বকুল ফুল

  • Home
  • বকুল ফুল

বকুল ফুল Cartoon is love �

31/12/2024

২০২৪ এ ঘুম দিয়া ২০২৫ এ উঠমু।এইটাই আমার থার্টিফার্স্ট নাইট এর প্ল্যান 😏🫶।
জীবনে হ্যাপিনেসই নাই আবার আসছে হ্যাপি নিউ ইয়ার এর প্ল্যান নিয়া।😤🥺💔

#বকুল

06/12/2024

Tumko Paya Hai To
Jaise Khoya Hoon
Kehna Chahoon Bhi To
Tumse Kya Kaho??😌🥹❤️❤️

Song cover: ayus panda

#বকুল

11/11/2024

আজকে রাতের ঘুম শেষ। কি দেখলাম এইটা।নিঃশ্বাস নিতেই যেনো কষ্ট হচ্ছে।এত্ত করুন মৃত্যু । দেশে যে ইদানিং কি শুরু হইছে।এইগুলোর সমাপ্তি জানি কবে ঘটে😓😓।

ফেক্ট: ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে ১৮-২০ বছর বয়সের একজন মেয়ে হাত মাথা বিহীন লা*শ পাওয়া গিয়েছে।

09/11/2024

একদিন কোনো এক রাতে তুমি আর আমি এইভাবেই সাজুগুজু করে রাতের আকাশ দেখবো আর আমার বেসুরো গলায় তোমার সাথে গলা মিলাবো 🌚❤️
Voice from Instagram

#বকুল

05/11/2024

প্রতিদিন তাড়াতাড়ি ঘুমানোর কথা ভেবে রাতের২ টা বাজে ঘুমাই। এমনই চলতাছে জিন্দেগি😤
আপনাদের কি অবস্থা 🥲??

,

#বকুল

21/10/2024

কথায় কথায় women women করলে এইভাবেই কিড*ন্যাপ করে নিয়ে আসবো বলে দিলাম😏🔪🧛‍♀️

এই ভিডিও টি এক বছর আগের বানানো❤️

#বকুল

18/10/2024

ইদানিং যা ভাবছি তার বিপরীত হচ্ছে। সব দিকেই টেনশন আর ডিপ্রেশন নানান চিন্তার মাঝে পরে আছি। ভাবলাম এখন থেকে পেইজে এক্টিভ হবো।ভিডিও বানাবো । কিন্ত কোনোটায় হচ্ছে না। সময় পাচ্ছিনা আর সময় পেলেও বানানোর ইচ্ছাই জাগছে না , পড়ালেখা ও হচ্ছে না। এইদিকে ফিউচারের জন্যে আবার চিন্তা ঠিকই হচ্ছে। এই পেইজ টা আমার অনেক শখের। সবসময় ইচ্ছা ছিল অনলাইনে কিছু একটা করবো। কিন্ত কিছুই তো করতে পারছি না । জীবনটা, কিছুই করতে পারছিনা করতে করতেই কেটে যাবে হয়তো🙂💔

25/09/2024

টাকলা হয়ে যাবো জাস্ট🙂। আমার চুল অনেক শিক্ষিত, তাই সারাদিন পড়তেই থাকে। তোমাদের চুল ও কি আমার চুলের মতন শিক্ষিত 🥺?

,
#বকুল

18/09/2024

Tu hi ye mujhko bata de
Chahun main ya naa❤️🥀

Song : Hasan S. Iqbal & Diya Jahan
They are very cute🥹🫶

#বকুল

আমি অভিযোগ বলা শুরু করলে , লিখতে লিখতে তোমার খাতা শেষ হয়ে যাবে। কিন্ত আমার অভিযোগ শেষ হবে না ,বুঝলে?😏😌❤️ #বকুল         ...
30/08/2024

আমি অভিযোগ বলা শুরু করলে , লিখতে লিখতে তোমার খাতা শেষ হয়ে যাবে। কিন্ত আমার অভিযোগ শেষ হবে না ,বুঝলে?😏😌❤️

#বকুল

Commission work 🫶❤️আজকে থেকে আবার একটিভ হবো। নিউ নিউ ভিডিও আসবে তাড়াতাড়ি।👐 #বকুল
14/08/2024

Commission work 🫶❤️
আজকে থেকে আবার একটিভ হবো। নিউ নিউ ভিডিও আসবে তাড়াতাড়ি।👐

#বকুল

10/08/2024

এই ছেলে টাকে আপনাদের মনে আছে নিশ্চয়? ছেলেটা কোটা আন্দোলনে প্রত্যেকটা ছাত্রের পাশে দাঁড়িয়ে ছিল, আন্দোলনে নেমেছিল। নিজের জীবনের কথা চিন্তা করে নাই, সে কিন্তু হিন্দু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছেলেটা ছাত্রদের প্রতি অন্যায়ের প্রতিরোধ করেছিল । অনেক জায়গায় হিন্দুদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়ি ঘর জালানো হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে সেজন্য হিন্দুরা আন্দোলন করছে নানান জায়গায় । অনেকে আপনারা বলতেছেন হিন্দুদের নাকি বাড়িঘর পুরানো হয় নাই, এগুলো নাকি ভুয়া কথা। আপনার এলাকায় সবকিছু পরিস্থিতি ঠান্ডা দেখে, অন্য জায়গার পরিস্থিতি যে ঠান্ডা আপনি সেটা কিভাবে জানেন? যেই মুসলিম ভাইয়েরা হিন্দুদের মন্দির পাহারা দিয়ে এসেছেন তাদের প্রতি হিন্দুরা কৃতজ্ঞ । কিন্তু অনেক জায়গায় হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এটা কিন্তু মিথ্যা না । এগুলো মিথ্যা হলে এত মানুষ আন্দোলনে নামতো না । আমি যে শহরে বাস করছি সেখানে এখনো পর্যন্ত কোন হিন্দুদের উপর কোন রকম আক্রমণ হয় নাই সবকিছু বেশ শান্তিপূর্ণ আছে কিন্তু তাই বলে এই নয় বাকি জায়গার পরিস্থিতি ও স্বাভাবিক থাকবে। আমরা চাই বাংলাদেশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, সবাই মিলেমিশে বেঁচে থাকুক। ধর্ম নিয়ে কোন বিবাদ সৃষ্টি না হোক । যতই হোক দেশটা আমাদের । স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে বেঁচে থাকা না যায় তাহলে এই স্বাধীনতার কোন মূল্য নেই ❤️

08/08/2024

একটা কথা স্বচ্ছ ভাবে বলতে হচ্ছে—
যারা ভাবেন সনাতনীরা ন্যাকামোর জন্য ফেসবুকে গেয়ে বেড়াচ্ছে তাদের স্বাধীনতা নাই তাদের বলছি,
আমার যত আত্মীয় স্বজন আছেন ভিন্ন ভিন্ন জায়গায় থাকেন তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। হুমকি দিচ্ছে তাদের। দোকানপাট ভাংচুর করেছে। বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। আবার কাউকে তুলে নিয়ে যাচ্ছে এবং মোটা অঙ্কের টাকা চাচ্ছে। এগুলো সব আমার আত্মীয়দের কথা কোনো গুজব নয়।
এরপর তো বিভিন্ন জায়গায় অনেকের বাড়ি পুড়েছে, মন্দির ভেঙেছে এ ঘটনা ফেসবুক জুড়ে। আপনারা পাহারা দিচ্ছেন সেটা অসামান্য অবদান কিন্তু তারপরেও প্রতি মুহূর্তে একটা ধর্মের লোক আতঙ্কে ম র ছে। তারা এতটুকু কি ফেসবুকে বলার স্বাধীনতা পায় না? বলতে গেলেই আপনারা চেপে ধরে বলছেন তারা কেবল নাটক দেখাচ্ছে!
একটা কথা আছে, যার উপর দিয়ে যায় সে বুঝে। দেশে হুট করে কেন আমাদের উপরও হাম লা হবে? আপনারা বলবেন অনেক মুসলিমদের সাথেও এমন হয়েছে। হ্যাঁ তার পেছনে কারণ আছে। তারা আওয়ামিলীগ করত। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ কোনো দল করে না তবুও তারা স্বীকার হচ্ছে। এর দায়ভার কে নিবে সেটা তারা জিজ্ঞেস করতেই পারে। এই মুহূর্তে যেই মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের প্রতি আপনার রাগ করার কারণ নেই।

আমি চাই দ্রুত সরকার গঠন হোক এবং উনারা আমাদের নিরাপত্তা দিক। প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচা যায় না। প্রতিদিন আত্মীয়দের আহাজারি শোনা যাচ্ছে না আর!
©️ মম সাহা

আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন কিংবা ১৯৭১ এর মুক্তিযুদ্ধ দেখি নি কিন্তু আমি ২০২৪ দেখেছি । মনে হচ্ছে যেন ইতিহাসে পড়া সেই পা...
16/07/2024

আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন কিংবা ১৯৭১ এর মুক্তিযুদ্ধ দেখি নি কিন্তু আমি ২০২৪ দেখেছি । মনে হচ্ছে যেন ইতিহাসে পড়া সেই পাকিস্থানি শাসকদের বাস্তব রূপ দেখতেছি ।যারা আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করতেছে। সৃষ্টিকর্তা আমাদের আন্দোলনরত ভাই বোনদের রক্ষা করুক । কত ভয়ানক💔
এই ছবি এর ক্যারেকটার গুলো যখন একটা একটা করে আর্ট করছিলাম তখন কেমন যেনো বুকটা ভার ভার লাগছিল । ছাত্রদের এত পরিশ্রম, ত্যাগ যেনো বিফলে না যায় ।

04/07/2024

আপনার মতো তো আর ভুঁড়ি দেখাইয়া চলি না আণ্টি 😚🌚
সরাসরি যদি এইভাবে কিছু মানুষ কে মুখের উপর কিছু কথা শুনিয়ে দেওয়া যেত তাহলে শান্তি লাগতো🫠।
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের নিজের নাই ঠিক কিন্ত অন্যের পিছনে লেগে থাকে অন্যের দোষ ধরার জন্য। আগে নিজেকে ঠিক করুন তারপর অন্যের দোষ ধরুন। নয়তো ইট মারলে পাটকেল তো ফিরত পাবেনই তাই না?

30/06/2024

বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।
কারণ আমি চাই না; কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোট করে বাঁচুক! আমি চাই; প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক. আমাকে ছাড়াই বাঁচুক 🖤🌸।
জীবনের সব কিছুর কেয়ার করতে নেই । হাসি মুখে কিছু জিনিস মেনে নিতে হয় । কেও সারাজীবন পাশে থাকবে না তাই তাদের কথা ভেবে নিজের কষ্ট বাড়ানোর থেকে don't care বলে জীবনে এগিয়ে যাওয়া ভালো😊❤️।
Song cover: moumita sarker

17/06/2024

টাকা রাখতে চাই রাখতে পারি না
কোনদিক দিয়ে খরচ হয় নিজেও জানি না😩💔
Song cover : 𝔸𝕟𝕜𝕚𝕥𝕒'𝕤 𝕍𝕚𝕓𝕖𝕤
গানটি ভালো লাগলে এবং আরো নতুন নতুন গান শুনতে 𝔸𝕟𝕜𝕚𝕥𝕒'𝕤 𝕍𝕚𝕓𝕖𝕤 এবং Azahar Akash পেজ দুটিকে ফলো করতে ভুলো না।

Lyrics : inspired from Azahar Akash

Taka rakhte chai rakhte parina female version, hope you guys will enjoy it.

#টাকা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বকুল ফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share