Jotangko -জটাংক

Jotangko -জটাংক Myth, Math & Mystery
শুন্য থেকে অসীম, জট খুলতে চাই।

https://www.youtube.com/-1.618 This is a area of Off-Topic discussion.

Here you will get mostly research based contents, where the issues are mysterious, Spirituals, and unsolved historical. Disclaimer:
=========
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use”
Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such

as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

গামা ব্রেনওয়েভ- ব্রেইনের ওয়েভ যখন 27 - 40 Hz এর ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে চলে আসে, তখন ব্রেইন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায়...
01/02/2025

গামা ব্রেনওয়েভ-

ব্রেইনের ওয়েভ যখন 27 - 40 Hz এর ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে চলে আসে, তখন ব্রেইন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যায়। আপনি অবশ্যই চাইবেন না যে আপনার ব্রেইনের এই লেভেলে আসুক। আপনার ব্রেইনওয়েভ এই স্তরে থাকার অর্থ আপনি ক্রোধ ও উত্তেজিত অবস্থায় আছেন।

Full Part :

https://youtu.be/6RA7FbS2B78?si=BzXXAGTDAkCoJQgZ

স্ট্রিং থিওরি মতে - মহাবিশ্বের সবকিছুই অত্যন্ত ছোট, কাঁপতে থাকা এক মাত্রিক বস্তু দিয়ে তৈরি। আমি আপনি আমাদের চারপাশের সবক...
01/02/2025

স্ট্রিং থিওরি মতে - মহাবিশ্বের সবকিছুই অত্যন্ত ছোট, কাঁপতে থাকা এক মাত্রিক বস্তু দিয়ে তৈরি। আমি আপনি আমাদের চারপাশের সবকিছুর গভীরে গেলে সবশেষ পর্যায়ে এই কাঁপতে থাকা স্ট্রিং বা তার পাবেন।

বিস্ময়কর প্রতিভা নিকোলা টেসলার মতে "আপনি যদি মহাবিশ্বের গোপনীয়তা খুঁজে পেতে চান তবে শক্তি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন এই তিনটি বিষয় নিয়ে চিন্তা করুন।"

Full Part :
https://youtu.be/6RA7FbS2B78?si=BzXXAGTDAkCoJQgZ

স্যার অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু দূর্দান্ত ভায়োলিন বাজাতে পারতেন। ইউনিভার্সিটি অব বার্লিনে শিক্ষকতা করার সময় প্রায়ই মধ্...
01/02/2025

স্যার অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু দূর্দান্ত ভায়োলিন বাজাতে পারতেন। ইউনিভার্সিটি অব বার্লিনে শিক্ষকতা করার সময় প্রায়ই মধ্যরাতে তার ঘর থেকে ভায়োলিন সুর ভেসে আসতো। ঘন্টাখানেক পর সেই সুর থেমে যেতো।
তো একবার নিলস বোর নামের এক ছাত্র আইস্টাইনকে জিজ্ঞেস করলেন; স্যার আপনার কাছে জীবনে অর্থ কী ?
আইনস্টাইন তাঁর বিখ্যাত মুচকি হাসিটা দিলেন, তারপর বললেন কম্পন। "আমার কাছে জীবনের অর্থই হলো কম্পন"।

আইনস্টাইনের এই ছোট্ট উত্তরটার যে গভীরতা সেটা তার ঐ ছাত্র, নিলস বোরকে দারুনভাবে চমকে দিয়েছিল। শুধুমাত্র এই উত্তর থেকেই নিলস পরমানুর গঠনের ব্যাখ্যা করেন এবং নোবেল পুরস্কার পেয়ে বসেন।

আমাদের জন্মের সাথে এই মহাবিশ্বের একটা মহাজাগতিক সম্পর্ক আছে। চ্যালেঞ্জটা হচ্ছে, সেই সম্পর্কটাকে জীবনের ছন্দের সাথে মেলান...
27/01/2025

আমাদের জন্মের সাথে এই মহাবিশ্বের একটা মহাজাগতিক সম্পর্ক আছে। চ্যালেঞ্জটা হচ্ছে, সেই সম্পর্কটাকে জীবনের ছন্দের সাথে মেলানো। এতে প্রশান্তিতে এবং কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসবে। জটCAST এর ৩য় পর্বে আমরা কথা বলেছি বেশ কয়েকটি "না বলা কথা নিয়ে "।

যেমন:

১) ডেট অব বার্থ বা জন্মদিন কতটা গুরুত্বপূর্ণ

২) ডেমোনোলজি বা ডাইনিবিদ্যা কী? এটা নিয়ে এত বিতর্ক কেন?

৩) উইচ ট্রায়েল কেন হয়েছিল?

৪) Fallen angels কারা? কীভাবে তারা শয়তানের সাথে যুক্ত হলো?

৫) জিন জাতির বিস্তারিত বর্ণনা ( যতটা প্রকাশ করা সম্ভব ছিল)

৬) সিক্রেট সোসাইটি যেভাবে নেগেটিভ এনার্জিকে ব্যবহার করে।

৭) কেন মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মরদেহ দাফন বা সৎকার করতে হয়?

৮) কারো মৃত্যু শোকে চিৎকার করে কান্নাকাটি কতটা বিপদজনক?

আরও চমৎপ্রদ সব বিষয় উঠে এসেছে আলোচনায়।

এই পর্বের নাম:
The Date of birth : জন্মদিন
আজ ২৭ জানুয়ারি, সন্ধ্যা ৮টায় : জটাংক

বিদ্র:
১) মন্তব্য প্রত্যাশিত, তবে রুচিশীলতা কাম্য।

২) এই পর্বটি শুধুমাত্র তাদের জন্য যারা আগের পর্বটি দেখেছেন এবং আরো জানতে চেয়েছিলেন।

আমন্ত্রণ।

22/01/2025

জটCAST : Ep-1 : ভাবনার শক্তি .....
যা থাকছে এই পর্বে :
Law of Attraction by আকর্ষণ সূত্র কী ?
আকর্ষণ সূত্র প্রয়োগের শর্তাবলী
কাদের আর্কষণ সূত্র কাজ করে ?
কাদের করে না?
অন্যের নেগেটিভ শক্তি আমার আকর্ষণ শক্তিকে নষ্ট করতে পারে?
কিছু বিপদজনক বিশ্বাস
কালোজাদু ও আকর্ষণ সূত্র
অকাল্ট সায়েন্স আকর্ষণ সূত্রের ক্ষতি করে ? নিজের আকর্ষণ শক্তি বাড়াতে যাদের থেকে দূরে থাকবেন।
নিজের চাওয়ার উপর রাশির প্রভাব কী ?
নিজের প্যাশন কিভাবে খুঁজে পাবো?
বারবার লক্ষ্য বদলের বিপদ?
ভাবনার শক্তি নিয়ে কিছু অদ্ভুত ঘটনা ।
সামাজিক মাধ্যম যেভাবে আপনার চিন্তার শক্তিকে নষ্ট করে ।
মুভি দেখার ক্ষেত্রে সাবধান ।
নিজের আকর্ষণ শক্তি বাড়ানোর জরুরী কিছু টেকনিক।




18/01/2025

More About জট CAST : Planning & Your response.

More about জট Cast.Today-18th January : 10.30pm ( +- )
18/01/2025

More about জট Cast.

Today-18th January : 10.30pm ( +- )

15/01/2025
বিভিন্ন সময় কিছু ঘ্রাণ জীবনের সাথে জড়িয়ে যায়।  পরবর্তীতে সেই ঘ্রাণ কিছু স্মৃতি বয়ে নিয়ে আসে আর ক্ষনিকের জন্য সেই স্মৃতিচ...
15/01/2025

বিভিন্ন সময় কিছু ঘ্রাণ জীবনের সাথে জড়িয়ে যায়। পরবর্তীতে সেই ঘ্রাণ কিছু স্মৃতি বয়ে নিয়ে আসে আর ক্ষনিকের জন্য সেই স্মৃতিচারনে হারিয়ে যাওয়া, এই জিনিসটাকেই বলে হয়- দ্যা প্রু্ওস্ট ইফেক্ট।

কেন প্রুওস্ট ইফেক্ট বলা হচ্ছে ? কারন ২০ শতকের বিখ্যাত ফরাসী ঔপন্যাসিক মার্সেল প্রুওস্ট (Marcel Proust) সর্বপ্রথম এই বিষয়টি ব্যাখ্যা করেন। ১৯১৩ থেকে ১৯২৭ সাল, এই ১৪ বছর ধরে তিনি একটি বই লেখেন, À la recherche du temps perdu ইংরেজিতে যার নাম হলো In Search of Lost Time. ৪ হাজার ২১২ পৃষ্ঠার এই বইতে লেখক খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন, কিভাবে ঘ্রাণ মানুষের স্মৃতি বা মেমরিকে ট্রিগার করে। মার্সেল প্রুওস্টের নাম অনুসারে এর নাম দেয়া হয়, প্রু্ওস্ট ইফেক্ট।

দেখুন, আধ্যাত্মিকতায় যুক্তির চেয়ে বিশ্বাসের শক্তি বেশী। আর পৃথিবীটা এমন, এখানে  প্রত্যেকেই যে যার মত করে বিশ্বাসে স্বাধী...
14/01/2025

দেখুন, আধ্যাত্মিকতায় যুক্তির চেয়ে বিশ্বাসের শক্তি বেশী। আর পৃথিবীটা এমন, এখানে প্রত্যেকেই যে যার মত করে বিশ্বাসে স্বাধীন।

খেয়াল রাখা জরুরি সেই বিশ্বাস যেন অন্যের ক্ষতির কারণ না হয়। সবারই লক্ষ্য একটাই, অনন্ত প্রশান্তি I

এখন যে যার মত নিরীহ বিশ্বাস নিয়ে সেটা খুঁজে পাক।

The Third Eye : যা থাকছে এই পর্বে:১) সাইকিক, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এর পার্থক্য  ২) মুখ দেখে সত্য-মিথ্যা নির্ণয়...
14/01/2025

The Third Eye :

যা থাকছে এই পর্বে:

১) সাইকিক, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এর পার্থক্য

২) মুখ দেখে সত্য-মিথ্যা নির্ণয়

৩) গাছের ভাষা আছে ?

৪) মাইন্ড রিডিং ও সোল বডির কী ?

৫) আত্মা কিভাবে পৃথিবীতে আসতে পারে?

৬) থার্ড আই এর ব্যাখ্যা

৭) অ্যাঞ্জেলস্ , অ্যাসেন্ডেন্ট মাস্টারস ও স্পিরিচ্যুয়াল রেল্মের ব্যাখ্যা

৮) আত্মার সাথে সংযোগের প্রক্রিয়া কী ?

৯) মিডিয়ামের ব্যাখ্যা

১০) মানুষের জীবনের দুটো গুরুত্বপূর্ণ দিন

Full Part :

https://youtu.be/Hdu4mX0H5lY?feature=shared

10/01/2025

সবকিছু ঠিক থাকলে জটCast এর নতুন পর্বে আমাদের সাথে থাকছেন একজন সাইকিক। আমরা জানি যারা এক বা একাধিক বিশেষ ক্ষমতা বা দক্ষতা সৃষ্টি করতে পেরেছেন, তাদেরকে সাইকি বলা হয়। তিনি তেমনই একজন। দীর্ঘ আলাপে এই সাইকি আমাদেরকে কয়েকটা বিষয় স্পষ্ট করেছেন।

যেমন:

১) ‘থার্ড আই’ কী?

২) মানুষের ‘থার্ড আই’ সচল করার জন্য কী করতে হয়?

৩) একজন মানুষ বুঝবেন কীভাবে যে তার ‘থার্ড আই’ সচল হয়েছে?

৪) ‘থার্ড আই’ সচল হলে কী কী বিস্ময়কর ব্যাপার ঘটে ?

৫) মানুষ কিভাবে গাছের ভাষা বুঝতে পারেন ?

৬) মৃত আত্মাদের সাথে মানুষের যোগাযোগের ভাষা কী ?

৭) রাতের কোন্ সময়টি স্পিরিচুয়াল রিল্মের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে কার্যকর

আরও নানা কিছু।

প্রশ্ন-পরামর্শ-মন্তব্য প্রত্যাশিত, তবে রুচিশীলতা কাম্য। দেখার আমন্ত্রণ রইল । ধন্যবাদ।

জটCast পর্ব- ২ I ১৩ জানুয়ারি I সোমবার I রাত -৮ টা


09/01/2025

জটCAST  :  Ep-1 : ভাবনার শক্তি .....যা থাকছে এই পর্বে :Law of Attraction by আকর্ষণ সূত্র কী ? আকর্ষণ সূত্র প্রয়োগের শর্ত...
06/01/2025

জটCAST : Ep-1 : ভাবনার শক্তি
.....
যা থাকছে এই পর্বে :

Law of Attraction by আকর্ষণ সূত্র কী ?

আকর্ষণ সূত্র প্রয়োগের শর্তাবলী

কাদের আর্কষণ সূত্র কাজ করে ?

কাদের করে না?

অন্যের নেগেটিভ শক্তি আমার আকর্ষণ শক্তিকে নষ্ট করতে পারে?

কিছু বিপদজনক বিশ্বাস

কালোজাদু ও আকর্ষণ সূত্র

অকাল্ট সায়েন্স আকর্ষণ সূত্রের ক্ষতি করে ? নিজের আকর্ষণ শক্তি বাড়াতে যাদের থেকে দূরে থাকবেন।

নিজের চাওয়ার উপর রাশির প্রভাব কী ?

নিজের প্যাশন কিভাবে খুঁজে পাবো?

বারবার লক্ষ্য বদলের বিপদ?

ভাবনার শক্তি নিয়ে কিছু অদ্ভুত ঘটনা ।

সামাজিক মাধ্যম যেভাবে আপনার চিন্তার শক্তিকে নষ্ট করে ।

মুভি দেখার ক্ষেত্রে সাবধান ।

নিজের আকর্ষণ শক্তি বাড়ানোর জরুরী কিছু টেকনিক।

পুরো পর্ব :

05/01/2025




31/12/2024

সমীকরণ ভুল না হলে,

২০২৫ সাল হতে যাচ্ছে সবচেয়ে নাটকীয় বছর। বেঁচে থাকলে এ বছরে আমরা এমন কিছু দেখতে পারি, যেটা আগামী শত বছরেও পাওয়া যাবে না। মনে রাখবেন, ২০২৫ সাল হচ্ছে সিদ্ধান্তের বছর। এই বছর সঠিক সিদ্ধান্ত নেয়া জরুরী। কারণ, ভুল করলে ফিরে আসার সুযোগ কম। চলুন, একসাথে চোখ বন্ধ করে নিজের মধ্যে ডুব দেই, মন থেকে প্রত্যাশা করি সবাই যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে এগুতে পারি। ....

অর্জণে পূণ হোক-২০২৫

বিদ্র: এই জানুয়ারির প্রথম সপ্তাহে চেষ্টা থাকছে জটCAST নিয়ে হাজির হতে।

25/12/2024

আমাদের চোখ আমাদের আশেপাশের মাত্র ৫ শতাংশ বাস্তবতা টের পায়। এগুলোকে আমরা বলি "বিজ্ঞান-স্বীকৃত বাস্তবতা "। আমাদের সব থিওরী, গবেষণা আর বিশ্লেষণ সবটাই সেই ৫ শতাংশ নিয়ে।
প্রশ্ন হলো, বাকি ৯৫ শতাংশের কী হবে? অনেকে তো বলেন, জ্ঞানের আসল মজাটা সেই ৯৫ শতাংশেই।
পর্দার আড়ালে থাকা সেসব জ্ঞানের সন্ধানে যুগ যুগ ধরে গুটি কয়েক মানুষ ডুবে থেকেছেন। শক্তি-সাধনা আর আত্মার রূপান্তর থেকে জেনেছেন, যতটা জানা যায়। ওনাদেরকে আমরা বলি ওলি-বুজূর্গ-মুনি-ঋষি। এভাবেই সায়েন্সের বিপরীতে তৈরী হয়েছে অকাল্ট সায়েন্স। কালসীমানার গন্ডি পেরিয়ে সেই চিরায়ত জ্ঞানের গবেষণা-পড়াশোনা কিংবা চর্চা, এই সময়েও বেড়েছে, বাড়ছে।

দর্শক, নতুন বছরে জটাংক চেষ্টা করবে দীর্ঘ আলাপে পর্দার আড়ালে থাকা জ্ঞানের কিছুটা শুনতে, জানতে।
বিরল তথ্য, দূর্লভ অভিজ্ঞতা আর চমকপ্রদ বাস্তবতার কথা শুনতে শুনতে অসাধারন কিছু সময় পেরিয়ে যাক।

এই আয়োজনের নাম দেয়া হয়েছে- জটCAST।


সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।


































Address

Dhaka
0880

Telephone

+8801324710221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jotangko -জটাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jotangko -জটাংক:

Videos

Share

Category