Nitu Apu - নিতু আপু

Nitu Apu - নিতু আপু life is beautiful,but reality is hard....
(16)

বিয়ের পর প্রথম কিছুদিন যায় ..... বউ বলে জামাই শোনে, তার কিছুদিন পর..... জামাই বলে বউ শুনে এরপর জামাই,বউ দুজনেই বলে........
03/02/2025

বিয়ের পর প্রথম কিছুদিন যায় ..... বউ বলে জামাই শোনে,

তার কিছুদিন পর..... জামাই বলে বউ শুনে
এরপর জামাই,বউ দুজনেই বলে...... আড়াপাড়া প্রতিবেশী শুনে 😄
নিচের ছবিগুলি আড়াপাড়া প্রতিবেশী ময় যুগের ছবি 😁

বুঝাইলে বুঝেনা, কিন্তু ভুল বুঝার সময় দুই লাইন বেশি বুঝে এটাই বাস্তব হা হা হা
02/02/2025

বুঝাইলে বুঝেনা, কিন্তু ভুল বুঝার সময় দুই লাইন বেশি বুঝে এটাই বাস্তব হা হা হা

02/02/2025

নদী তুমি ভয় পেও না,
আমি সময়ের সাহসী নারী হব
ভালবাসার প্লাবন দিয়ে আমি তোমায় নিয়ে যাব সমুদ্রে...

বিত্তবান মানুষেরা কল্পনা করার সময় পায় না,তারা বাস্তবতা নিয়ে এতো ব্যস্ত থাকে যে কল্পনা করার  সময় টুকু তারা পায় না , কল্...
02/02/2025

বিত্তবান মানুষেরা কল্পনা করার সময় পায় না,তারা বাস্তবতা নিয়ে এতো ব্যস্ত থাকে যে কল্পনা করার সময় টুকু তারা পায় না , কল্পনা করার প্রবল শক্তি নিয়ে জন্মায় মধ্যবিত্ত মানুষেরা 💕
শুভ সকাল 🌸

আগের মতো মানুষ এখন আর ঝগড়া করে না শুধু photo like করা বন্ধ করে দেয়... এখন শত্রুতাও ডিজিটাল হয়ে গেছে।শুভ সন্ধ্যা 💕
01/02/2025

আগের মতো মানুষ এখন আর ঝগড়া করে না শুধু photo like করা বন্ধ করে দেয়...
এখন শত্রুতাও ডিজিটাল হয়ে গেছে।
শুভ সন্ধ্যা 💕

বিয়ের কাবিন💕
01/02/2025

বিয়ের কাবিন💕

31/01/2025

মায়াকুমারি ভাইরাল একটা ভিডিও।
জানি ভালো হয় নি তারপরও করে ফেললাম🙏
#নিতুআপু

ভুল দেখে যারা ছেড়ে চলে যায়, তারা ভালো থাকতে আসে,আর যারা ভুল দেখে পাশে থাকে তারাই মুলত ভালবাসে 💕
31/01/2025

ভুল দেখে যারা ছেড়ে চলে যায়, তারা ভালো থাকতে আসে,আর যারা ভুল দেখে পাশে থাকে তারাই মুলত ভালবাসে 💕

30/01/2025

:আমি পাতা না ফুল?
:শেকড় 💞
আমার মূল 💕

29/01/2025

টা*কার উপ্রে ঘুমাই, ভাবতেই শান্তি লাগের 🤗

29/01/2025

সপ্তাহের সবগুলো ভিডিও একসাথে 💞
আমার ভিডিও গুলি ভালো লাগলে ভিডিও টা শেয়ার লাইক কমেন্ট করবেন প্লিজ💕

29/01/2025

আমাকে সে রানীর মতো রাখবে 🤗

29/01/2025

আমি বাংলাদেশের দালাল ✊

28/01/2025

কেমন আছ!
পত্র দিও

27/01/2025

আমাদের অগ্রিম ভালবাসা দিবস 💕

আজ আমার বয়স মাত্র....। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের...
26/01/2025

আজ আমার বয়স মাত্র....। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে।

সেই ইতিহাসটুকু আকারে ছোটো, তাহাকে ছোটো করিয়াই লিখিব। ছোটোকে যাঁহারা সামান্য বলিয়া ভুল করেন না তাঁহারা ইহার রস বুঝিবেন।

কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড়ো লজ্জা পাইতাম; কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সরূপ এবং পণ্ডিতমশায়দের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়।

26/01/2025

ইনভেস্ট করা আর বিপদে টা**কা দেওয়া এক কথা রে পাগলা ?

23/01/2025

🩸 জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়ে বসেছি। কিছুক্ষণ বাদে বাদে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছি।

যমুনা সেতু পার হবার পর পাশের সহযাত্রী কে জিজ্ঞাসা করলাম ভাই ঈশ্বরদী বাইপাস আর কতক্ষন লাগবে?
উনি বললেন, এটা তো পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামবে না। একদম সোজা নাটোর স্টেশনে গিয়ে দাঁড়াবে। বেশ ভ্যাবাচ্যাকা খেলাম দেখে পাশের সহযাত্রীরা বললো চিন্তার কিছু নেই, ঈশ্বরদী বাইপাসে ট্রেন খুবই স্লো হয়ে যায়, তুমি রানিং এ নেমে যেও। তবে নেমেই দাঁড়াবে না, একটু দৌঁড়বে। তাহলে হুমড়ি খেয়ে পড়ে যাবে না।

তারপর ঈশ্বরদী বাইপাস আসতেই অনিচ্ছা সত্বেও কিছুলোক ঠেলে ঠুলে দরজায় দাঁড় করিয়ে দিল। ঈশ্বরদী বাইপাসে ট্রেন স্লো হতেই ছোট্ট লাফ দিয়ে প্লাটফর্মে নেমেই চো চো করে দৌঁড় দিলাম।
এত জোর দৌঁড়েছি যে সামনের বগি পর্যন্ত পৌঁছে গেছি। সামনের বগির গেটের কাছে পৌঁছাতেই কিছু লোক আমার হাত ধরে, কেউ জামা ধরে, কেউ চুলের মুঠি ধরে বগিতে আবার টেনে তুলল। ততক্ষনে ট্রেন আবার স্পীড নিয়ে নিয়েছে। সবাই বলছে তোর ভাগ্যটা খুব ভালো রে ভাই। এখানে তো ট্রেন থামে না, তবু তুই কপালজোরে ট্রেন টা পেয়ে গেলি 🙂

©

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nitu Apu - নিতু আপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share