Nur M.

Nur M. আমি বিশ্বাসী,আমি সাহসী
আমি পারি,আমি পারবো। ✊🏻💪🏾

- ইনশাআল্লাহ ❤️🌸🤲🏾

09/08/2024

'আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। '
অর্থ : 'হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

07/06/2024
আমার ক্লাসের ফার্স্ট গার্ল বান্ধবী ১ লাখ স্যালারির চাকরি পেয়ে যায়, বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না।কারণ তার আরেক ...
21/05/2024

আমার ক্লাসের ফার্স্ট গার্ল বান্ধবী ১ লাখ স্যালারির চাকরি পেয়ে যায়, বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না।
কারণ তার আরেক কলিগের সঙ্গে পরকীয়া চলছিল, সেই কলিগও লাখ টাকা বেতন পায়।

তারা বিয়ে করবে ভাবছে।

এর মধ্যে একটা মেয়ে বাচ্চা হয়েছে। তাতে কী, মায়ের বুদ্ধিতে স্বামীকে ডিভোর্স দেয়।
কিছুদিন পর সেই প্রেমিক কলিগ বিদেশ চলে যায়, এতদিন আসলে সে প্রেমের নামে পরকীয়া করেছে।

বান্ধবী এখন বাবার বাড়িতে থাকেন।

২ বছর যাবার পর সে বুঝতে পারে পারিবারে তার গুরুত্ব স্যালারির সমান, একটা সময় চরম একাকিত্ব বোধ করে এবং আবার বিয়ের কথা বলে।

কিন্তু ৩ বছরের বাচ্চাসহ কেউ বিয়ে করতে রাজি হয় না, যারা রাজি হয় তারা লোয়ার ক্লাস। যা তার সঙ্গে যায় না।
পরে ২ বছরেও একটা পাত্র জোগাড় হয়নি, বান্ধবী তখন হাড়ে হাড়ে টের পায় বাস্তবতা কত কঠিন।

এদিকে করোনায় কোম্পানির ব্যবসা খারাপ, বেশি বেতনের অনেক কর্মী ছাঁটাই হলো। আমার বান্ধবীও তার মধ্যে। চাকরি যাওয়ার মাত্র ২ মাসের মধ্যেই বান্ধবী ও তার মেয়ে বাবার পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়, ২ ভাই বিয়ে করেছে। ভাইদের বৌরা ননদ ও তার মেয়েকে সংসার ছাড়তে বলছে।

তখন বান্ধবী বুঝতে পারে নিজের পায়ে দাঁড়িয়েছে ভেবে নিজের পায়েই কুড়াল মেরেছে। এখন তার সন্তান বাবাহীন অবস্থায় বড় হচ্ছে। টাকা দিয়ে কী হবে।

যে পুরুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ডিভোর্স দিলো ঐ ছেলে ৩ মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়।
বেতন কম হলেও সেই মেয়ে সুখে শান্তিতে সংসার করছে।

নিরুপায় বান্ধবী আবার আগের স্বামীর অফিসে গিয়ে সংসার করবে বলে জানায়।
কিন্তু তিনি বেকার স্ত্রী নিয়ে নতুন সংসারে সুখে আছেন বলে উত্তর দেন। ইচ্ছা করলে মেয়েটিকে দিতে পারেন বলে জানান।
বাধ্য হয়ে তাই করেন আমার বান্ধবী।

কিন্তু নিজে কী করবেন, কী খাবেন?
এর মধ্যে কোভিড চলে গেছে। পুরনো অফিসে যোগাযোগ করলেন, সেখানে চাকরির সুযোগ নেই, কিন্তু অফিসের সাথে একটা লন্ড্রির দোকান আছে, তার সাবেক বস তাকে সেই দোকানটি লিজ দেয়ার ব্যবস্থা করেন।

আমার যে বান্ধবী পুরুষের ওপর পৌরুষত্ব দেখাতে চেয়েছিলেন, সে এখন দিন রাত শত পুরুষের প্যান্ট পাজামা, ধৌত করেন।

উপার্জন করা নারীরা স্বামীকে ছোট করে দেখার পরিণতি কত নির্মম তার আমার বান্ধবীতে দিয়ে দেখা যায়।

ঈমান যত ভারী হবে, দ্বীনের কাজকে ততই হালকা মনে হবে।— ইমাম শাত্বিবী (রহ.)
16/05/2024

ঈমান যত ভারী হবে, দ্বীনের কাজকে ততই হালকা মনে হবে।
— ইমাম শাত্বিবী (রহ.)

তাহাজ্জুদ পড়তে থাকুন--কাউকে পান, আর না পান, মহান আল্লাহ তাআলা কে সঠিক সময়ে ঠিকই পাবেন।ইনশাআল্লাহ🤲🤲
16/05/2024

তাহাজ্জুদ পড়তে থাকুন--
কাউকে পান, আর না পান, মহান আল্লাহ তাআলা কে সঠিক সময়ে ঠিকই পাবেন।
ইনশাআল্লাহ🤲🤲

"অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তিপূজারি।" কথা : উমার ইবনুল খাত্তাব (রাদ্বি.)সূত্র: আদাবুদ্দুনিয়া ওয়াদ্...
16/05/2024

"অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তিপূজারি।"
কথা : উমার ইবনুল খাত্তাব (রাদ্বি.)

সূত্র: আদাবুদ্দুনিয়া ওয়াদ্দীন, অধ্যায় ৩, পৃঃ ১০০

সুবাহান আল্লাহ💝
26/04/2024

সুবাহান আল্লাহ💝

Dream corner💝
21/04/2024

Dream corner💝

ইন্না-লিল্লাহহি ওয়াইন্নাইলাহির রাজিউন।কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর আর নেই।আল্লাহ প্রিয় রাহাবার কে জান্...
14/08/2023

ইন্না-লিল্লাহহি ওয়াইন্নাইলাহির রাজিউন।
কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর আর নেই।
আল্লাহ প্রিয় রাহাবার কে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন (আমিন)।

business  is best way..১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনি...
18/06/2023

business is best way..
১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।

প্রথাগত চিন্তা-চেতনা থেকে বের হয়ে একবার ভেবে দেখুন তো!! 🤨  যদি অভিনয় ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র্যাজুয়েশন করতো তাহলে হয়তো তার আ...
29/05/2023

প্রথাগত চিন্তা-চেতনা থেকে বের হয়ে একবার ভেবে দেখুন তো!! 🤨

যদি অভিনয় ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র্যাজুয়েশন করতো তাহলে হয়তো তার আজকে একটা ২০-৩০ হাজার টাকার চাকরি থাকতো কিন্তু আজকের এই অবস্থান (সেলিব্রেটি) ইনকাম হয়তো তার থাকতো না।👩‍🎓
যদি ক্রিকেট ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র‍্যাজুয়েশন করতো তাহলে আজকে সেও হয়তো ২০-৩০ হাজার টাকার চাকরি করতো৷ কিন্তু ১৪ বছরে গ্র‍্যাজুয়েশন শেষ করে সে আজ প্রায় ১০০ কোটি টাকারও বেশি মালিক। 👨‍🎓

টাকা কামানোর জন্য পড়ালেখা করা আসলেই সবচেয়ে খারাপ ইনভেস্টমেন্ট (প্রমাণিত)।🌀

পড়াশোনা অবশ্যই প্রয়োজন তারাও গ্র্যাজুয়েশন শেষ করেছে, কিন্তু তারা যদি শুধু পড়াশোনার পেছনে পড়ে থাকতো আজকে তাদের কেউই চিনতো না,তারা তাদের ক্যারিয়ারের জন্য চিন্তা করে শুধু পড়াশোনায় পড়ে থাকে নাই,পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়েছে, তাই পড়াশোনার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের কিছু একটা করা প্রয়োজন।






অনেক বেশি অভিনন্দন প্রিয় ভাই Md Saddam  Rajputroএভাবে প্রতিনিয়ত কাজ পাও দোয়া করি।আবার পর পর ২ টা অডার ফাইভার মার্কেটপ্পে...
28/05/2023

অনেক বেশি অভিনন্দন প্রিয় ভাই
Md Saddam Rajputro

এভাবে প্রতিনিয়ত কাজ পাও দোয়া করি।
আবার পর পর ২ টা অডার ফাইভার মার্কেটপ্পেস থেকে
১৫০$
প্রায়, ১৫০০০ টাকার উপরে।





বিশেষ দ্রষ্টব্য: স্ক্রিনশটটা মেসেজিংয়ের বেশ কিছু দিন পর নেয়া।

Address

Dhaka
1200

Telephone

+8801737400822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur M. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur M.:

Videos

Share