10 Lakh Email Marketing Service

10 Lakh Email Marketing Service দেশের প্রায় ১০ লাখ ইমেইল ঠিকানায় পৌঁছাক আপনার পণ্য বা সেবা’টি

আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে ছোট্ট চাকরীজীবি ব্যক্তিটিও আপনার উৎপাদিত পণ্য বা সেবা’র একজন সম্মানিত ভোক্তা। সুতরাং আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে প্রত্যেকের সাথে সহনশীল ও সুন্দর আচরণ করুন।

30/11/2023

10 Lakh Email Marketing
To
Health Related Institute And Products

05/10/2023

10 Lakh Email Marketing
To
Education Sector

Marketing to 6 Lakh+ Teachers and Stuffs All Country (Primary, High School, College, University, Vocational And Madrasa)

30/09/2023

10 Lakh Email Marketing
To
Car and Electric Car Company

24/08/2023

10 Lakh Email Marketing
For
Real State, Housing, Developers And Builders Company

16/07/2023

10 lakh email marketing
---
Renewable Energy

11/07/2023

10 lakh email marketing
---
Interior-Exterior Design

29/06/2023

ঈদ মোবারক

‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’
অর্থ- আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। অামিন।

24/06/2023

আলোচনায় তুঙ্গে ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন ৥৥৥৥৥

বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা মার্কেট কাঁপিয়েছে। সেই সময়গুলোয় সেসব পণ্য ও সেবা’র আলোচনা ছিল তুঙ্গে। ঠিক এই সময়ে যতোগুলো পণ্য ও সেবা মার্কেটে তুমুলভাবে আলোচনায় আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে- ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন নিয়ে। ঘর ও অফিসসহ যেকোন স্থাপনাকে সুন্দরভাবে সজ্জিত করার বিষয়ে চারপাশে আলোচনাটা হচ্ছেও বেশ। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যারা এই ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইনের নান্দনিক সব কাজ দেখছেন তাদের শতভাগই আগ্রহী হয়ে উঠছেন নিজের বাসা, অফিস, হাসপাতাল-ক্লিনিক, দোকান, আবাসিক হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ বিভিন্ন ধরনের স্থাপনায় ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন করে নেওয়ার। কেননা নান্দনিক সব কাজ দেখায় এ নিয়ে কারো আগ্রহের কোন কমতি নেই। বিশেষ করে রুচিশীল ও সৌন্দর্যপ্রিয় মানুষদের মধ্যে এই আলোচনাটা হচ্ছে আরও বেশি।

বাজারে ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতিনিয়তই এর সংখ্যাটা বাড়ছে। বিগত বছরগুলোর তুলনায় তিন-চার বছর ধরে এর পরিধি বেশ বেড়েছে। যা আগামী দিনগুলোতে আরও বাড়বে বৈকি কমবে না। এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কাজ করতে করতে হিমশিম খাচ্ছে।

সবার জন্য শুভকামনা রইল।

19/06/2023

আসছে ঈদে পরিবার-পরিজনকে আগেই গ্রামের বাড়ীতে পাঠিয়ে দিন।
অতিরিক্ত যাত্রী হয়ে নৌপথে যাবেন না এবং বাস-ট্রেনের ছাঁদে উঠবেন না।

18/06/2023

শর্তসমূহ :
(১) ইমেইল আইডি নেওয়ার পর সম্মানিত ভোক্তার কাছে পাঠানো বার্তায় কোন বেপর্দা নারীর ছবি ব্যবহার করা যাবেনা।
(২) ব্যাংক, ইনস্যুরেন্স, ফাইন্যান্স, মাইক্রোক্রেডিটসহ সুদ সংশ্লিষ্ট এবং কীটনাশক ও অবৈধ প্রতিষ্ঠান যোগাযোগ করবেন না।
মোটকথা, উপার্জন হারাম হবে এমন কোন কাজে নিযুক্ত করা যাবে না।

জীবিকার উৎস হোক হালাল উপার্জন। কারণ হালাল উপার্জন হলো ইবাদত কবুলের পূর্বশর্ত
অসম্ভব জায়গাগুলোতে মার্কেটিং এখন আরও অনেক সহজ এবং দ্রুতও
বিভিন্ন অফার বা মূল্য ছাড়, ঈদসহ বিভিন্ন উপলক্ষে শুভেচ্ছা এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ধন্যবাদ জ্ঞাপন’সহ
দেশের প্রায় ১০ লাখ ইমেইল ঠিকানায় পৌঁছাক আপনার পণ্য বা সেবা’টি
নিয়োগ প্রদান অথবা বিক্রয়েরক্ষেত্রে কমিশনভিত্তিক

প্রিয় মহোদয়
শুভেচ্ছা নেবেন। আমি কাজ করছি ইমেইল মার্কেটিং নিয়ে। আপনি চাইলে- সারাদেশের শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন শ্রেনি-পেশার কয়েক লাখ ব্যক্তির ইমেইল ঠিকানায় আপনার প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কে জানাতে পারেন। এজন্য আমার কাছে আছে ও সংগ্রহ হচ্ছে প্রায় ১০ লাখ ইমেইল ঠিকানা। এটি একটি চলমান প্রক্রিয়া, তাই প্রতিবছর বাড়তে থাকবে ভোক্তার ইমেইল ঠিকানার সংখ্যা। সেইসাথে বলি, কোন পণ্য বা সেবা জনপ্রিয়তা পেয়েছে বলে প্রচারণা বন্ধ না করে নতুন ভোক্তার সন্ধানে থাকা উচিত। কেননা একই ধরনের পণ্য বা সেবা অন্য প্রতিষ্ঠান উতপাদন বা সরবরাহের ফলে বাজারে চাহিদা কমছে আপনার তৈরি পণ্য বা সেবা’র। এজন্য প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে মার্কেটিং অব্যাহত রাখার বিকল্প নেই।

ইমেইল মার্কেটিংয়ের সুবিধা :
১) যে কোন ব্যক্তির কাছে খুব সহজেই ও দ্রুত পৌঁছানো যায়।
২) পাঠানো বার্তা ইমেইলে স্থায়ীভাবে থাকে, ফলে ভোক্তা চাইলে পরবর্তীতে বের করে যোগাযোগ করতে পারবেন।
৩) এটি একটি স্টান্ডার্ড মার্কেটিং। কেননা এজন্য ভোক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে যেমন হয়রানী হতে হয়না, আবার দীর্ঘ সময় ধরে অপেক্ষাও করতে হয়না। ফলে কাউকে কোনরূপ বিরক্ত বা সময় নষ্ট না করেই মার্কেটিং করা যায়।

ইমেইল মার্কেটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ :
ভোক্তার কাছে পাঠানো প্রোপোজালটি হতে হবে পরিপূর্ণ। সেখানে কোন প্রশ্ন রাখা উচিত হবেনা। মোটকথা, পুরো লেখা পড়ে ভোক্তার যাতে কোন প্রশ্ন না থাকে। এজন্য পণ্য বা সেবা’র পরিমাণ ও দামসহ বিস্তারিত অবশ্যই উল্লেখ থাকতে হবে প্রোপোজালে। কেননা ব্যস্ততায় অনেকেরই আগ্রহ নাও থাকতে পারে কল করে পরিমাণ অনুযায়ী দামের বিস্তারিত শুনতে। আর প্রোপোজালে পরিমাণ ও দামসহ বিস্তারিত উল্লেখ থাকলে অনেকেরই আগ্রহ জন্মাবে আপনার পণ্য বা সেবা নেওয়ার। এর সাথে লিংকডইন ও আপনার প্রতিষ্ঠানের পেইজ দিয়ে ফেসবুক মার্কেটিং করা যেতে পারে ইনবক্সসহ সকল জেলার গ্রুপগুলোয়। উল্লেখ করতে হবে স্বনামধন্য ক্লায়েন্ট এর নামগুলোও।

বিশেষ করে লক্ষ্যণীয় :
ইমেইল মার্কেটিং করে ভোক্তার তেমন একটা ফিডব্যাক পাননি বলে কাজটি বন্ধ করা উচিত হবেনা। তার বদলে সমস্যাগুলো চিহ্নিত করুন ও কাজটি অব্যাহত রাখুন। এতে করে ভোক্তা জানুক, বাজারে আপনিও আছেন। এটা অনেক কাজে দেবে।

পরিশেষে বলা যায় যে- আপনি যদি আগ্রহী হোন আপনার পণ্য বা সেবা সম্পর্কে দেশের বৃহৎ অর্থশালী গোষ্ঠী জানুক, জানুক আপনার পণ্য বা সেবা নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগের মোবাইল-টেলিফোন নম্বর, ওয়েবসাইট-ফেসবুক পেইজ লিংক, ইমেইল এবং কার্যালয়ের ঠিকানা। তাহলে যোগাযোগ করতে পারেন। সেই সাথে- সম্মানিত ভোক্তাকে আপনার পণ্য বা সেবা’র বিভিন্ন অফার বা মূল্য ছাড় এবং ঈদসহ বিভিন্ন উপলক্ষে শুভেচ্ছা জানাতে পারেন। এমনকি, প্রতিষ্ঠাবার্ষিকীতে দীর্ঘসময়ের এই যাত্রায় পাশে থাকায় ও আগামীতেও পাশে পাবার আশাবাদ ব্যক্ত করে ‘ধন্যবাদ জ্ঞাপন’ করতে পারেন। এতে করে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ভোক্তার মনে ভালোবাসা ও আন্তরিকতার সৃষ্টি হবে।

ধন্যবাদান্তে...
মো. রওশন আলম
[email protected]
[email protected]





























প্রায় ১০ লাখ ইমেইল মার্কেটিং প্রোপোজাল
18/06/2023

প্রায় ১০ লাখ ইমেইল মার্কেটিং প্রোপোজাল




































15/06/2023

ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনের ইমেইল মার্কেটিং সংক্রান্ত-

প্রিয় মহোদয়,
দেশের বিভিন্ন শ্রেনি-পেশার প্রায় ১০ লাখ মানুষের ইমেইল ঠিকানায় ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনের ইমেইল মার্কেটিং আগামী সপ্তাহে শুরু করা হবে। আশা করছি, এতে করে বেশ সাড়া পাওয়া যাবে। ইতোমধ্যে এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে।

তাই আপনিও আপনার প্রতিষ্ঠানের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন সম্পর্কে ইমেইল মার্কেটিং করাতে চাইলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন- [email protected]





























15/06/2023

দিনকে দিন ইমেইল মার্কেটিংয়ের প্রসার বাড়ছে। তাই আপনার পণ্য বা সেবা’র ইমেইল মার্কেটিং করুন...




14/06/2023

সুতরাং, আপনি যদি আগ্রহী হোন আপনার পণ্য বা সেবা সম্পর্কে দেশের বৃহৎ অর্থশালী গোষ্ঠী জানুক, জানুক আপনার পণ্য বা সেবা নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগের মোবাইল-টেলিফোন নম্বর, ওয়েবসাইট-ফেসবুক পেইজ লিংক, ইমেইল এবং কার্যালয়ের ঠিকানা। তাহলে যোগাযোগ করতে পারেন।

সেই সাথে- সম্মানিত ভোক্তাকে আপনার পণ্য বা সেবা’র বিভিন্ন অফার বা মূল্য ছাড় এবং ঈদসহ বিভিন্ন উপলক্ষে শুভেচ্ছা জানাতে পারেন।

এমনকি, প্রতিষ্ঠাবার্ষিকীতে দীর্ঘসময়ের এই যাত্রায় পাশে থাকায় ও আগামীতেও পাশে পাবার আশাবাদ ব্যক্ত করে ‘ধন্যবাদ জ্ঞাপন’ করতে পারেন। এতে করে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ভোক্তার মনে ভালোবাসা ও আন্তরিকতার সৃষ্টি হবে।

ধন্যবাদান্তে...
মো. রওশন আলম
[email protected]





























13/06/2023

ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন নিয়ে যারা কাজ করেন তারা প্রায় ১০ লাখ ইমেইল মার্কেটিং করাতে পারেন। আগামী সপ্তাহে মার্কেটিং শুরু হবে। কমিশনভিত্তিক।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when 10 Lakh Email Marketing Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 10 Lakh Email Marketing Service:

Videos

Share