Choto Bamsi

Choto Bamsi read the noble and poem.

ভিডিও লিংক কমেন্টে।
23/10/2022

ভিডিও লিংক কমেন্টে।

যার কন্ঠে হৃদয়ে সুকুন মিলেতার কন্ঠ আমার হইলো না।আকাশে চাঁদের মহরা হইলোদিবসে রাতের গুঞ্জন কাপিলো।তবু তোমার বাহু,আমার হইলো...
22/10/2022

যার কন্ঠে হৃদয়ে সুকুন মিলে
তার কন্ঠ আমার হইলো না।
আকাশে চাঁদের মহরা হইলো
দিবসে রাতের গুঞ্জন কাপিলো।
তবু তোমার বাহু,
আমার হইলো না।

#ছোট_বামসি

22/10/2022

ইউটিউবে নতুন ভিডিও আসছে।
সাবস্ক্রাইব করে রাখুন।
লিংক!⏬

22/10/2022

মহারাজের অসূখ হলো
রাজ্যের সব পন্ডিত এলো।
ওদিকে সব মরছে প্রজা
তাতে কী বা আসে গেলো!

#ছোট_বামসি

22/10/2022

যত সকাল বিছানা ছাড়বেন।
আপনার দিন তত বড় হবে।

21/10/2022

কিছু কিছু সচেতন মানুষদের দেখছি বাচ্চাকে কথা বলা শুরুর দিকেই ইংরেজি শেখাচ্ছেন। আমাদের ইনফ্লুয়েন্সাররা সেটাকে প্রমোট করছে। গর্ব করছে?
এটা কি আসলেই গর্ব করার মত বিষয়। আমার তো আফসোস হয়।

ক্যারিয়ারের জন্য ইংলিশ শেখা ভালো। ইংলিশে এক্সপার্ট হওয়া আরো ভালো। তাই বলে মাতৃ ভাষার আগে পরের ভাষা চর্চা করতে হবে শুধু মাত্র ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা ভেবে। এ বিষয়টা আমার কাছে মনে হয় পজিটিভ থেকে নেগেটিভ বার্তাই বেশী বহন করেন।

21/10/2022

সকালে এলার্ম বাজলেই মনে পড়ে।
সর্বনিম্ন ৮ঘন্টা ঘুমাতে হবে🥺

I made a food blog video in a very short time. Lets chack it.
20/10/2022

I made a food blog video in a very short time. Lets chack it.

20/10/2022

Nora Fatehi

congratulations Nadir On The Go - Bangla
19/10/2022

congratulations Nadir On The Go - Bangla

মানতেই হবে।ডিরেক্টর খুব নিখুত ভাবে কস্টিউমস ঠিক করছে।যারা হুমায়ুন স্যারের ❝কুটু মিয়া❞ পড়েছেন  আর ❝পুনর্জন্ম❞ দেখেছেন তার...
17/10/2022

মানতেই হবে।
ডিরেক্টর খুব নিখুত ভাবে কস্টিউমস ঠিক করছে।
যারা হুমায়ুন স্যারের ❝কুটু মিয়া❞ পড়েছেন
আর ❝পুনর্জন্ম❞ দেখেছেন তারাই বুঝতে পারবেন। এই পিক এর রহস্য।

আরেকটা কথা।
°রাফসান হকের রান্না।
°কিছুতেই খারাপ হতে পারে না।

17/10/2022

বাংলাদেশ ক্রিকেট টীম ছ্যাকা দিয়া দিলো।

Meuu
17/10/2022

Meuu

17/10/2022

যত যাই বলুন!
বদমাশ পোলাপাইন সিরায়ালের প্লে ব্যাক সোং টা হৃদয় ছুয়ে যায়।

❝তোদের মাঝে থাকি যখন। পৃথিবীটা আপন লাগে।❞

আমি হেরেছি বলে অনেকেই খোটা দিয়েছে।আমি প্রাউড আমি হেরেছি। আপনার মত হারের ভয়ে মাঠের কিনারায় দাড়িয়ে খেলা দেখিনি। নিজেই নিজে...
17/10/2022

আমি হেরেছি বলে অনেকেই খোটা দিয়েছে।
আমি প্রাউড আমি হেরেছি। আপনার মত হারের ভয়ে মাঠের কিনারায় দাড়িয়ে খেলা দেখিনি। নিজেই নিজের গেম খেলেছি। আজ হেরেছে। আরেকদিন সুদে আসলে জিতে নিবো। তখন আমার সাথে পরিচয় আছে বলেও আপনি গর্ব করতে পারবেন। ইন শা আল্লাহ।

প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন?প্রথম শর্ত হলো ইনফোপ্রোনিয়রদের বিশ্বাস করবেননা। এখন কথা হলো ইনফোপ্রোনিয়র কারা? ইনফর্মেশন ...
16/10/2022

প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন?

প্রথম শর্ত হলো ইনফোপ্রোনিয়রদের বিশ্বাস করবেননা। এখন কথা হলো ইনফোপ্রোনিয়র কারা? ইনফর্মেশন দেয়া যাদের বিজনেস তারাই ইনফোপ্রোনওয়র। (এখানে বিশেষত ভিডিও নির্মাতাদের কথা বলা হচ্ছে) তাদের কাজই হচ্ছে চমকপ্রদ কথা বলে আপনাকে ইম্প্রেস করা। আদতে আপনার লাভ হবে কি হবে না তা দেখার বিষয় তার নয়। ভিডিও থেকে তার ইনকাম হচ্ছে করে না এটাই তার কাছে বড় বিষয়।

এবার আসল ধাপ গুলা তে আশা যাক।
১)সমুস্যা বা খুত বের করুন। যেহেতু আপনার কাছে অনেক টাকা নেই যে আপনি বড় কোনো সমুস্যা সমাধান করবেন। তাই এমন কোনো সমুস্যা খুজে বের করুন। যা সহজেই আপনি সমাধান করতে পারবেন। অবশ্যই সে সমুস্যা মানুষের বা জন গনের কোনো না কোনো ভাবে উপকারে আসে। সময় বাচায়। বা তাদের লাইফ স্টাইলকে সহজ করে।

২) সমুস্যা সমাধানের কিছু উপায় বের করুন। তার মধ্যে যে উপায়টা আপনার কাছে বেস্ট মনে হয়। সেটা তে ফোকাস করুন।

৩) উপরের কাজ গুলার পর মনে করুন আপনি > ম্যান এক্সেসরিজ < নামে একটা ক্যাটাগরি সিলেক্র করলেব। তার মার্কেট সমুস্যা বা কেনো আপনি এ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আপনার বিজনেসের ফলে মানুসের কি উপকার হবে তা নির্ধারন করুন।

৪) এবার ঐ ক্যাটাগরির টপ ১০ টা পন্য লিস্ট করুন।
মনে রাখবেন ১০ টি পন্য নিয়ে কাজ করতে গেলে কোনোটাই ঠিকঠাক হবে না। তাই পুরোবর্তী ধাপটি আপনাকে ফলো করতে হবে।

৫) দশ টি বাছায় করা পন্য থেকে সর্বচ্চ তিন থেকে চারটি পন্য বাছাই করুন। যা মার্কেট অডিয়েন্সের কাছে বেশী চাহওদা রাখে। অর্থাত হাই ডিমান্ডিং ৩-৪টি প্রোডাক্ট।

৬) এটা একটা এক্সট্রা পয়েন্ট বলে ধরতে পারেন। যেটা আমি প্রায় সবাইকেই বলি। ভুলেও টিশার্ট নিয়ে কাজ করবেননা। কারন ইনফ্লুয়েনসারদের কারনে বা যে কোনো কারণে হাজার জন মানুষ টিশার্ট নিয়ে কাজ করছে। অনলাইন বিজনেস করবে? চোখ বন্ধ করে টিশার্ট ভেবে রাখে। সো কম্পিটিশন অনেক হাই। মনে রাখবেন যত দূর সম্ভব কম্পিটিশন এড়িয়ে চলুন।

৭)মার্কেটিং স্ট্রাটেজী। একটা নিখুত মার্কেটিং স্ট্রাটিজি ছাড়া মার্কেটে সাস্টেইন করা কিছুতেই সম্ভব নয়। সপরা নিয়ে কথা হবে অন্য দিন।।

ইনফর্মেটিভ কন্টেন্ট পেতে ফলো করতে পারেন Choto Bamsi

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Choto Bamsi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Choto Bamsi:

Videos

Share

Category