Rojinas Vlog & Cooking

Rojinas Vlog & Cooking Hi, I am Rojinas Vlog
from Bangladesh. Welcome to my facbook pag.
(18)

I got 207 reactions and 33 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have don...
16/01/2025

I got 207 reactions and 33 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

16/01/2025

I gained 337 followers, created 95 posts and received 3,822 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

15/01/2025

মেলা মানেই ভরপুর খাওয়া আর যা দেখি তাই কিনতে ইচ্ছে করা।

তন্নি আপুর হাসবেন্ড চলে গেলেন না ফেরার দেশে।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান কর...
15/01/2025

তন্নি আপুর হাসবেন্ড চলে গেলেন না ফেরার দেশে।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আল্লাহ ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বর্তমান সময়ে স্বামীর প্রতি আপুর যে ভালোবাসার প্রমাণ দিলেন তা খুব কমই দেখা যায়।
আল্লাহ আপুকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।
কেনো জানি পোস্ট টা দেখার পরে আমার হাত পা কাপছে।

(ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাদেরকে সারাজীবনের মত একা করে চলে গেছে 😭
আমি পারি নি তাকে বাচিঁয়ে রাখতে 😭)

পোস্টটি তন্নি আপুর পেজ হতে নেওয়া

14/01/2025

একজন উদ্যোক্তা হওয়া কি এতটাই সহজ ?

প্রতিহিংসা নয় প্রচেষ্টাই পারে  তোমাকে তোমার সঠিক লক্ষ্যে পৌঁছাতে।
12/01/2025

প্রতিহিংসা নয় প্রচেষ্টাই পারে তোমাকে তোমার সঠিক লক্ষ্যে পৌঁছাতে।

"কোন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে  তার নিজের কাছে কিছু টাকা থাকা"                       --মার্কিন লেখিকা ক্লেয়ার বুথ।...
11/01/2025

"কোন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কাছে কিছু টাকা থাকা"
--মার্কিন লেখিকা ক্লেয়ার বুথ।

নারীদের নিয়ে এত সুন্দর ভাবনা। ভালো লাগলো তাই শেয়ার করলাম।।

আমি এবং আমার কাছের বা দূরের অসংখ্য নারীকে দেখেছি দিনের পর দিন সম্পুর্ন শুন্য হাতে দিন কাটিয়ে দিতে। কেবল ঘর সংসার করা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত ও দারিদ্র্য শ্রেণির নারীদের ক্ষেত্রেই এটা ঘটে না, প্রায় সকল শ্রেণির নারীদেরকেই এই অর্থহীন অনিরাপদ সময় পার করার অভিজ্ঞতা আছে। এটা প্রচন্ডরকম একটা পরনির্ভরশীল জীবন।

বলতেই পারেন যে, স্বামী বা পরিবারের কর্তাব্যাক্তি যদি নারীর সকল চাহিদা মিটিয়ে রাখেন, তবে তার নগদ টাকা থাকার দরকার কী? দরকার আছে বস্, নারীদের এমন অনেক প্রয়োজন থাকে, যা মেটানোর জন্য কর্তাব্যাক্তির কাছে টাকা চেয়ে নিতে বিব্রত হয়। সংকোচ করে, তবুও বাধ্য হয়ে চেয়ে নিতে হয়। কারণ প্রয়োজন কখনো লজ্জা মানে না। অথবা এমন অনেক প্রয়োজন অনেক নারীরা সংকোচের কাছে হেরে গিয়ে টাকা না চেয়ে পূরণ না করেই কাটিয়ে দেন দিনের পর দিন। যা আমাদের কর্তাব্যক্তিরা কখনো উপলব্ধি করতে পারেন না।

কেবল সংসারি নারীরাই নয়, আমি নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্ত অনেক কর্মজীবী নারীকেও দেখেছি সারা মাস কাজ করে এরকম অসহায় শুন্য হাতে দিন কাটাতে। তাদের কর্তাব্যাক্তি নিজের আয়ের পাশাপাশি সেই নারী সদস্যর আয় করা টাকাটাও এক রকম ফোর্স করে সবটা আদায় করে নেয়। ফলে কাজ করেও সেই নারীকে হতে হয় পরনির্ভরশীল।

অথচ এসব নারীদের নানারকম প্রয়োজন মোকাবেলা ছাড়াও কখনো কখনো এমন কিছু বিপদ মোকাবেলা করতে হয়, যার জন্য সে প্রস্তুত থাকে না। সেই সময়টায় তার হাতে কিছু টাকা না থাকায় সে যে পরিমান অসহায় বোধ করে তা কেউ বুঝতে পারবেন না, কেবল ভুক্তভোগী ছাড়া। তবুও পুরুষ বা কর্তাব্যাক্তিদের মধ্যে বেশিরভাগই তাদের সেই অসহায়ত্বটা বোঝার চেষ্টা করে না। পক্ষান্তরে তাদের উপর নানারকম নিয়ম নিষেধের দেয়াল তুলে দেয়।

অথচ আমি দেখেছি, আমার মা ঠাকুমা থেকে শুরু করে আরো অনেক নারীদের মধ্যে এরকম স্বভাব আছে যে, ঘরে কারো বিপদের মুহুর্তে যখন কোনভাবে কর্তাব্যাক্তি টাকা পয়সার ব্যবস্থা করতে পারেন না, তখন নারীরাই তাদের কাছে টাকা থাকলে অনায়াসে বের করে দেন। সেই কঠিন মুহুর্তে পাশে দাঁড়ান নারীরাই। এবং তারা নিজ প্রয়োজনে খরচের বেলায় খুবই হিসেবী। তারা নিজেদর কাছে কিছু টাকা থাকলে সে টাকা অপ্রয়োজনে খরচ করেন না। কেবল অনেকটাই নিরাপদবোধ করেন। যা তার জন্য ভীষণ দরকার।ঙ

এখন বলতে পারেন, সবার এই অবস্থা নেই যে, ঘরের নারীদের হাতে কিছু টাকা রেখে দেবেন। এটা অবশ্যই ঠিক। তাই বলে সকল নারীকে কর্মজীবী হয়ে যেতে হবে সেটাও আমি বলছি না। তাদেরকে অন্তত ঘরে বসে হলেও কিছু টাকা আয় করার সুযোগ তো দিতে পারেন। এখন প্রযুক্তির কল্যাণে অনেক নারীরাই ঘরে বসে নিজের সংসার সামলে নিজের জানা কাজটা নিয়ে উদ্যোক্তা হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। যেখানে কিছুটা সময় দিয়ে নিজের উদ্যোগ প্রেজেন্ট করলে কিছুটা আয় নিশ্চিত করা কঠিন কিছু না।

কপি পোস্ট Amar shopno

মেলায় সব কিউট সুইট আপুদের সাথে। অনেক সুন্দর সময় কাটিয়েছি আবার দেখা হবে আপুরা❤️🥰
11/01/2025

মেলায় সব কিউট সুইট আপুদের সাথে। অনেক সুন্দর সময় কাটিয়েছি আবার দেখা হবে আপুরা❤️🥰

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে গোপনে দিন যাতে কেউ টের না পায়! তবে ভবিষ্যতের জন্য নিজেকেও একটু তৈরী করে রাখবেন!...
10/01/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে গোপনে দিন যাতে কেউ টের না পায়! তবে ভবিষ্যতের জন্য নিজেকেও একটু তৈরী করে রাখবেন! যে কষ্টগুলো আজ আপনি কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও কিছু না কিছু ভোগ করে যেতে হবে আপনাকেও, বাকি না হয় বরাদ্দ থাকলো পরপারে…
ঠকে যাওয়া, কষ্ট পাওয়া মানুষগুলো হরে গিয়েও জিতে যায়…❤️

10/01/2025

মেলা !!! মেলা !!! মেলা !!!

আমার পড়া এই সুন্দর শাড়িটা পাবেন আমার পেজ Amar shopno তে❤️❤️❤️
07/01/2025

আমার পড়া এই সুন্দর শাড়িটা পাবেন আমার পেজ Amar shopno তে❤️❤️❤️

মেলায় ঘুরতে ঘুরতে রাত বারোটা। মেলায় গেলে সব কিনতে ইচ্ছে করে আমার মতো কে কে আছেন?মনে হয় যেনো পুরো মেলা টা উঠায় নিয়ে ...
06/01/2025

মেলায় ঘুরতে ঘুরতে রাত বারোটা। মেলায় গেলে সব কিনতে ইচ্ছে করে আমার মতো কে কে আছেন?মনে হয় যেনো পুরো মেলা টা উঠায় নিয়ে আসি।

06/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

ধৈর্যের ফল মিষ্টি হয় কথা টা কিন্তু সত্যি।
05/01/2025

ধৈর্যের ফল মিষ্টি হয় কথা টা কিন্তু সত্যি।

02/01/2025

আজকে কে কে বিছানা থেকে কম্বল ভাজ করো নাই ? কমেন্ট করো আমি কিন্তু কম্বল ভাজ করি নাই!🤣

02/01/2025

সরিষা খেতে পিক তুলতে গিয়ে খাইলাম এক দৌড়ানি😁😁

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,,,? শুভ সকাল সবাইকে 🥰
02/01/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,,,? শুভ সকাল সবাইকে 🥰

২৪ এর শেষ দিনে ট্রেন্ড ফলো করলাম। খিচুড়ি পিকনিক।
31/12/2024

২৪ এর শেষ দিনে ট্রেন্ড ফলো করলাম। খিচুড়ি পিকনিক।

Address

Savar Cantonment
Dhaka
1344

Telephone

+8801302808319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rojinas Vlog & Cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rojinas Vlog & Cooking:

Share