
02/02/2025
~"দ্বীনের বুঝ পেয়ে, অতি পছন্দের দ্বীন না মানা ছেলেকে ভোলার জন্য, হিফয শুরু করেছিল মেয়েটি। ছেলের সাথে সবধরনের যোগাযোগ ছিন্ন করেছিল। আল্লাহর রহমতে হিফয শেষ করতে না করতেই সেই ছেলের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব এল। ছেলেটিও এখন দ্বীনদার। বিয়ের পর প্রিয় বিবির উৎসাহে হিফয শুরু করেছে। প্রায় শেষের পথে। চমৎকার কুরআনী পরিবার। আলহামদুলিল্লাহ
- শায়েখ আতিক উল্লাহ ( হাফি.)