Bangladesh Agniveer Express

Bangladesh Agniveer Express An era of beginning.
12 years ago, in the twilight of October, a clad of youth soul with a hope of r

সিলেটের হয়ে নিয়মিত ভালো খেলে যাচ্ছেন সিলেট সিক্সার্সের অন্যতম ভরসা - সনাতনী ক্রিকেটার রনি তালুকদার 🔥অভিনন্দন Rony Talukd...
12/01/2025

সিলেটের হয়ে নিয়মিত ভালো খেলে যাচ্ছেন সিলেট সিক্সার্সের অন্যতম ভরসা - সনাতনী ক্রিকেটার রনি তালুকদার 🔥

অভিনন্দন Rony Talukdar

যখন পোস্টার-ব্যানার আসল কারণ কী  তা নিজেই বলে...
09/01/2025

যখন পোস্টার-ব্যানার আসল কারণ কী তা নিজেই বলে...

08/01/2025

বাংলাদেশে চলমান সনাতনী নির্যা—তন ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপড় নিপীড়নের বিষয়ে কথা বলেছেন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদ বীর ও বীরাঙ্গনাদের অধিকাংশ যে সনাতনী তাও তিনি স্পষ্ট শব্দে উল্লেখ করেছেন ৷ চলমান সহিংসতা রুখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি উত্থাপন করেন ৷

Congressman Raja spoke out in the U.S. House against the brutal persecution of call for action is crucial.

Thanks To
Congressman Raja Krishnamoorthi

১৯৭১ সালে যখন নিকৃষ্ট পাকিস্তানী বাহিনী আর রাজাকার আলবদররা ভয়াবহ হ*ত্যাযজ্ঞ লুট ধ-র্ষ-ণ চালিয়েছিল,তখন এই বিভীষিকাময় মহূর...
07/01/2025

১৯৭১ সালে যখন নিকৃষ্ট পাকিস্তানী বাহিনী আর রাজাকার আলবদররা ভয়াবহ হ*ত্যাযজ্ঞ লুট ধ-র্ষ-ণ চালিয়েছিল,তখন এই বিভীষিকাময় মহূর্তের ছবিটিতে আছেন ৯৯ বছরের একজন সনাতনী বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান। ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগাঁও এলাকা দিয়ে ভারতের বাগদা(Bagda)'য় প্রবেশের মুহূর্তে photographer সন্তোষ বসাক এই দুর্লভ ছবিটি তুলেন।

বসাক সেই লোকটিকে জিজ্ঞেস করেছিলো, 'কে এই বৃদ্ধা মহিলা? ' উত্তরে লোকটি জানায়, "ইনি আমার মা। আমার মা এখনো একটি শিশুর মতো। তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। এই অবস্থায় আমি তাকে ছেড়ে কিভাবে যাই ?"

মা নো॑ বধীঃ পি॒তরং॒ মোত মা॒তরং॒
যজুর্বেদ ১৬।১৫

মাতার স্থান ঈশ্বরের পরেই।তিনি জাগ্রত দেবতা ।সন্তানের কর্তব্য হলো মাকে শ্রদ্ধা ভক্তি,সম্মান ও সেবা করা।মা দু:খ কষ্টপান এমন কাজ কোন সন্তানের করা উচিত নয়

এই ছবিটি পরবর্তীতে World Press Photo 1972 পুরস্কার লাভ করে।

যারা মুক্তিযুদ্ধের মতো পৃথিবীর ঘৃণ্যতম হ*ত্যা ধর্ষ*ণগুলোকে হাসিমুখে ক্যালকুলেশনের বাহানা ধরে তারা আর যাইহোক মানুষ নয় এদের সাপোর্ট লক্ষ কোটি হলেও এদের মারাত্মক অসুস্থ বলবো আমি।

06/01/2025

শাখারী পট্টির এক বাড়ি থেকে অপরূপ সুন্দরী একটি মেয়ের লা*শ তুলে আনা হলো মেয়েটির স্তন ছিঁ*ড়ে ফেলা হয়েছে! যৌনাঙ্গ সম্পূর্ণ রূপে থে*তলানো!
মুখ বাহু উরুতে জমাট বাঁধা র*ক্ত! সমস্ত শরীরে কাম*ড়ের চিহ্ন। আরমানিটোলার এক বাড়িতে দশ এগারো বছরের এক ফুটফুটে মেয়ে। মেয়েটির সম্পূর্ণ শরীর ক্ষ*তবি*ক্ষত। মেয়েটিকে ধর্ষ:*ণ শেষে দুদিক থেকে পা ধরে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের কোনো কক্ষেই লা*শ ছিলোনা! কেননা ২৫শে মার্চ রাতেই হলে অবস্থানরত ছাত্রীদের পাকিরা তুলে নিয়ে যায়!
.
এসময় তারা হলের চারতলার ছাদে গিয়ে দেখতে পান সেখানে অনেকগুলো ছাত্রীর লা*শ ছড়ানো ছিটানো! তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যৌনাঙ্গে বেয়*নে*ট ঢুকিয়ে হ*ত্যা করা হয়েছে।এদের কারো পড়নে কোনো কাপড় ছিলোনা! তাদের আশেপাশে দুএকটা সেলোয়ার কামিজ পরে ছিলো।

ঘরে ঢুকে দেখি,একি দৃশ্য।ও আল্লাহ,এমন দৃশ্য দেখার আগে কেনো আমার দুটি চোখ অন্ধ করলে না আল্লাহ। মেয়ের সামনে মাকে ধ*র্ষ*ণ। কয়েকটি পাগলা কু*ত্তা আমার মাকে ও বড় বোনটিকে খাচ্ছে কামড়ে কামড়ে। এক পলক তাকানোর পর আর তাকাতেই পারছি না। তখন গায়ের জোরে একটা চিৎকার করলাম। সঙ্গে সঙ্গে আমার হাত মুখ বেঁধে ঘরের এক কোনায় ফেলে রাখলো। তারপর ঠিক আমার পায়ের কাছে মাকে এনে শুইয়ে দিয়ে একেবারে উলঙ্গ করে ফেলে। তারপর আর বলতে পারছি না। এসব দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। আমি যখনই চোখ বন্ধ করে রাখতাম,তখনই তাদের হাতের ধা*রা*লো একটি অ*স্ত্র দিয়ে চোখের চারপাশে কে*টে দিত। এভাবেই চলল মায়ের ওপর সারারাত নির্যাতন।আর কিশোর হয়ে আমাকে তা দেখতে হয়েছে। রাত ভোর হয় হয় - এমন সময় তারা চলে গেছে, মা ততক্ষণে মৃত। যাবার সময় সঙ্গে নিয়ে গেল আমার অর্ধ মৃত র*ক্তা*ক্ত বোনটিকেও " -- কিশোর শফিকুরের নিজের বয়ান।

ধর্ষিত নারীদের প্রায় সবারই ছিল ক্ষ&ত-বিক্ষ*ত যৌনাঙ্গ। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিড়ে ফেলা র*ক্তা*ক্ত যোনিপথ, দাঁত দিয়ে ছি*ড়ে ফেলা স্তন, বেয়োনেট দিয়ে কে*টে ফেলা স্তন-উরু এবং পশ্চাৎদেশে ছুরি*র আঘাত নিয়ে অর্জিত স্বাধীনতা আটকা পরেছে ২ জন ধর্ষিত মেয়েকে নিয়ে তাচ্ছিল্যভরা হাসিতে।

আমার দশম শ্রেনীর স্টুডেন্ট বলেছে, ৭১ এ আপনিও ছিলেন না আমিও ছিলাম না। সেই হিসাব বাদ। এখন বর্তমান নিয়ে হিসাব হবে।

অভিবাদন নতুন বাংলাদেশ 👏

© শরিফুল ইসলাম

▪️ সারাদেশে সংখ্যালঘু নির্যা-তনের আরো ৪টি ঘটনা
04/01/2025

▪️ সারাদেশে সংখ্যালঘু নির্যা-তনের আরো ৪টি ঘটনা

🔹আজকের বেদবাণী
03/01/2025

🔹আজকের বেদবাণী

আজ ০১/০১/২০২৫ইং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল গাজিটেকা,বড়লেখা, আখড়ায় আজ সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের...
01/01/2025

আজ ০১/০১/২০২৫ইং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল গাজিটেকা,বড়লেখা, আখড়ায় আজ সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় হা:মলা ও ভাং/চুর করা হয়।।

01/01/2025

মন্দির ভেঙে লুটপাট করে বাংলাদেশি হিন্দুদের নতুন বছরের শুভেচ্ছা জানালো বৈষম্যহীন নতুন বাংলাদেশ । বছর আসবে বছর যাবে কিন্তু বাংলাদেশি হিন্দুদের দুঃখ দুর্দশা বাড়বে বৈকি কমবে না।

আজ (০১/০১/২০২৫ইং) মৌলভীবাজারের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল গাজিটেকা আখড়ায় আনুমানিক সকাল ৭.৩০ মিনিটের সময় হা—মলা,ভাংচুর ও লুটপাট করা হয়।

2025 এর হা—মলার সূচনা...চলবে...

01/01/2025

▪️সম্প্রীতি দৃষ্টিগোচর হয়েছে আমাদের আমাদের পেইজ উদ্ধারে কর্মরত ব্যক্তিদের মধ্যে শ্রী টিম্পল পাল, শ্রী নীরব কুমার দাস বনাম কিছু সনাতনী সাইবার টীম প্রকাশ্যে দ্বন্দে লিপ্ত । বিষয়টি দুঃখজনক ও আমরা আশা করবো যে তারা প্রকাশ্য দ্বন্দে লিপ্ত না হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন । কেননা ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ তৃতীয়পক্ষকে সুযোগ করে দেয় । আমাদের কথা বলার কারণ দুটো -

১। শ্রী নীরব কুমার দাস ও শ্রী টিম্পল পালকে শ্রীরাম সেনা নামে সাইবার টীমের সদস্য বলা হয়েছিলো । কথাটি মিথ্যা । এবং সেটি শ্রীরাম সেনা সাইবার টীম ও আমরা নিশ্চয়তা প্রদান করছি । আমাদের পেইজ রিকভারিতে তারা ছিলেন হ্যাকে নয় । সজল সেনের বিষয়টিও তাই ।

২। শ্রী নীরব কুমার দাস ও শ্রী টিম্পল পাল মতভেদ ব্যতীত গীতাদান করেন বলে আমরা দেখেছি । বিষয়টি সাধুবাদযোগ্য । যদিও আমাদের কোন সাইবার টীম নেই বা তাদের ব্যক্তিগত কাজের দায়ভার একান্তই তাদের, আমরা সবাইকে অনুরোধ করবো সনাতনের এই ক্রান্তি লগ্নে আমরা যেন মিলে মিশে কাজ করতে পারি ।

নমস্কার ।

▪️পূর্ব পোস্ট - https://www.facebook.com/share/p/HLfKJ7iyX8XiZrVA/

সাপ্তাহিক ধর্মালোচনা 🔥কম্পরাম স্মৃতি কমপ্লেক্স,শালডাঙ্গা, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
26/12/2024

সাপ্তাহিক ধর্মালোচনা 🔥

কম্পরাম স্মৃতি কমপ্লেক্স,
শালডাঙ্গা, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও

বাংলাদেশ অগ্নিবীর ও পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি এর তত্ত্বাবধানে আজকে বালিয়াডাঙ্গী উপজেলায় আরো একটি (১৮তম) গীতা স্কুল শুরু...
25/12/2024

বাংলাদেশ অগ্নিবীর ও পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি এর তত্ত্বাবধানে আজকে বালিয়াডাঙ্গী উপজেলায় আরো একটি (১৮তম) গীতা স্কুল শুরু করার জন্য আলোচনা হলো।

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সাপ্তাহিক গীতা পাঠশালার ক্লাস।
স্থান: তিলোকড়া, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।
সময়: প্রতি শুক্রবার, বিকাল ৩.০০ ঘটিকা।

স্থানীয় সকলকে উক্ত সাপ্তাহিক গীতা ক্লাসে আসার জন্য অনুরোধ করছি।

21/12/2024

তুমি অধম বলে কি আমি উত্তম হইবো না ❓
ভর্তকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে মন্দির কমিটি
বাজারের নাম “সুখের বাজার” ❤

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে ভোর রাতে,মন্দিরের দরজা কেটে পূজার সকল আসবাবপত্র, দান বাক্স ডাকাতি এবং মন্দিরে পাহারাদারকে হাত...
21/12/2024

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে ভোর রাতে,
মন্দিরের দরজা কেটে পূজার সকল আসবাবপত্র, দান বাক্স ডাকাতি এবং মন্দিরে পাহারাদারকে হাত পা বেধে খু*ন করছে কিছু দুষ্কৃতিকারীরা....

দুই দিনের মধ্যে হালুয়াঘাটের বন্দেরপাড়ার হরিবাসরের ৫ দিনব্যাপী কীর্তন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে,সকল আয়োজন করা হয়েছে। আজ দু...
20/12/2024

দুই দিনের মধ্যে হালুয়াঘাটের বন্দেরপাড়ার হরিবাসরের ৫ দিনব্যাপী কীর্তন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে,সকল আয়োজন করা হয়েছে। আজ দুষ্ট লোকেরা মূর্তি ভেঙ্গে আমাদের জানিয়ে দিচ্ছে, আমরা নিরাপদ নই। এই কাজের তীব্র নিন্দা জানাই আর দোষীদের শাস্তি চাই।
স্থান:বন্দেরপাড়া,শাকুয়াই, হালুয়াঘাট

18/12/2024

হিন্দুদের শ্মশান দখল‼️

আজ ঠাকুরগাঁও জেলার হরিপুর
উপজেলার ০১ নং গেদুড়া ইউনিয়নের
অন্তর্ভুক্ত
অন্তত ৫ টি গ্রামের মিলিত প্রায় ১০০
বছরের ব্যবহার্য পুরাতন শ্মশান এটি!

সনাতনীদের অসহাত্বের সুযোগ নিয়ে রাতারাতি দখল ও পরিপূর্ণ প্রায় বসতি স্থাপনা তৈরী করে নিয়েছেন স্থানীয় মৌ/লবাদি ভূমিদ/স্যুরা 😢

তা-১৮/১২/২০২৪ ইং

15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤🔥

14/12/2024

পবিত্র বেদ ও বুদ্ধিজীবী দিবস 😢
মেধা.... হ/ত্যা ........

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agniveer Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share