Afra Araf

Afra Araf I love my family
(1)

23/08/2024

ফেনীকে নাকি ডেড ঘোষনা করছে।কোনো ভলান্টিয়ার যেনো না যায় সেটা বলা হয়ছে, কারন সেই পরিস্থিতি আর নেই।
আচ্ছা এটা কতটুকু সত্য?

অভিনন্দন। আমরা আশাবাদি💐ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
08/08/2024

অভিনন্দন। আমরা আশাবাদি💐ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

✅গরমে সতর্কতা ✅🛑প্রচন্ড গরম চারিদিকে, স্বাস্থ্যের সুরক্ষাতে কিছু বিষয় জানা জরুরী।ডিম প্রোটিন দইও প্রোটিন কিন্তু গরমে শরী...
19/04/2024

✅গরমে সতর্কতা ✅
🛑প্রচন্ড গরম চারিদিকে, স্বাস্থ্যের সুরক্ষাতে কিছু বিষয় জানা জরুরী।ডিম প্রোটিন দইও প্রোটিন কিন্তু গরমে শরীরে বেশি উপকারী ডিমের চেয়ে দই।

🛑মধু শরীরের জন্য উপকারী হলে এই গরমে মধুর চেয়ে আখের গুড় উপকারী। ডাল ও বাদাম একই জাতীয় প্রোটিন।বাদাম অনেক উপকারী হলেও এই গরমে বাদামের চেয়ে সজনে দিয়ে পাতলা ডাল উপকারী।

🛑দুধ স্বাস্থ্যকর হলেও গরমের সময় দুধের পরিবর্তে দুধের ছানা বা দই বেশি উপকারী।মুরগির মাংস ভালো কিন্তু এই গরমে মাংসের চেয়ে মাছ উপকারী।

🛑স্বাস্থ্যকর বা পুষ্টিকর হলেই নয় , খাবার খেতে হয় সময় উপযোগী। তাহলেই খাবারের বেনিফিট পাওয়া সম্ভব এবং ভালো থাকা সম্ভব।

🍁প্রয়োজনীয় টুকিটাকি কয়েকটি টিপস; জেনে রাখুন পরে কাজে লাগবে...... 🍁🌺 অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপস...
13/01/2024

🍁প্রয়োজনীয় টুকিটাকি কয়েকটি টিপস; জেনে রাখুন পরে কাজে লাগবে...... 🍁

🌺 অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।

🌺 ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

🌺 চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

🌺 কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন।দেখবেন ঝকঝকে হয়ে উঠবে।

🌺 ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে

🌺 জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে পানি আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।দেখবেন ঝকঝকে হয়ে গিয়েছে।

🌺 ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

🌺 হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।

🌺 ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।

🌺 গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত পানি ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঘসে ঘসে ধুয়ে নিন। দেখবেন নতুনের মতো সুন্দর হয়েছে।

🌺 উলের পোশাক ধোওয়ার পর এক বালতি পানিতে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।

🌺 বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর পানিতে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।

🌺 সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি বেশি দিন টিকবে।

🌺 ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম পানি ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঘসে নিয়ে পানি ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।

🌺🌺 চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।

#কিচেন #টিপস #কিচেনটিপস

12/01/2024

দোষ গোপন করা
একটি মহৎ ইবাদত
মিথ্যে বলে
নিজেকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করলে আল্লাহর উপর তার লানৎ পরে

01/01/2024

গ্যাস্ট্রিক চিরতরে বিদায় নিতে এই একটি খাবার অবশ্যই খাবেন
#ইসলামিক #ভাইরাল

Alhamdulillah Alhamdulillah ❤️
31/12/2023

Alhamdulillah Alhamdulillah ❤️

Amin  #ইসলামিক
30/12/2023

Amin #ইসলামিক

29/12/2023

আসসালামু আলাইকুম
ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।🤲
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম, । #ইসলামিক

20/12/2023

তিনটি পদ্ধতি মেনে খাবার খাবেন👈 রিজিকের অভাব হবে না
#ইসলামিক

শীতের  ভালোবাসাগুলো 😋😋 #পিঠা
20/12/2023

শীতের ভালোবাসাগুলো 😋😋
#পিঠা

একজন মেয়ে যখন মা হয়।🥰 সেখান থেকে মা হওয়াটাও অনেক বরো একটা চাকরি । আর সেটা আট ঘন্টার না, চব্বিশ ঘন্টার। যেখানে কোনো ছুটি ...
19/12/2023

একজন মেয়ে যখন মা হয়।🥰 সেখান থেকে মা হওয়াটাও অনেক বরো একটা চাকরি । আর সেটা আট ঘন্টার না, চব্বিশ ঘন্টার। যেখানে কোনো ছুটি নাই, বেতন নাই এবং রেস্টও নাই!
🖤কিন্তু এই সময়টায় যদি কেউ হার্ড করে করে কথা বলে খুব কষ্ট হয় 😔😔😔😔
মায়ের ভালোবাসা হলো সার্থহীন।😞☹️
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,
কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলায় না.!
🤱 Mehazabien Chowdhury আপু সত্যি প্রশংসনীয় 🥰🥰
#মা

শুভ সকাল 🙂উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।✅কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়া...
05/12/2023

শুভ সকাল 🙂
উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।✅

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।💙

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।💜

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!? 💖
cp

02/12/2023

আল্লাহ মাফ কর 🤲
ভয়ানক ভুমিকম্প
৯:৩৬ কে কে টের পেয়েছেন

13/09/2023

নারীদের মধ্যে দুটি চিহ্ন থাকলে আল্লাহ আপনাকে অবশ্যই ভালবাসেন। ゚viral #রন্ধনশিল্প

Amin..  ゚viral
10/09/2023

Amin.. ゚viral

09/09/2023

এই ১ টি খাবার খেলে গ্যাস্ট্রিক চিরতরে বিদায় নেবে✅✅✅

Assalamu Alaikum. good morning 🌄🏜️
08/09/2023

Assalamu Alaikum. good morning 🌄🏜️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Afra Araf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afra Araf:

Videos

Share