Life of Rupan's

Life of Rupan's Think Positive, Be Positive. I am always positive. Honesty is the best policy.

(1)

04/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা - ১০ আসনে আওয়ামী লীগ মনোনীত পার্থী ফেরদৌস ভাইয়ের নির্বাচনী প্রচারনার একাংশ......

31/12/2023

Happy New Year 🥀🥀❤️❤️

জীবন এত সাদা-কালো হয়ে গেছে,অন্য কোনো রঙ বেছে নেওয়া খুব কঠিন।
21/12/2023

জীবন এত সাদা-কালো হয়ে গেছে,
অন্য কোনো রঙ বেছে নেওয়া
খুব কঠিন।

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের  কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি...
05/12/2023

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি ওপাশ থেকে ফোন করে গান ধরো, যদি মন কাঁদে তুমি ফিরে এসো, ফিরে এসো এক বর্ষায়।

ফাইভস্টার রেস্তোরার দামি ম্যানুর কফির স্বাদ না খুঁজে মাঝেমধ্যে ওই শ্যাঁতশ্যাঁতে হোটেলের সিঙ্গারর গাল ভাঙার আবদার করো। খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিকশায় চড়ে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা।

বৃষ্টি হলে শাড়ি চুড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজুগুজু করো। চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ, চিঠির খামে ভরে রাখো কয়েকফোঁটা বৃষ্টি।

জন্মদিন এলে ওসব চিঠি কুরিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদমফুল।

অথচ, অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে। আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপন ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নষ্টালজিক এক নারী। নাপিত থেকে মুচি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাসায়, ডুবায়, চুবায়।

আমি খুঁজি প্রেম, তুমি যৌনতা। আমি চাই একটু তোমার কাঁদে মাথা রাখতে, তুমি চাও কামনার আগুনে জ্বলেপুড়ে আঙ্গার হতে। আমার এই সব চাওয়াকে তুমি খেইত্যা বলে উপাধি দাও। তুমি মেনে পৃথিবীর যাবতীয় অশ্লীলতা, অথচ আমাকে বলো লম্পট।

আমি বোধহয় সেইসব খেইত্যা মানুষদের দলে ভিঁড়েছি যাদের এখনও কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে, জোছনা দেখলে হতে চায় গৃহত্যাগী, বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ।

আমি বোধহয় সেই-সব খেইত্যা প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে, প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি।

তুমি হয়তো জানো না, শরীর যদি আমায় টানতো তবে আমি পৃথিবীর এক'শো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না।

লেখা: কালেক্ট ফেইসবুক

Bangladesh University of health science Radiology & Imagine technology students
03/12/2023

Bangladesh University of health science Radiology & Imagine technology students

With my University friends...Rupan Chandra Bhowmik   Rone Chandra Das   of Rupan's
03/12/2023

With my University friends...
Rupan Chandra Bhowmik Rone Chandra Das of Rupan's

World Radiology day 2023
08/11/2023

World Radiology day 2023

🦋🥺 _𝐓𝐡𝐨𝐬𝐞 𝐟𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 𝐚𝐫𝐞 𝐧𝐨𝐭 𝐞𝐱𝐩𝐫𝐞𝐬𝐬𝐞𝐝..🤍🌸 – 𝐍𝐨𝐭 𝐚 𝐛𝐢𝐭 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥…🥺 .💥🐰🙂—সব অনুভূতি হয়না প্রকাশিত। 🙂 ❤︎ —থাক না কিছুটা ব্যক্...
07/11/2023

🦋🥺 _𝐓𝐡𝐨𝐬𝐞 𝐟𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 𝐚𝐫𝐞 𝐧𝐨𝐭 𝐞𝐱𝐩𝐫𝐞𝐬𝐬𝐞𝐝..🤍🌸 – 𝐍𝐨𝐭 𝐚 𝐛𝐢𝐭 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥…🥺 .💥🐰🙂
—সব অনুভূতি হয়না প্রকাশিত। 🙂 ❤︎ —থাক না কিছুটা ব্যক্তিগত। 🌸🙂🙂

❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥
❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥১.ক্যারিয়ার গড়ার সময়।❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥ আর☟︎︎︎
❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥২.রাস্তা পারাপারের সময়।❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥
❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥এই দুই যায়গায় মেয়েদের দিকে তাকাবেন না,,,❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥ কারণ༄
❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥৪.দুই যায়গায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।❥͜͜͡͡☘ཻ̤̤̤̈̈̈̈͜͡◉○❥

05/11/2023

আমার দেশ, আমার গর্ব | My Country, My Pride |

04/11/2023

with some geniuses

With some geniuses,Radiologists and medical radiology technologists conversation on the rules of use of Contrast at Gree...
04/11/2023

With some geniuses,
Radiologists and medical radiology technologists conversation on the rules of use of Contrast at Greenlife Hospital

27/10/2023

Puja Dance
Rupan Chandra Bhowmik Jeneen Terrana Neymar Jr. Rs Fahim Chowdhury Arijit Singh Life of Rupan's Bob Dylan

Photography, Looking so great 😯😯😯
26/10/2023

Photography, Looking so great 😯😯😯

University New friend... 😎😎😎
26/10/2023

University New friend... 😎😎😎

_কেউ আপনাকে বাতিলের খাতায় ফেলে দিলে, হতাশা না করে, আপনি ঠিক মাহমুদউল্লাহ রিয়াদের মতোই ফিরতে চাইবেন🖤  সাইলেন্ট কিলার🥰    ...
24/10/2023

_কেউ আপনাকে বাতিলের খাতায় ফেলে দিলে, হতাশা না করে, আপনি ঠিক মাহমুদউল্লাহ রিয়াদের মতোই ফিরতে চাইবেন🖤
সাইলেন্ট কিলার🥰
❤️🌸

24/10/2023

Bamboo flute tune

Jeneen Terrana Neymar Jr. Rs Fahim Chowdhury Arijit Singh ARBOVIRUS

সমাজের বাস্তব চিত্র 😮‍💨😮‍💨😮‍💨
24/10/2023

সমাজের বাস্তব চিত্র 😮‍💨😮‍💨😮‍💨

18/10/2023

Mirpur road Dhaka, in front of Bangladesh University of health science,

18/10/2023

Natural beauty opposite side of Bangladesh University of health science

সময়ের আগে কিছু হয় না। সময়ের আগে খুব চেষ্টা করেও মানুষ কিছু পায় না, এমনকী হারায়‌ও না।
12/10/2023

সময়ের আগে কিছু হয় না। সময়ের আগে খুব চেষ্টা করেও মানুষ কিছু পায় না, এমনকী হারায়‌ও না।

10/10/2023

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★ ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★ এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল" এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"

★ ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★ গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★ পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★ কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★ রমনা পার্কঃ
অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির"। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★ গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★ টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★ তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা।

★ বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়।

★ পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।

★ পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম-পাগলা।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★ শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★ সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।
(সংগৃহীত)

আমাদের স্কুল কলেজের ইতিহাস বইয়ে হরম্পা মহেঞ্জদারো শহরের ইতিহাস থাকলেও ঢাকা শহরের ইতিহাস নেই অথছ হরম্পার থেকে ঢাকার ইতিহাস জানা বেশি জরুরি ছিলো আমাদের জন্য।
সমস্ত তথ্য সংগ্রহকৃত..

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
09/10/2023

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
বই কালের চিত্র।

সংগৃহীত

09/10/2023
08/10/2023

ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না।

Address

Dhanmondi
Dhaka

Telephone

+8801608278360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Rupan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life of Rupan's:

Videos

Share


Other Dhaka media companies

Show All