Muksudpur Crushes & Confessions

Muksudpur Crushes & Confessions একটি নিরাপদ প্রেম নিবেদন কেন্দ্র।

Confession no.790From : শ্যামবর্ণের একটা কিউটের ডিব্বা আমি🌚To : থাক নাম শোনার দরকার নাই তোমরা ছবি দেখো 😒অনেক দিন আগের কথ...
14/12/2024

Confession no.790
From : শ্যামবর্ণের একটা কিউটের ডিব্বা আমি🌚

To : থাক নাম শোনার দরকার নাই তোমরা ছবি দেখো 😒

অনেক দিন আগের কথা, এই মানুষটার চোখের নেশায় ডুবেছিলাম
তার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে হাজার হাজার কবিতা লেখা যায়😇
তার হালকা বাদামী রঙ্গের চুলে কাঠগোলাপের সুবাস🌸
কোনো এক বসন্তের আগে আমি তাকে ভালোবেসেছিলাম তাকে আমি বলতে পারিনি আমি তাকে ভালোবাসি
তার হাসি আমাকে মুগ্ধ করেছে।

(আমি তোমায় অস্থির লেভেল এর ভালোবাসি 🥺Trust me)
(তোমার দেখলেই মনের মধ্যে এক সাথে ১০-১২ টা লাড্ডু ফাটে)
শুনো মেয়ে লোকেরা এই চিকনা আমার কেও নজর দিবা না নজর দিলে চোখ খুইচা উঠায়লামু😒

  no -789Name : Robin তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!একটা বিকালের গল্প হতো— বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতোকয়েকটা ব...
14/12/2024

no -789
Name : Robin

তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!

একটা বিকালের গল্প হতো—

বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো

কয়েকটা বৃষ্টির গল্প হতো—

বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো!

তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো

আমাদেরও মাঝেমধ্যে সামান্য ঝগড়া হতো!

একটা নির্ঘুম রাতের গল্প হতো—

জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম।

তুমি চাইলে আমাদের একটা সংসার হতো!

একটা চিলেকোঠার মত ছোট্ট ঘর হতো—

একটা রুম, একটা সোফাসেট, একটা টিভি,

একটা আলমারি, ডাইনিং টেবিল, ইত্যাদি—

আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মত সাজানো যেত!

তুমি চাইলেই আমাদের একটা রাজকন্যা হতো!

তার নাম রাখা নিয়ে খুনসুটি হতো—

তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো—

তিনজনের ছোট্ট সংসার হতেই পারতো!

তুমি চাইলেইই সব হতো!

14/12/2024

Confession no.788 has been deleted!

Confession no.787প্রিয় "Borshon" তোমাকে প্রথম দেখি মনোয়ারার সামনে।  বাইক নিয়ে যাচ্ছিলা তখন তোমাকে এক পলক দেখেই মনের মধ্য...
14/12/2024

Confession no.787
প্রিয় "Borshon"
তোমাকে প্রথম দেখি মনোয়ারার সামনে। বাইক নিয়ে যাচ্ছিলা তখন তোমাকে এক পলক দেখেই মনের মধ্যে ভালোলাগার অনভুতি কাজ করে। এমন ভালোলাগা আগে অনুভুত হয়নি যে ভালোলাগা তোমাকে দেখে হয়েছে এ ভালোলাগা দীর্ঘ শতাব্দী ধরে মনের মধ্যে পুষে রেখেছিলাম। তোমাকে দেখার ঠিক খানিক্ষন পরেই এই ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটে।
তবে এটা ভালোলাগা নাকি ভালোবাসা এটা আমি এখনো মেলাতে পারিনি!
বের হলেই মাঝে মাঝে ভাগ্যক্রমে তোমার দেখা মেলে।
বের হওয়াই হয় মূলত তোমাকে দেখতে পাবো বা দেখার এক রাশ আকাঙ্ক্ষা বুকে নিয়ে।
আমি আবারাও বলবো এটা ভালোলাগা নাকি ভালোবাসা আমার জানা নেই তবে
তোমাকে একদিন নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা সারাজীবন থেকেই যাবে
তোমাকে নিয়ে আমার ভালোলাগার বহিঃপ্রকাশ বলতে গেলে আদোও শেষ করতে পারবো কি না আমি জানি না!! তবে আজ আর নাই বা বলি।

ইতি,, তোমার অজানা কেউ। 🌸

Confession no:786To : PriotomoFrom:tumar khub kaser Kewবদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূ...
14/12/2024

Confession no:786
To : Priotomo
From:tumar khub kaser Kew
বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় , আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি ।

“তুমি ভুল ছিলে” যদি আমাকে এতোটাই ভালোবাসতে তাহলে কেনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো, জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না, আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে।

আর আমি নাহয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম, তোমার প্রিয়জনের জন্য, আমার একটাই মিনতি তার সাথে এমন কোন গল্প শুরু করো না, যার শেষ তুমি না করতে পারো “ভালো থেকো তুমি”
ইতি তোমার প্রাক্তন ।

Confession no .785---Dear ,(Abir],https://www.facebook.com/anik.hasan.abir.1637?mibextid=ZbWKwLI’ve been holding this in...
14/12/2024

Confession no .785
---

Dear ,(Abir],https://www.facebook.com/anik.hasan.abir.1637?mibextid=ZbWKwL

I’ve been holding this in for a while now, and I feel it’s time to be honest. For the past three years, I’ve admired you. There’s something about you—your presence, your energy—that’s hard to ignore.

Even though we haven’t had the chance to become friends, I couldn’t let these feelings go unsaid. I hope this doesn’t come across as too sudden, but I’d love to get to know you better if you’re open to it. Whatever your response, I deeply respect you and just wanted you to know how I feel.

Sincerely,
[Someone who loves you]

Confession no.784From : তোমার খুব কাছের কেউ।To: তিথি🖤প্রিয়তমা,তোমাকে দেখেছিলাম সেই ২০২৩ সালের ২৬ নভেম্বর।  তোমার উপর ক্র...
14/12/2024

Confession no.784
From : তোমার খুব কাছের কেউ।
To: তিথি🖤

প্রিয়তমা,

তোমাকে দেখেছিলাম সেই ২০২৩ সালের ২৬ নভেম্বর। তোমার উপর ক্রাশ বলবো না কিন্তু ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে প্রথম দেখে আমার পুরো দুনিয়াটা থেমে গেছিলো । আমি ভেবেছিলাম কোনদিন কাউকে ভালোবাসবো না। কিন্তু তোমাকে দেখার পর তোমার ওই মায়াবী চোখে হারিয়ে গেছি। বিশ্বাস করো আমি তোমাকে
অসম্ভব ভালোবাসি । তোমার মনে একটু জায়গা থাকলে আমার কথা ভেবো আমাকে খুজেঁ পেয়ে যাবা। প্লিজ অভিমান করে থেকো না🙂
ভালোবাসি তোমাকে🖤

Confession no:783To. MH Meyad khan From. Sj school tekhe bolchi. Nachinle o cholbe.✨ Dear Meyad vaiyA Assalamualaikum 🤍H...
14/12/2024

Confession no:783
To. MH Meyad khan
From. Sj school tekhe bolchi. Nachinle o cholbe.

✨ Dear Meyad vaiyA Assalamualaikum 🤍
Hope you are very well. I always pray that Almighty God bless you always. ✨🤍
আমার আপনাকে অনেক বেশি ভালো লাগে,🤍I like you more..🤍
আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না যে crush and confusion a পোস্ট করার।
কিন্তু না করে আর পারলাম না তার জন্য দুঃখিত ।
আমি ফাস্ট কবে কোথায় দেখেছি আপনাকে ঠিক মনে নেই। কিন্তু প্রায় এক বছর আগে আপনি সোনালী ব্যাংক এর নিচে আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। আমি দূরে দাঁড়িয়ে ছিলাম। সেদিন যে কি পরিমান হাসছিলেন আপনি।
এরপর আর আপনাকে দেখা পাইনি মুকসেদপুরে। মাঝে মাঝে আপনাকে Facebook দেখতাম । আপনি Dhakay থাকেন।
এরপর একদিন হঠাৎ করে মনোয়ার মার্কেটে আপনাকে দেখি। 💝
🩷 আমি কখনো আপনার সামনে বলতে পারব না। যে আমি আপনাকে ভালোবেসে ফেলছি 🩷
Ami apna ke মাঝে মাঝে Messenger a text kortam .
But apni text Seen. E koren na abr korle o replay den na 🥹......🩷🩷⬜
I don't just like you, I love you🥰🤍🩷

Confession no. 782প্রিয় প্রত্যয়শুরু করছি রবীন্দ্রনাথের লেখা অনন্ত প্রেমের চারটি লাইন দিয়ে তোমায় যেন ভালোবাসিয়াছিশত ...
10/12/2024

Confession no. 782
প্রিয় প্রত্যয়
শুরু করছি রবীন্দ্রনাথের লেখা অনন্ত প্রেমের চারটি লাইন দিয়ে

তোমায় যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জন্মে জন্মে যুগে যুগে অনিবার
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় ।তোমাকে কবে প্রথম দেখেছি সত্যি বলতে তা আমার মনে নেই। তাই আমি তোমায় প্রথম দেখাতে ভালোবাসিনি। আমি তোমায় আস্তে আস্তে ভালোবেসেছি। আমি বর্তমানে খুব সমস্যায় আছি পড়তে বসলে তোমার কথা মনে পড়ে যার ফলে পড়ার মনোযোগ দিতে পারছি না ঠিক মতন ঘুমাতে পারছি না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোমার জেকেটটাও দেখতে অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে। তোমার সবকিছুই ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগেনা সেটা হচ্ছে তোমার চুল।আগে তোমার কাকের বাসা চুলেই ভালো লাগতো ।আর বর্তমানে চুলর যে অবস্থা করছ চুলে গরুর মত দেখা যায় এই তোমাকে বলার ছিল। এইসব কথা তোমার সামনে দাঁড়িয়ে বলার সাহস আমার নেই ।তাই এইভাবে বললাম।
ইতি তোমার
সহপাঠী

09/12/2024

Confession no :781
Dear Samia(Akhi),

I wish the world were ending tomorrow. Then I could take the next train, arrive at your doorstep and say: “Come with me, Samia. We are going to love each other without scruples or fear or restraint. Because the world is ending tomorrow.” Perhaps we don’t love unreasonably because we think we have time, or have to reckon with time. But what if we don't have time? Or what if time, as we know it, is irrelevant? Ah, if only the world were ending tomorrow. We could help each other very much.

Someone's, Letters to Samia...

Confession no:780আপনাকে প্রথম দেখি বাজারে  মিলের সামনে বসা, ধবধবে ফরসা, মুখে দাঁড়ি আর এলোমেলো চুল!  আমি ভেবে কূল পাচ্ছিল...
09/12/2024

Confession no:780
আপনাকে প্রথম দেখি বাজারে মিলের সামনে বসা, ধবধবে ফরসা, মুখে দাঁড়ি আর এলোমেলো চুল! আমি ভেবে কূল পাচ্ছিলাম না এতো সুন্দর একটা ছেলে কিভাবে মিলের ধুলাবালি তে থাকে! এখন ও মাঝে মাঝে যাই প্রাইভেট পড়তে মিলের সামনে দিয়ে, আর আপনাকে দেখি! আপনাকে ভালো লাগে কিভাবে বলবো বুঝতেছিলাম না, তাই এভাবেই প্রকাশ করলাম!

28/11/2024

Confession no : 759 has been deleted

Confession no : 758From: Your Na+To: Bilal OH-পত্রের শুরুতে এক বোতল সালফিউরিক এসিডের জ্বালাময়ী শুভেচ্ছা রইল।প্রিয় আমি তো...
28/11/2024

Confession no : 758
From: Your Na+
To: Bilal OH-

পত্রের শুরুতে এক বোতল সালফিউরিক এসিডের জ্বালাময়ী শুভেচ্ছা রইল।

প্রিয় আমি তোমাকে ডায়মন্ডের মতো ভালোবাসি🥹। আমার ভালোবাসা E=mc^2 এর মত চিরন্তন সত্য। তোমার প্রতি আমার এই ভালোবাসা স্প্রিং নিক্তির মাধ্যমেও পরিমাপ করা সম্ভব নয়।।প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই আমার হৃদয়ের ট্রান্সফরমার তোমার হৃদয়ের AC তড়িৎ প্রবাহের জন্য অপেক্ষা করছে।।তোমাকে একদিন না দেখলে আমার হৃদয়লিপ্ট পাম্পের মতো উঠা নামা করে।।বন্ধ হয়ে যায় মানব গিয়ার চাকা।।যখন তোমাকে দেখি তখন নিজেকে হিলিয়াম গ্যাসের মতো হালকা মনে হয়।।প্রিয় আমার মনের পিকচার টিউবে শুধু তোমার ছবি ভেসে উঠে।। ওগো আমার আইসক্রিম,!! ওগো আমার সোডিয়াম কার্বনেট,!!তুমি কি আমার মনের হাইড্রোকার্বনের বুদবুদ এর মতো আওয়াজ শুনতে পাওনা??তুমি কি আমার নাইট্রোজেন মিথাইলের মতো ভালোবাসা বুঝতে পারোনা??? তবে কেন এমন নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ কর?? ওগে আমার অক্সিজেন সিলিন্ডার!! কার্বন ডাই অক্সাইডে ভরা এই পৃথিবীতে তোমার বিশুদ্ধ অক্সিজেন দিয়ে আমাকে বাঁচাও!! এসো আমরা দুজন আমাদের হৃদয়ের জারন - বিজারণ ঘটিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হই!! আমাদের প্রেমের ট্রানজিস্টার ও সিলিকন চিপ কোনো দিন ও নষ্ট হতে দেবনা!!ভাগ্যের নির্মম পরিহাসে আমাদের প্রেমে যদি মরিচা পড়ে তবে আমরা নতুন করে গ্যালভানাইজিং প্রলেপ দিয়ে আমাদের প্রেমকে চাকচিক্যময় করবোওও!!!
বার্জেলিয়াসের সূত্র ভুল প্রমাণিত হয়েছে,, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কোনো মনোবিজ্ঞানীও কোনোদিন ভুল প্রমান করতে পারবে নাাা!!!!

ইতি ~~

তোমার সোডিয়াম হাইড্রক্সাইড 😘🥹

Confession no : 757নাম : মাহামুদ ফোরোম : জারাতোমার আমি অনেক ভালোবাসি তোমাকে আমি সামনে থেকে দেখিনি কখনো। তার পরে ও আমি তো...
10/11/2024

Confession no : 757
নাম : মাহামুদ
ফোরোম : জারা
তোমার আমি অনেক ভালোবাসি তোমাকে আমি সামনে থেকে দেখিনি কখনো।
তার পরে ও আমি তোমার মায়া পরে গেলি
তোমাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না
একটা কথা ই বলবো তোমাকে আমি ভিষন ভালোবাডি

Confession no : 756Prio sifat Asa kori vlo aco, Tmi amake chinbe na🥺tmr fd list a jhule thaka akjon ai vabi tmi request ...
10/11/2024

Confession no : 756
Prio sifat
Asa kori vlo aco, Tmi amake chinbe na🥺tmr fd list a jhule thaka akjon ai vabi tmi request expect korba kintu koro na, tai ai kaj ta korlam ok😞

Asa kori ata tmr chokhe porar por tmi request expect korbe☺️

রাজু দার পকেট পরোটা এখন মুকসুদপুর🤤🫡৩ টে পরোটা সাথে আনলিমিটেড সবজি আস্ত একটি ডিম মাত্র কুড়ি টাকা। সাথে আপেল সাইজ পিঁয়াজ ...
08/11/2024

রাজু দার পকেট পরোটা এখন মুকসুদপুর🤤🫡
৩ টে পরোটা সাথে আনলিমিটেড সবজি আস্ত একটি ডিম মাত্র কুড়ি টাকা। সাথে আপেল সাইজ পিঁয়াজ পাবে দাদা।
Collected

Confession no.755Assalamu alaikum 🌸Ami jani, ami kokhono apnake samnasamni ei kotha gulo bolte parbo na tai ei jaygay bo...
08/11/2024

Confession no.755
Assalamu alaikum 🌸
Ami jani, ami kokhono apnake samnasamni ei kotha gulo bolte parbo na tai ei jaygay bolte baddho holam😌Apnake ami onek age thekei vison pochondo kori kintu apni amar thake onek dure jar karone kokhono sahosh kore konodin kotha o bolte pari nai😔sorry apnake choto kora amar kono uddesho na, ami shudhu apnake janate chai je apnar friendlist er kono ekta meye apnake ek akash poriman valobashe ❤️‍🩹
Mon diye jodi kokhono amake khujen tahole hoito peye jaben ami apnar opekkhay thakbo...🍁

Confession no.754From: অতি সাধারণ কেউবিষয়টা প্রেম, অ-প্রেম, কিংবা ভালোবাসার। বিষয়টা ভালোলাগার আর একরাশ মুগ্ধতার।তোমাকে ক...
08/11/2024

Confession no.754

From: অতি সাধারণ কেউ

বিষয়টা প্রেম, অ-প্রেম, কিংবা ভালোবাসার। বিষয়টা ভালোলাগার আর একরাশ মুগ্ধতার।

তোমাকে কখনো শুভ্র কাশফুল মনে হয়, কখনো মনে হয় উড়ে বেড়ানো মেঘ, কখনো প্রজাপতি, আবার কখনো তোমাকে স্রেফ 'তুমিই' মনে হয়।

আমার বোহেমিয়ান জীবনের না থেমে থাকা পথচলায় কোনোদিন তোমার সাথে বসে কথা হয়নি,,তোমার সামনে যাওয়ারও সাহস হয় নি,,তোমাকে প্রথম দেখি কলেজ গেটে । তারপর তোমার ফেসবুক আইডি খুব কষ্টে পেয়েছি। আমার স্মৃতির ডালপালাতেও তোমার কোনো বিচরণ নেই। তাও কীভাবে কীভাবে যেনো তোমাকে দেখি, নীল ফেসবুকের সাদা দেয়ালে। সাহস করে মেসেজ ও দিতে পারি নাহ,,যদি ব্লক করে দাও এই ভয়ে । ২টা কথা তোমাকে বেশ ক'বার বলতে গিয়েও বলতে পারিনি। প্রথমটা হলো- তুমি সুন্দর, স্নিগ্ধ। আর দ্বিতীয়টা হলো- আমি তোমাকে ভালবাসি।কারণ আমি তো দেখতে অসুন্দর

ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো,

লিখতে লিখতে মহাকাব্য হয়ে যাবে শুধু এটা বলতে চাই পথের ভুলে যদি এরপর কখনো দেখা হয়ে যায় সামনা সামনি, তবে কথা বললে অন্তত অপমান করোনা । ❤️
ভালোবাসি প্রিয়।

ইতি
" দূর থেকে তোমার ওপর নজর রাখা কেউ একজন "

Address

Muksudpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muksudpur Crushes & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category