L i f e in B a n g l a d e s h

L i f e  in  B a n g l a d e s h Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from L i f e in B a n g l a d e s h, Publisher, Dhaka.

রিক্সাচালক বাবার অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়ে। স্কুলের রেজিস্ট্রেশন ফিস দিতে স্কুলের অফিসরুমে গেলে ছবিটি ওঠানো হয়।আর সেই ছবিট...
13/05/2020

রিক্সাচালক বাবার অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়ে। স্কুলের রেজিস্ট্রেশন ফিস দিতে স্কুলের অফিসরুমে গেলে ছবিটি ওঠানো হয়।

আর সেই ছবিটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর আপনারা সবাই লেগে পড়লেন ট্রল করতে!
৬৫ বছরের বাবাকে বানালেন ১৩ বছরের কণ্যার স্বামী।😭

সত্য মিথ্যা যাচাই না করে এ ধরনের সংবাদ প্রচার করা কতটুকু যৌক্তিক? মেয়েটির এবং তার পরিবারের সম্মানহানীর জন্য দায়ী করবেন কাকে?

17/04/2020

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২৬৬, মোট আক্রান্ত ১৮৩৮, নতুন মৃত্যু ১৫, মোট মৃত্যু ৭৫, নতুন সুস্থ ৯ মোট সুস্থ ৫৮ জন

16/04/2020

গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষাঃ ২০১৯টি

নতুন আক্রান্তঃ ৩৪১জন

মোট আক্রান্তঃ ১৫৭২জন

নতুন করে মারা যায়ঃ ১০ জন

মোট মারা যায়ঃ ৬০ জন।

বাসায় থাকুন, নিরাপদে থাকুন।

16/04/2020

এই হলো সামাজিক দুরুত্বের অবস্থা। টিসিবির পন্য কিনতে মৌলভীবাজারের শেরপুর।

15/04/2020

বাংলাদেশ সরকার মালদ্বীপে চিকিৎসা সরঞ্জামসহ মেডিক্যাল টিম পাঠাইছে।

মানুষ কতটা উদার হলে নিজের পায়জামার ফিতা খুলে দিয়ে অন্য কাউরে মশারী টানাতে দেয়!

©সোহাগ

15/04/2020

গরীবের ডাক্তার ডাঃ মঈনের জন্য কাঁদছে সিলেট

সকাল ৬:১৫কাওরান বাজার Dhaka।
15/04/2020

সকাল ৬:১৫
কাওরান বাজার Dhaka।

14/04/2020

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০১২।

ছিঃ
28/03/2020

ছিঃ

করোনাভাইরাস
21/03/2020

করোনাভাইরাস

মাস্ক বিতরণ 😃
20/03/2020

মাস্ক বিতরণ 😃

টানা তিনদিন পেশাগত কারণে বিমানবন্দরে থেকে মনে হলো করোনা নিয়ে আমরা ইয়ার্কি করছি! আজও চীন থেকে সকাল সাতটা আটাশ মিনিটে এসেছ...
19/03/2020

টানা তিনদিন পেশাগত কারণে বিমানবন্দরে থেকে মনে হলো করোনা নিয়ে আমরা ইয়ার্কি করছি! আজও চীন থেকে সকাল সাতটা আটাশ মিনিটে এসেছে ইউএস বাংলার একটি ফ্লাইট৷ এছাড়া লন্ডন থেকে দুপুরে এসেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানবন্দরের পরিচালককে ব্রিফিংয়ে প্রশ্ন করলাম, "দিনে কতজন আসছে বিদেশ থেকে?"। গত তিনদিনের গড় হিসেব করে জানালেন, ''প্রতিদিন সাত হাজার যাত্রী আসছে”। যেসব ফ্লাইট আসছে এগুলোর প্রায় সবগুলোই করোনা আক্রান্ত দেশ থেকে। আরেকটা বিষয় দেখলাম, বিমানবন্দরে টার্মিনাল দিয়ে বেরিয়েই প্রবাসীরা অপেক্ষমান স্বজনদের সাথে কোলাকুলি করছে। বাসায় তারা হোম কোয়েরেন্টাইন কি করবেন, বিমানবন্দরে নেমেইতো তারা জড়াজড়ি-গড়াগড়ি খাচ্ছেন!
আদিত্য আরাফাত।

বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরইমধ্যে বিশ্বের ১৭২টি দেশে ছড়িয়ে পড়ে -ছে ভাইরাসটি। ইতোমধ্যে...
19/03/2020

বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরইমধ্যে বিশ্বের ১৭২টি দেশে ছড়িয়ে পড়ে -ছে ভাইরাসটি। ইতোমধ্যে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৯ হাজার ৩৬৫ জন মানুষ। মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৭০ জনের।

করোনার অন্যতম একটি উপসর্গ হচ্ছে জ্বর। কিন্তু জ্বর হলেই করোনা ভাইরাসের পরীক্ষা না করার পরামর্শ দিয়েছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। তার মতে, অতিরিক্ত পরীক্ষা ভবিষ্যতে বিপদ বাড়াবে। কেননা চাহিদার তুলনায় করোনা পরীক্ষার কিট অপ্রতুল।

যদি কারও ফ্লু বা সর্দি থাকে প্রথমে নিজেকে আইসোলে -শন করে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। ১ম দিন শুধু ক্লান্তি আসবে। ২য় বা ৩য় দিন হালকা জ্বর অনুভব হবে। সঙ্গে কাশি ও গলায় সমস্যা হবে। ৪র্থ বা ৫ম দিন পর্যন্ত মাথায় যন্ত্রণা হবে। পেটের সমস্যাও হতে পারে। ৬ষ্ঠ বা ৭ম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথার যন্ত্রণা কমতে থাকবে। তবে পেটের সমস্যা থেকেই যাবে।

৮ম ও ৯ম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকে। এর অর্থ আপনার প্রতিরোধ ক্ষম- তা বেড়েছে ও আপনার করোনা আশঙ্কা নেই।

এ চিকিৎসক বলেছেন, এসব ক্ষেত্রে আপনার করোনা পরীক্ষার প্রয়োজন নেই। কারণ শরীরে প্রাকৃতিক ভাবে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তবে যদি ৮ম বা ৯ম দিনে আপনার শরীর আরও খারাপ হয় করোনা হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে।

আসুন কোবিড-১৯ বা করোনা ভাইরাস নিয়ে আতংকি -ত না হয়ে সচেতন হই বেশি করে পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। ঘন ঘন পানি পান করুন। নিজ নিজ ধর্মীয় রীতি - নীতি মেনে চলুন এবং স্রস্টার কাছে বেশি বেশি প্রার্থনা করুন। আল্লাহ সকলের কল্যাণ করুন আমিন।

18/03/2020

😂 হাত ধুতে থাকো ধুতে থাকো

18/03/2020

আমার মনে হয় বিশ্বের বিজ্ঞানীরা একটা জিনিস এখনও রিসার্চ করে বের করতে পারেনি তা হলো; "যে জাতির আইকিউ কম থাকে সেই জাতিকে করোনা ভাইরাস সহজে ঘায়েল করতে পারে না"

কালকে আমার নিজের চোখে দেখা একটা ঘটনা বলি; হুট করে বিকালের দিকে গুজব উঠলো যে মিটফোর্ড হাসপাতালে একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। সাথে সাথে আশেপাশের এলাকা থেকে দল বেঁধে লোক আসা শুরু করল সেই রোগীকে দেখতে

পুরো মিটফোর্ডে মানুষ গিজগিজ করছে, সবাই নিজ চোখে করোনা রোগীকে দেখবে

শেষমেশ মাইকিং করে বলা হলো এখানে কোন করোনা রোগী নেই... আপনারা শান্ত হউন

এই হলো অবস্থা

গতকাল সন্ধ্যার একটা ঘটনা বলি; গাজীপুরে ইতালি ফেরত একজনকে বাজারে ঘুরতে দেখা গেছে দেখে সেই বাজারের ১০/১২ জন জনতা একত্রিত হয়ে সেই ইতালি ফেরতকে ধুসা মাইর দিসে ‘কেন বাসা থেকে বের হইসত’ বলে

আজকে সকালে যেই উত্তেজিত জনতার প্রত্যেকের জ্বর এসেছে

তাঁরা বুঝতে পারছে না ভুলটা কোথায় করলাম 😑

আমিও বুঝতে পারছি না

আমরা স্কুল ছুটিকে উৎসব হিসেবে নিয়েছি, বিভিন্য ট্র্যাভেল এজেন্টরা ডিস্কাউন্ট দিচ্ছে... আমাদের মেয়র মিছিল করে এলাকায় এলাকায় যেয়ে হাত ধোয়া শিখাচ্ছে, লক্ষ্মীপুর জেলায় লক্ষ মানুষ নিয়ে দোয়া খায়ের হচ্ছে

আমার মনে হয় বিশ্বের বিজ্ঞানীদের উচিত আমাদের দেশের দিকে তাকানো

তাহলে তাঁরা বুঝতে পারবে করোনার উইকনেসটা কি
.. ২ বেলা নাপা খেয়ে করোনাকে ভড়কে দেয়া জাতিই মনে হয় শেষমেশ বিশ্বকে অবাক করে দিয়েই ছাড়বে

ইদার একদম নিঃস্ব হয়ে, বা করোনাকে নিঃস্ব করে দিয়ে

এই দুইটার একটা না একটা তো হবেই

লেখা : আরিফ

14/03/2020

গোয়ার্তুমির ফলাফল ভয়াবহ হতে পারে, জাস্ট মাইন্ড ইট ...
একটু আগেই খবর এলো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করোনায় আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়াতে অভিনয় করতে গিয়ে আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্ক ও তার স্ত্রী রিটা। সকালে খবর পেলাম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বউ সোফি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আক্রান্ত হন বলে। বেশ কয়েকজন ইরানের সংসদ সদস্য ইতোমধ্যেই মারা গেছেন আর আক্রান্ত অবস্হায় আছেন প্রায় ডজন খানেক। ইরানের ভাইস প্রেসিডেন্ট এবতেকার, উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ ও উচ্চপর্যায়ের অনেকেই করোনায় আক্রান্ত। চীনের যে ডাক্তার করোনা ভাইরাসটি প্রথম আবিষ্কার করেছেন তিনিও করোনায় মারা যান। ইরানের বিখ্যাত আলেম মোদাররেসি যিনি করোনাকে চীনের উপর আল্লাহর গজব বলে আখ্যায়িত করেছিলেন খোদার লীলায় আজ তিনি নিজেও আক্রান্ত। ইতালির সেনাবাহিনীর প্রধান করোনায় আক্রান্ত।
কারণটা কি জানেন?
কারণটা হলো 'হ্যান্ডসেক' এবং এদেরকে প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়।
এখন দেখা যাচ্ছে কথা বললেও করোনা ছড়াচ্ছে, হাসাহাসি করলেও করোনা ছড়াচ্ছে। কার সাথে কথা বলছেন, কার সাথে হাসছেন, হ্যান্ডসেক করছেন একটু নজর রাখুন। এই মহামারীর শুরু থেকে দেশে প্রায় ৫০০,০০০ লোক এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করেছে। এই বিরাট সংখ্যক মানুষদেরকে সেল্ফ কোয়ারেন্টাইনে নেয়া সম্ভব না। আর বাঙালি কথা শুনে না, ফলে সেল্ফ কোয়ারেন্টাইন অনেক সময় কাজে আসে না। নিজের ঝুঁকি নিজেই ম্যানেজ করুন কারণ জ্ঞানে-বিজ্ঞানে উন্নত এবং ধনী দেশগুলোও এই মহামারী সামাল দিতে হিমশিম খাচ্ছে আর আমরা তো প্রান্তিক জনগোষ্ঠীর একটি গরীব দেশ মাত্র। দেখলাম ইতালিতে বয়স্কদের বলা হচ্ছে যে বাসায় চিকিৎসা নিতে কারণ আইসিইউতে জায়গা নেই, অপেক্ষাকৃত তরুণদেরকে জায়গা দিতে হচ্ছে। মানে বুঝলেন তো? মানে হচ্ছে আপনারা বয়স হয়ে গেছে আপনি মরেন। তরুণদের বাঁচতে দেন। এ কী হৃদয়বিদারক অবস্থা চিন্তা করেন! এদিকে সারা দেশে আমাদের আইসিইউ আছে মাত্র ৫০০ যার মাত্র ১০% সরকারী বাকী ৯০% বেসরকারী। এদের মধ্যে আবার ক্লোজ আইসিইউ ৫% বাকিটা ওপেন। এদের সবার আবার নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই নাই। এদের ৮৫%ই আবার ঢাকায়। এছাড়া আইসিইউর বিল কে দিবে? এখন বুঝেন।
বাংলাদেশী বংশোদ্ভূত যে ভদ্রলোক ব্রিটেনে করোনায় মারা গেছেন তাকে তার পরিবারের লোকদের সাথে একটা শেষ হ্যালো পর্যন্ত বলতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। লাশও পরিবারের সদস্যদের কাছে দিবে না বলেছে। সমস্যাটা এখানেই। যারা ফ্লু ফ্লু বলSociology
হ তাদেরকে মাফ করুন।
(যেহেতু আমাদের লেভেল ২ এবং বিশ্বব্যাপী মহামারী ঘোষণা এসে গেছে, সেহেতু সেফ ফিল না করলে বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ রাখতে পারেন এক সপ্তাহের জন্য। এতে আপনার বাচ্চার জজ-ব্যারিস্টার ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার পথ বন্ধ হবে না, ঘরে পড়ান)।

Courtesy.. Aman Ferdous Sir
University of Dhaka
Department of Sociology
Reknowned International Researcher

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে লাশ নিয়ে এসে পিতা হত্যার বিচার চাইলো মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের জামগড়া গ্রামের ভাঙ্গার...
13/03/2020

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে লাশ নিয়ে এসে পিতা হত্যার বিচার চাইলো মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের জামগড়া গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী আলতাব হোসেনের কিশোর পুত্র আরিফ হোসেন (১২) ও স্বজনরা। পুলিশী নির্যাতনে এ হত্যাকান্ড বলে অভিযোগ স্বজনরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মরদেহ রেখে এসব অভিযোগ করেন। এসময় তারা নির্যাতনকারি পুলিশের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when L i f e in B a n g l a d e s h posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category