট এক সম্পদ, দুঃখ পেলে ইবাদতের স্বাদ বাড়ে, আল্লাহর কাছা কাছি হওয়া যায়।🖤

12/01/2025

এ বছর ১৪ই ফ্রেব্রুয়ারি পবিত্র শবে বরাত।
আলহামদুলিল্লাহ, এই দিনটা হোক শুধুই 'রব'এর জন্য।🤍

03/01/2025

প্রচন্ড শীত সাথে বৃষ্টি, পৃথিবীর একমাত্র জায়গা। তাঁরা ছাড়া আর কেও এইভাবে দিন কাটাচ্ছে না!

গ।জ।বাসী..

25/12/2024

আমি বিসমিল্লাহ বলে যা ছুঁই তাতেই আল্লাহ বরকত দিয়ে দেন, আলহামদুলিল্লাহ!'❤🌸

11/12/2024

নতুন বছরের আগমন মানে হলো!

আল্লাহতা'আলার নির্ধারিত হায়াত থেকে আরো একটা বছর কমে গেলো। বার্ধক্যের দিকে এবং মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম আমরা!!

থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছর আগমনকে কেন্দ্র করে যে দিবস উৎযাপন করা হয় তা বোকামি ছাড়া আর কিছুই না।

কারণ, আপনার হায়াত থেকে ১টি বছর ঝরে গেল এর জন্য কী আপনি দিবস উৎযাপন করবেন নাকি অনুতপ্ত হবেন....

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তহফিক দান করুক৷ আমিন!🌸

11/12/2024

শত শত দোয়া কবুল হওয়ার ভিড়ে একদিন আপনার আমার দোয়া কবুল হয়ে যাবে

- ইনশাআল্লাহ!!

10/12/2024

" আল্লাহকে হারিয়ে, আখিরাত হারিয়ে গোটা পৃথিবীও যদি অর্জন করেন! আল্লাহর কসম, আপনি নি:স্ব।

আর আল্লাহকে পেয়ে যদি আপনি চাটাই এর বিছানাতেও ঘুমান, তবে খোদার কসম আপনি গোটা পৃথিবীর বাদশাহ। "

~ মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফি:

10/12/2024
10/12/2024

মন খারাপের সময়
একফোঁটা চোখের পানির দাম কারো কাছে না থাকলেও রবের কাছে তা ভীষণ প্রিয়।

10/12/2024

যারা জান্নাতী হবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন—

“তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল, এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী।” (সূরা আল-ইমরান, ১৭)

09/12/2024

তার পিছনে দৌড়িও না, যে তোমাকে এড়িয়ে চলে।
- হযরত আলী (রাঃ)

09/12/2024

রিযক বলতে শুধুই চাকরি, ব্যবসা, অর্থ বা সম্পদকে বোঝায় না। সন্তানও একটি রিযক। অবসর সময়ও একটি রিযক। সুস্বাস্থ্যও একটি রিযক। ইবাদাতের একনিষ্ঠ আগ্রহও একটি রিযক হতে পারে। বিয়ের জন্য নেককার সঙ্গীও হতে পারে একটি রিযক।

08/12/2024

কবরস্থানে কতো যুবক-যুবতী দিয়ে ভরে আছে, যারা একসময় ভাবতো বৃদ্ধ বয়সে তওবা করবে 😞

আল্লাহুমাগফিরলি 🥺

07/12/2024

"হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল"
"আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট" কথাটা এতো সুন্দর, এতো অর্থবহ! ❤️🌸

শেষ রাতে উঠবেন ধরুন 3.00 am তারপর..উত্তম রুপে অযু করবেন, সুন্দর একটা জামা পড়বেন, চুলটা আঁচড়ে নিবেন, একটু সুগন্ধি ব্যবহা...
05/12/2024

শেষ রাতে উঠবেন ধরুন 3.00 am তারপর..

উত্তম রুপে অযু করবেন, সুন্দর একটা জামা পড়বেন, চুলটা আঁচড়ে নিবেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য

এরপর জায়নামাজ বিছিয়ে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, মনের সব কথা ওনাকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত

বিশ্বাস করুন সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন।♡🌸

Address

Dhaka

Telephone

+966576279135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhirat - أخرت posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share